ডিগ্রি ৩য় বর্ষ ফাইনাল পরীক্ষা ২০২২ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় কোডঃ ১৩১৬০১

 

ডিগ্রি ৩য় বর্ষ ফাইনাল পরীক্ষা ২০২২ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় কোডঃ ১৩১৬০১


ডিগ্রি ৩য় বর্ষ ফাইনাল পরীক্ষা ২০২২
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
বিষয় কোডঃ ১৩১৬০১

 

গ-বিভাগ

1. ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মূল্যায়ন কর।

2. ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।

3. 'মেটারনিক যুগ' বলতে কী বুঝ? ইহা কেন ব্যর্থ হয়েছিল?

4. ১৮৩০ খ্রি. জুলাই বিপ্লবের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ কর।

5. তৃতীয় নেপোলিয়নের পররাষ্ট্রনীতি আলোচনা কর।

6. ১৮৭৮ খ্রি. বার্লিন চুক্তির ধারাসমূহ বিশ্লেষণ কর।

7. প্রাচ্য সমস্যা কী? উনবিংশ শতাব্দীর প্রথমার্ধে এর ক্রমবিখাশ পর্যালোচনা কর।

8. প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ লেখ। এ যুদ্ধে তুরস্ক কেন জার্মানির পক্ষে যোগ দিয়েছিল?

9. ফরাসি বিপ্লবে স্টেটস জেনারেলের ভূমিকা পর্যালোচনা কর।

10. ১৯১৭ সালের রুশ বিপ্লবের পটভূমি পর্যালোচনা কর।

১১. ইউরোপীয় কনসার্ট বলতে কী বুঝ? এর কার্যাবলি ও ফলাফল আলোচনা কর।

12. জার্মানি একত্রীকরণে বিসমার্কের অবদান সংক্ষেপে লেখ?

13. দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার কারণগুলো পরীক্ষা কর। এ যুদ্ধের  জন্য হিটলার কতটুকু দায়ী?

 

খ-বিভাগ

1. ফরাসি বিপ্লবের প্রাক্কালে ইউরোপের রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও।

2. 'জ্ঞানদিপ্তীর' যুগ বলতে কী বুঝ?

3. কোড নেপোলিয়ন সম্পর্কে ধারণা দাও।

4. 'ত্রাসের রাজত্ব' বলতে কী বুঝ?

5. বুর্জোয়া শ্রেণি বলতে কী বুঝ?

6. ইউরোপীয় কনসার্ট বলতে কী বুঝ?

7. কাউন্ট ক্যাভূরের পরিচয় দাও।

8. জাতিসংঘ গঠনের উদ্দেশ্য লেখ।

9. বাস্তিলের পতনের ওপর একটি টীকা লেখ।

10. পবিত্র চুক্তি কী?

11. তৃতীয় নেপোলিয়নের অভ্যন্তরীণ নীতি সম্পর্কে সংক্ষেপে লেখ।

12. দ্বিশক্তি চুক্তি বলতে কী বুঝ?

13. এডলফ হিটলারের পরিচয়

14. ত্রাসের রাজত্ব বলতে কী বুঝ?

15. ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল কী ছিল?

16. প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের প্রধান কারণসমূহ কী ছিল?

 

ক বিভাগ


1. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন

উত্তর: ফরাসি বিপ্লবের সময় ষোড়শ লুই ফ্রান্সের রাজা ছিলেন।

2. ফরাসি আইনসভাকে কী বলা হতো?

উত্তর: ফরাসি আইনসভাকে স্টেটস জেনারেল বলা হয়।

3. 'The social Contract' গ্রন্থের লেখক কে?

উত্তর: 'The Social Contract' গ্রন্থের লেখক অ্যা জ্যাক রুশো।

4. মেটারনিক কে ছিলেন?

উত্তর: মেটারনিক অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

5. রেনেসাঁ কোন দেশে প্রথম শুরু হয়?

উত্তর: রেনেসাঁ ইতালিতে প্রথম শুরু হয়।

6. ফেব্রুয়ারি বিপ্লব কখন সংঘটিত হয়

উত্তর: ফেব্রুয়ারি বিপ্লব ১৮৪৮ সালে সংঘটিত হয়।

7. নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেওয়া হয়?

উত্তর: নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।

8. কত খ্রিস্টাব্দে ইতালি একত্রিকরণ করা হয়?

উত্তর: ১৮১৫-'৭০ খ্রিস্টাব্দের মধ্যে ইতালির একত্রীকরণ করা হয়।

9. বিসমার্ক কে ছিলেন?

উত্তর: বিসমার্ক জার্মানির প্রথম চ্যান্সেলর ছিলেন।

10. বাফার স্টেট কী?

উত্তর: বাফার স্টেই হচ্ছে এমন একটি ছোট দেশ যেটি দুটি দেশের মাঝে বিদ্যমান এবং নিরপেক্ষ সীমা নিদেশ করে।

11. ফরাসি বিয়ব কখন সংঘটিত হয়?

উত্তর: ফরাসি বিপ্লব ১৭৮৯ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

12. নেপোলিয়ন কোড' কী?

উত্তর: 'নেপোলিয়ন কোড' হলো নেপোলিয়ন কর্তৃক প্রণীত আইন সংহিতা।

13. ওয়াটারলু যুগ্ম কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উত্তর: ওয়াটারলু যুদ্ধ ১৮১৫ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

14. ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন যোসেফ ম্যাজিনি।

15. জুলাই বিপ্লব কখন সংঘটিত হয়?

উত্তর: জুলাই বিপ্লব ১৮৩০ সালে সংঘটিত হয়।

16. 'দ্য স্পিরিট অব লজ' গ্রন্থটি কে প্রণয়ন করেন?

