জাতীয় বিশ্ববিদ্যালয় বিএ অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২২
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
বিষয়: আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস
বিষয় কোড: ২৪১৬১৫,
অনুষ্ঠিত- ১২/০৬/২০২৪
খ-বিভাগ
১। ক্যাম্প ডেভিড চুক্তি কী?
২। তানজিমাত আন্দোলনের ফলাফল ব্যাখ্যা কর।
৩। সুদানে মাহদী বিপ্লব সম্বন্ধে টীকা লিখ ৷
৪। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা কর।
৫। ইয়াসির আরাফাতের পরিচয় দাও।
৬। উপসাগরীয় রাষ্ট্রসমূহের সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ কর।
৭। কোন অবস্থায় ১৯৬০ সালে তুরস্কে সামরিক অভ্যুত্থান ঘটেছিল?
৮।পাহলভী বংশের পতনের কারণগুলো লিখ ।
৯ । প্রাচ্য সমস্যা কী?
১০। মুহাম্মদ আলী পাশার পরিচয় দাও।
১১।ম্যান্ডেটরি ব্যবস্থা সম্পর্কে টীকা লিখ ।
১২। কামালবাদের ছয়টি মূলনীতি উল্লেখ কর।
১৩।১৯৬১ সালে সংযুক্ত আরব প্রজাতন্ত্র বিলুপ্ত হল কেন?
১৪। সা'দ জগলুল পাশার পরিচয় দাও।
১৫। শ্বেত বিপ্লব কী?
১৬।। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির পক্ষে যোগ দিয়েছিল কেন?
গ-বিভাগ
১। মিশরের জাতীয়তাবাদী আন্দোলনের নেতা সাদ জগলুল পাশার কৃতিত্ব মূল্যায়ন কর ।
২। গ্রিক স্বাধীনতা যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। এতে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা বিশ্লেষণ কর।
৩। আফগানিস্তানের আধুনিকীকরণে বাদশা আমানুল্লাহর ভূমিকা পর্যালোচনা কর ।
৪। ইসরাইল রাষ্ট্রের উৎপত্তির ইতিহাস লিখ ।
৫। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জর্ডানের উৎপত্তির ধারাবাহিক বিবরণ দাও ।
৬। ইরানের আধুনিকীকরণে শ্বেত বিপ্লবের ভূমিকা বিশ্লেষণ কর।
৭। আরব লীগের উদ্দেশ্য ও কার্যাবলি বিফলতা কী ছিল?
৮। ইরাক-ইরান যুদ্ধের কারণসমূহ আলোচনা কর ।
৯। সুয়েজ খাল খনন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা কর।
১০। প্যালেস্টাইন সমস্যার উদ্ভব ও বিস্তৃতি পর্যালোচনা কর ।
১১। ইরানে প্রথম রেজা শাহের সংস্কারসমূহের মূল্যায়ন কর।
১২। ইরাকের কুয়েত দখলের কারণ, ঘটনা এবং পরবর্তী ফলাফল না আলোচনা কর ।
১৩। আরব লীগের উদ্দেশ্য ও কার্যাবলি বর্ণনা কর। এর সফলতা ও বিফলতা কি ছিল
ক-বিভাগ
১।
'তানজিমাত' শব্দের অর্থ কী?
উত্তর : তানজিমাত শব্দের অর্থ হলো সংস্কার, পুনর্গঠন, নীতিমালা ।
২।
'ফার্ডিনান্ড ডি লেসেপস' কে ছিলেন?
উত্তর : ফার্ডিন্যান্ড ডি লেসেপস একজন বিখ্যাত ফরাসি প্রকৌশলী এবং তিনি সুয়েজ খাল খননের প্রকৌশলী ছিলেন।
৩। রুশ বিপ্লব সংঘটিত হয় কত সালে?
উত্তর : রুশ বিপ্লব সংঘটিত হয় ১৯১৭ সালে।
৪। ক্রিমিয়ার যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : ১৮৫৪ সালে।
৫। বার্লিন কংগ্রেসে কে সভাপতিত্ব করেন?
উত্তর : বার্লিন কংগ্রেসে বিসমার্ক সভাপতিত্ব করেন।
৬। দ্বিতীয় বলকান যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : ১৯১৩ সালে দ্বিতীয় বলকান যুদ্ধ সংঘটিত হয় ৷
৭। PLO এর পূর্ণরূপ কী?
উত্তর : PLO - পূর্ণরূপ এর হলো- : Palestine
Leberation Organization.
৮।কামালবাদের মূলনীতি কয়টি?
