Introduction of Political Theory , বিষয় কোডঃ ২১১৯০৯

Introduction of Political Theory , বিষয় কোডঃ ২১১৯০৯

Introduction of Political Theory , বিষয় কোডঃ ২১১৯০৯ 


খ বিভাগ

 

১।  রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে যুক্তি দেখাও।

২।  জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য কী?

৩।  আইনের সংজ্ঞা দাও ।

৪।  প্লেটোর ন্যায়তত্ত্ব কী?

৫।  মধ্যযুগের রাষ্ট্রচিন্তার তিনটি বৈশিষ্ট্য আলোচনা কর।

৬।  ম্যাকিয়াভেলিবাদ কী?

৭।  জন লকের ব্যক্তিগত সম্পত্তি তত্ত্বটি আলোচনা কর।

৮।  রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি কী?

৯।  উত্তম সংবিধান বলতে কি বুঝ ?

১০। রাজনৈতিক সংস্কৃতি কি?

১১। ম্যাকিয়াভেলী বর্ণিত ‘নৈতিকতার দ্বৈত মানদণ্ড' কি?

১২। রুশোর সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার পার্থক্য কি?

১৩।  সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।

১৪। আমলাতন্ত্রের ত্রুটিগুলো কি কি?

১৫। একুইনাসের মতে, ‘শাশ্বত আইন’ কি?

১৬। ম্যাকিয়াভেলীর মতে শাসকের কি কি গুণাবলি অবশ্যই থাকা দরকার?

১৭। প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা কর।

  

গ বিভাগ

 

১। রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর ।

২। আইন কী? আইনের উৎসসমূহ আলোচনা কর ।

৩। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর।

৪। স্বাধীনতার রক্ষাকবচসমূহ আলোচনা কর।

৫।  রিপাবলিকে বর্ণিত প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৬। রাষ্ট্রচিন্তায় এরিস্টটলের অবদানসমূহ আলোচনা কর।

৭। সেন্ট টমাস একুইনাসের আইন তত্ত্বটি আলোচনা কর।

৮। মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা কর।

৯। আধুনিক রাষ্ট্রের কার্যাবলি আলোচনা কর ।

১০। সাম্প্রতিককালে আইনসভার ক্ষমতা হ্রাসের কারণসমূহ বিশ্লেষণ।

১১। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা।

১২। ইউরোপের মধ্যযুগ ছিল মূলত অরাজনৈতিক'—উক্তিটি পরীক্ষা কর।

১৩। জন লকের সম্পত্তি তত্ত্ব সম্পর্কে আলোচনা কর।


ক বিভাগের প্রশ্ন এই লিংকে ক্লিক করে পড়ুন  



মুসলমানদের ইতিহাস (৫৭০-৭৫০)বিষয় কোডঃ ২১১৬০১

মুসলমানদের ইতিহাস (৭৫০-১২৫৮), বিষয় কোডঃ ২১১৬০৩ 

স্পেনে মুসলমানদের ইতিহাস(৭৫০-১২৫৮ খ্রি.),বিষয় কোডঃ ২১১৬০৫

সিরিয়া,মিশর ও উত্তর আফ্রিকার মুসলিম শাসনের ইতিহাস, বিষয় কোডঃ ২১১৬০৭

স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস, বিষয় কোডঃ ২১১৫০১



Post a Comment

Previous Post Next Post