নাটকীয় মোড়ঃ এবার ইসরায়েলের ৪ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
দখলকৃত পশ্চিম তীরে সহিংসতার অভিযোগে আবারও ইসরাইলি ব্যক্তি ও সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র।
মার্কিন নিষেধাজ্ঞায় আওতায় এসেছে তিন ইসরায়েলি নাগরিক ও চারটি বসতি। এছাড়াও কালো তালিকাভুক্ত করা হয়েছে একটি সংগঠনকে। লোহাবা নামের এই সংগঠন ইসরাইলের সবচেয়ে বেশি সশস্ত্র চরমপন্থী সংগঠন হিসেবে পরিচিত। যার সদস্য সংখ্যা ১০ হাজারের বেশি।
সহিংসতা,বেসামরিকদের
জন্য হুমকি ও সম্পদ জব্দ এবং পশ্চিম তীরের নিরাপত্তার জন্য হুমকি এসব অভিযোগে
দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার নিষেধাজ্ঞার ঘোষণাদেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ট্রেজারি
বিভাগ।
সূত্র:
সিএনএন
Tags
International News