আঘলাবী শাসক জিয়াদাত উল্লাহ কিভাবে পরাজিত হয়?

আঘলাবী শাসক জিয়াদাত উল্লাহ কিভাবে পরাজিত হয়?

আগলাবি শাসক জিয়াদাতুল্লাহর পরাজয় সম্পর্কে লেখ।

অথবা, আগলাবি শাসক জিয়াদাতুল্লাহ কীভাবে পরাজিত হন?

উত্তর ভূমিকা: আগলাবি শাসক জিয়াদাতুল্লাহ ইসলামের ইতিহাসে একটি আলোচিত নাম। তিনি ছিলেন আগলাবিদের শ্রেষ্ঠ শাসক। ৯০৩ থেকে ৯০৯ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। ফাতেমি মতবাদ প্রচারক আবু আব্দুল্লাহ আশ শিয়ির হাতে তার পরাজয় ঘটে।


আগলাবি শাসক জিয়াদাতুল্লাহর পরাজয়: জিয়াদাতুল্লাহ ফাতেমি মতবাদের অন্যতম প্রচারক আবু আব্দুল্লাহ আশ শিয়ির হাতে পরাজিত হন। আবু আব্দুল্লাহ আশ শিয়ি ফাতেমি মতবাদ প্রচার করতে আব্দুল্লাহ বিন মায়মুন 'কর্তৃক উত্তর আফ্রিকায় প্রেরিত হন। আবু আব্দুল্লাহ আশ শিয়ি তার কৌশলী প্রচারণার মাধ্যমে উত্তর আফ্রিকায় ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হন। তার জনপ্রিয়তায় ভীত হয়ে আগলাবি শাসক জিয়াদাতুল্লাহ তাকে দমনের সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রথমে তিনি জুম্মার খুতবায় আবু আব্দুল্লাহ আশ শিয়িকে অমুসলিম ও বিদ্রোহী বলে ঘোষণা করেন। এতে কোনো কাজ না হলে তিনি তার বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি গ্রহণ করেন। অতঃপর জিয়াদাতুল্লাহ আবু আব্দুল্লাহ আশ শিয়ির বিরুদ্ধে ৪০ হাজার সৈন্যর এক বিশাল বাহিনী প্রেরণ করেন। ৯০৯ খ্রিস্টাব্দে আবু আব্দুল্লাহ আশ শিয়ি ও জিয়াদাতুল্লাহর বাহিনীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। যুদ্ধে জিয়াদাতুল্লাহর সৈন্যবাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। পরাজিত হয়ে জিয়াদাতুল্লাহ মিসর থেকে প্রথমে এশিয়ায় এবং পরে ত্রিপোলিতে পালিয়ে যান।


উপসংহার: পরিশেষে বলা যায় যে, জিয়াদাতুল্লাহ ছিলেন উত্তর আফ্রিকার সুন্নি আগলাবি বংশের শ্রেষ্ঠ শাসক। আগলাবি শাসক জিয়াদাতুল্লাহ ৯০৩ খ্রিস্টাব্দে পিতার মৃত্যুর পর কায়রোয়ানের সিংহাসনে আরোহণ করেন। ফাতেমি সমর্থক আবু আব্দুল্লাহ আশ শিয়ির হাতে তার পরাজয়ের ফলে উত্তর আফ্রিকায় আগলাবি বংশের শাসনকালের চূড়ান্ত অবসান ঘটে।

Post a Comment

Previous Post Next Post