মুজারব কারা?
অথবা, কাদের মুজারব বলা হয়?
উত্তর ভূমিকা: ইসলামের ইতিহাসের শুরু থেকেই বিভিন্ন ধর্মের মানুষ ইসলামের ভাবধারায় মুগ্ধ হয়ে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছে অথবা কেউ গ্রহণ না করেও ইসলামি রীতিনীতি মেনে চলেছে। তেমনিভাবে স্পেনের একদল খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ না করে আরবদের শিক্ষা, সংস্কৃতি ভাবধারায় মুগ্ধ হয়ে আরবি ভাষা ও আরবদের রীতিনীতি অনুকরণ করতে থাকে। স্পেনের ইতিহাসে এরাই মুজারব নামে পরিচিত।
মুজারব: মুসলিম বিজয়ের
পর স্পেনীয় খ্রিস্টানগণ বিশেষ করে কর্ডোভার অমুসলমানগণ শুধু ধর্মীয় স্বাধীনতাই নয়;
বরং সামাজিক, অর্থনৈতিক ও অন্যান্য সকল নাগরিক স্বাধীনতাও ভোগ করতো। প্রথম হিশামের
উদার ধর্মীয় নীতির ফলে স্পেনের খ্রিস্টানদের এক বিরাট অংশ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ
করে। আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি তারাও আরবদের সুশাসনে ও উন্নত জীবনাযাত্রায় মুগ্ধ
হয়ে আরবীয় ভাবধারা, রীতিনীতি, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির অনুসারী হয়। এসব আরব অনুসারীদেরকে
'মুজারব' বলা হতো। তারা দ্বীন সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিল এবং আরবীয় জ্ঞানবিজ্ঞানের
প্রতি এতই আকৃষ্ট হয়ে পড়েছিল যে, তারা ধর্মীয় বিশ্বাসের দিক দিয়ে ইসলামপন্থি না হলেও
রীতিনীতি ও আচার অনুষ্ঠানের দিক - দিয়ে আরবীয় হয়ে গিয়েছিল। কিন্তু মনে প্রাণে তারা
তাদের পিতৃপুরুষের খ্রিস্টধর্ম ত্যাগ করেনি। কর্ডোভা, সেভিল, টলেডো, সারাগোসা প্রভৃতি
গুরুত্বপূর্ণ শহরে মুজারবদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। মুজারবরা আরবীতে চমৎকার নিবন্ধ
ও কাব্য রচনা করতো। আরবীয় ভাবধারার প্রতি মুজারবরা এতই আকৃষ্ট হয়ে পড়েছিল যে, ধর্মান্ধ
খ্রিস্টানরা তা মেনে নিতে পারেনি। যার ফলশ্রুতি ছিল ধর্মান্ধ আন্দোলন।
উপসংহার: পরিশেষে বলা
যায় যে, ইসলামের মহিমা যুগে যুগে মানুষকে বিভিন্নভাবে আকৃষ্ট করেছে। যেমন আকৃষ্ট করেছিল
স্পেনের খ্রিস্টানদের। তারা মুসলমান না হয়েও আরবীয় দর্শন নিয়ে গবেষণা করতো। তাদের এই
ইসলাম প্রিয়তার জন্য তাদেরই স্বগোত্রীয় ধর্মান্ধ খ্রিস্টানগণ ইসলাম বিরোধী আন্দোলন
শুরু করে। এজন্যই মুজারবরা ইতিহাসে স্থান করে নিয়েছে।
আরো পড়ুন পূর্ণাঙ্গ সাজেশন ও তার উত্তর একত্রে
স্পেনের মুসলমানদের ইতিহাস (৭১০-১৪৯২)