নারী ও রাজনীতি_১৩১৯০৩_ডিগ্রি রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন_জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা-২০২৪|

নারী ও রাজনীতি।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা-২০২২

ডিগ্রি রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন

বিষয়: নারী ও রাজনীতি।

বিষয় কোড: ১৩১৯০৩

 

ক- বিভাগ

 

1.   মেরি ওলস্টোন ক্রাফ্‌ট কে ছিলেন? *

উত্তর : মেরি ওলস্টোনক্রাফট ছিলেন একজন ব্রিটিশ নারীবাদী লেখিকা।

2.   . বিধবা বিবাহ কে প্রচলন করেন?

উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দুসমাজে বিধবাবিবাহ প্রচলন করেন।

3.   . আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়?

উত্তর : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।

4.   . কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয়?

উত্তর : ১৯৭৬-৮৫ দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয়।

5.   WID এর পূর্ণরূপ কী?

উত্তর : WID এর পূর্ণরূপ হলো Women in Development

6.   বাংলাদেশে কবে যৌতুক নিরোধ আইন পাস হয়?

উত্তর : বাংলাদেশে ১৯৮০ সালে যৌতুক নিরোধ আইন পাস হয়।

7.   Eco-feminism কী? [

উত্তর : Eco-Feminism' বা পরিবেশ নারীবাদ বলতে এমন একটি মানবতাবাদী আন্দোলনকে বুঝায় যেখানে বিশ্বের সকল অধিবাসী ও প্রাকৃতিক সম্পদকে অবিচ্ছিন্নরূপে বিবেচনা করা হয় ।

8.   নারীবাদ কী?

উত্তর : যে মতবাদ বা আন্দোলন নারী-পুরুষ বৈষম্য দূর করে সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠিত করতে চায় তাই নারীবাদ।

9.   বিশ্বে প্রথম নারী অধিকার বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর : বিশ্বে প্রথম নারী অধিকার বিষয়ক সম্মেলন মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়েছিল।

10.                . 'GAD' এর পূর্ণরূপ কী?

উত্তর : GAD এর পূর্ণরূপ Gender and Development.

11.                'Feminism' শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?

উত্তর : 'French Women's Suffrage Society' এর প্রতিষ্ঠাতা ছিলেন হুবারটিন অকলার্ট ।

12.                . 'The Subjection of Women' গ্রন্থটির লেখক কে?

উত্তর : 'The Subjection of Women' বইটির লেখক জন স্টুয়ার্ট মিল ।

13.                . বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতি কে?

উত্তর : বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট আর্জেন্টিনার ইসাবেলা পেরন ।

14.                গণমাধ্যম কী?

উত্তর : যেসব মাধ্যমে জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পৌছানো বা পরিবেশন করা হয় তাকে গণমাধ্যম বলে ।

15.                যৌতুক কী?

উত্তর : বিবাহকালে পাত্রপক্ষ কনে পক্ষের কাছে দাবি জানিয়ে যেসব স্থাবর ও অস্থাবর সম্পত্তি আদায় করে তাকে যৌতুক বলে ।

16.                নারীর দ্বৈত ভূমিকা কী?

উত্তর : একাধারে ঘরে ও বাইরে নারীর কার্যসম্পাদন কর নারীর দ্বৈত ভূমিকা।

17.                জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কতটি?

উত্তর : জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি।

18.                'The Second Sex' গ্রন্থটির লেখক কে?

উত্তর : The Second Sex' গ্রন্থটির রচয়িতা সিমোন দ্য বোভোয়ার ॥

19.                জেন্ডার কী?

উত্তর : সমাজ কর্তৃক সৃষ্ট, বিনির্মিত নারী ও পুরুষের মধ্যকা সামাজিক সম্পর্ক হলো জেন্ডার ।

20.                . 'ইভটিজিং' কী?

উত্তর : ইভটিজিং নারীনির্যাতনের একটি ধরন। ঘরে বাইে * তথা রাস্তাঘাটে চলাফেরা করার সময় প্রায় সব বয়সে মেয়েদের অশ্লীল ইঙ্গিত বা অশোভন মন্তব্য দ্বারা উত্ত্য করাকে ইভটিজিং বলা হয় ।

21.                . বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকে

22.                'বেইজিং প্লাস টেন' সম্মেলন কখন অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর : বেইজিং প্লাস টেন সম্মেলন ২০০৫ সালে অনুষ্ঠিত হয়েছিল ।

23.                নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি কী?

