জাতীয় বিশ্ববিদ্যালয় বিএ অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২২
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
বিষয়: দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস (১৮২৪ সাল পর্যন্ত)
বিষয় কোড: ২৪১৬১৩ অনুষ্ঠিত-
১০/০৬/২০২৪
গ-বিভাগ
১। দক্ষিণ-পূর্ব এশিয়ার ইসলাম-পূর্ব প্রেক্ষাপট আলোচনা কর ।
২। ফিলিপাইনে ইসলাম প্রচারের পর্যায়ক্রমিক ধারাগুলো লিখ
৩। আরাকানে রোহিঙ্গাদের উৎপত্তি ও বিকাশ আলোচনা কর।
৪। মালাক্কা সালতানাত প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা কর ।
৫। দক্ষিণ-পূর্ব এশিয়ায় পর্তুগীজ বাণিজ্যের প্রকৃতি আলোচনা কর ।
৬। ১৮২৪ সালের ইঙ্গ-ওলন্দাজ চুক্তির গুরুত্ব আলোচনা কর।
৭। পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের ওলন্দাজ সরকারের, উদারনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা কর ৷
৮। বুগিজ কারা? তাদের উত্থান-পতনের ইতিহাস আলোচনা কর ।
৯। পর্তুগিজ কারা? দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাদের বাণিজ্য পথের অনুসন্ধান প্রক্রিয়া আলোচনা কর।
১০। ভিওসি কী? মালয় জগতে এর সম্প্রসারিত কর্মকাণ্ড সংক্ষেপে আলোচনা কর।
১১। ফ্রান্সিস লাইট কে ছিলেন? মালয়ে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে - তাঁর ভূমিকা কী ছিল?
১২। সিঙ্গাপুরের বিকাশে এস.পিট. র্যাফেলস কী কী সংস্কার সাধন করেছিলেন?
খ-বিভাগ
১। দক্ষিণ-পূর্ব এশিয়ার সংক্ষিপ্ত পরিচয় দাও ।
২।
‘স্টেট কাউন্সিল' সম্পর্কে কি জান?
৩। বন্দর নগরী হিসেবে সিঙ্গাপুরের পরিচয় দাও ।
৪ । মোরো মুসলিমদের সম্পর্কে ধারণা দাও ।
৫। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচয় দাও।
৬। ফেডারেটেড মালয় টেস্ট সম্পর্কে কি জান?
৭। আল বুকার্ক কে ছিলেন?
৮। সারাগোসার সন্ধির ধারাসমূহ আলোচনা কর ।
৯। দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম রাষ্ট্রসমূহের নাম লিখ ৷
১০।
‘তুনপেরাক সম্পর্কে টীকা লিখ ।
১১। মসলা বাণিজ্যের উপর একটি টীকা লিখ ।
১২।'
লিবারেল পলিসি' সম্পর্কে কী জান?
১৩।আসিয়ান কী? এর অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর নাম লিখ ।
১৪। তোঁমে পিরেস তাঁর 'The Suma Oriental' গ্রন্থে মূলত কী বর্ণনা করেছেন?
১৫। মুহম্মদ ইসকান্দার শাহের পরিচয় দাও।
১৬। প্রণালী উপনিবেশ কী?
এটি কিভাবে গঠিত হয়েছিল?
১৭। জে.পি. কোয়েন সম্বন্ধে সংক্ষেপে লিখ ।
ক বিভাগ
১। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের কথা সর্বপ্রথম কে উল্লেখ করেন?
উত্তর : দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের কথা সর্বপ্রথম হাওয়ার্ড ম্যালকম উল্লেখ করেন।
২। দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি রাষ্ট্রের নাম লিখ।
উত্তর : দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি রাষ্ট্রের নাম- (ক) মালয়েশিয়া ও
(খ) থাইল্যান্ড ।
৩। কয়টি রাষ্ট্র নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া গঠিত?
উত্তর : ১১টি দেশ নিয়ে ।
৪। বানতাম কি?
উত্তর : মালয় অঞ্চলে বতেটি দ্বীপের নাম ।
৫।আরাকানে দুইজন মুসলিম শাসকের নাম লিখ ।
উত্তর : নরমিখলা সোলায়মান শাহ ও সান্দা থু ধাম্মা ।
৬। ডাচ বা ওলান্দাজরা কোন দেশের অধিবাসী?
