স্থানীয় সরকার ও বাংলাদেশের গ্রমীন রাজনীতি_১৩১৯০১_ডিগ্রি রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন_জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা-২০২৪

স্থানীয় সরকার ও বাংলাদেশের গ্রমীন রাজনীতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা-২০২২

ডিগ্রি রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন

বিষয়:স্থানীয় সরকার ও বাংলাদেশের গ্রমীন রাজনীতি

বিষয় কোড: ১৩১৯০১

 

 

খ-বিভাগ

1.   স্থানীয় স্বায়ত্তশাসন কাকে বলে?

2.   ১৯১৯ সালের স্থানীয় স্বায়ত্তশাসন আইন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।

3.   স্থানীয় শাসন কী?

4.   গ্রামীণ নেতৃত্ব কীভাবে গড়ে ওটে?

5.   মাঠ প্রশাসন বলতে কী বুঝ?

6.   রাজনৈতিক অংশগ্রহণ কী?

7.   ইউনিয়ন পরিষদের গঠন প্রণালি বর্ণনা কর।

8.   পল্লি উন্নয়ন কী?

9.   ক্ষুদ্র ঋণের সংজ্ঞা দাও। 

10.                সবুজ বিপ্লব কী? 

11.                বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দাও।

12.                আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে?

13.                পৌরসভার গঠন বর্ণনা কর।

 

গ-বিভাগ

1.   বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান সমস্যাসমূহ চিহ্নিত কর।

2.   বাংলাদেশের পল্লি উন্নয়নে 'বার্ড' এর ভূমিকা মূল্যায়ন কর ।

3.   স্থানীয় সরকারের মূলনীতিসমূহ আলোচনা কর।

4.   উপজেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

5.   বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা কর ।

6.   বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা 8 আলোচনা কর।

7.   বাংলাদেশের গ্রামীণ সমাজ কাঠামো পরিবর্তনের কারণসমূহ উল্লেখ কর।

8.   বাংলাদেশে গ্রামীণ কোন্দলের কারণসমূহ আলোচনা কর।

9.   বাংলাদেশে গ্রামীণ ক্ষমতা কাঠামো উদাহরণসহ আলোচনা কর। 

10.                বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যাসমূহ আলোচনা কর।'

 

ক- বিভাগ

1.   . Little Republic কাকে বলা হতো?

উত্তর : প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে Little Republic

বলা হতো।

2.   জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কত ?

উত্তর : জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য ২১ জন।

3.   . বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু কোনটি? (Which

উত্তর : বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়।

4.   স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লেখ।

উত্তর : স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতি হলো ১. ঐতিহাসিক পদ্ধতি ও ২. দার্শনিক পদ্ধতি।

5.   'The Mind and Society' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : 'The Mind and Society' গ্রন্থটির রচয়িতা ভিলফ্রেডো প্যারেটো ।

6.   গ. জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?

 উত্তর : জেলা প্রশাসক ।

7.   . 'চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?

8.   উত্তর : 'চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন লর্ড

কর্নওয়ালিস।

9.   বাংলাদেশে বর্তমানে কতটি উপজেলা পরিষদ রয়েছে?

উত্তর : বাংলাদেশে বর্তমানে ৪৯২টি উপজেলা পরিষদ রয়েছে।

10.               গ্রামীণ রাজনীতি কী? 

উত্তর : সাধারণভাবে গ্রামীণ মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড ৩ আচার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলে।

11.                ই-শাসন কী? 

উত্তর : ই-শাসন হলো শাসন কাজে ইলেকট্রনিক প্রযুক্তির ব্যবহার।

12.                ECNEC এর পূর্ণরূপ কী?

উত্তর : Executive Committee of National Economic Council.

13.                মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয়েছিল?

উত্তর : ১৯৫৯ সালের ২৭ অক্টোবর জারি করা হয়েছিল।

14.                . উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে কী বলা হয়? 

উত্তর : উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে চেয়ারম্যান বলা হয়। called

15.                গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কী? 

উত্তর : গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো কৃষিভিত্তিক

জীবনব্যবস্থা।

16.                . জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন? 

উত্তর : জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য ২১ জন।

17.                . ইউনিয়ন পরিষদের কতটি পদ নারী সদস্যদের জন্য সংরক্ষিত?

উত্তর : ইউনিয়ন পরিষদের ৩টি পদ নারী সদস্যদের জন্য সংরক্ষিত।

18.                . সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?

উত্তর : সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ সমস্যা নির্ণয়।

19.                . জাতীয় অর্থনৈতিক পরিষদ কী?

উত্তর : জাতীয় অর্থনৈতিক পরিষদ দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জাতীয় নীতি ও উদ্দেশ্য সম্বলিত উন্নয়ন কর্মসূচি অনুমোদনের জন্য দেশের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ।

20.                . BRDB এর পূর্ণরূপ কী?

উত্তর : Bangladesh Rural Development Board.

21.                . বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল উল্লেখ

কর।

22.                . বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? 

উত্তর :ইউনিয়ন পরিষদ।

23.                ব্রিটিশ ভারতে ১৮৭০ সালের চৌকিদারি পঞ্চায়েত আইন কে প্রবর্তন করেন?

উত্তর : ব্রিটিশ ভারতে ১৮৭০ সালের চৌকিদারি পঞ্চায়েত আইন লর্ড মেয়ো প্রবর্তন করেন।

24.                . গ্রাম্য আদালত কী?

উত্তর : গ্রামাঞ্চলে ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের আওতায় যে আদালত পঠিত হয়, তাকে গ্রাম্য আদালত বলে।

25.                উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে কী বলা হয়? 