উত্তর : নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

24.                বাংলাদেশে মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় কোনটি? 

উত্তর : বাংলাদেশে মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় হলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ।

25.                . বিধবা বিবাহ কে প্রচলন করেন?

উত্তর : বিধবা বিবাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রচলন করেন ।

26.                GAD এর পূর্ণরূপ কী?

উত্তর : GAD এর পূর্ণরূপ Gender And Development.

27.                . আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়?

উত্তর : আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ তারিখে পালিত হয়।

28.                . ব্রিটিশ ভারতে নারীরা কখন ভোটাধিকার লাভ করে?

উত্তর : ব্রিটিশ ভারতে নারীরা ১৯৩৫ সালে ভোটাধিকার লাভ করে।

29.                নারীর দ্বৈত ভূমিকা কী?

উত্তর : একাধারে ঘরে ও বাইরে নারীর কার্যসম্পাদন করাই নারীর দ্বৈত ভূমিকা ।

30.                . বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট কে?

উত্তর : বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট হলো ইসাবেলা পেরন (আর্জেন্টিনা) ।

31.                . . দুইজন উদারপন্থি নারীবাদীর নাম লেখ।

উত্তর : দুইজন উদারপন্থি নারীবাদী হলেন ১. মেরি ওলস্টোনক্রাফট ও ২. বেটি ফ্রাইডেন ।

32.                . জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি?

উত্তর : জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি।

33.                . নারীবাদ কী?

উত্তর : যে মতবাদ বা আন্দোলন নারী-পুরুষ বৈষম্য দূর করে সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠিত করতে চায় তাই নারীবাদ।

34.                . নারীর ক্ষমতায়ন কী?

উত্তর : সাধারণত নারীকে পুরুষের মতো সমান দায়িত্বসম্পন্ন করাই হলো নারীর ক্ষমতায়ন।

35.                . "A Vendication of the Rights of Women" গ্রন্থের লেখক কে? |

উত্তর : 'A Vindication of the Right of Women' গ্রন্থের লেখক মেরি ওলস্টোনক্র্যাফট।

36.                . উদার নারীবাদের প্রবক্তা কে?

উত্তর : উদার নারীবাদের মেরি ওলস্টোনক্রাফটকে প্রবক্তা ।

37.                . GAD এর পূর্ণরূপ কী?

উত্তর: GAD এর পূর্ণরূপ হলো Gander and Development

38.                ২০১৯ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য কী?

উত্তর : ২০১৯ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো।

39.                . ইভটিজিং কী?

উত্তর : ইভটিজিং নারীনির্যাতনের একটি ধরন। ঘরে বাইরে। তথা রাস্তাঘাটে চলাফেরা করার সময় প্রায় সব বয়সের। মেয়েদের অশ্লীল ইঙ্গিত বা অশোভন মন্তব্য দ্বারা উত্যক্ত করাকে ইভটিজিং বলা হয়।

40.                . . প্রথম বিশ্বে নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর : প্রথম বিশ্ব নারী সম্মেলন মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয় ।

41.                বাংলাদেশে এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি কী? |

উত্তর : বাংলাদেশে অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ।

42.                . CEDAW' এর পূর্ণরূপ কী?

উত্তর : CEDAW এর পূর্ণরূপ হলো The Convention on the Elimination of all forms of Discrimination Against Women.

43.                UNIFEM কত সালে অনুষ্ঠিত হয়?

উত্তর : ১৯৭৬ সালে UNIFEM প্রতিষ্ঠিত হয়।

44.                নারী ও রাজনীতি কী?

উত্তর : নারী ও পুরুষের সমন্বয়ে সুষ্ঠু ও সমতাভিত্তিক সমাজ গঠন ও উন্নয়নে সমঅংশীদারিত্বের ভিত্তিতে রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নই নারী ও রাজনীতি ।

45.                নারীবাদের উৎপত্তি কোথায় ঘটেছিল?

