ডিগ্রি ৩য় বর্ষ ফাইনাল পরীক্ষা ২০২২ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় কোডঃ ১৩১৬০৩

 

ডিগ্রি ৩য় বর্ষ ফাইনাল পরীক্ষা ২০২২ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় কোডঃ ১৩১৬০৩

ডিগ্রি ৩য় বর্ষ ফাইনাল পরীক্ষা ২০২২
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
বিষয় কোডঃ ১৩১৬০৩

 

গ-বিভাগ 

1. প্রাক-ইসলামি যুগে আরবদের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা আলোচনা কর।

2. মদিনা সনদের শর্তাবলি পর্যালোচনা কর।

3. বদরের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।

4. হুদায়বিয়ার সন্ধির শর্তাবলি পর্যালোচনা কর।

5. ইসলামের ত্রাণকর্তা হিসেবে হযরত আবু বকর (রা.) এর অবদান মূল্যায়ন কর।

6. খলিফা উমর (রা.)-এর শাসনব্যবস্থা আলোচনা কর।

7. হযরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা.)-এর মধ্যে সংঘর্ষের কারণ ব্যাখ্যা কর।

8. উমাইয়া শাসন সুদৃঢ়ীকরণে আব্দুল মালেকের অবদান মূল্যায়নকর।

9. হযরত ওসমান (রা.) হত্যার কারণ বিশ্লেষণ কর। এর পরিণতি কী হয়েছিল?

10. উমাইয়া খিলাফতের পতনের কারণসমূহ বর্ণনা কর।

 

খ-বিভাগ

 

1. আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ?

2. মহানবি (সা.)-এর হিযরতের কারণসমূহ লেখ।

3. খাজিদা (রা)-এর পরিচয় দাও।

4. দুমার মীমাংসা বলতে কী বুঝ?

5. খারিজি কারা?

6 জেরুজালেমের উপর একটি টীকা লেখ।

7. হালাকু খানের পরিচয় দাও।

8.বার্মাকিদের সম্পর্কে একটি টীকা লেখ।

9.ভন্ড নবিদের পরিচয় দাও।

10. রিদ্দার যুদ্ধ সম্পর্কে কী জান?

 

ক-বিভাগ 

1. জাজিরাতুল আরব এর অর্থ কী?

উত্তর: 'জাজিরাতুল আরব' এর অর্থ আরব উপদ্বীপ।

2. কাকে মরুভূমির জাহাজ বলা হয়?

উত্তর: উটকে মরুভূমির জাহাজ বলা হয়।

3. মুসায়লামা কে ছিলেন?

উত্তর: মুসায়লামা ছিলেন একজন ভন্ডনবি।

4. হযরত মুহাম্মদ (সা.) এর প্রথম স্ত্রী কে ছিলেন?

উত্তর: হযরত মুহাম্মদ (সা.) এর প্রথম স্ত্রী ছিলেন খাদিজা (রা.)।

5. খারাজ কী?

উত্তর: মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলমান প্রজাদের নিকট থেকে আদায়কৃত ভূমি করকে 'খারাজ' বলে।

6. কত সালে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়?

উত্তর: ৬৫৭ সালে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়।

7. আরবের শেক্সপিয়র কাকে বলা হয়?

উত্তর: 'আরবের শেক্সপিয়র' ইমরুল কায়েসকে বলা হয়।

8. রিদ্দা শব্দের অর্থ কী?

উত্তর: রিদ্দা শব্দের অর্থ প্রত্যাবর্তন করা বা ফিরে আসা।

9. হিলফুল ফুজুল কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: হিলফুল ফুজুল হযরত মুহম্মদ (সা.) প্রতিষ্ঠা করেন।

10. ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন?

উত্তর: ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর (রা.)।

11.কারবালা কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: কারবালা ফোরাত নদীর তীরে অবস্থিত।

12.বায়তুল হিকমা কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: 'বায়তুল হিকমা' খলিফা আল মামুন প্রতিষ্ঠা ক

13. 'আরব' কোন শব্দ থেকে এসেছে?

উত্তর: আরব আরবি শব্দ 'আরাবুন' থেকে এসেছে।

14. বিবি খাদিজা কে ছিলেন?

উত্তর: বিবি খাদিজা ছিলেন মহানবি (সা.) এর প্রথম স্ত্রী।

15. ইসলামের সর্বপ্রথম মসজিদের নাম কী?

উত্তর: ইসলামের সর্বপ্রথম মসজিদের নাম মসজিদে কুবা।

16. মদিনার পূর্ব নাম কী?

উত্তর: মদিনার পূর্ব নাম ইয়াসরিব।

17. হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর: হুদায়বিয়ার সন্ধি ৬২৮ সালে স্বাক্ষরিত হয়।

18. জিজিয়া কী?

উত্তর: জিজিয়া হলো মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম প্রজাদের জানমাল রক্ষার্থে প্রদত্ত নিরাপত্তা কর।

19. খলিফা শব্দের অর্থ কী?

উত্তর: খলিফা শব্দের অর্থ প্রতিনিধি।

20. বায়তুল মাল কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: বায়তুল মাল হযরত ওমর (রা.) প্রতিষ্ঠা করেন।

21. জুন্নুরাইন কাকে বলে হয়?

উত্তর: খলিফা হযরত ওসমান (রা) কে জুন্নুরাইন বলা হয়।

22. উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হযরত মুয়াবিয়া (রা.)।

23. বাগদাদ নগরী কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: বাগদাদ নগরী খলিফা আল মনসুর প্রতিষ্ঠা করেন।

24. 'আল-আকসা মসজিদ' কোথায় অবস্থিত?