উত্তর : কামালবাদের মূলনীতি ছয়টি।
৯। সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : আব্দুল আজীজ ইবনে সউদ।
১০। মুহাম্মদ আলী পাশা কে?
উত্তর : মুহাম্মদ আলী পাশা আধুনিক মিশরের জনক ছিলেন।
১১।গ্রিক স্বাধীনতা যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : গ্রিক স্বাধীনতা যুদ্ধ ১৮২১ সালে সংঘটিত হয়।
১২।
‘তানজিমাত’ কী?
উত্তর : সুলতান প্রথম আব্দুল মজিদ তুরস্কে যে সংস্কার আন্দোলন ১৮৩৯ সালে প্রবর্তন করেন মূলত তাই
‘তানজিমাত'।
১৩।ক্রিমিয়ার যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর ক্রিমিয়ার যুদ্ধ ১৮৫৪ সালে সংঘটিত হয়।
১৪। বার্লিন শহরটি কোথায় অবস্থিত?
উত্তর : বার্লিন শহরটি জার্মানিতে অবস্থিত।
১৫। ব্রিটিশ কর্তৃক মিশর বিজয় কখন হয়?
উত্তর : ১৮৮২ সালের ২৩ সেপ্টেম্বর ব্রিটিশ কর্তৃক মিশর বিজয় হয়।
১৬। সংযুক্ত আরব প্রজাতন্ত্র কোন কোন দেশ নিয়ে গঠিত হয়?
উত্তর সিরিয়া ও মিশর নিয়ে গঠিত হয় United Arab Republic বা সংযুক্ত আরব প্রজাতন্ত্র ।
১৭।পিএলও -এর সদর দপ্তর কোথায়?
উত্তর : পিএলও এর সদর দপ্তর ফিলিস্তিনের রামাল্লায়।
১৮।আতাতুর্ক শব্দের অর্থ কি?
উত্তর : তুর্কি জাতির পিতা ।
১৯।ইরানে পাহলভী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : ইরানে পাহলভী বংশের প্রতিষ্ঠাতা প্রথম রেজা শাহ পাহলভী।
২০। মিশরের ওয়াদ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : জগলুল পাশা ।
২১।'শাত-ইল-আরব' কি?
উত্তর : ইরাক ও ইরানের মধ্যবর্তী একটি জলপথ।
২২। কোন সুলতান মোহাম্মদ আলীকে 'পাশা' হিসেবে স্বীকৃতি দেন?
উত্তর : তুর্কি সুলতান ।
২৩। রুশ বিপ্লব সংঘটিত হয় কত সালে?
উত্তর : ১৯১৭ সালে।
২৪। মুহাম্মদ আলী পাশা কে ছিলেন?
উত্তর : মুহাম্মদ আলী পাশা আধুনিক মিশরের জনক ছিলেন।
২৫। এথেল কোথায় অবস্থিত?
উত্তর : গ্রীসে।
২৬। ‘তানজিমাত' কী?
উত্তর : সুলতান প্রথম আব্দুল মজিদ ১৮৩৯ সালে তুরস্কে যে সংস্কার আন্দোলন প্রবর্তন করেন মূলত তাই
‘তানজিমাত'।
২৭। ক্রিমিয়ার যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : ১৮৫৪ সালে।
২৯। প্রথম বলকান যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : ১৯১২ সালে প্রথম বলকান যুদ্ধ সংঘটিত হয়।
৩০। ইস্তাম্বুল কোথায়?
উত্তর : তুরস্কে।
৩১। জামালউদ্দিন আফগানি কে ছিলেন?
উত্তর : ইরানে সাংবিধানিক আন্দোলনের পথিকৃত ও প্যান ইসলামিজম বা বিশ্ব ইসলামবাদের জনক ।
৩২।কার নেতৃত্বে U.A.R গঠিত হয়?
উত্তর : জামাল আব্দুল নাসেরের।
৩৩।পিএলও-এর সদর দপ্তর কোথায়?
উত্তর : পিএলও এর সদর দপ্তর ফিলিস্তিনের রামাল্লায়
৩৪। ব্রিটিশ কর্তৃক মিশর বিজয় কখন হয়?
উত্তর : ১৮৮২ সালের ২৩ সেপ্টেম্বর ব্রিটিশ কর্তৃক মিশর বিজয় হয়।
৩৫। কাকে আতাতুর্ক বলা হয়?
উত্তর : তুরস্কের জাতির পিতা মোস্তফা কামালকে।
৩৬। শাত-ইল আরব কি?
