স্পেনে মুসলিম শাসনের ইতিহাসের উৎসসমূহ
অথবা, স্পেনের ইতিহাসের উৎসসমূহ আলোচনা
কর।
উত্তর ভূমিকা: স্পেনীয় মুসলিম
শাসকগণ বিভিন্ন সময় বিখ্যাত ও দুর্লভ রচনাবলি সংগ্রহ করার জন্য পন্ডিত ব্যক্তিদের বিশেষভাবে
উৎসাহ ও পৃষ্ঠপোষকতা করতেন। ইতিহাস, ভূগোল, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য
প্রভৃতি বিষয়ের ওপর মূল্যবান গ্রন্থ রচনা করে স্পেনীয় আরবগণ খ্যাতি অর্জন করেন। স্পেনে
মুসলিম শাসনের সময় রচিত এসব গ্রন্থ ও লিখনী পরবর্তী সময়ে মুসলিম স্পেনের ইতিহাসের গুরুত্বপূর্ণ
উৎস হিসেবে কাজ করে। নানা কারণে মূল্যবান অনেক গ্রন্থ ধ্বংসপ্রাপ্ত হলেও কিছু কিছু
তথ্যের ভিত্তিতে মুসলিম স্পেনের ইতিহাস পুনর্গঠন করা সম্ভব হয়েছে।
মুসলিম শাসনাধীন স্পেনের ইতিহাসের
উৎস: নিম্নে মুসলিম শাসনাধীন স্পেনের ইতিহাসের উৎসসমূহ সম্পর্কে আলোচনা
করা হলো-
১. ঐতিহাসিক গ্রন্থসমূহ: অনেকগুলো মূল্যবান
আরবি গ্রন্থ স্পেনের ইতিহাসের উৎস হিসেবে কাজ করে। কয়েকটি বিখ্যাত গ্রন্থ সম্পর্কে
নিম্নে আলোচনা করা হলো-
ক. তারিখ ই ফতেতাহুল আন্দালুস: খ্রিস্টীয় দশম শতাব্দীতে ইবনুল কুতিয়া নামক একজন নওমুসলিম পণ্ডিত কর্তৃক এ গ্রন্থটি রচিত হয়। এ গ্রন্থটিতে তৃতীয় আব্দুর রহমানের শাসনামলের প্রথমভাগ পর্যন্ত স্পেনে মুসলিম শাসনের ইতিহাস আলোচিত হয়েছে। স্পেনের ইতিহাস পুনর্গঠনে এ গ্রন্থটির অবদান অনস্বীকার্য।
খ. তারিখ ফাতহুল মিসর: ইবন আব্দুল হাকাম
এ গ্রন্থটি রচনা করেন। এ গ্রন্থের পঞ্চম অধ্যায়ের সমাপ্তি পর্বে স্পেন বিজয়ের বিস্তারিত
বিবরণ দেওয়া হয়েছে। ১৮৫৮ খ্রিস্টাব্দে ড. জন হারেস জনস গোটিনজেনে ইংরেজি অনুবাদসহ গ্রন্থখানি
প্রকাশ করেন। গ. উনাক্রন্দিকা অ্যাননিমা দে আব্দুর রহমান আল নাসির: বিখ্যাত
এ গ্রন্থটি রচনা করেন ইবনুল আহমার। এ গ্রন্থটিতে খলিফা আব্দুর রহমান আল নাসিরের জীবনী
এবং তার অবদান ও কৃতিত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ গ্রন্থটি ১৯৫০ খ্রিস্টাব্দে
গ্রানাডা হতে প্রকাশিত হয়।
২. সাহিত্যিক উৎস: স্পেনের ইতিহাসের
উৎসসমূহের মধ্যে সাহিত্যিক উৎস অন্যতম। বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ আবু আলি আল কালি রচিত
'আমালি' নামক গ্রন্থ স্পেনের মুসলিম ইতিহাসের অন্যতম প্রধান সাহিত্যিক উৎস। এ গ্রন্থ
থেকে তৎকালীন স্পেনের অনেক বিষয় সম্পর্কে জানা যায়। সাহিত্যিক উৎস হিসেবে মুহম্মদ বিন
আল হাসান আল জুবাইদি একটি মূল্যবান গ্রন্থ রচনা করেন। এ গ্রন্থটি ব্যাকরণবিদ ও ভাষাতাত্ত্বিকদের
তাপিকা জাতীয় একটি মূল্যবান গ্রন্থ। তৃতীয় আবদুর রহমানের শাসনামলে আরও একজন ব্যক্তি
সাহিত্যবিষয়ক গ্রন্থ রচনা করেন। তিনি হলেন ইবনে আব্দুর রবি। তবে 'ইকদ উল ফরিদ' নামক
