জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা-২০২২
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৬ষ্ঠ পত্র সাজেশন
বিষয়: মধ্যপ্রাচ্যের ইতিহাস (১২৫৮-১৮০০খ্রি.)
বিষয় কোড:
১৩১৬০৩
খ-বিভাগ
১। গুপ্তঘাতক সম্প্রদায় সম্পর্কে কী জান?
২। ইতিহাসে ১২৫৮ সাল বিখ্যাত কেন?
৩। বাইবার্সের পরিচয় দাও।
৪।.
অটোমানদের উত্থান সম্পর্কে লেখ।
৫। কুপ্রিলি উজিরদের পরিচয় দাও।
৬।আফসারিদের পরিচয় দাও।
৭। আমির তৈমুরের পরিচয় দাও।
৮।ক্রিমিয়া যুদ্ধ সম্পর্কে টীকা লেখ।
৯।‘প্রাচ্য সমস্যা' কী?
১০।আঙ্গোরার যুদ্ধ সম্পর্কে লেখ।
১১।সাজার উদদারের পরিচয় দাও।
১২। মামলুকদের পরিচয় দাও।
১৩। সুয়েজ খাল সম্পর্কে যা জান লেখ।
১৪।.
'শ্বেত বিপ্লব' বলতে কী বুঝ?
১৫।। তানজিমাত বলতে কী বুঝ?
১৬।নব্য তুর্কি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে
১৭।সুলতান সুলাইমানকে কেন মহামতি বলা হয়?
গ বিভাগ
১।.
হালাকু খানের বাগদাদ আক্রমণের কারণ বর্ণনা কর এবং মুসলিম বিশ্বে এর প্রতিক্রিয়া নিরূপণ কর।
২। ওসমানের পরিচয় দাও। অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠায় তার অবদান ৩ আলোচনা কর
৩।.
কামালবাদ কী?
আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা হিসেবে মুস্তফা কামাল পাশার অবদান আলোচনা কর।
৪। কুবলাই খান কে ছিলেন? বিজেতা হিসেবে তাঁর কৃতিত্ব বিচার কর।
৫। ইলখানি বংশের প্রতিষ্ঠাতা হিসেবে হালাকু খানের কৃতিত্ব আলোচনা কর।
৬। সামরিক সংগঠনের উল্লেখপূর্বক সুলতান ওরখানের শাসনকাল পর্যালোচনা কর।
৭। সুলতান দ্বিতীয় মোহাম্মদ কর্তৃক কনস্টান্টিনোপল বিজয়ের উপর একটি নিবন্ধ লেখ।
৮। মিসরে মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে বাইবার্সের কৃতিত্ব লেখ।
৯।.
ইরানের আধুনিকীকরণে প্রথম রেজা শাহ পাহলভির ভূমিকা মূল্যায়ন কর।
১০। নেপোলিয়নের মিসর বিজয়ের কারণ ও ফলাফল বর্ণনা কর।
১১। সৌদি আরবের আধুনিকীকরণে আব্দুল আজিজ ইবনে সউদের ভূমিকা আলোচনা কর।
ক-বিভাগ
১. মোঙ্গলগণ কোন জাতির লোক ছিল?
উত্তর : মোঙ্গলগণ হুন জাতির লোক ছিল।
২.স্থলখানি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ইলখানি বংশের প্রতিষ্ঠাতা হালাকু খান ।
৩. ‘মামলুক' শব্দের অর্থ কী?
উত্তর : ‘মামলুক' শব্দের অর্থ ক্রীতদাস ।
৪.আইন'ই জালুতের যুদ্ধ সংঘটিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? [
উত্তর :১২৬০ খ্রিস্টাব্দে।
৫. ওরখানের পিতার নাম কী ছিল?
উত্তর : ওরখানের পিতার নাম ছিল ওসমান ।
৬. আধুনিক মিসরের জনক কে ছিলেন?
উত্তর : আধুনিক মিসরের জনক ছিলেন মুহম্মদ আলি পাশা ।
৭. কোন অটোমান সুলতান কনস্টান্টিনোপল বিজয় করেন?
উত্তর : অটোমান সুলতান দ্বিতীয় মুহম্মদ কনস্টান্টিনোপল বিজয় করেন।
৮. বলকান শব্দের অর্থ কী?
উত্তর : তুর্কি শব্দ বলকান অর্থ পার্বত্য অঞ্চল ।
৯. ইরানের পাহলভি বংশে কতজন শাসক ছিল? [
উত্তর : ইরানের পাহলভি বংশে দুইজন শাসক ছিল।
১০. লেবাননের রাজধানীর নাম কী? [
উত্তর : লেবাননের রাজধানীর নাম বৈরুত।
১১. KSA এর পূর্ণরূপ কী?
উত্তর : KSA এর পূর্ণরূপ Kingdom of Saudi Arabia.
১২. ‘মোঙ্গ' শব্দের অর্থ কী?
উত্তর : 'মোঙ্গ' শব্দের অর্থ সাহসী।
১৩. আমির তৈমুরের রাজধানীর নাম কী?