উত্তর : হল্যান্ড বা নেদারল্যান্ড এর অধিবাসী।
৭। VOC-এর পূর্ণরূপ কি?
উত্তর : VOC-এর পূর্ণরূপ হলো- Vereenigde
Oostindische Compagnie.
৮। পর্তুগিজ কারা?
উত্তর : পর্তুগালের অধিবাসীদের পর্তুগিজ বলা হয়।
৯। কালচার সিস্টেম কি?
উত্তর : ইউরোপের বাজারে যে সকল পণ্যের চাহিদা ও লাভ, বেশি সে সকল পণ্যের জন্য নির্ধারিত চাষ পদ্ধতিকে Culture System বলে ।
১০। কত সালে সিঙ্গাপুর প্রতিষ্ঠা হয়?
উত্তর : ১৯৫৮ সালে।
১১। রেসিডেন্ট ব্যবস্থা কি?
উত্তর : ব্রিটিশগণ মালয় দ্বীপে যে প্রক্রিয়ায় শাসনকার্য পরিচালনা করত তাকে রেসিডেন্ট সিস্টেম বলা হতো।
১২।ট্রপিকেল ফারইস্ট' কথাটি কার গ্রন্থে পাওয়া যায়?
উত্তর : J.L Christain এর গ্রন্থে।
১৩। ASEAN এর পূর্ণরূপ কী?
উত্তর : Association of
South East Asian Nation.
১৪। পূর্ব তিমুর এর রাজধানীর নাম কী?
উত্তর : দিলি ।
১৫। মালাক্কার পতন ঘটে কখন?
উত্তর : ১৫১১ সালে।
১৬। মালিক সালেহ কে ছিলেন?
উত্তর : মালিক-আস-সালেহ সমুদ্র রাজ্যের সুলতান ছিলেন ।
১৭।মাহুয়ান কোন ধর্মের লোক ছিলেন?
উত্তর : ইসলাম ধর্মের।
১৮।'বেনদাহারা' অর্থ কী?
উত্তর : প্রধানমন্ত্রী।
১৯। The Tiger of
Bicycle'
নামে পরিচিত কোন দেশ?
উত্তর : ভিয়েতনাম ।
২০। কাদেরকে ডাচ্ বলা হয়?
উত্তর : হল্যান্ড বা নেদারল্যান্ড এর অধিবাসীদের ডাচ্ বলা হয় ।
২১।'
পনডক' কী?
উত্তর : পনডক হলো মাদ্রাসাভিত্তিক ইসলামি শিক্ষা ব্যবস্থা
২২।জাকার্তার পূর্ব নাম কি ছিল?
উত্তর : জাকার্তার পূর্ব নাম ছিল বাটাভিয়া ।
২৩। “The Cape of Good Hope'? কোথায়?
উত্তর : দক্ষিণ আফ্রিকার কেপটাইনে অবস্থিত।
২৪। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের কথা সর্বপ্রথম কে উল্লেখ করেন?
উত্তর : হাওয়ার্ড ম্যালকম।
২৫। Howard Malcolm কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : আমেরিকার নাগরিক ছিলেন।
২৬।আরাকান রাজ্যের বর্তমান নাম কি?
উত্তর : রাখাইন
২৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে কোন অঞ্চলকে 'মৌসুমি এশিয়া' নামে অভিহিত করা হয়?
উত্তর : দক্ষিণ পূর্ব এশিয়াকে।
২৮। বানতাম কি?
উত্তর : মালয় অঞ্চলে একটি দ্বীপের নাম।
২৯। মিয়ানমারের পূর্ব নাম কি?
উত্তর: মিয়ানমারের পূর্বনাম হলো- বার্মা।
৩০। শাহবন্দর কাদেরকে বলা হয়?
উত্তর : ব্যবসায় ও বণিকদের সুখ-স্বাচ্ছন্দ্য তত্ত্বাবধান করার জন্য চারজন বন্দর কর্মী ছিল তাদেরকে শাহ বন্দর বলা হত।
৩১। ভাস্কো-দা-গামা কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : ভাস্কো দা গামা পর্তুগালের নাগরিক ছিলেন।
৩২। কত সালে সিঙ্গাপুর প্রতিষ্ঠা হয়? .
উত্তর : ১৯৫৮ সালে সিঙ্গাপুর প্রতিষ্ঠা হয়।
৩৩।ইন্দোনেশিয়ায় কে 'কালচার সিস্টেম' প্রবর্তন করেন?