উত্তর : নারীবাদের উৎপত্তি ফ্রান্সে ঘটেছিল।

46.                . পিতৃতন্ত্রের তিনটি সংস্থার নাম লেখ।

উত্তর : পিতৃতন্ত্রের তিনটি সংস্থা হলো ১. পরিবার, ২ সমাজ ও ৩. রাষ্ট্র।

47.                . যৌতুক কী?

উত্তর : বিবাহকালে পাত্রপক্ষ কনে পক্ষের কাছে দাবি জানিয়ে যেসব স্থাবর ও অস্থাবর সম্পত্তি আদায় করে তাকেই এককথায় যৌতুক বলে ।

48.                . বাংলাদেশে নারীনির্যাতনের তিনটি কারণ উল্লেখ কর।

উত্তর : বাংলাদেশের নারী নির্যাতনের তিনটি করণ হলো ১. পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ২. ধর্মীয় ও লোকজ কুসংস্কার এবং ৩. শিক্ষার অভাব।

49.                . কোন ঘোষণাকে 'Common Law Mankind' বলা হয়?

উত্তর : ১৯৪৮ সালে সর্বজনীন মানবাধিকার ঘোষণাকে 'Common Law of Mankind' বলা হয় ।

50.                . WID এর পূর্ণরূপ কী?

উত্তর : WID এর পূর্ণরূপ Women In Development. ]

51.                . নারীর ক্ষমতায়নের দুটি কৌশল উল্লেখ কর।

উত্তর : নারীর ক্ষমতায়নের দুটি কৌশল হলো- ১. নারীদের রাজনীতিতে ব্যাপকভাবে অংশগ্রহণ নিশ্চিত করা এবং ২. শিক্ষার প্রসার ঘটানো ।

52.                . নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি কী?

উত্তর : নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

53.                . কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয়?

উত্তর : ১৯৭৬-'৮৫ সাল পর্যন্ত সময়কে আন্তর্জাতিক নারী দশক বলা হয় ।

 

খ-বিভাগ

1.   নারীর অদৃশ্য অবদান কী?

2.   উদারপন্থি নারীবাদ কী?

3.   নারী নির্যাতন বলতে কী বুঝ ?

4.   সেক্স ও জেন্ডারের মধ্যে পার্থক্যগুলো আলোচনা কর ।

5.   জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

6.   নারী উন্নয়ন কী? ব্যাখ্যা কর।

7.   নিরাপদ মাতৃত্ব বলতে কী বুঝ

8.   নারীর উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর।

9.   নারীর অদৃশ্য কাজ বলতে কী বুঝ?

10.                লিঙ্গ বৈষম্য বলতে কী বুঝ ?

11.                পিতৃতান্ত্রিক সমাজ বলতে কী বুঝ ?

12.                নারী কৃষিক্ষেত্রে কী ধরনের কাজ করে থাকে?

13.                নারী রাজনীতি বলতে কী বুঝ?

14.                মার্কসীয় নারীবাদ আলোচনা কর।

15.                নারীর দ্বৈত ভূমিকা বলতে কী বুঝ?

16.                নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বলতে কী বুঝ?

17.                নারীর ক্ষমতায়ন NGO-এর ভূমিকা লেখ।

 

গ-বিভাগ

1.   বাংলাদেশে নারী আন্দোলনের মূল ইস্যুসমূহ আলোচনা কর।

2.   বাংলাদেশের সমাজে যৌতুকের কারণগুলো আলোচনা কর।

3.   নারী আন্দোলনের ইতিহাস আলোচনা কর।

4.   বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।

5.   বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।

6.   . বাংলাদেশের রাজনীতিতে নারীর নেতৃত্বমূলক ভূমিকা আলোচনা কর।

7.   নারীর বিরুদ্ধে সহিংসতারোধে বাংলাদেশ সরকার কী কী * পদক্ষেপ গ্রহণ করেছে আলোচনা কর ।

8.   নারী নির্যাতন প্রতিরোধের উপায়সমূহ আলোচনা কর ।

9.   নারী উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা আলোচনা কর।

10.                নারীর উপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাব দূরীকরণের উপায় বর্ণনা কর।

11.                বাংলাদেশে নারীর অধস্তনতার কারণ সমূহ আলোচনা কর।

12.                বাংলাদেশের ইউনিয়ন পরিসদে নারী সদস্যদের সমস্যা ও প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।

 

Post a Comment

Previous Post Next Post