জাতীয় বিশ্ববিদ্যালয়ের
ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা-২০২২
ডিগ্রি ইসলামিক স্টাডিজ ৬ষ্ঠ পত্র সাজেশন
বিষয়: ইসলামে অর্থনৈতিক ব্যবস্থা এবং ব্যাংকিং
বিষয় কোড: ১৩১৮০৩
ক-বিভাগ
1.
. মুনাফা বলতে কী বুঝ?
উত্তর : ক্রয়বিক্রয়ের ফলে মূলধনে যে অতিরিক্ত অর্থ
উপার্জিত হয় তাকে মুনাফা বলে ।
2.
জিজিয়া কাকে বলে?
উত্তর : অমুসলিমদের ওপর আরেপিত নিরাপত্তা করকে। জিজিয়া
বলে ।
3.
. উশর শব্দের অর্থ কী?
উত্তর : উশর শব্দের অর্থ এক-দশমাংশ ।
4.
. খারাজ বলতে কী বুঝ?
উত্তর : ইসলামি রাষ্ট্র কর্তৃক কোনো অমুসলিমকে বন্দোবস্ত
দেওয়া জমি থেকে আদায়কৃত নির্ধারিত রাজস্বকে খারাজ বলে ।
5.
. নিসাব কী?
উত্তর : যে পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হয় তাকে নিসাব
বলে।
6.
সুদ বলতে কী বুঝ?
উত্তর : আসলের অতিরিক্ত যা তাই সুদ ।
7.
ফাই বলতে কী বুঝ?
উত্তর: শত্রুপক্ষ থেকে বিনা যুদ্ধে লাভ করা সম্পদ।
8.
. যাকাত এর হার কত? [
উত্তর : যাকাতের হার হলো সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ
।
9.
. আমানত কী?
উত্তর : কারও নিকট কিছু গচ্ছিত রাখাকে আমানত বলে ।
10.
. মুদারিব অর্থ কী?
উত্তর : মুদারিব অর্থ মূলধন ব্যবহারকারী ।
11.
ইসলামি ব্যাংকিং বলতে কী বুঝ?
উত্তর : ইসলামি ব্যাংকিং হলো যার প্রধান এবং একমাত্র
লক্ষ্যই হলো সুদমুক্ত লেনদেন নিশ্চিত করা, যা ইসলামি শরিয়ত অনুযায়ী পরিচালিত হবে।
12.
. বায়তুলমাল কী? [
উত্তর : বায়তুলমাল হলো ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয়
কোষাগার ।
13.
'কিতাবুল খারাজ' গ্রন্থের রচয়িতা কে? [
উত্তর : 'কিতাবুল খারাজ' গ্রন্থের রচয়িতা ইমাম আবু
ইউসুফ (রহ.)।
14.
. যাবিল ফুরুজদের সংখ্যা কত?
উত্তর : যাবিল ফুরুজের সংখ্যা ১২ জন ।
15.
. জিজিয়া কী? [J
উত্তর : জিজিয়া হলো ইসলামি রাষ্ট্রের অমুসলিমদের ওপর
আরোপিত নিরাপত্তা কর ।
16.
সমাজতন্ত্র কী?
উত্তর : সমাজতন্ত্র হলো এমন একটি অর্থনৈতিক অবস্থা
যেখানে উৎপাদনের উপকরণগুলো সমাজের হাতে অর্পিত থাকে।
17.
৫. ইসলামি অর্থব্যবস্থায় সম্পদের প্রকৃত মালিক কে?
উত্তর : ইসলামি অর্থব্যবস্থায় সম্পদের মালিক মহান
আল্লাহ ।
18.
উশর শব্দের অর্থ কী?
উত্তর : উশর শব্দের অর্থ এক-দশমাংশ ।
19.
. খুমুস কী?
উত্তর : খুমুস হলো গনিমতের এক-পঞ্চমাংশ ৷
20.
. ঘোড়ার যাকাত কে প্রবর্তন করেন? [
উত্তর : ঘোড়ার যাকাত প্রবর্তন করেন হযরত ওমর (রা.)।
21.
. ওয়াক্ফ ভূমি কী?
উত্তর : মুসলিমদের দানকৃত সম্পত্তিই হলো ওয়াক্ফ ভূমি
।
22.
. বাইয়ে সালাম কী? |
উত্তর : তাৎক্ষণিক মূল্য পরিশোধ করে ভবিষ্যতে পণ্য
সরবরাহের শর্তে শরিয়া অনুমোদিত পন্থায় ক্রয়বিক্রয় করাকে বাইয়ে সালাম বলে ।
23.
. ফাই বলতে কী বুঝ?
উত্তর: শত্রুপক্ষ থেকে বিনা যুদ্ধে লাভ করা সম্পদ।
24.
ইসলামি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ইসলামি ব্যাংক ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় ।
25.
