অর্থনীতির বিবরণী বিশ্লেষণ বিষয়ক সকল প্রশ্ন এবং তার উত্তর একত্রে । মুদ্রা ব্যাংক ও অর্থায়নের দ্বিতীয় অধ্যায়।
০১. আয় বিবরণী কী?
উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি
যে বিবরণীর মাধ্যমে জানা যায় তাই আয় বিবরণী।
০২. আর্থিক বিবরণী কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ান্তরে
কোনো প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা জানার জন্য যেসব বিবরণী প্রকাশ করা হয় তাই আর্থিক
বিবরণী।
০৩. আর্থিক বিশ্লেষণ কী?
উত্তর: কোনো প্রতিষ্ঠানের আর্থিক
বিবরণী থেকে তথ্য নেওয়ার পর যে বিচারবিশ্লেষণ করা হয়, সাধারণত তাই আর্থিক বিশ্লেষণ।
০৪. সম্পদ কাকে বলে?
উত্তর: যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের
যাবতীয় বস্তুগত ও অবস্তুগত পরিসম্পদ যা ব্যবসায় প্রতিষ্ঠান ধারণ করে তাকে সম্পদ বলে।
০৫. ইক্যুইটি কী?
উত্তর: ইক্যুইটি অর্থ মালিকানাস্বত্ব
যা প্রতিষ্ঠানের সম্পদের ক্ষেত্রে মালিকের দাবির পরিমাণ প্রকাশ করে।
০৬.দায় বলতে কী বুঝ?
উত্তর: দায় বলতে মোট সম্পদের ওপর
মালিক ও পাওনাদারদের দাবির পরিমাণকে বুঝায়।
৩.০৭. সম্ভাব্য দায় কী?
উত্তর: যেকোনো কোম্পানির সম্পত্তির
বিপরীতে দায় সৃষ্টি হওয়ার সম্ভাবনাই সম্ভাব্য দায়।
০৮. আর্থিক বিবরণী বিশ্লেষণ কাকে
বলে?
উত্তর: ভিন্ন ভিন্ন ব্যবহারকারীর
ভিন্ন ভিন্ন তথ্য চাহিদা
১৮. মোট আয় নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর: পূরণের জন্য আর্থিক বিবরণীর
দফাসমূহের মধ্যে তুলনামূলক বিশ্লেষণকে আর্থিক বিবরণী বিশ্লেষণ বলে।
০৯. অলীক সম্পত্তি কাকে বলে?
উত্তর: যেসব সম্পত্তির বিক্রয়মূল্য
হিসাবে অন্তর্ভুক্ত হয় না তাকে অলীক সম্পত্তি বলে।
১০. আর্থিক হাতিয়ারসমূহ কী?
উত্তর: আর্থিক হাতিয়ারসমূহ হলো
১. সাধারণ শেয়ার, ২. অগ্রাধিকার শেয়ার, ৩. বন্ড বা ঋণপত্র ইত্যাদি।
১১. সংরক্ষিত আয় বিবরণী কী?
উত্তর: বিভিন্ন আয় প্রবাহের বণ্টনগত
বিবরণী হলো সংরক্ষিত আয় বিবরণী।
১২ . নগদ প্রবাহ বিবরণী কী?
উত্তর: কোনো প্রতিষ্ঠানের একটি
নির্দিষ্ট সময়ের মধ্যে নগদ অর্থের আগমন ও বহির্গমনসংক্রান্ত বিবরণী হলো নগদ প্রবাহ
বিবরণী।
১৩. সম্পত্তির আবর্তন কী?
উত্তর: নিট বিক্রয় গড়কে গড় সম্পত্তি
দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল অনুপাতে বিক্রয় বৃদ্ধি করতে সম্পদসমূহকে কীরূপ দক্ষতার
সাথে ব্যবহার করতে হবে তার একটি পরিমাপ হলো সংম্পত্তির আবর্তন।
১৪. সম্পদ সর্বাধিকরণ কাকে বলে?
উত্তর: ফার্মের নিট বর্তমান মূল্য
বৃদ্ধি করার প্রক্রিয়াকে সম্পদ সর্বাধিকরণ বলে।
১৫. মজুত আবর্তন কী?