উত্তর : আমির তৈমুরের রাজধানীর নাম সমরখন্দ ।
১৪. মিসরে কত শ্রেণির মামলুক ছিল?
উত্তর : মিসরে দুই শ্রেণির মামলুক ছিল।
১৫ অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান।
১৬. মহামতি কার উপাধি?
উত্তর : মহামতি অটোমান সুলতান সোলায়মানের উপাধি ।
১৭. ইরানের প্রাচীন নাম কী?
উত্তর : ইরানের প্রাচীন নাম পারস্য।
১৮. মিসরকে নীলনদের দান বলেছেন কে?
উত্তর : মিসরকে নীলনদের দান বলেছেন হেরোডোটাস।
১৯. জামালউদ্দিন আফগানি কে ছিলেন?
উত্তর : জামালউদ্দিন আফগানি ছিলেন প্যান ইসলামি মতবাদের প্রবক্তা ।
২০. ব্রিটিশরা কখন মিসর অধিকার করে?
উত্তর : ব্রিটিশরা ১৮৮২ সালের ২৩ সেপ্টেম্বর মিসর অধিকার করে।
২১. প্রথম বলকান যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : প্রথম বলকান যুদ্ধ ১৯১২ সালের ৮ অক্টোবর সংঘটিত হয়।
২২. মঙ্গু খান কে ছিলেন?
উত্তর : মঙ্গু খান টুলি খানের পুত্র এবং চেঙ্গিস খানের
পৌত্র ছিলেন ।
২৩.ইলখানি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
উত্তর : ইলখানি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন গাজান খান ।
২৪. তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারত অভিযান করেন?
উত্তর : তৈমুর লং ১৩৯৮ খ্রিস্টাব্দে ভারত অভিযান করেন।
২৫. মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : মামলুক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সাজার উদ দার ।
২৬.অটোমানদের প্রথম রাজধানী কোথায় ছিল?
উত্তর : অটোমানদের প্রথম রাজধানী ছিল সুগুত শহরে ।
২৭. ইউরোপের রুগ্ন ব্যক্তি' বলা হয় কোন দেশকে?
উত্তর : ইউরোপের ‘রুগ্ন ব্যক্তি' বলা হয় তুরস্ককে।
২৯. প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালের ২৮ জুলাই সংঘটিত হয় ।
৩০. কামালবাদ কী?
উত্তর : কামালবাদ হলো মুস্তফা কামাল পাশার সংস্কার বা নীতি ।
৩১. মুহম্মদ আলি পাশা কে ছিলেন?
উত্তর : মুহম্মদ আলি পাশা ছিলেন আধুনিক মিসরের প্রতিষ্ঠাতা।
৩২. ইরানে পাহলভি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : ইরানে পাহলভি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন রেজা খান।
৩৩.আব্দুল আজিজ ইবনে সউদ কে ছিলেন?
উত্তর : আব্দুল আজিজ ইবনে সউদ ছিলেন আধুনিক সৌদি
আরবের প্রতিষ্ঠাতা।
৩৪.PLO কী?
উত্তর : PLO হলো Palestine Liberation Organization.
৩৫. গোবি মরুভূমি কোথায়?
উত্তর : গোবি মরুভূমি চীন ও মোঙ্গলিয়ার দক্ষিণাংশে।
৩৬. ইলখানি সনের প্রবর্তক কে?
উত্তর : ইলখানী সনের প্রবর্তক গাজান খান।
৩৭. হালাকু খানের রাজত্বকাল উল্লেখ কর। [
উত্তর : হালাকু খানের রাজত্বকাল ১২৫৬– ৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত।
৩৮. কুবলাই খান কে ছিলেন?
উত্তর : কুবলাই খান ছিলেন টুলি খানের পুত্র ও মোঙ্গল শাসক।
৩৯. আমির তৈমুরের রাজধানীর নাম কী?
উত্তর : আমির তৈমুরের রাজধানীর নাম সমরখন্দ ।
৪০. মিশরে কখন মামলুক বংশ প্রতিষ্ঠিত হয়?
উত্তর : মিশরে ১২৫০ খ্রিস্টাব্দে মামলুক বংশ প্রতিষ্ঠিত হয় ।
৪১. অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম লেখ।
উত্তর : অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম ওসমান ।
৪২. ইলখানি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
উত্তর : ইলখানী বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন গাজান খান ।
৪৩. ‘মহামতি' কার উপাধি?
উত্তর : অটোমান সুলতান সোলায়মানের উপাধি ।
৪৪. মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : মামলুক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সাজার উদ দার ।
৪৫. মারজ-ই-দাবিকের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তর : মারজ-ই-দাবিকের যুদ্ধ অটোমান সুলতান প্রথম সেলিম ও মামলুক সুলতান কানসুহ আল ঘুরির মধ্যে সংঘটিত হয়।
৪৬. আঙ্গোরার যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : আঙ্গোরার যুদ্ধ ১৪০২ সালে সংঘটিত হয়।