. ইসলামি অর্থব্যবস্থার প্রবর্তক কে? |
উত্তর : ইসলামি অর্থব্যবস্থার প্রবর্তক হলেন মহান আল্লাহ
ও তাঁর রাসুল (সা.)।
26.
. উশর শব্দের অর্থ কী? [
উত্তর : উশর শব্দের অর্থ এক-দশমাংশ ।
27.
যাকাত শব্দের অর্থ কী?
উত্তর : যাকাত শব্দের অর্থ পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া
।
28.
ইসলামি অর্থব্যবস্থার মূল উৎস কী?
উত্তর : ইসলামি অর্থব্যবস্থার মূল উৎস আল-কুরআন ।
29.
. উৎপাদনের উপাদান কয়টি?
উত্তর : উৎপাদনের উপাদান চারটি।
30.
খারাজ কী? [
উত্তর : খারাজ বলতে বুঝায় ইসলামি রাষ্ট্রে অমুসলিম
নাগরিক কর্তৃক প্রদেয় ভূমি কর ।
31.
. বাইয়ে মুয়াজ্জাল অর্থ কী? [
উত্তর : বাইয়ে মুয়াজ্জাল অর্থ নির্ধারিত সময়ে পরিশোধের
প্রতিশ্রুতিতে বাকিতে পণ্য ক্রয়বিক্রয়।
32.
. নিসাব অর্থ কী?
উত্তর : যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত দেওয়া হয়, নিসাব,
মূল।
33.
বাংলাদেশে ইসলামি ব্যাংক কখন শুরু হয়?
উত্তর : বাংলাদেশে ইসলামি ব্যাংক শুরু হয় ১৯৮৩ সালের
৩০ মার্চ।
34.
ফাই বলতে কী বুঝ? [
উত্তর : ফাই বলতে বুঝায় শত্রুপক্ষ থেকে বিনা যুদ্ধে
লাভ করা সম্পদ।
35.
‘সাদাকাত' অর্থ কী? [
উত্তর : ‘সাদাকাত' অর্থ
উপঢৌকন ।
36.
. খুমুস শব্দের অর্থ কী?
উত্তর : খুমুস শব্দের অর্থ এক-পঞ্চমাংশ।
37.
ইসলামি অর্থব্যবস্থায় সম্পদের প্রকৃত মালিক কে? |
উত্তর : ইসলামি অর্থব্যবস্থায় সম্পদের মালিক মহান
আল্লাহ ।
38.
‘বাই” অর্থ কী?
উত্তর : বাই অর্থ ক্রয়বিক্রয়।
39.
. ‘মুনাফা' শব্দের অর্থ কী?
উত্তর : ‘মুনাফা' শব্দের
অর্থ লাভ ।
40.
বায়তুলমাল কী?
উত্তর : বায়তুলমাল হলো ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয়
কোষাগার।
41.
'মুদারাবা' অর্থ কী?
উত্তর : মুদারাবা অর্থ আল্লাহর অনুগ্রহ অন্বেষণে ব্যবসার
উদ্দেশ্যে ভ্রমণ করা ।
42.
. আমানত কী?
উত্তর : কারও কাছে কোনোকিছু গচ্ছিত রাখাকে আমানত বলে
।
43.
‘তাকাফুল' কী? [
উত্তর : ইসলামি বিমাই হলো তাকাফুল ।
44.
‘মিরাস' শব্দের অর্থ কী?
উত্তর : ‘মিরাস' শব্দের
অর্থ মৃতব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি'।
45.
যাকাতের হার কত?
উত্তর : যাকাতের হার শতকরা আড়াই ভাগ (২.৫০ টাকা)।
46.
ভূমি কী?
উত্তর : ভূমি হলো জলেস্থলে বিরাজমান সকল প্রাকৃতিক
সম্পদ ।
47.
“ ইজারা' কী? |
উত্তর : সাধারণত ইজারা হলো কোনো একটি নির্দিষ্ট সময়ের
জন্য সম্পত্তি ব্যবহার করার লিখিত চুক্তি।
48.
গনিমত কী?
উত্তর : গনিমত হলো যুদ্ধলব্ধ সম্পদ।
49.
ইসলামি অর্থব্যবস্থার প্রবর্তক কে?
উত্তর : ইসলামি অর্থব্যবস্থার প্রবর্তক হলেন মহান আল্লাহ
ও তাঁর রাসুল (সা.)
50.
মিরাস কী?
উত্তর : মিরাস হলো মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ।
51.
. পুঁজিবাদ কী?
উত্তর : পুঁজিবাদ এমন এক অর্থব্যবস্থা যেখানে অধিকাংশ
শ্রমজীবী মানুষ উৎপাদনের উপকরণগুলোর মালিকানা থেকে বঞ্চিত হয়ে দিনমজুরে পরিণত হয়।
52.
যাকাত অর্থ কী?
উত্তর : যাকাত অর্থ পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া ।
53.
