বনু জিরি বংশের সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, গ্রানাডার জিরি বংশ সম্পর্কে যা জান লেখ।
উত্তর ভূমিকা: উমাইয়া খিলাফতের দুর্বলতার সুযোগে
স্পেনে যে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয় সেগুলোকে সাধারণভাবে মুলুক
আল তাওয়ায়েফ বলা হয়। এসব ক্ষুদ্র রাজ্যগুলোর মধ্যে বনু জিরি বংশ ছিল অন্যতম। জাওবি
বিন জিরি কর্তৃক প্রতিষ্ঠিত এ বংশ ১০১২ খ্রিস্টাব্দ থেকে ১০৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত
শাসন ক্ষমতায় টিকে ছিল।
বনু জিরি বংশ: উত্তর আফ্রিকার সানহাজাহ বার্বারগণের
একটি শাখা হলো বনু জিরি বংশ। জাওবি বিন জিরি নামক জনৈক ব্যক্তি এ বংশের প্রতিষ্ঠাতা।
হাজিব আল মনসুরের রাজত্বকালে তারা স্পেনে এসে জাওবির নেতৃত্বে একত্রিত হয়। হাজিব আল
মনসুরের মৃত্যুর পর তারা স্পেনে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এসময় তারা আলভিরাতে জায়গিরদারি
করতে থাকে। উমাইয়া শাসকদের দ্বন্দ্বের সুযোগ জাওবি গ্রানাডা দখল করেন। এভাবে পর্যায়ক্রমে
জাওবি বিন জিরি ও তার সহযোগীরা গ্রানাডায় বনু জিরি বংশ প্রতিষ্ঠা করেন।জাওবি বিন জিরির মৃত্যুর পর হাব্বুস বিন মাকসান ও বাদিস নামক দুজন শক্তিশালী
শাসক এ বংশের শাসনব্যবস্থা পরিচালনা করেন। বাদিস ছিলেন এ বংশের শ্রেষ্ঠ শাসক। তবে অভ্যন্তরীণ
গোলযোগ ও খ্রিস্টানদের আক্রমণের সুযোগে উত্তর আফ্রিকার ইউসুফ বিন তাশফিন ১০৯০ খ্রিস্টাব্দে
গ্রানাডা দখল করলে বনু জিরি বংশের পতন ঘটে।উপসংহার: পরিশেষে বলা যায় যে, আফ্রিকার বার্বারগণ
গ্রানাডা দখলের মাধ্যমে যে বনু জিরি বংশ প্রতিষ্ঠা করে ইউসুফ বিন তাশফিনের আক্রমণের
ফলে তার পতন ঘটে। বনু জিরি বংশ খুব অল্প সময় টিকে থাকলেও জ্ঞানবিজ্ঞানের অগ্রগতিতে
স্পেনের মুসলিম ইতিহাসে অবদান রেখে গিয়েছেন।
আরো পড়ুন পূর্ণাঙ্গ সাজেশন ও তার উত্তর একত্রে
স্পেনের মুসলমানদের ইতিহাস (৭১০-১৪৯২)