কর্পোরেট অর্থায়ন বিষয়ক জানা অজানা সকল প্রশ্ন এবং উত্তর।
০১. Finance শব্দটির উৎপত্তি কোথা
হতে?
উত্তর: ল্যাটিন শব্দ Finis হতে
Finance শব্দটির উৎপত্তি।
০২. কর্পোরেট অর্থায়ন কী? অথবা,
কর্পোরেট ফাইন্যান্স কী?
উত্তর: যে প্রতিষ্ঠান যৌথ ব্যবসায়িক
কার্যাদি পরিচালনার উদ্দেশ্যে অর্থসংস্থান করে তাকে কর্পোরেট অর্থায়ন বলে।
০৩. অর্থসংস্থান কাকে বলে?
উত্তর: কোনো প্রতিষ্ঠানের সংগৃহীত
অর্থ বণ্টন ও বিনিয়োগ করা এবং সংরক্ষণের মাধ্যমে অর্থ লাভ করার সামগ্রিক কার্যাবলিকে
অর্থসংস্থান বলে।
০৪. আর্থিক ব্যবস্থাপনার মূল কাজ
কী?
উত্তর: আর্থিক ব্যবস্থাপনার মূল
কাজ ফার্মের সম্পদ বৃদ্ধির মাধ্যমে শেয়ারহোল্ডারদের আয় বৃদ্ধি করা।
০৫. মূলধন কাঠামো কী?
উত্তর: মূলধন কাঠামো বলতে নিট ইক্যুইটি,
দীর্ঘমেয়াদি ঋণ ও অগ্রাধিকার স্টকের সমষ্টিকে বুঝায়।
০৬. কাম্য মূলধন কাঠামো বলতে কী
বুঝ?
উত্তর: দীর্ঘমেয়াদে অর্থ সংগ্রহের
জন্য প্রতিষ্ঠান/ফার্ম যেসব উৎস ঠিক করে তাদের সমষ্টিকে ফার্মের কাম্য মূলধন কাঠামো
বলে।
০৭. অর্থায়ন বা ফিন্যান্স কী?
উত্তর: অর্থ সংগ্রহ ও সংগৃহীত অর্থের
সুষ্ঠু ব্যবস্থাপনাসংক্রান্ত যাবতীয় কার্যাবলিকে অর্থায়ন বা ফিন্যান্স বলে।
০৮. এজেন্সি ইস্যু কী?
উত্তর: কোনো প্রতিষ্ঠানের মালিকদের
উদ্দেশ্য ও ব্যবস্থাপকদের উদ্দেশ্যের মধ্যে সমন্বয়সাধন করে চলার ক্ষেত্রে আবির্ভূত
দ্বন্দ্বই হলো এজেন্সি ইস্যু।
০৯. কোম্পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের
মূল দায়িত্ব লেখ।
উত্তর: কোম্পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের
মূল দায়িত্ব মালিকদের অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি ও সংহত করা।
১০. মুনাফা সর্বোচ্চকরণ অর্থায়নে
কোনটি বিবেচনা করা উচিত?
উত্তর: মুনাফা সর্বোচ্চকরণ অর্থায়নে
অর্থের সময়মূল্য বিবেচনা করা উচিত।
১১. মুনাফা লভ্যতা সূচক কাকে বলে?
উত্তর: যেকোনো প্রকল্পের ভবিষ্যৎ
নগদ আন্তঃপ্রবাহের বর্তমান বিনিয়োগের অনুপাতকে মুনাফা লভ্যতা সূচক বলে।
১২. IFRS এর পূর্ণরূপ লেখ।
উত্তর: IFRS এর পূর্ণরূপ হলো-
International Financial Reporting Standards.
১৩. "অর্থায়ন হচ্ছে অর্থ ব্যবস্থাপনার
কলা ও বিজ্ঞান।" উক্তিটি কার?