বাইয়ে মুশারাকা এর সংজ্ঞা দাও। [
উত্তর : বাইয়ে মুশারাকা বলতে এমন একটি কারবারকে বুঝায়
যেখানে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান একত্রিত হয়ে লাভের উদ্দেশ্যে কারবার পরিচালনা
করে এবং লাভ- ক্ষতিতে অংশগ্রহণ করে ।
54.
আমানত কী?
উত্তর : কারো নিকট কিছু গচ্ছিত রাখাকে আমানত বলে ।
55.
মুরাবাহা কী?
উত্তর : মুরাবাহা এমন একটি পদ্ধতি যাতে সম্মত মুনাফায়
ক্রয়বিক্রয় সম্পন্ন হয় ।
56.
. তাকাফুল কী?
উত্তর : ইসলামি বিমাকে তাকাফুল বলে ।
57.
. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিক কে?
উত্তর : সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিক
রাষ্ট্র বা সরকার।
58.
. উৎপাদনের উপাদান কয়টি?
উত্তর : উৎপাদনের উপাদান চারটি।
59.
. গনিমত কী?
উত্তর : যুদ্ধলব্ধ সম্পদকে গনিমত বলে ।
60.
ভূমি কী? [
উত্তর:ভূমি হলো জলেস্থলে বিরাজমান সকল প্রাকৃতিক সম্পদ।
খ-বিভাগ
1. বায়তুলমালের আয়ের উৎসসমূহ বর্ণনা কর।
2.
ইসলামি বিমা বলতে কী বুঝ?
3.
উৎপাদনের চারটি উপাদান বর্ণনা কর।
4.
মুদারাবা বিনিয়োগ পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।
5.
ইসলামি বিমা ও প্রচলিত বিমার মধ্যে পার্থক্য লেখ।
6.
শ্রম কী? ইসলামে শ্রমের মর্যাদা বর্ণনা কর।
7.
ইসলামি অর্থব্যবস্থায় উৎসসমূহ সংক্ষেপে লেখ ।
8.
যাকাত বণ্টনের খাতসমূহ সংক্ষেপে বর্ণনা কর।
9.
সুদ ও মুনাফা এর চারটি পার্থক্য লেখ।
10.
ইসলামি অর্থব্যবস্থায় ভূমি কী? সংক্ষেপে বর্ণনা কর।
11.
মুদারাবা কী? সংক্ষেপে বর্ণনা কর। [
12.
ইসলামি অর্থব্যবস্থায় উশর ও খারাজের চারটি পার্থক্য লেখ।
13.
ইসলামে মালিকানা লাভের উপায়গুলো সংক্ষেপে লেখ।
14.
ইসলামি বিমার চারটি বৈশিষ্ট্য লেখ। [
15.
পুজিবাদ অর্থব্যবস্থায় চারটি বৈশিষ্ট্য লেখ। [
গ-বিভাগ
1.
. ইসলামি অর্থব্যবস্থার সংজ্ঞা দাও। ইসলামি অর্থব্যবস্থার
গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
2.
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে ইসলামি অর্থব্যবস্থার
পার্থক্য 2 আলোচনা কর।
3.
সুদের সামাজিক ও অর্থনৈতিক কুফলসমূহ বর্ণনা কর।
4.
ইমলামি অর্থব্যবস্থায় সম্পদ বন্টনের মূলনীতিসমূহ আলোচনা
কর। [
5.
বায়তুলমাল বলতে কী বুঝ? বায়তুল মালের আয়ের উৎসগুলো ৫
বর্ণনা কর।
6.
ইসলামে শ্রমের মর্যাদা কীভাবে মূল্যায়ন করা যায়? আলোচনা
কর ।
7.
. হযরত ওমর (রা.) এর ভূমিনীতি সম্পর্কে আলোচনা কর ।
8.
ইসলামি তাকাফুল কী? ইসলামি তাকাফুলের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা
কর।
9.
ইসলামি অর্থব্যবস্থার সংজ্ঞা দাও। ইসলামি অর্থব্যবস্থার
প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
10.
“যাকাত ইসলামি অর্থনীতির প্রাণ।”- ব্যাখ্যা কর
।
11.
মালিকানা লাভের উপায় হিসেবে ইসলামের উত্তরাধিকার নীতি ও
এ পদ্ধতি ব্যাখ্যা কর।
12.
হযরত ওমর (রা.) এর ভূমিনীতি সম্পর্কে আলোচনা কর ।
13.
মূলধনের সংজ্ঞা দাও। উৎপাদনের ক্ষেত্রে মূলধনের গুরুত্ব
৩ আলোচনা কর।
14.
ইসলামি ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস সংক্ষেপে
বর্ণনা কর।
15.
. শ্রম কী? উৎপাদনের উপাদান হিসাবে শ্রমের গুরুত্ব আলোচনা
কর।
16.
উশর ও খারাজ কী? ইসলামি অর্থনীতিতে উশর ও খারাজের গুরুত্ব
আলোচনা কর।