সালাহউদ্দিন আইয়ুবির ইতিহাসে বিখ্যাত
হওয়ার কারণ কী?
অথবা, সালাহউদ্দিন আইয়ুবি ইতিহাসে এত
বিখ্যাত কেন?
উত্তর ভূমিকা: সালাহউদ্দিন
আইয়ুবি ইতিহাসে বিখ্যাত বীর যোদ্ধা হিসেবে পরিচিত। তিনি খ্রিস্টান ক্রুসেডারদের বিতাড়িত
করে জেরুজালেম পুনরুদ্ধার করেন। মূলত ক্রুসেডই সালাহউদ্দিন আইয়ুবিকে ইতিহাসে খ্যাতির
আসনে বসিয়েছে। ক্রুসেডে তার অভূতপূর্ব ভূমিকার ফলে মুসলমানগণ সফলতা লাভ করতে সক্ষম
হয়।
সালাহউদ্দিন আইয়ুবির ইতিহাসে বিখ্যাত হওয়ার কারণ: সালাহউদ্দিন আইয়ুবি ইতিহাসে বীর যোদ্ধা হিসেবে বিখ্যাত হয়ে আছেন। তিনি ছিলেন একজন উদার, মহানুভব ও প্রজাবৎসল শাসক। ইতিহাসে সালাহউদ্দিন আইয়ুবির বিখ্যাত হওয়ার কারণ নিম্নে দেওয়া হলো-
১. হিট্টিনের যুদ্ধে অবদান: সালাহউদ্দিন
আইয়ুবি ১১৮৭ খ্রিস্টাব্দে সংঘটিত হিট্রিনের যুদ্ধে খ্রিস্টান শাসক রেজিনান্ডকে পরাজিত
করেন। হিট্টিনের যুদ্ধে খ্রিস্টানরা পরাজিত হওয়ার পর তারা আর জেরুজালেম দখল করতে সাহস
করেনি। এটি সালাহউদ্দিন আইয়ুবিকে ইতিহাসে অমরত্ব দান করেছে।
২. ক্রুসেডারদের দমন: সালাহউদ্দিন
আইয়ুবি মধ্যপ্রাচ্যে আইয়ুবি বংশ প্রতিষ্ঠা করলে খ্রিস্টানরা প্রতিশোধ নেওয়ার জন্য
পরিকল্পনা গ্রহণ করতে থাকে। সালাহউদ্দিন আইয়ুবি খ্রিস্টানদের পরাজিত করে ইউরোপে বিতাড়িত
করেন। ফলে তারা পরবর্তীতে আর অগ্রসর হতে সাহস করেনি।
৩. তৃতীয় ক্রুসেডে অবদান: সালাহউদ্দিন আইয়ুবির হিট্রিনের যুদ্ধে বিজয়ী হওয়ার ফলে তৃতীয় ক্রুসেড সংঘটিত হয়েছিল। তিনি তৃতীয় ক্রুসেডে ক্রুসেডারদের দমন করে জেরুজালেম পুনরুদ্ধার করেন। এটি তাকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে।
৪. মিসরে সুন্নি মতবাদ প্রতিষ্ঠা: সালাহউদ্দিন
আইয়ুবি মিসরে জুম্মার নামাজের খুতবায় আব্বাসি খলিফার নাম পাঠ করলে ১১৭৫ খ্রিস্টাব্দে
আব্বাসিরা তাকে সনদ প্রদান করেন। ফলে মিসরে সুন্নি মতবাদ প্রতিষ্ঠা লাভ করে।
৫. জনকল্যাণমূলক কার্যক্রম: সালাহউদ্দিন আইয়ুবি বীর যোদ্ধার পাশাপাশি একজন প্রজাবৎসল শাসকও ছিলেন। তিনি জনকল্যাণের জন্য বহু খাল, নালা ইত্যাদি খনন করেন। তাছাড়া তিনি বহু মাদ্রাসা, মসজিদ ও স্থাপত্য নির্মাণ করেন।
উপসংহার: পরিশেষে বলা
যায় যে, সালাহউদ্দিন আইয়ুবি ছিলেন ইতিহাসখ্যাত ব্যক্তিত্ব। তিনি নিজের বীরত্ব ও সাহসিকতার
দ্বারা মুসলিম শাসনকে খ্রিস্টানদের হাত থেকে রক্ষা করেন। ক্রুসেডের পাশাপাশি জনহিতকর
ও প্রজাহিতৈষী কাজের মাধ্যমে তিনি ইতিহাসে খ্যাতি অর্জন করেন।