উত্তর: 'দ্য স্পিরিট অব লজ' গ্রন্থটি প্রণয়ন করেন মন্টেস্কু।

17. 'ইউরোপের রুগ্নব্যক্তি' কাকে বলা হয়?

উত্তর: 'ইউরোপের বুমব্যক্তি' তুরস্ককে বলা হয়।

19. কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়?

উত্তর: পিটার দি গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়।

20. 'ডুমা' কী?

উত্তর: 'ডুমা' রাশিয়ার আইনসভার নাম।

21. ভার্সাই সন্দ্বি কখন স্বাক্ষরিত হয়

উত্তর: ভার্সাই সন্ধি ১৯১৯ সালে স্বাক্ষরিত হয়।

22. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?

উত্তর: ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।

23. 'The Social Contract'-গ্রন্থের লেখক কে?

উত্তর: 'The Social Contract' গ্রন্থের লেখক জ্যাঁ জ্যাক রুশো।

24. ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর: ট্রাফালগারের যুদ্ধ ১৮০৫ সালে সংঘটিত হয়।

25. সেন্ট হেলেনা দ্বীপ কেন বিখ্যাত?

উত্তর: নেপোলিয়ন বোনাপার্টকে এ দ্বীপে নির্বাসিত করা হয়েছিল বলে সেন্ট হেলেনা দ্বীপটি বিখ্যাত।

26. মেটারনিক কে ছিলেন?

উত্তর: মেটারনিক অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

27. 'ফেব্রুয়ারি বিপ্লব' কখন সংঘটিত হয়?

উত্তর: ফেব্রুয়ারি বিপ্লব ১৮৪৮ সালে সংঘটিত হয়।

28. বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?

উত্তর: বার্লিন চুক্তি ১৮৭৮ সালের ১৩ জুলাই স্বাক্ষরিত হয়।

29. ইতালির ঐক্য সম্পন্ন হয় কত সালে?

উত্তর: ইতালির ঐক্য সম্পন্ন হয় ১৮৭০ সালে।

30. বিসমার্ক কে ছিলেন?

উত্তর: বিসমার্ক জার্মানির প্রথম চ্যান্সেলর ছিলেন।

31. ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উত্তর: ফরাসি বিপ্লব ১৭৮৯ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

32. ফরাসি আইনসভাকে কী বলা হতো?

উত্তর: ফরাসি আইনসভাকে স্টেটস জেনারেল বলা হতো।

33. রেনেসাঁ প্রথম কোন দেশে শুরু হয়?

উত্তর: রেনেসাঁ প্রথম ইতালিতে শুরু হয়।

34. জুলাই বিপ্লব কত সালে সংঘটিত হয়?

উত্তর: জুলাই বিপ্লব ১৮৩০ সালে সংঘটিত হয়।

35. উড্রো উইলসন কে ছিলেন?

উত্তর: উড্রো উইলসন ছিলেন বিশ্বযুদ্ধকালীন মার্কিন প্রেসিডেন্ট।

36. দুই জার্মানি একত্রীকরণ করেন কে?

উত্তর: দুই জার্মানি একত্রীকরণ করেন অটোভন বিসমার্ক।

37.নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসিত করা হয়?

উত্তর: নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল।

38. টেইলি কী?

উত্তর: টেইলি হলো ফ্রান্সে প্রচলিত ভূমিকর।

39. ভার্সাই নগরী কোথায়?

উত্তর: ভার্সাই নগরী ফ্রান্সে অবস্থিত।

40. 'কূটনৈতিক জাদুকর' কাকে বলা হয়?

উত্তর: 'কূটনৈতিক জাদুকর' মেটারনিককে বলা হয়।

41. ভূমা কী?

উত্তর: 'ডুমা' রাশিয়ার আইনসভার নাম।

42. প্রত্যাসি বিপ্লবের মূলমন্ত্র কী?

উত্তর: ফরাসি বিপ্লবের মূলমন্ত্র স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।

43.দি স্পিরিট অব দি লঙ্গ' গ্রাম্পের লেখক কে?

উত্তর: 'দি স্পিরিট অব দি লজ' গ্রপের লেখক ঘান্টিক।

44. ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উত্তর: ওয়াটারলু যুদ্ধ ১৮১৫ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

45. 'নেপোলিয়ন কোড' কী?

উত্তর: 'নেপোলিয়ন কোড' হলো নেপোলিয়ন কর্তৃক প্রণীত আইন সংহিতা।

46. ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন যোসেফ ম্যাজিনি।

47. কাকে ইউরোপের রুগ্নব্যক্তি বলা হয়?

উত্তর: তুরস্ককে ইউরোপের রুগ্নব্যক্তি বলা হয়।

48.বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?

উত্তর: বার্লিন চুক্তি ১৮৭৮ সালের ১৩ জুলাই স্বাক্ষরিত হয়।

49. বলশেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয়?

উত্তর: বলশেভিক বিপ্লব ১৯১৭ সালে সংঘটিত হয়।

50.বলকান অঞ্চলভুক্ত দুইটি দেশের নাম লেখ।

উত্তর: বলকান অঞ্চলভুক্ত দুইটি দেশের নাম হলো- গ্রিস ও সার্বিয়া।

51 কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়?

উত্তর: পিটার দি গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়।

52. নাৎসিবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: নাৎসিবাদের প্রতিষ্ঠাতা ছিলেন হিটলার।

53. 'ভেটো' শব্দের অর্থ কী

উত্তর: 'ভেটো' শব্দের অর্থ 'আমি ইহা মানি না'।

Post a Comment

Previous Post Next Post