দ্বিতীয় আব্দুর রহমানের ওপর চারজন প্রভাববিস্তারকারী ব্যক্তির পরিচয় দাও।

দ্বিতীয় আব্দুর রহমানের ওপর চারজন প্রভাববিস্তারকারী ব্যক্তির পরিচয় দাও।

 

দ্বিতীয় আব্দুর রহমান যে চারজন লোক দ্বারা প্রভাবিত হয়েছিলেন তাদের সম্পর্কে সংক্ষেপে লেখ।

অথবা, দ্বিতীয় আব্দুর রহমানের ওপর চারজন প্রভাব বিস্তারকারী ব্যক্তির পরিচয় দাও।

উত্তর ভূমিকা: আমির দ্বিতীয় আব্দুর রহমান শিল্প ও সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন। তিনি সর্বদা সুধীমণ্ডলী, জ্ঞানীগুণী, শিল্পী, কবি, সংগীতজ্ঞ দ্বারা পরিবেষ্টিত থাকতে ভালোবাসতেন। তার শাসনামলে তিনি চারজন প্রভাবশালী ব্যক্তি দ্বারা প্রভাবান্বিত হয়েছিলেন। এ বিশিষ্ট ও প্রভাবশালী ব্যক্তিবর্গ ছিলেন ধর্মবেত্তা ইয়াহিয়া, সংগীতজ্ঞ জিরাব, মূক খোজা নসর এবং বিদুষী সুলতানা তারুব।

দ্বিতীয় আব্দুর রহমান যে চারজন লোক দ্বারা প্রভাবিত হয়েছিলেন : নিম্নে দ্বিতীয় আব্দুর রহমান যে চারজন ব্যক্তিবর্গ দ্বারা প্রভাবিত হয়েছিলেন তাদের সম্পর্কে আলোকপাত করা হলো-



১. ইয়াহিয়া বিন ইয়াহিয়া: ইয়াহিয়া বিন ইয়াহিয়া মাসমুদা গোত্রের বার্বার ছিলেন। স্বীয় নিষ্ঠা ও বুদ্ধিবৃত্তির বলে স্পেনে তিনি নিজেকে প্রভাবশালী ফকিহ হিসেবে প্রতিষ্ঠিত করেন। মুসলিম স্পেনে মালেকি মাযহাব প্রবর্তনের মূলে তার অবদান ছিল অপরিসীম। দ্বিতীয় আব্দুর রহমানের শাসনামলে তার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। আমির তাকে যথেষ্ট সম্মানের আসনে আসীন করেন। বিচার কার্যের সুষ্ঠু পরিচালনার জন্য আমির তার পরামর্শ গ্রহণ করেন। এভাবে ইয়াহিয়া বিন ইয়াহিয়া আমিরের ওপর প্রভাব বিস্তার করেন।

২. জিরাব: দ্বিতীয় আব্দুর রহমানের রাজত্বকালে অপর যে ব্যক্তি সর্বাধিক প্রভাব বিস্তার করেন তিনি হচ্ছেন প্রখ্যাত পারস্য সংগীতজ্ঞ আবুল হাসান আলি বিন নাফি ওরফে জিরাব। কথিত আছে যে সংগীতজ্ঞ হিসেবে জিরাবের খ্যাতি ও প্রভাব এরূপ ছিল যে, তার আগমনের বার্তা পেয়ে সুলতান স্বয়ং অশ্বারোহণে নগর প্রান্তে গিয়ে সাদরে অভ্যর্থনা জানান। আমির জিরাবের জন্য বাৎসরিক ২৪,০০০ দিনার মূল্যের এক প্রাসাদতুল্য বাড়ির ব্যবস্থা করেন।

৩. খোজা নসর: দ্বিতীয় আব্দুর রহমানের রাজত্বকালে তৃতীয় যে ব্যক্তি অসামান্য প্রভাব বিস্তার করেন তিনি হলেন মূক অনারব একজন ভৃত্য। তিনি ছিলেন খোজা এবং হাজিবের দায়িত্ব পালন করতেন। স্বীয় ব্যুৎপত্তি, অসামান্য মেধা ও পারদর্শিতার কারণে সামান্য অবস্থা থেকে তিনি রাজ্যের প্রধান সচিবের পদে অধিষ্ঠিত হয়েছিলেন। আমির খোজা নসরের ওপর নির্ভরশীল ছিলেন এবং তার ওপর শাসন ভার অর্পণ করে সংগীতের আসরে বেশিরভাগ সময় চিত্তবিনোদন করতেন।



৪. সুলতানা তারুব : আমিরের স্ত্রী সুলতানা তারুব ছিলেন পারস্য সুন্দরী। তিনি ছিলেন বিদূষী, সৌখিন, ষড়যন্ত্রকারী চতুরা ও উচ্চাভিলাষী মহিলা। ধনসম্পদে তার অসাধারণ মোহ ছিল। দ্বিতীয় আব্দুর রহমানের আরও তিন জন স্ত্রী থাকা সত্ত্বেও সুলতানা তারুবের - প্রভাব ছিল অপরিসীম।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, দ্বিতীয় আব্দুর রহমান শিল্পসাহিত্য ও ধর্মীয় কাজে বেশ অনুরাগী ছিলেন। তিনি উপরোল্লিখিত চার ব্যক্তি দ্বারা প্রভাবান্বিত হয়েছিলেন। দ্বিতীয় আব্দুর রহমানের রাজত্বকালে এ চারজন ব্যক্তিত্ব আবার রাজকার্য পরিচালনা,. ধর্মীয় অনুশাসান প্রচলন, শিল্পকলার সম্প্রচার ও বিলাসব্যসনে বিশেষ অবদান রেখেছিলেন।

আরো পড়ুন পূর্ণাঙ্গ সাজেশন ও তার উত্তর একত্রে

স্পেনের মুসলমানদের ইতিহাস (৭১০-১৪৯২)

Post a Comment

Previous Post Next Post