উত্তর: "অর্থায়ন হচ্ছে অর্থ
ব্যবস্থাপনার কলা ও বিজ্ঞান।" - উক্তিটি L. G. Gitman এর।
১৪. ব্যবসায় অর্থায়ন কাকে বলে?
উত্তর: যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের
সকল কার্যাবলি যথাযথভাবে পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন হয় তা সংগ্রহ ও নিয়ন্ত্রণের
সামাজিক রূপকে ব্যবসায় অর্থায়ন বলে।
১৫. সরকারি অর্থায়ন কী?
উত্তর: যেকোনো দেশের অর্থনীতি ও
রাজনীতির সীমার মধ্যে অবস্থিত বিষয়সমূহের কার্যাবলির সামগ্রিক রূপ হচ্ছে সরকারি অর্থায়ন।
১৬. ব্যক্তিগত অর্থায়ন কাকে বলে?
উত্তর: কোনো ব্যক্তি যখন তার নিজস্ব
কোনো কার্যসম্পাদনের জন্য অর্থের যোগান দেয় তখন তাকে ব্যক্তিগত অর্থায়ন বলে।
১৭. যৌথ অর্থায়ন কাকে বলে?
উত্তর: বিভিন্ন সময় মেয়াদে সংঘটিত
নগদ প্রবাহের সাথে সম্পৃক্ত বাজার ও আর্থিক হাতিয়ারসমূহের পর্যালোচনাকেই যৌথ অর্থায়ন
বলে।
১৮. স্বল্পমেয়াদি অর্থায়ন কাকে
বলে?
উত্তর: এক বছর বা তার থেকে কম সময়ের
জন্য যে অর্থায়ন করা হয় তাকে স্বল্পমেয়াদি অর্থায়ন বলে।
১৯. মধ্যমেয়াদি অর্থায়ন কাকে বলে?
উত্তর: এক বছর থেকে পাঁচ বছরের
জন্য যে অর্থায়নের ব্যবস্থা করা হয় তাকে মধ্যমেয়াদি অর্থায়ন বলে।
২০. দীর্ঘমেয়াদি অর্থায়ন কাকে বলে?
উত্তর: পাঁচ বছর থেকে অতিরিক্ত
সময়ের জন্য যে অর্থায়নের ব্যবস্থা করা হয় তাকে দীর্ঘমেয়াদি অর্থায়ন বলে। ২১. অভ্যন্তরীণ
উৎস কী?
উত্তর: উদ্যোক্তাগণ যে মূলধন সরবরাহ
করে এবং প্রতিষ্ঠানের অবস্টিত মুনাফা এ দুয়ের সমষ্টি হচ্ছে অভ্যন্তরীণ উৎস।
২২. বাহ্যিক উৎস কাকে বলে?
উত্তর: অভ্যন্তরীণ উৎস ছাড়া ঋণ
হিসেবে ব্যবসায়িক প্রতিষ্ঠান যেসব উৎস থেকে অর্থায়ন করে তাকে বাহ্যিক উৎস বলে।
২৩. প্রাতিষ্ঠানিক অর্থায়ন কাকে
বলে?
উত্তর: বিধিবদ্ধ নিয়ম অনুসারে যখন
কোনো প্রতিষ্ঠান থেকে অর্থসংস্থান করা হয় তখন তাকে প্রাতিষ্ঠানিক অর্থায়ন বলে। যেমন-
ব্যাংক, বিমা, এনজিও ইত্যাদি।
২৪. অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন কাকে
বলে?
উত্তর: যখন বন্ধুবান্ধব, গ্রাম্য
মহাজন, নিকট আত্মীয়স্বজন প্রমুখ ব্যক্তির নিকট থেকে অনানুষ্ঠানিকভাবে ঋণ গ্রহণ/অর্থ
সংগ্রহ করা হয় তখন তাকে অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন বলে।
২৫. বিনিয়োগ সিদ্ধান্ত কী?