উত্তর : উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে বলা হয় চেয়ারম্যান।

26.                . গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তর : গ্রামীণ সমাজের জীবনব্যবস্থা। প্রধান বৈশিষ্ট্য হলো কৃষিভিত্তিক

27.                . জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কত জন?

উত্তর : জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য ২১ জন।

28.                . ইউনিয়ন পরিষদে কতটি পদ নারী সদস্যদের জন্য সংরক্ষিত?

উত্তর : ইউনিয়ন পরিষদের ৩টি পদ নারী সদস্যদের জন্য সংরক্ষিত।

29.                সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?

উত্তর : সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ সমস্যা নির্ণয়।

30.                . জাতীয় অর্থনৈতিক পরিষদ কী?

উত্তর : জাতীয় অর্থনৈতিক নীতি নির্ধারণকারী পরিষদ।

31.                . BRDB এর পূর্ণরূপ কী?

উত্তর : Bangladesh Rural Development Board.

32.                . প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল উল্লেখ কর।

উত্তর : বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার ব্যাপ্তিকাল ১৯৭৩-'৭৮ সাল পর্যন্ত।

33.                বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?

উত্তর : ইউনিয়ন পরিষদ।

34.                . ব্রিটিশ ভারতে ১৮৭০ সালের চৌকিদার পঞ্চায়েত আইন কে প্রবর্তন করেন?

উত্তর : ব্রিটিশ ভারতে ১৮৭০ সালের চৌকিদার পঞ্চায়েত আইন প্রবর্তন করেন লর্ড মেয়ো।

35.                গ্রাম্য আদালত কী?

উত্তর : গ্রামাঞ্চলে ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের আওতায় যে আদালত গঠিত হয় তাকে গ্রাম্য আদালত বলে।

36.                মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয়েছিল?

উত্তর : ১৯৫৯ সালের ২৭ অক্টোবর 'মৌলিক গণতন্ত্র

অধ্যাদেশ' জারি করা হয়।

37.                . স্থানীয় সরকার অধ্যয়নের দু'টি পদ্ধতির নাম লিখ ।

উত্তর : স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম হলো ১. ঐতিহাসিক পদ্ধতি ও ২. দার্শনিক পদ্ধতি।

38.                *. 'The Mind and Society' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : 'The Mind and Society' গ্রন্থটির রচয়িতা ভিলফ্রেডো প্যারেটো ।

39.                ECNEC এর পূর্ণরূপ কী?

উত্তর : Executive Committee of National Economic Council.

40.                ই-শাসন কী? |

উত্তর : ই-শাসন হলো শাসন কাজে ইলেকট্রনিক প্রযুক্তির ব্যবহার।

41.                . সালিশ বলতে কী বুঝায়?

উত্তর : সালিশ হলো দুই পক্ষের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব-সংঘাত বা কলহ নিরসনকল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রচেষ্টা বা প্রক্রিয়া ।

42.                বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা কয়টি?

উত্তর : ১২টি।

43.                উপজেলা পরিষদের উপদেষ্টা কে?

উত্তর : উপজেলা পরিষদের উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য।

44.                বাংলাদেশে পল্লী উন্নয়নে জড়িত দুটি NGO এর নাম লিখ। [

উত্তর : আশা ও ব্র্যাক।

45.                . বাংলাদেশে স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস কী?

উত্তর : বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস কর রাজস্ব ।

46.                . পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে?

উত্তর : পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী।

47.                . গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি কী?

উত্তর : গ্রামীণ সমাজের জ্ঞাতিসম্পর্কের ভিত্তি হলো রক্তসম্পর্কীয় আত্মীয়তা।

48.                . ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত?

উত্তর : ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত।

49.                বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কয়টি?

উত্তর : বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর তিনটি

50.                . সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?

উত্তর : সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ সমস্যা নির্ণয় বা চিহ্নিতকরণ।

51.                মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন?

উত্তর : মৌলিক গণতন্ত্র আইয়ুব খান প্রবর্তন করেন।

52.                . উপজেলা পরিষদের উপদেষ্টা কে?

উত্তর : উপজেলা পরিষদের উপদেষ্টা সংশ্লিষ্ট উপজেলা এলাকার সংসদ সদস্য।

53.                ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত?

উত্তর : ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত।

54.                BARD এর পূর্ণরূপ কী? 

উত্তর : Bangladesh Academy for Rural Development.

55.                আনুষ্ঠানিক নেতা কে?

উত্তর : সমাজের আনুষ্ঠানিক কাঠামো যেমন স্কুলের ম্যানেজিং কমিটি, বাজার কমিটি, হাট কমিটি প্রভৃতি, প্রতিষ্ঠানের যারা নেতৃত্ব প্রদান করেন তারাই আনুষ্ঠানিক নেতা ।

56.                . স্থানীয় পর্যায়ে পরিকল্পনা কী? 

উত্তর : কেন্দ্রীয় মন্ত্রণালয় হতে আরোপিত সম্পদ এবং স্থানীয় সম্পদের সমন্বয়ের ভিত্তিতে জনগণের অংশগ্রহণ ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে মতবিনিময়ের মাধ্যমে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে স্থানীয় পরিকল্পনা বলে ।

57.                . সালিশ কী?

উত্তর : সালিশ হলো দুই পক্ষের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব-সংঘাত বা কলহ নিরসনকল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রচেষ্টা বা প্রক্রিয়া ।

58.   . বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস কী?

উত্তর : বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস বিভিন্ন প্রকার কর ও ফি।

 

Post a Comment

Previous Post Next Post