দারাজী মতবাদ কী?

 

দারাজী মতবাদ কী?

দারাজি মতবাদ কী?

অথবা, দারাজি মতবাদের পরিচয় দাও।

উত্তর ভূমিকা: ফাতেমি খলিফা আল হাকিমের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে অন্যতম একটি হলো দারাজি বা দুজি মতবাদকে পৃষ্ঠপোষক করা। যার সূত্র ধরে তিনি নিজেকে আল্লাহর অবতার বলে ঘোষণা করেন। মুহম্মদ বিন ইসমাইল দারাজি নামক ইসলামের প্রতি বৈরী মনোভাবাপন্ন একজন নেতার প্রতিষ্ঠিত সম্প্রদায় দুজ সম্প্রদায় নামে পরিচিত। এ সম্প্রদায়ের মতবাদই দারাজি মতবাদ নামে পরিচিত।


দারাজি মতবাদ: খলিফা আল হাকিমের রাজত্বকালে দুজি নামে একটি নতুন ধর্মমতের উদ্ভব ঘটে। এ মতবাদের প্রবর্তক মুহম্মদ বিন ইসমাইল দারাজি। জাতিতে তিনি ছিলেন পারসিক অগ্নি উপাসক। পরে তিনি শিয়া মতবাদ গ্রহণ করেন। খলিফা আল হাকিমের সময় তিনি একটি নতুন ধর্মমত প্রচার করেন। এ মতবাদ অনুযায়ী মুহম্মদ বিন ইসমাইল দারাজি খলিফাকে আল্লাহর অবতার বলে ঘোষণা করেন। তিনি প্রচার করেন যে, কিয়ামত অতি সন্নিকটে এবং শরিয়ার বাহ্যিক আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই। খলিফা আল হাকিম সালাত, সিয়াম পরিত্যাগসহ লোকজনকে হজ পালনে নিষেধ করেন। তিনি যখন রাস্তায় বের হতেন এ সম্প্রদায়ের লোকেরা মাটিতে সিজদা করে তাকে সম্মান প্রদর্শন করতো এবং ঘোষণা করতো তুমিই জন্ম ও মৃত্যুদাতা। খলিফা আল হাকিম এ মতবাদ দ্বারা দারুণভাবে প্রভাবিত হন এবং এর প্রসারে পৃষ্ঠপোষকতা করেন। তাদের ধর্মীয় গ্রন্থে "আমাদের প্রভু আল হাকিম এর নাম গৌরবান্বিত হউক" এরূপ বর্ণিত আছে। শিয়াদের এই দুজি শাখাটি বর্তমানে লেবাননে বাস করে।


উপসংহার: পরিশেষে বলা যায় যে, খলিফা আল হাকিম তার শাসনামলের শুরু থেকেই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে উদ্ভট ও খামখেয়ালি শাসক হিসেবে প্রমাণ করেছেন। দারাজি মতবাদ তার শাসনামলেরই একটি বিতর্কিত মতবাদ, যা একজন অগ্নি উপাসক কর্তৃক প্রতিষ্ঠিত।

Post a Comment

Previous Post Next Post