উত্তর : 'শাত-ইল-আরব' ইরাক ও ইরানের মধ্যবর্তী একটি জলপথ।
৩৭। মুহাম্মদ আলী পাশা কে ছিলেন?
উত্তর : মুহাম্মদ আলী পাশা আধুনিক মিশরের জনক ছিলেন।
৩৮। সুয়েজ খাল খনন প্রকল্পের ইঞ্জিনিয়ার কে ছিলেন?
উত্তর : ফার্ডিন্যান্ড ডি লেসেপস ।
৩৯। মিশরকে নীল নদের দান বলেছেন কে?
উত্তর : হেরোডটাস মিশরকে নীল নদের দান বলেছেন।
৪০। প্যান-ইসলামিজম এর জনক কে?
উত্তর : 'প্যান-ইসলামিজম' বা বিশ্ব ইসলামবাদ এর জনক সৈয়দ জামালউদ্দীন আফগানি ।
৪১।'হিটাইরিয়া ফিল্কী' কি?
উত্তর : একটি গুপ্ত সমিতি ।
৪২।দ্বিতীয় বলকান যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : ১৯১৩ সালে দ্বিতীয় বলকান যুদ্ধ সংঘটিত হয়।
৪৩। লুজেন সন্ধি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯২৩ সালের ২৪ জুলাই।
৪৪। ইরানের প্রাচীন নাম কি?
উত্তর : ইরানের পূর্ব নাম ছিল পারস্য।
৪৫।শাত-ইল-আরব কি?
উত্তর : ইরাক ও ইরানের মধ্যবর্তী একটি জলপথ ।
৪৬। ইরান-ইরাক যুদ্ধ কখন হয়?
উত্তর : ১৯৮০ সালের ৬ এপ্রিল ।
৪৭। PLO এর পূর্ণরূপ কি?
উত্তর :Palestine
Leberation Organization.
৪৮। জামালউদ্দিন আফগানি কে ছিলেন?
উত্তর : ইরানে সাংবিধানিক আন্দোলনের পথিকৃত ও প্যান ইসলামিজম বা বিশ্ব ইসলামবাদের জনক।
৪৯। সুয়েজ খাল কোথায়?
উত্তর। মিশরে।
৫০। কোন সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়?
উত্তর : প্যারিসের সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়।
৫১।
'সাধু দালাল' কাকে বলা হয়?
উত্তর : বিসমার্ককে 'Honest Broker' বলা হয়।
৫২।'মাগরিব' শব্দের অর্থ কী?
উত্তর : ‘মাগরিব' শব্দের অর্থ হলো-
পশ্চিম।
৫৩।
'তানজিমাত' শব্দের অর্থ কী?
উত্তর: তানজিমাত শব্দের অর্থ হলো সংস্কার, পুনর্গঠন নীতিমালা।
৫৪। প্রথম বিশ্বযুদ্ধের দুই বৃহৎ শক্তি কী নামে অভিহিত?
উত্তর : মিত্রশক্তি ও অক্ষশক্তি।
৫৬। উর্বর অর্ধচন্দ্র এলাকা কোনটি?
উত্তর : উর্বর অর্ধচন্দ্র।
৫৭। ইরাকে কুর্দী অঞ্চল কোনটি?
উত্তর : উত্তর ইরাক।
৫৮। সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : আব্দুল আজীজ ইবনে সউদ ।
৫৯। তালিবান অর্থ কী?
উত্তর : মাদ্রাসার ছাত্র।
৬০। মিশরকে নীল নদের দান বলেছেন কে?
উত্তর : হেরোডটাস মিশরকে নীল নদের দান বলেছেন।
৬১। কার নেতৃত্বে ULAR. গঠিত হয়?
উত্তর : জামাল আব্দুল নাসেরের।
৬২। ইরানের প্রাচীন নাম কী?
উত্তর : ইরানের প্রাচীন নাম পারস্য ।
৬৩। সুয়েজ খাল কোন কোন জলরাশিকে সংযুক্ত করেছে?
উত্তর : সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে।
৬৪।ক্রিমিয়া কোথায় অবস্থিত?
উত্তর : ক্রিমিয়া রাশিয়ার কৃষ্ণসাগরের উত্তর অংশে অবস্থিত একটি উপদ্বীপ ।
৬৫।প্যান-ইসলামিজম এর জনক কে?
উত্তর : 'প্যান-ইসলামিজম' বা বিশ্ব ইসলামবাদ এর জনক সৈয়দ জামালউদ্দীন আফগানি ।
৬৬। কার নেতৃত্বে বলকান লীগ গঠিত হয়?