গ্রন্থে মুসলিম স্পেনের অনেক বিষয় সম্পর্কে জানা যায়। স্পেনে মুসলমানদের ইতিহাসের উৎস
হিসেবে সাহিত্যিক গ্রন্থাবলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৩. ভূগোলবিষয়ক গ্রন্থ: স্পেনের মুসলমানদের ইতিহাসের উৎস হিসেবে ভূগোলবিষয়ক গ্রন্থগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূগোলবিষয়ক গ্রন্থাবলি থেকে স্পেনের ভূপ্রকৃতি, আবহাওয়া তথা স্পেনের ভৌগোলিক বিষয়াবলি সম্পর্কে জানা যায়। ভূগোলবিষয়ক রচনাবলির ক্ষেত্রে আল বাকরি ও আল ইদ্রিসির গ্রন্থগুলোতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। আল বাকরির গ্রন্থটির নাম ছিল 'আল মাসালিক ওয়াল মামালিক' এবং আল ইদ্রিসির গ্রন্থটির নাম ছিল 'নুজহাত উমুশতাকফি ইখতিরাখ উল আফাক।' এছাড়াও তৎকালীন পর্যটক ইবনে জুবায়ের এবং ইবনে বতুতা যে ভ্রমণ কাহিনি বর্ণনা করেছেন তা থেকে স্পেনের ইতিহাসের ভূগোল সাহিত্যের উৎসের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
৪. জ্যোতির্বিদ্যা সম্পর্কিত গ্রন্থ: স্পেনের ইতিহাসের
উৎসের মধ্যে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত গ্রন্থের ভূমিকাও ছিল অনেক বেশি। তৎকালীন সময়ে
কর্ডোভা, টলেডো এবং সেভিলে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত অনেক মূল্যবান গ্রন্থ রচিত হয়।
জ্যোতির্বিদদের মধ্যে টলেডোর আল জারকালি, কর্ডোভার আল মাজরিতি, সেভিলের ইবনে আফলাহর
নাম উল্লেখযোগ্য। আল জারকালি নক্ষত্রের সাথে সম্পর্কিত সূর্য কক্ষের গতি সম্পর্কিত
প্রমাণ দিয়েছেন। তিনি অ্যাসট্রোলেব নামক যন্ত্র আবিষ্কার করেন। শাসকদের পৃষ্ঠপোষকতা
এবং এসব পণ্ডিতদের জ্যোতির্বিদ্যা সম্পর্কিত গ্রন্থের মাধ্যমে স্পেনের অনেক তথ্য সম্পর্কে
জানা যায়, যা স্পেনের ইতিহাসের উৎস হিসেবে কাজ করে।
৫. চিকিৎসাশাস্ত্র ও উদ্ভিদবিদ্যার
ওপর রচিত গ্রন্থাবলি: স্পেনীয় মুসলমানদের চিকিৎসাশাস্ত্র ও উদ্ভিদবিদ্যার
ওপর রচিত গ্রন্থাবলিও মুসলিম স্পেনের ইতিহাসের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
কর্ডোভার চিকিৎসক আবু জাফর আহমদ ইবনে মুহম্মদ 'আল আদবিয়াহ, আল মুফরাদাহ' নামক একটি
বিখ্যাত গ্রন্থ রচনা করেন। তিনি স্পেন ও আফ্রিকার বৃক্ষের চারা সংগ্রহ করে সেগুলোকে
আরবি, ল্যাটিন ও বার্বার নাম দিয়েছেন। সেভিলে উদ্ভিদবিদ্যার ওপর আরেকটি বিখ্যাত বই
'আল ফিলাহাহ' রচনা করেন আবু জাকারিয়া। কৃষিবিষয়ক অনেকগুলো মৌলিক গ্রন্থ এ সময়ে রচিত
হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আবুল হাসান আরবি বিন সাঈদ রচিত 'কিতাব আল আওকাত',
আল সানাদ বাসাল রচিত 'আল কাসদ ওয়াল বায়ান', আল আওয়াস রচিত 'কিতাব আল ফিলাহ' ইত্যাদি।
