গ্রানাডার বানুজিরি রাজবংশের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা কর ।

গ্রানাডার বানুজিরি রাজবংশের উত্থান ও পতনের ইতিহাস  আলোচনা কর ।

গ্রানাডার বনু জিরি বংশের উত্থান ও পতন আলোচনা কর।

অথবা, গ্রানাডার বানু জিরি রাজবংশের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা কর।

উত্তর ভূমিকা: ৭৫০ খ্রিস্টাব্দে স্পেনে যে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয় দশম শতকের মাঝামাঝিই তা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এসময় থেকেই প্রদেশগুলো কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একাদশ শতাব্দীর শুরুতেই উমাইয়া শাসনের অবসান ঘটে। এসময় স্পেনে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র বংশ প্রতিষ্ঠিত হয় তার মধ্যে গ্রানাডার বন্ধু জিরি বংশ অন্যতম। উত্তর আফ্রিকার সানহাজাহ বার্বার গোত্রের জাওবি বিন জিরি কর্তৃক এ বংশ প্রতিষ্ঠিত হয়। প্রায় ৮০ বছর এ বংশের শাসন প্রতিষ্ঠিত ছিল।

গ্রানাডার বনু জিরি বংশের উত্থান ও পতন নিয়ে গ্রানাডার বন জিবি বংশের উত্থান ও পতন সম্পর্কে আলোচনা করা হলো-

১. গ্রানাডার বনু জিরি বংশের উত্থান: গ্রানাডার বন্ধু জিবি বংশের উত্থানের ঘটনাবলি নিয়ে আলোচনা করা হলো-

ক. বুলঘাগিন ও আল মনসুরের স্পেনে আগমন: হাজিব মাপ মনসুরের পুত্র মালিক আল মুজাফফরের রাজত্বকালে জিরি বংশের দুজন যুবরাজ বুলঘাগিন ও আল মনসুর তাদের শাসকদের সাথে বিরোধ ঘটিয়ে বিদ্রোহী জিরি দলপতি জাওবির সাথে যোগ দেন। মালিক আল মুজাফফর তার শাসনব্যবস্থাকে কণ্টকমুক্ত করতে বিপুলসংখ্যক বার্নারদের সেনাবাহিনীতে ভর্তি করেন। বিশ্বস্ত ও রণকুশলী বার্বারগণ হাজিবের প্রিয়পাত্র হয় ওঠেন। তারা সামরিক ও বেসামরিক রাজনীতিতে বিশেষ প্রভাব বিস্তার করতে শুরু করেন।

খ. জিরি বংশ প্রতিষ্ঠা: উমাইয়া খলিফা সোলায়মান আল মুসতাইনের রাজত্বকালে জিরিদের প্রভাব আরও বেড়ে যায়। তিনি জিরিদের আলভিরাতে জায়গির প্রদান করেন। জাওবি বিন জিরি তার দলবল নিয়ে আলভিরাতেই জায়গিরদারি করতে থাকেন এবং আরও শক্তি সঞ্চয় করেন। অতঃপর উমাইয়া খলিফাদের দ্বন্দ্বের সুযোগে তিনি গ্রানাডা দখল করে সেখানে জিরি বংশ প্রতিষ্ঠা করেন।


গ. জাওবি বিন জিরির কৃতিত্ব: বনু জিরি বংশের প্রতিষ্ঠাতা হিসেবে জাওবি বিন জিরির কৃতিত্ব অপরিসীম। তিনি আলভিরাতে জায়গিরদারি করলেও উমাইয়া খিলাফতের দ্বন্দ্বের সুযোগে গ্রানাডা দখল করেন। গ্রানাডায় স্বীয় কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে সেখানে ফাতেমি মতবাদ প্রচার করেন। পূর্ব স্পেনে তিনি স্বীয় মতবাদের বিস্তার করতে সক্ষম হন। কিন্তু মধ্য ও পশ্চিম স্পেনে জানাতাহ গোত্রের বিরোধিতায় তার সে পরিকল্পনা সফল হয়নি। অধিকতর নিরাপদ জায়গার সন্ধানে জাওবি বিন জিরি গ্রানাডার গমন করেন। শাসনভার তার ভ্রাতুষ্পুত্র হাব্বুস মাকসানকে নিয়ে আফ্রিকায

ঘ. হাব্বুস বিন মাকসানের কার্যক্রম: নতুন শাসক হাব্বুস বিন মাকসান 'সায়ফুদ্দৌলা' উপাধি নিয়ে গ্রানাডার সিংহাসনে বসেন এবং নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেন। তিনি রাজধানীতে নতুন নতুন ভবন ও মসজিদ নির্মাণ করে রাজধানীকে সৌন্দর্যমণ্ডিত করেন। তিনি বিখ্যাত রাজকীয় প্রাসাদ 'আলকাসন' নির্মাণ করেন। তিনি জায়েন ও ক্যাবরা অধিকার করেন এবং বংশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। সাদাসিধা জীবনের অধিকারী হারুস বিন মাকসান ১০ বছর শাসন করেন এবং ১০৩৮ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।