উত্তর: আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।

25. 'জাজিরাতুল আরব' এর অর্থ কী?

উত্তর: 'জাজিরাতুল আরব' এর অর্থ আরব উপদ্বীপ।

26. কাকে আরবের শেক্সপিয়র বলা হয়?

উত্তর: ইমরুল কায়েসকে আরবের শেক্সপিয়র বলা হয়।

27. 'হিলফুল ফুজুল' কে প্রতিষ্ঠা করেন?

 উত্তর: 'হিলফুল ফুজুল' হযরত মুহম্মদ (সা.) প্রতিষ্ঠা করেন।

28. ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা কে ছিলেন?

উত্তর: ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর (রা.)।

29. উষ্ট্রের যুদ্ধ কবে সংঘটিত হয়?

উত্তর: উষ্ট্রের যুদ্ধ ৬৫৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

30. 'খারিজি' শব্দের অর্থ কী?

উত্তর: খারিজি শব্দের অর্থ দলত্যাগী বা বিচ্ছিন্নতাবাদী।

31. কত সালে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়?

উত্তর: ৬৫৭ সালে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়।

32. কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়?

উত্তর: ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়।

33. উমাইয়া বংশের শেষ খলিফা কে ছিলেন??]

উত্তর: উমাইয়া বংশের শেষ খলিফা ছিলেন দ্বিতীয় মারওয়ান।

34. বায়তুল হিকমা কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: বায়তুল হিকমা খলিফা আল মামুন প্রতিষ্ঠা করেন।

35. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন?

উত্তর: আরবরা ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন।

36. ক্রুসেড কী?

উত্তর : জেরুজালেমের ওপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য প্রাচ্যের মুসলমানদের সাথে ইউরোপের খ্রিস্টানদের যে যুদ্ধ সংঘটিত হয় তা ক্রুসেড নামে পরিচিত।

37. 'আইয়াম' শব্দের অর্থ কী?

উত্তর: আইয়াম শব্দের অর্থ যুগ বা সময়।

38. ইসলাম-পূর্ব যুগে কাবাগৃহে কয়টি মূর্তি ছিল?

উত্তর: ইসলাম-পূর্ব যুগে কাবাগৃহে ৩৬০টি মূর্তি ছিল।

39. ইসলামের সর্বপ্রথম মসজিদের নাম কী?

উত্তর: ইসলামের সর্বপ্রথম মসজিদের নাম মসজিদে কুবা।

40. মদিনার পূর্ব নাম কী?

উত্তর: মদিনার পূর্বনাম ইয়াসরিব।

41. পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি?

উত্তর: পৃথিবীর প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ।

42. মজলিশ উস শূরা কে প্রবর্তন করেন?

উত্তর: মজলিশ উস শূরা হযরত ওমর (রা.) প্রবর্তন করেন।

43. জিজিয়া কী?

উত্তর: জিজিয়া হলো মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম প্রজাদের জানমাল রক্ষার্থে প্রদত্ত নিরাপত্তা কর।

44. খলিফা শব্দের অর্থ কী

উত্তর: খলিফা শব্দের অর্থ প্রতিনিধি।

45. 'হুদায়বিয়ার সন্ধি' কত সালে স্বাক্ষরিত হয়

উত্তর: 'হুদায়বিয়ার সন্ধি' ৬২৮ সালে স্বাক্ষরিত হয়।

46. উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হযরত মুয়াবিয়া (রা.)।

47. বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা ছিলেন আবু জাফর আল মনসুর।

48. 'আল-আকসা মসজিদ' কোথায় অবস্থিত?

উত্তর: আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।

49. জাজিরাতুল আরব অর্থ কী?

উত্তর: জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ।

50. বেদুইন কারা?

উত্তর: মরুময় আরবের অধিবাসীদের মধ্যে যারা মরুভূমিতে বসবাস করতো এবং ভ্রাম্যমাণ, জীবনযাপন করতো তাদের বেদুইন বলা হতো।

51 . কাকে মরুভূমির জাহাজ বলা হয়?

উত্তর: উটকে মরুভূমির জাহাজ বলা হয়।

52. কাকে আরবের শেক্সপিয়র বলা হয়?

উত্তর: ইমরুল কায়েসকে 'আরবের শেক্সপিয়র' বলা হয়।

53. আল-আকাবায় কতটি শপথ অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর: আল-আকাবায় মোট ৩টি শপথ অনুষ্ঠিত হয়েছিল।

54 . কুসীদ প্রথা কী?

উত্তর: প্রাক ইসলামি যুগে ধনী আরবগণ বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের উচ্চহারে সুদের ব্যবসায়কে কুসীদ প্রথা বলে।

55. মুসায়লামা কে ছিলেন?

উত্তর: মুসায়লামা ছিলেন একজন ভন্ডনবি।

56. খারাজ কী?

উত্তর: মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলমান প্রজাদের নিকট থেকে আদায়কৃত ভূমি করকে 'খারাজ' বলে।

57. বায়তুল মাল কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: বায়তুল মাল খলিফা ওমর (রা.) প্রতিষ্ঠা করেন।

58. জুন্নুরাইন কাকে বলা হয়?

উত্তর: 'জুন্নুরাইন' হযরত ওসমান (রা.) কে বলা হয়।

59. বায়তুল হিকমা কী?

উত্তর: বায়তুল হিকমা হলো খলিফা আল মামুন কর্তৃ প্রতিষ্ঠিত একটি বিশ্ববিখ্যাত গবেষণাগার।

60. ইসলামের পঞ্চম খলিফা কাকে বলা হয়?

উত্তর: ইসলামের পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিকে বলা হয়।


Post a Comment

Previous Post Next Post