আবদুল্লাহ ইবনে বহিতা ও আহমদ ইবনে বহিতা উদ্ভিদবিজ্ঞান ও ঔষধ প্রস্তুতকারক হিসেবে পরিচিত
ছিলেন।
৬. জীবনীমূলক গ্রন্থ: মুসলিম স্পেনের ইতিহাসের উৎস হিসেবে তৎকালীন স্পেনের বিশিষ্ট ব্যক্তিদের জীবনীমূলক গ্রন্থ ব্যাপক ভূমিকা পালন করে। জীবনী গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইবনে ফারাজি রচিত 'তারিখ উলামা উল আন্দালুস', আবি আবদুল্লাহ মুহম্মদ বিন হারিস আল খুসানি রচিত 'কিতাব আল কুযাত বি কুরতুব' ইত্যাদি। এসব গ্রন্থে উল্লিখিত বিষয়াবলি মুসলিম স্পেনের ইতিহাসের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
৭. দর্শনশাস্ত্র: মুসলিম স্পেনের
ইতিহাসের উৎস হিসেবে দর্শনশাস্ত্রের ভূমিকা অপরিসীম। তৎকালীন সময়ে বিখ্যাত দার্শনিকদের
মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইবনে বাজা, ইবনে তোফায়েল, ইবনে মায়মুন, সলোমন বেন গ্যাব্রিয়েল
প্রমুখ। তাদের দর্শনশাস্ত্রের মাধ্যমে স্পেনে মুসলিম ইতিহাসের অনেক উৎস সম্পর্কে জানা
যায়।
৮. বিভিন্ন দলিল ও সরকারি নথিপত্র: মুসলিম স্পেনের
ইতিহাসের উৎস হিসেবে বিভিন্ন দলিলপত্র ও সরকারি নথিপত্র উল্লেখযোগ্য। মুসলিম স্পেনের
বিভিন্ন বিষয়ের ওপর চুক্তিপত্র পরবর্তীতে ইতিহাসের উৎস হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন
সরকারি নথিপত্র ও আইনকানুন পরবর্তীতে ইতিহাসের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে।
৯. স্থাপত্য শিল্প: মুসলিম স্পেনের ইতিহাসের উৎস হিসেবে স্থাপত্য শিল্পের গুরুত্ব অনেক বেশি। মুসলিম শাসন পরবর্তী সময়ে প্রাপ্ত বিভিন্ন মুদ্রা ও শিলালিপি ইতিহাস পুনর্গঠনে সহায়তা করে। স্পেনের মুসলিম স্থাপত্য শিল্পের অন্যতম উৎস হিসেবে কর্ডোভার জামে মসজিদ উল্লেখযোগ্য। সেভিলের প্রাসাদ ও গ্রানাডার আল হামরা প্রাসাদ এখনো মুসলিম স্পেনের ইতিহাসের সাক্ষ্য প্রদান করছে।
উপসংহার: উপর্যুক্ত আলোচনার
পরিপ্রেক্ষিতে বলা যায় যে, মুসলিম শাসনামলের স্পেনের ইতিহাস পূণর্গঠনে জীবনীগ্রন্থ,
ইতিহাস বিষয়ক গ্রন্থ, ভূগোল, সাহিত্য, চিকিৎসা, জ্যোর্তিবিদ্যা ও দর্শন সম্পর্কিত গ্রন্থগুলো
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উৎসগুলো থেকে ইতিহাসবিষয়ক জ্ঞানপিপাসুরা মুসলিম স্পেনের
ইতিহাস সম্পর্কে জানতে পারবে। Prof. S. M. Imamuddin এর মতে, "উল্লিখিত মৌল ও
গৌণ উৎসসমূহ থেকে মুসলিম স্পেনের আর্থসামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাসের মূল্যবান তথ্যসংগ্রহ
করা যেতে পারে, তবে তা বিচার বিশ্লেষণসাপেক্ষ; এগুলোর মাধ্যমেই মুসলিম স্পেনের ইতিহাস
পুনর্গঠন সম্ভব"।
আরো পড়ুন পূর্ণাঙ্গ সাজেশন ও তার উত্তর একত্রে