মাসারাহর যুদ্ধ সম্পর্কে একটি টীকা লেখ।
অথবা, মাসারাহর যুদ্ধের বিবরণ দাও।
উত্তর ভূমিকা: পৃথিবীর ইতিহাসে
এমন অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে যেগুলো ভাগ্য নিয়ন্ত্রণকারী যুদ্ধ হিসেবে পরিচিত। এদের
মধ্যে মাসারাহর যুদ্ধ অন্যতম। ৭৫৬ খ্রিস্টাব্দে এ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে বিজয়ী
প্রথম আব্দুর রহমান স্পেনে যে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন তা ২৭৫ বছর স্থায়ী
হয়েছিল।
মাসারাহর যুদ্ধ : স্পেনের তৎকালীন
শাসক ইউসুফ আল ফিহরি প্রথম আব্দুর রহমানের স্পেনে আগমনের সংবাদে চিন্তিত হয়ে পড়েন।
তাকে বাধা দেওয়ার জন্য টলেডো ও মুরসিয়া হতে সৈন্য সংগ্রহ করে রাজধানী কর্ডোভা হতে সেভিলের
দিকে রওনা হয়। এদিকে প্রথম আব্দুর রহমানও সেভিলের অনিবার্য সংঘর্ষ এড়াতে রাজধানীতে
উপস্থিত হয়ে দুর্ভিক্ষ কবলিত রাজধানী অবরোধ করেন। এ সংবাদে ইউসুফ আল ফিহরি দ্রুত সেভিল
থেকে রাজধানীর দিকে এগিয়ে যান। এদিকে প্রথম আব্দুর রহমানও প্রায় ১. লক্ষ সৈন্য নিয়ে
মাসারাহ নামক স্থানে হাজির হন। ৭৫৬ খ্রিস্টাব্দের ১৪ মে উভয়ের মধ্যে সংঘর্ষ সংঘটিত
হয়। এ যুদ্ধে ইউসুফ আল ফিহরি পরাজিত হয়ে টলেডোতে এবং ইউসুফ আল ফিহরির সহযোগী স্যামুয়েল
জায়েনে পালিয়ে যায়। ফলে প্রথম আব্দুর রহমান জয়লাভ করে রাজধানীতে প্রবেশ করেন।