ঙ. বাদিসের শাসন: বনু জিরি বংশের শাসনকর্তাদের মধ্যে বাদ্দিস ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। Prof. S. M. Imamuddin তার সম্পর্কে বলেন, "He was the most outstanding figures among the petty rulers." [Political History of Muslim, Spain; P-237] বাদিস ১০৩৮ খ্রিস্টাব্দে তার পিতা হাব্বুস বিন মাকসান কর্তৃক মনোনীত হন। আরবি ভাষায় দুর্বল বাদিসের রক্তে বার্বার ও জন্মগতভাবে স্পেনীয় বৈশিষ্ট্য বিরাজমান ছিল। বাদিস সুদীর্ঘ ৩৫ বছর রাজ্য শাসন করেন। এসময়ের মধ্যে তিনি ভ্যালেন্সিয়া ও সেভিলের সেনাবাহিনীকে পরাজিত করে তাদের কিছু এলাকা দখল করেন এবং মালাগার সার্বভৌমত্বকে অস্বীকার করে মালাগাকে স্বীয় রাজ্যভুক্ত করেন।

চ. আলমিরার শাসকের সাথে সংঘর্ষ: বাদিসের শাসনামলে আলমিরার শাসক জুহাইরের সাথে বাদিসের সম্পর্ক মোটেও ভালো ছিল না। বাদিস বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করলেও জুহাইরের সেটাকে অস্বীকার করেন। কোনো এক মজলিসে জুহাইর বাদিসকে অপমান করলে বাদিস প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। জুহাইর প্রত্যাবর্তনকালে বাদিসের সৈন্যবাহিনী আল পুয়েন্ডের গিরি সংকটে জুহাইরকে আক্রমণ করে। এ আক্রমণে জুহাইর উজির আব্বাসসহ নিহত হন।


ছ. জনকল্যাণমূলক কাজ: বাদিস তার শাসনামলে বহু জনকল্যাণমূলক কাজ করেন। রাজধানীকে সম্প্রসারণ ও সৌন্দর্যমণ্ডিত করেন। ১০৫৫ খ্রিস্টাব্দে ডাররো নদীর ওপর একটি সুন্দর ব্রিজ নির্মাণ করেন। এছাড়াও 'তিনি রাস্তাঘাট ও বহু প্রাসাদ নির্মাণ করেন। সালুকা পর্বতটিকে তিনি সুরক্ষিত করেন। পরবর্তীকালে সেখানে আল হামরা প্রাসাদ নির্মিত হয়।

২. বনু জিরি বংশের পতন: ১০৭৩ খ্রিস্টাব্দে বাদিস মৃত্যুবরণ করেন। মূলত তার মৃত্যুর মধ্য দিয়েই বনু জিরি বংশের পতন শুরু হয়। মৃত্যুকালে তিনি তার দুই পৌত্র তামিম ও আব্দুল্লাহকে যথাক্রমে মালাগা ও গ্রানাডার শাসনভার অর্পণ করে যান। কিন্তু রাজ্যের এরূপ বিভক্তি শত্রুদের গ্রানাডা দখলে প্ররোচিত করে। এসময় খ্রিস্টানরা মুসলিম অধ্যুষিত এলাকায়, ব্যাপক হামলা চালায়। তাদের প্রবল আক্রমণের মুখে মুসলমানদের এলাকাগুলো হস্তচ্যুত হতে শুরু করে। নিরূপায় হয়ে তামিম ও আব্দুল্লাহ খ্রিস্টানদের সাথে লড়াই করার জন্য উত্তর আফ্রিকা থেকে ইউসুফ বিন তাশফিনকে আমন্ত্রণ জানান। ১০৮৬ খ্রিস্টাব্দ ইউসুফ বিন তাশফিন জাল্লাকার যুদ্ধে ৬ষ্ঠ আনফান্সোকে পরাজিত করেন। আব্দুল্লাহ ও তামিমের দুর্বলতার সুযোগে ইউসুফ বিন তাশফিন স্পেনে দ্বিতীয়বার অভিযানকালে ১০৯০ খ্রিস্টাব্দে গ্রানাডা ও মালাগা দখল করেন। আব্দুল্লাহ ও তামিমকে তিনি মরোক্কোর কারাগারে বন্দি করেন।


উপসংহার: উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, স্পেনের ক্ষুদ্র বংশগুলোর মধ্যে বনু জিরি বংশ অন্যতম। গ্রানাডার অন্যতম বংশ হিসেবে এটি সভ্যতায় প্রভৃত অবদান রাখতে সক্ষম হয়। এ. বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন বাদিস। বাদিসের মৃত্যুর পর তার দুর্বল উত্তরাধিকারীদের শাসনামলে খ্রিস্টানগণ একের পর এক শহর দখল করতে থাকে। কিন্তু খ্রিস্টানদের হাত থেকে গ্রানাডা রক্ষা করতে পারলেও ইউসুফ বিন তাশফিনের দূরদর্শিতায় তার হাতেই বনু জিরি বংশের সমাপ্তি ঘটে।

আরো পড়ুন পূর্ণাঙ্গ সাজেশন ও তার উত্তর একত্রে

স্পেনের মুসলমানদের ইতিহাস (৭১০-১৪৯২)

 

Post a Comment

Previous Post Next Post