উত্তর : গ্রিক প্রধানমন্ত্রীর নেতৃত্বে।
৬৭। কাকে Honest Broker বলা হয়?
উত্তর : বিসমার্ককে 'Honest Broker' বলা হয় ।
৬৮।আধুনিক সৌদী আরবের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর : আব্দুল আজিজ ইবনে সউদ।
৬৯। ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় কবে?
উত্তর : ১৯৪৮ সালে।
৭০। সুইজ কোড কী?
উত্তর : মোস্তাফা কামালের আইন ব্যবস্থা ।
৭১।
‘মাগরিব' শব্দের অর্থ কী?
উত্তর : ‘মাগরিব' শব্দের অর্থ হলো-
পশ্চিম ।
৭২।মিশরকে নীল নদের দান বলেছেন কে?
উত্তর : হেরোডটাস মিশরকে নীল নদের দান বলেছেন।
৭৩। ডুরাল্ড লাইন কী?
উত্তর : পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা ।
৭৪। মুজাহিদ বাহিনী কারা?
উত্তর।
'মুজাহিদ বাহিনী আফগানি গেরিলা সংগঠ
৭৫। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় ১৯১৪ সালের ২৮ জুলাই।
৭৬। প্যান-ইসলামিজম-এর জনক কে?
উত্তর : 'প্যান-ইসলামিজম' বা বিশ্ব ইসলামবাদের জনক সৈয়দ জামালউদ্দীন আফগানি ।
৭৭। কোন দ্বীপ নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে সংঘর্ষ হয়?
উত্তর : ক্রীট দ্বীপ।
৭৮। লুজেন সন্ধি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯২৩ সালের ২৪ জুলাই।
৭৯। সিরিয়া পূর্বে কার উপনিবেশ ছিল?
উত্তর : সিরিয়া পূর্বে ফ্রান্সের উপনিবেশ ছিল।
৮০।হিজবুল্লাহ গেরিলা কোন দেশের?
উত্তর : হিজবুল্লাহ গেরিলা লেবাননের।
৮১। পিএলও-এর সদর দপ্তর কোথায়?
উত্তর : পিএলও এর সদর দপ্তর ফিলিস্তিনের রামাল্লায়।
৮২। আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা হলেন মুহাম্মদ আলী পাশা।
৮৩।সুয়েজ খাল কোথায়?
উত্তর : সুয়েজ খাল মিশরে।
৮৪। গ্রিক স্বাধীনতা যুদ্ধ কখন সংঘটিত হয়।
উত্তর : ১৮২১ সালে।
৮৫। তুর্কি 'আতা' শব্দের অর্থ কি?
উত্তর : পিতা।
৮৬। উর্বর অর্ধচন্দ্র এলাকা কোনটি?
উত্তর : ভূ-মধ্য সাগরের পূর্ব তীরবর্তী বিস্তৃত এলাকা উর্বর অর্ধচন্দ্র বলে পরিচিত।
৮৭। আল ফাতাহ কি?
উত্তর : ‘আল ফাতাহ' ফিলিস্তিনের গেরিলা সংগঠন ৷
৮৮। সান সু কে ছিলেন?
উত্তর : মিশরের জাতীয়তাবাদী নেতা ও ওয়াফদ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন।
৮৯। ক্রিমিয়া কোথায় অবস্থিত?
উত্তর ক্রিমিয়া রাশিয়ার কৃষ্ণসাগরের উত্তর অংশে অবস্থিত একটি উপদ্বীপ।
৯০। কখন বলশেভিক বিপ্লব সংঘটিত হয়।
উত্তর : ১৯১৭ সালে।
৯১।বাচ্চা-ই-সাকা কে ছিলেন?
উত্তর । বাচ্চা-ই-সাকা একজন দুর্ধর্ষ ডাকাত নেতা ও আফগানিস্তানের ক্ষণস্থায়ী বাদশা ছিলেন।
৯২।সুইজ কোড কি?
উত্তর : মোস্তফা কামাল পাশার আইন ব্যবস্থা।
৯৩। কাকে Honest Broker বলা হয়?
উত্তর : বিসমার্ককে 'Honest Broker' বলা হয়।
৯৪। ডুরাল্ড লাইন কি?
উত্তর : পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।
৯৫। জর্ডানের রাজধানীর নাম কি?
উত্তর : আম্মান।
৯৬। প্রথম বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল নির্দেশ কর।
উত্তর : প্রথম বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল (১৯১৪-১৯১৮) সাল পর্যন্ত।