সমাজবিজ্ঞান পরিচিতি , বিষয় কোডঃ ২১২০০৯ ,অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩, অনুষ্ঠিতব্য ২০২৪

সমাজবিজ্ঞান পরিচিতি  , বিষয় কোডঃ ২১২০০৯

অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩

অনুষ্ঠিতব্য ২০২৪
সমাজবিজ্ঞান পরিচিতি, বিষয় কোডঃ ২১২০০৯

খ বিভাগ

 

১।  সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও।

২।  দৃষ্টবাদ কী?

৩।  মূল্যবোধ বলতে কী বুঝ?

৪।  অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লিখ।

৫।  জেন্ডার কী?

৬।  পুঁজিবাদের পাঁচটি বৈশিষ্ট্য লিখ।

৭।  সামাজিক সমস্যা বলতে কী বুঝ?

৮। শাস্তি কী?

৯।  সংক্ষেপে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য লেখ।

১০।  নগরায়ন কাকে বলে?

১১।  জলবায়ু পরিবর্তন কী?

১২।  নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায়?

১৩।  AIDS রোগের লক্ষণগুলো কী কী?

১৪।  সাংস্কৃতিক আধিপত্যবাদ কাকে বলে?

১৫।  লিঙ্গের ভিত্তিতে সামাজিক অসমতা ব্যাখ্যা কর ।

১৬।  যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতির পার্থক্য কর।

১৭।  সংস্কৃতির সংজ্ঞা দাও।

 

গ বিভাগ

 

১।  সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা কর।. 

২।  অগবার্ন প্রদত্ত সংস্কৃতির অসম অগ্রগতি  তত্ত্বটি পর্যালোচনা কর ।

৩।  বাংলাদেশের নগরায়ন প্রক্রিয়া ব্যাখ্যা কর ।

৪।  বাংলাদেশের লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রসমূহ আলোচনা কর ।

৫।  সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধির কারণসমূহ বিশ্লেষণ কর ।

৬।  সামাজিক অসমতার উপাদানসমূহ আলোচনা কর ।

৭।  অপরাধ সম্পর্কিত সাদারলান্ডের তত্ত্বটি মূল্যায়ন কর।

৮।  স্বাস্থ্যের উপর পরিবেশ ও আচরণের বিরূপ প্রভাব আলোচনা

৯। উন্নয়নশীল সমাজে অতি নগরায়নের প্রভাব আলোচনা কর।

১০।  শিল্পায়ন ও নগরায়ণের ফলে সৃষ্ট সামাজিক সমস্যাবলি আলোচনা কর।

১১।  একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।

১২।  নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধক্তাসমুহ আলোচনা কর।

১৩।  অপরাধ সম্পর্কিত লেবেলিং তত্ত্বটি ব্যাখ্যা কর।  


ক বিভাগের প্রশ্ন এই লিংকে ক্লিক করে পড়ুন  



মুসলমানদের ইতিহাস (৫৭০-৭৫০)বিষয় কোডঃ ২১১৬০১

মুসলমানদের ইতিহাস (৭৫০-১২৫৮), বিষয় কোডঃ ২১১৬০৩ 

স্পেনে মুসলমানদের ইতিহাস(৭৫০-১২৫৮ খ্রি.),বিষয় কোডঃ ২১১৬০৫

সিরিয়া,মিশর ও উত্তর আফ্রিকার মুসলিম শাসনের ইতিহাস, বিষয় কোডঃ ২১১৬০৭

স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস, বিষয় কোডঃ ২১১৫০১


Post a Comment

Previous Post Next Post