উত্তর : ভ্যানডেন বোশ্চ ।
৩৪।
‘সাউথ ইস্ট এশিয়া হাইকমান্ড' গঠিত হয় কখন?
উত্তর : ১৯৪৩ সালের মে মাসে।
৩৫।
'তুহফাত আল নাফিস' গ্রন্থটি কে সংকলন করেন?
উত্তর : রাজা আলী ।
৩৬।
‘থাইল্যান্ড' শব্দের অর্থ কি?
উত্তর : মুক্তভূমি।
৩৭। মালিক সালেহ কে ছিলেন?
উত্তর : মালিক-আস-সালেহ পাসাই ও সমুদ্র রাজ্যের সুলতান ছিলেন।
৩৮।
“হেনরী দ্য নেভিগেটর' কে ছিলেন?
উত্তর : হেনরী দ্য নেভিগেটর পর্তুগালের যুবরাজ ছিলেন।
৩৯। কখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
উত্তর : ১৬০০ সালে ।
৪০। সিংগাপুরের প্রাচীন নাম কি?
উত্তর : তুমাসিক ।
৪১। হল্যান্ড কত খ্রিস্টাব্দে স্পেনের অধীনতা হতে স্বাধীনতা লাভ করে?
উত্তর : ১৫৬৮ সালে।
৪২। মার্কো পোলো কত খ্রিস্টাব্দে মালাক্কা প্রণালি অতিক্রম করেন?
উত্তর : ১২৯২ সালে।
৪৩।পনডক' ব্যবস্থা কি?
উত্তর : পনডক হলো মাদ্রাসাভিত্তিক ইসলামি শিক্ষা ব্যবস্থা
৪৪।সিঙ্গাপুরের প্রথম রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর : সিঙ্গাপুরের প্রথম ব্রিটিশ রেসিডেন্ট ছিলেন ফারকুহার।
৪৫। হাওয়ার্ড ম্যালকম কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : আমেরিকার নাগরিক ছিলেন।
৪৬।
‘থাইল্যান্ড' শব্দের অর্থ কী?
উত্তর : মুক্তভূমি।
৪৭। মালাক্কায় মালয় রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : শৈলেন্দ্র যুবরাজ পরমেশ্বর ।
৪৮।শাহ্রবন্দর কাদেরকে বলা হত?
উত্তর : ব্যবসায় ও বণিকদের সুখ-স্বাচ্ছন্দ্য তত্ত্বাবধান করার জন্য চারজন বন্দর কর্মী ছিল তাদেরকে শাহ বন্দর বলা হতো।
৪৯।কারতিনি কে ছিলেন?
উত্তর : ইন্দোনেশিয়ায় জাতীয়তাবাদের বিকাশে ব্যক্তি চেতনার প্রতীক রাদেন আচেভ কারতিনি। তিনি জাতীয়তাবাদী আন্দোলন ও নারীদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার ক্ষেত্রে লক্ষণীয় অবদান রাখেন।
৫০।‘হেনরী দ্য নেভিগেটর' কে ছিলেন?
উত্তর : হেনরী দ্য নেভিগেটর পর্তুগালের যুবরাজ ছিলেন।
৫১। কখন VOC প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৬০২ সালের মার্চ মাসে ।
৫২। কত সালে ব্রিটিশরা সিঙ্গাপুরে আগমন করে?
উত্তর : ১৮১৯ সালে ।
৫৩। এ্যাংলো-ডাচ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৮২৪ সালে।
৫৪। ইন্দোনেশিয়ায় কে ‘কালচার সিস্টেম' প্রবর্তন করেন?
উত্তর : ভ্যানডেন বোশ্চ ।
৫৫। দক্ষিণ-পূর্ব এশিয়া কথাটির প্রথম প্রচলন হয় কত সালে?
উত্তর : দক্ষিণ-পূর্ব এশিয়া কথাটি প্রথম প্রচলন হয় ১৮৩৯ সালে।
৫৬। কে দক্ষিণ-পূর্ব এশিয়াকে ট্রপিকাল ফারইস্ট' নামে অভিহিত করেন?
উত্তর : JS. Furnivall (জে.এস. ফার্নিভাল)।
৫৭। দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি মুসলিম রাষ্ট্রের নাম লিখ ।
উত্তর : ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।
৫৮। দক্ষিণ-পূর্ব এশিয়ায় কারা ইসলাম ধর্মের প্রসার ঘটান?
