অথবা, ওমর বিন হাফসুনকে কেন একজন বিতর্কিত
নেতা বলার কারণ বর্ণনা কর।
উত্তর ভূমিকা: ওমর বিন হাফসুন
ইসলামের ইতিহাসে এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। ওমর বিন হাফসুনকে স্পেনের খ্রিস্টান সম্প্রদায়
জাতীয়তাবাদী নেতা হিসেবে আখ্যায়িত করে। কারণ তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করে স্যামুয়েল
নাম ধারণ করেন। তিনি স্পেনের খ্রিস্টানদের জাতীয় অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেন।
ওমর বিন হাফসুনকে একজন বিতর্কিত নেতা বলা
কারণ :ওমর বিন হাফসুনকে অনেকে স্পেনের বিদ্রোহী জাতীয়তাবাদী নেতা হিসেবে আখ্যায়িত করেন।
বিশেষত খ্রিস্টানরা তাকে স্পেনের জাতীয়তাবাদী নেতা হিসেবে আখ্যায়িত করেন। নিয়ে ওমর
বিন হাফসুনকে একজন বিতর্কিত নেতা বলার কারণসমূহ সম্পর্কে আলোচনা করা হলো:
১. রোমানদের বোবাস্ট্র দুর্গে আস্তানা গাড়া: ওমর বিন হাফসুন ৮৮০ খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকা থেকে স্পেনে এসে রোমানদের পরিত্যক্ত বোবাস্ট্র দুর্গে আস্তানা গাড়েন। তিনি বোবাস্ট্র দুর্গকে কেন্দ্র করে স্পেনের খ্রিস্টান বিদ্রোহী সম্প্রদায়কে একত্র করে তাদের অধিকার আদায়ে আমিরের বিরুদ্ধে বিদ্রোহ করেন। ফলে স্পেনের খ্রিস্টান সম্প্রদায় ওমর বিন হাফসুনকে তাদের জাতীয় নেতা হিসেবে আখ্যায়িত করে, যা তাকে বিতর্কিত করে।।
২. খ্রিস্টধর্ম গ্রহণ: ওমর বিন হাফসুন
তার বিদ্রোহী জাতীয়তাবাদী কর্মকাণ্ড ত্বরান্বিত করার জন্য ৮৯৯ খ্রিস্টাব্দে খ্রিস্টধর্ম
গ্রহণ করেন। ফলে খ্রিস্টান সম্প্রদায় ওমর বিন হাফসুনকে তাদের দাবি আদায়ের ও জাতীয়তাবাদী
আন্দোলনের একমাত্র কান্ডারি হিসেবে স্বীকৃতি প্রদান করে। কিন্তু মুসলিমরা তাকে বিশ্বাসঘাতক
রূপে আখ্যায়িত করে।
৩. খ্রিস্টানদের দাবি আদায়ে সোচ্চার: ওমর বিন হাফসুন দুর্গম পাহাড়ি অঞ্চলে দস্যুবৃত্তি করতেন। তিনি তার দস্যুবৃত্তির পাশাপাশি স্পেনের খ্রিস্টান সম্প্রদায়ের দাবি আদায়ে উমাইয়া আমিরদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। তাই স্পেনের খ্রিস্টানরা তাকে স্পেনের জাতীয়তাবাদী নেতা হিসেবে আখ্যায়িত করে।
৪. খ্রিস্টান বিদ্রোহে সহায়তা প্রদান: স্পেনের খ্রিস্টান
সম্প্রদায় তখন নিজেদের দাবি আদায়ে সোচ্চার ছিল। তারা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে মুসলিম
শাসকদের বিরুদ্ধে সোচ্চার হন। ওমর বিন হাফসুন তখন স্পেনের খ্রিস্টানদের এই জাতীয়তাবাদী
আন্দোলনে সহায়তা করে আন্দোলনের গতি প্রদান করেন। কিন্তু একজন নব্য মুসলিম হিসেবে খ্রিস্টান
বিদ্রোহে সহায়তা প্রদান তাকে বিতর্কিত নেতায় পরিণত করে।
উপসংহার: উপর্যুক্ত আলোচনার
পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ওমর বিন হাফসুন ছিলেন স্পেনের মুসলিম শাসনের ইতিহাসে এক
উল্লেখযোগ্য প্রতিভা। তিনি তার কর্মের জন্য কারো কাছে জাতীয় বীর আবার কারো কাছে বিশ্বাসঘাতক
তথা বিতর্কিত নেতা হিসেবে চিহ্নিত হয়েছেন।
আরো পড়ুন পূর্ণাঙ্গ সাজেশন ও তার উত্তর একত্রে