উত্তর: যে প্রকল্পে বিনিয়োগ করলে
ফার্মের মুনাফা সর্বাধিক হবে তা নির্ধারণ করাই হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত।
২৬. অর্থসংস্থান সিদ্ধান্ত কাকে
বলে?
উত্তর: কোম্পানি কোনো প্রকল্পের
জন্য অর্থসংস্থানের ক্ষেত্রে নিজস্ব মূলধন এবং ঋণকৃত মূলধন কতটুকু ব্যবহার করবে সে
সম্পর্কে গৃহীত সিদ্ধান্তকে অর্থসংস্থান বলে।
২৭. লিভারেজ কাকে বলে?
উত্তর: কোম্পানি কোনো প্রকল্পের
জন্য অর্থসংস্থানের
৪০. মুনাফা সর্বোচ্চকরণের শর্ত
কী কী? ক্ষেত্রে নিজস্ব মূলধন ব্যবহারের পর প্রয়োজনীয় বাকি অংশ ঋণকৃত অর্থের মাধ্যমে
সংস্থান করার সিদ্ধান্তকে লিভারেজ বা উদ্দেশ্য সাধনের উপায় বলা হয়।
২৮. ফার্মের উদ্বৃত্তপত্র কী?
উত্তর: উদ্বৃত্তপত্র বলতে একটি
নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট দিনে একটি ফার্মের সম্পত্তি, দায় এবং মালিকানাস্বত্ব আনুষ্ঠানিকভাবে
সাজিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাই হলো ফার্মের উদ্বৃত্তপত্র।
২৯. মূলধন কাঠামো কী?
উত্তর: কোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি
ঋণ ও ইক্যুইটি মূলধনের সংমিশ্রণে সংগঠিত মূলধনকে মূলধন কাঠামো বলে।
৩০. নিট আয় তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: নিট আয় তত্ত্বের প্রবক্তা
আমেরিকার অধিবাসী ডেভিড ডুরান্ড।
৩১. নিট আয় তত্ত্ব কেন বলা হয়?
উত্তর: ফার্মের সাধারণ শেয়ারের
মূলধনীকরণের হার দ্বারা নিট আয়কে ভাগ করে শেয়ারের বাজার মূল্য নির্ধারণ করা হয় বলে
এ তত্ত্বকে নিট আয় তত্ত্ব বলা হয়।
৩২. প্রতিনিধিত্ব সমস্যা/এজেন্সি
সমস্যা কী?
উত্তর: মালিকপক্ষ বা শেয়ারহোল্ডার
ও ব্যবস্থাপকদের উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে ব্যবসাক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হয় তাকে
প্রতিনিধিত্ব/এজেন্সি সমস্যা বলে।
৩৩. প্রতিনিধিত্ব ব্যয় কাকে বলে?
উত্তর: প্রতিনিধিত্ব সমস্যার কারণে
ব্যবসায়ের সৃষ্ট ক্ষতি বা সমস্যার সমাধান বা পরিত্রাণ পাওয়ার জন্য মালিকপক্ষ যে ব্যয়
করেন তাকে প্রতিনিধিত্ব ব্যয় বলে।
৩৪. তদারকি খরচ কী?
উত্তর: ব্যবস্থাপনা তদারকির জন্য
শেয়ারহোল্ডারদের যে ব্যয় হয় তাই তদারকি খরচ।
৩৫. প্রতিনিধিত্ব তত্ত্বের মূল
বক্তব্য কী?
উত্তর: প্রতিনিধিত্ব তত্ত্বের মূল
বক্তব্য হচ্ছে শেয়ারহোল্ডারগণ যখন এজেন্টদের জন্য উৎসাহমূলক উদ্যোগ এবং তদারকির ব্যবস্থা
গ্রহণ করবে তখন এজেন্ট, ব্যবস্থাপক, কর্মচারীগণ মালিকের স্বার্থরক্ষায়/ব্যবসায়ের সম্পদ
বৃদ্ধির জন্য কাজ করবে।
৩৬. ব্যবস্থাপকীয় লক্ষ্য কী?