উত্তর : আরব ও পারসিক মুসলিম বণিকদের মাধ্যমে দক্ষিণ পূর্ব-এশিয়ায় ইসলাম প্রচার শুরু হয়।
৫৯। মালিক সালেহ কে ছিলেন?
উত্তর : মালিক-আস-সালেহ পাসাই ও সমুদ্র রাজ্যের সুলতান ছিলেন।
৬০। পরমেশ্বর ইসলাম ধর্ম গ্রহণ করে কী নাম ধারণ করেছিলেন ?
উত্তর : মুহম্মদ ইসকান্দার শাহ ।
৬১। কত সালে পর্তুগীজরা মালাক্কা দখল করে?
উত্তর : ১৫১১ সালে ।
৬২।'বেনদাহারা' অর্থ কি?
উত্তর : প্রধানমন্ত্রী।
৬৩। বোঙ্গাইস চুক্তি কত সালে সম্পাদিত হয়?
উত্তর : ১৬৬৮ সালে।
৬৪। অ্যাংলো-ডাচ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৮২৪ সালে।
৬৫। Howard Malcolm কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : আমেরিকার নাগরিক ছিলেন।
৬৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে কোন অঞ্চলকে 'মৌসুমী এশিয়া' নামে অভিহিত করা হয়?
উত্তর : দক্ষিণ-পূর্ব এশিয়াকে।
৬৮।'
আসিয়ান' কী?
উত্তর : আসিয়ান হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের আঞ্চলিক জোট।
৬৯। কিদুঙ কী?
উত্তর : কিদুঙ ইন্দোনেশিয়ান শব্দ, কিদুঙ হলো প্রাচীন কোন কাহিনী সংবলিত সাদামাটা গান বা কবিতা। বিশেষ করে প্রাচীন যুগের গান বা কবিতাকে কিদুঙ বলা হয়।
৭০। মালাক্কায় মালয় রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : শৈলেন্দ্র যুবরাজ পরমেশ্বর।
৭১। রাজা কাশিমের পিতার নাম কী?
উত্তর : শ্রীমহারাজা।
৭২। শাহবন্দর কাদেরকে বলা হতো?
উত্তর : ব্যবসায় ও বণিকদের সুখ-স্বাচ্ছন্দ্য তত্ত্বাবধান করার জন্য চারজন বন্দর কর্মী ছিল তাদেরকে শাহ বন্দর বলা হতো।
৭৩। কোন ইউরোপীয় দেশ সর্বপ্রথম এশীয় বাণিজ্যে অংশগ্রহণ করেছিল?
উত্তর : পর্তুগাল ।
৭৪। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম ডাচ অভিযানের নেতা কে ছিলেন?
উত্তর : CORNELIUS VAN
HOUTMAN,
৭৫। জাকার্তাকে কে বাটাভিয়া নামকরণ করেন?
উত্তর: জে.পি কোয়েন।
৭৬। ইন্দোনেশিয়ায় কে কালচার সিস্টেম প্রবর্তন করেন?
উত্তর : ড্যানডেন বোশ্চ ।
৭৭। দক্ষিণ-পূর্ব এশিয়া নামকরণটি কবে প্রচলন হয়?
উত্তর : দক্ষিণ-পূর্ব এশিয়া কথাটি প্রচলন হয় ১৮৩৯ সালে।
৭৮। ফিলিপাইনের রাজধানীর নাম কি?
উত্তর : ম্যানিলা ।
৭৯। ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন' কত সালে গঠিত হয়?
উত্তর : ‘ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন' গঠিত হয় ১১ মে ১৯৪৬ সালে।
৮০। হল্যান্ড কত সালে স্পেনের নিকট থেকে স্বাধীনতা লাভ করে?
উত্তর : ১৫৬৮ খ্রিস্টাব্দে।
৮১। 'ASEAN' এর পূর্ণরূপ কি?
উত্তর : ASEAN-এর পূর্ণরূপ হলো- Association of
South East Asian Nation.
৮২।সিঙ্গাপুরের প্রথম রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর : সিঙ্গাপুরের প্রথম ব্রিটিশ রেসিডেন্ট ছিলেন ফারকুহার ।
৮৩। মালক্কার সর্বশেষ সুলতান কে ছিলেন?
উত্তর : সুলতান মাহমুদ শাহ ।
৮৪। 'MNLF' কোন দেশের সংগঠন?
উত্তর : ফিলিপাইনের ।