আইবেরিয়ান উপদ্বীপের ভৌগোলিক অবস্থান উল্লেখ কর।

আইবেরিয়ান উপদ্বীপের ভৌগোলিক অবস্থান উল্লেখ কর।

আইবেরিয়ান উপদ্বীপ বলতে কী বুঝ?

অথবা, আইবেরিয়ান উপদ্বীপের ভৌগোলিক অবস্থান উল্লেখ কর।

উত্তর ভূমিকা: আইবেরিয়ান উপদ্বীপের তেরো ভাগের এগারো ভাগজুড়ে স্পেন অবস্থিত। বর্তমান সময়ের স্পেন এবং পর্তুগাল মিলিয়ে হলো আইবেরিয়ান উপদ্বীপ। ল্যাটিন ভাষায় এ এলাকাকে হিস্পানিয়াও বলে আর আরবরা এ অঞ্চলকে বলত আল আন্দালুস বা আন্দালুসিয়া।

আইবেরিয়ান উপদ্বীপ: আইবেরিয়ান উপদ্বীপ হলো ইউরোপের দ্বিতীয় বৃহত্তম উপদ্বীপ। বলকান উপদ্বীপের পর এর অবস্থান। সাধারণভাবে একে ইবেরিয়া বলে ডাকা হয়। মহাদেশের একেবারে দক্ষিণপশ্চিম প্রান্তে এর অবস্থান। এর মোট আয়তন ৫,৮২,০০০ বর্গ কিমি (২,২৫,০০০ বর্গ মাইল)। উপদ্বীপটিতে তিনটি দেশ অবস্থিত। এগুলো হলো- স্পেন, পর্তুগাল, এন্ডোরা। সে সাথে ফ্রান্সের কিছু অংশ এবং জিব্রাল্টারের ব্রিটিশ সমুদ্র অঞ্চল রয়েছে। ইউরোপের তিনটি উপদ্বীপের মধ্যে (ইতালি, বলকান ও ইবেরিয়া) এটি সর্বাপেক্ষা পশ্চিমে অবস্থিত। এর সীমানা হলো, দক্ষিণ-পূর্ব ও পূর্বে ভূমধ্যসাগর এবং উত্তর, পশ্চিম ও দক্ষিণপশ্চিমে আটলান্টিক মহাসাগর। উত্তরপূর্বে পিরেনিজ পবর্তমালা উপদ্বীপকে বাকি ইউরোপ থেকে পৃথক করে রেখেছে। উপদ্বীপের দক্ষিণ প্রান্ত আফ্রিকার উত্তরপশ্চিম উপকূলের খুবই নিকটবর্তী এবং জিব্রাল্টার প্রণালি দ্বারা পৃথক হয়ে আছে। ভাষাবিদ্যা এবং ভূগোলে 'আইবেরিয়ান' ধারণা ভিন্ন অর্থে আছে। ভাষাবিদ্যা বিশেষ করে স্প্যানিশরা ঐতিহাসিক তুলনামূলক ভাষাতত্ত্বে আইবেরিয়ান ভাষাভাষী দেশে যারা বসবাস করতো অর্থাৎ আইবেরিয়ান উপদ্বীপে বসবাসকারী মানুষদের বুঝাত। তবে বর্তমানে আইবেরিয়ান উপদ্বীপ বলতে বুঝায় স্পেন এবং পর্তুগাল রাষ্ট্র দুটির মিলিত রূপ। আইবেরিয়ান উপদ্বীপ ও উত্তর আফ্রিকার মানুষের কার্যকলাপের মধ্যে মিল দেখা যায়। আইবেরিয়ান উপদ্বীপের আটভাগের সাতভাগ ব্যাপী আড়াই হাজার মাইল বিস্তীর্ণ সমুদ্রসীমা রয়েছে। আইবেরিয়ান উপদ্বীপ খনিজ সম্পদেও বেশ সমৃদ্ধ। ৭১১ খ্রিস্টাব্দে মুসলমানগণ কর্তৃক এ আইবেরিয়ান উপদ্বীপে অভিযান প্রেরিত হয় এবং এ অঞ্চল মুসলমানদের অধিকারে আসে।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, আইবেরিয়ান উপদ্বীপ একটি গুরুত্বপূর্ণ উপদ্বীপ। এটি স্পেন এবং পর্তুগালের মিলিত অঞ্চল। এই উপদ্বীপের অধিকাংশ এলাকা স্পেনের দখলে রয়েছে। এলাকাটি কৃষিকাজ ও খনিজ সম্পদের দিক দিয়ে বেশ সমৃদ্ধ।

আরো পড়ুন পূর্ণাঙ্গ সাজেশন ও তার উত্তর একত্রে

স্পেনের মুসলমানদের ইতিহাস (৭১০-১৪৯২)

 

Post a Comment

Previous Post Next Post