উত্তর: ফার্ম কর্তৃক ব্যবসায়ের
প্রসারতা অর্জন করাকে ব্যবস্থাপকীয় লক্ষ্য বলে।
৩৭. ফার্মের স্বল্পমেয়াদি উদ্দেশ্য
কী?
উত্তর: ফার্মের স্বল্পমেয়াদি উদ্দেশ্য
হলো মুনাফা সর্বাধিকরণ।
৩৮. ফার্মের দীর্ঘমেয়াদি উদ্দেশ্য
কী?
উত্তর: ফার্মের দীর্ঘমেয়াদি উদ্দেশ্য
হলো সম্পদ সর্বাধিকরণ।
৩৯. মুনাফা সর্বাধিকরণ কাকে বলে?
উত্তর: স্বল্পমেয়াদি সময়ে মুনাফা
সর্বাধিকরণ হচ্ছে ফার্মের মূল্য লক্ষ্য। ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি
করাকে মুনাফা সর্বাধিকরণ বলে।
৪০. মুনাফা সর্বোচ্চকরণের শর্ত
কি কি ?
উত্তর: মুনাফা সর্বোচ্চকরণের শর্ত
দুটি। যথা: ১ প্রয়োজনীয় শর্ত: MR = MC এবং ২. পর্যাপ্ত শর্ত i. MC রেখার ঢাল >
MR রেখার ঢাল।
৪১. সম্পদ সর্বাধিকরণ কী?
উত্তর: ফার্মের নিট বর্তমান মূল্য
বৃদ্ধি করার প্রক্রিয়াকে সম্পদ সর্বাধিকরণ বলে।
৪২. ফার্মের কোন উদ্দেশ্যটি অধিক
গ্রহণযোগ্য?
উত্তর: একক উদ্দেশ্য বিবেচনা করলে
মুনাফা সর্বোচ্চকরণ উদ্দেশ্যটি অধিক গ্রহণযোগ্য।
৪৩. মালিকানা পৃথকীকরণ কী?
উত্তর: বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানের
মালিকানা থেকে ব্যবস্থাপনাকে পৃথক করা হলে তাই মালিকানা পৃথকীকরণ।
৪৪. আর্থিক বাজার কী?
উত্তর: আর্থিক বাজার বলতে এমন বাজারকে
বুঝায় যেখানে আর্থিক সম্পদ যেমন- স্টক, বন্ড ইত্যাদি ক্রয়- বিক্রয় করা হয়।
৪৫. অর্থ বাজার কী?
উত্তর: অর্থ বাজার কতিপয় আর্থিক
প্রতিষ্ঠানের সমন্বয় যা উদ্বৃত্ত অর্থের মালিকদের সাথে যাদের অর্থের প্রয়োজন আছে তাদের
মধ্যে যোগাযোগ স্থাপনে মধ্যবর্তী ভূমিকা পালন করে।
৪৬. পুঁজিবাজার কী?
উত্তর: মুদ্রা অথবা প্রায়-মুদ্রা
ছাড়া অপরাপর আর্থিক সম্পদের বাজারই পুঁজি বা মূলধন বাজার।
৪৭. পুঁজিবাজারের হাতিয়ারগুলো কী?
উত্তর: পুঁজিবাজারের হাতিয়ারগুলো
হলো- ১. সরকারি বন্ড এবং ট্রেজারি নোট, ২. কর্পোরেট বন্ড, ৩. মিউনিসিপাল বন্ড, ৪. শেয়ার
সার্টিফিকেট ও ৫. মর্টগেজ।
৪৮. মর্টগেজ কী?
উত্তর: স্থাবর সম্পত্তির ওপর লিয়েনের
আকারে জামানত রেখে এক ধরনের দীর্ঘমেয়াদি আর্থিক প্রতিশ্রুতি হলো মর্টগেজ।