উত্তর: মোট বিক্রিত পণ্যের ব্যয়কে
গড় মজুত পণ্য দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলই হলো মজুত আবর্তন।
১৬. মূল্য আয় অনুপাত কী?
উত্তর: শেয়ার বাজারের মূল্যকে শেয়ার
প্রতি আয় দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলই হলো মূল্য আয় অনুপাত।
১৭. মোট আয় অনুপাত কাকে বলে?
উত্তর: মোট আয় ও মোট বিক্রয়ের শতকরা
অনুপাতকে মোট আয় অনুপাত বলে।
১৮. মোট আয় নির্ণয়ের সূত্রটি
লেখ।
উত্তর: মোট আয় নির্ণয়ের সূত্রটি
হলো, মোট আয় = দাম × উৎপাদনের পরিমাণ।
১৯. আয় মার্জিন কী?
উত্তর: প্রতি টাকা বিক্রয়ে নিট
আয়ের শতকরা হারই হলো আয় মার্জিন।
২০. সময় সুদ অর্জন কাকে বলে?
উত্তর: সুদ এবং করপূর্ব আয়কে সুদ
খরচ দ্বারা ভাগ করে নির্ণীত সুদ পরিশোধ ক্ষমতাসূচক সময়কে সুদ অর্জন বলে।
২১. মিশ্র নগদ প্রবাহ কাকে বলে?
উত্তর: যে নগদ প্রবাহে বিভিন্ন
ধরনের নগদ প্রবাহের সংমিশ্রণ থাকে, সেই নগদ প্রবাহকে মিশ্র নগদ প্রবাহ বলে।
২২. স্টেক হোল্ডার কী?
উত্তর: যে বিবরণীর মাধ্যমে শেয়ারহোল্ডারদের
যাবতীয় আর্থিক হিসাবনিকাশ উপস্থাপন করা হয় তাকে স্টকহোল্ডার বলে।
২৩. শেয়ার বা স্টকহোল্ডার কাকে
বলে?
উত্তর: শেয়ার বা স্টক যারা ক্রয়
করেন তাদেরকে শেয়ার বা স্টক হোল্ডার বলে।
২৪. Portfolio risk বা, পত্রকোষ
ঝুঁকি কী?
উত্তর: বিভিন্ন আর্থিক কৌশল বা
বিভিন্ন প্রকল্পের সমন্বয়ে গঠিত ঝুঁকিই হচ্ছে Portfolio risk বা পত্রকোষ ঝুঁকি।
২৫. NWC কী?
উত্তর: Total current assets ও
Current liabilities এর ব্যবধানই হলো NWC.
২৬. উদ্বর্তপত্র কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে একটি
প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় এবং মালিকানাস্বত্বের যে বিবরণ উপস্থাপন করা হয় তাই ব্যালেন্স
সিট বা উদ্বর্তপত্র।
২৭. Debt ratio এর সূত্র লেখ।
উত্তর; Debt ratio এর সূত্র =
Total liabilities + Total assets.
২৮. FASB এর পূর্ণরূপ কী?
উত্তর: FASB এর পূর্ণরূপ হলো
Financial Accounting Standard Board. ৩.২৯. আর্থিক নগদ প্রবাহ কী?
উত্তর: আর্থিক নগদ প্রবাহ হলো নগদ অর্থের আগমন ও নির্গমন।
৩০. নিট নগদ প্রবাহের সূত্র লেখ।
উত্তর: নিট নগদ প্রবাহ (নগদ প্রাপ্তি
নগদ প্রদান)।
৩১. উদ্বৃত্তপত্রের হিসাব সমীকরণটি
লেখ।
উত্তর : উদ্বৃত্তপত্রের হিসাব সমীকরণ,
A = L + Oe;
A = সম্পদ, L = দায়, Oe = মালিকানাস্বত্ব।
৩২. সমান্তরাল বিশ্লেষণ কী? অথবা,
সমান্তরাল বিশ্লেষণ কাকে বলে?
উত্তর: যদি কোনো প্রতিষ্ঠানের বেশ
কয়েক বছরের আর্থিক বিবরণসমূহ বিশ্লেষণের কাজে ব্যবহার করা হয় তবে উক্ত বিশ্লেষণ প্রক্রিয়াই
সমান্তরাল বিশ্লেষণ হলো।