অনার্স
প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩
অনুষ্ঠিতব্য
২০২৪
সমাজকর্ম পরিচিত,
বিষয় কোডঃ ২১২১১১
খ-বিভাগ
১। সমাজকর্ম ও সমাজকল্যাণের মধ্যে পার্থক্য লিখ।
২। সমাজকর্ম বলতে কী বোঝায়?
৩। সামাজিক আন্দোলন কাকে বলে?
৪। সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
৫। সামাজিক আইনের উদ্দেশ্য লিখ।
৬। বৃত্তি ও পেশার পার্থক্য লেখ।
৭। সামাজিক নিরাপত্তা বলতে কী বুঝ?
৮। আলীগড় আন্দোলনের উদ্দেশ্যসমূহ লেখ।
৯। শিল্পায়ন ও শহরায়নের পার্থক্য লেখ।
১০। ১৮৩৪ সালের দরিদ্র আইন সংস্কারের বৈশিষ্ট্যসমূহ লিখ।
১১। সমাজকর্ম গবেষণার সংজ্ঞা দাও ।
১২। বিভারিজ রিপোর্টের সুপারিশগুলো লিখ ।
১৩। সমাজ সংস্কারে হাজী শরীয়তুল্লাহর অবদান লিখ ।
১৪। সামাজিক মূল্যবোধ বলতে কি বুঝ?
১৫। সমাজকর্মের উদ্দেশ্যসমূহ লিখ।
১৬। শিল্পায়ন ও শহরায়নের ফলে সৃষ্ট সমস্যাসমূহ উল্লেখ কর।
গ-বিভাগ
১। বাংলাদেশে সমাজকর্মের পরিধি আলোচনা কর।.
২। সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের
সম্পর্ক লিখ। ।
৩। সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বর্ণনা কর।. এইপ্রশ্নের উত্তর
৪। বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজকর্ম পাঠের গুরুত্ব আলোচনা কর।
৫। বাংলাদেশে সমাজকর্মের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
৬। এ. কে. ফজলুল হক কে ছিলেন? সমাজকল্যাণে তাঁর অবদান বর্ণনা কর। এইপ্রশ্নের উত্তর
৭। বেকারত্ব কী? বাংলাদেশে বেকারত্ব দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর।প্রশ্নের উত্তর
৮। বাংলাদেশ সরকারের শিশুকল্যাণ কার্যক্রম আলোচনা কর।
৯। সমাজকর্মের সাধারণ মূল্যবোধসমূহ লেখ।
১০। কল্যাণ রাষ্ট্র কী? কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১১। পেশা কী? পেশার বৈশিষ্ট্যসমূহ
বর্ণনা কর ।
১২। সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা কর এইপ্রশ্নের উত্তর
১৩। ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের গুরুত্ব ও সীমাবদ্ধতা বর্ণনা কর।
১৪। সমালোচনাসহ মুসলিম পারিবারিক অধ্যাদেশ, ১৯৬১ এর ধারাসমূহ বর্ণনা কর। এইপ্রশ্নের উত্তর
মুসলমানদের ইতিহাস (৫৭০-৭৫০), বিষয় কোডঃ ২১১৬০১
মুসলমানদের ইতিহাস (৭৫০-১২৫৮), বিষয় কোডঃ ২১১৬০৩
স্পেনে মুসলমানদের ইতিহাস(৭৫০-১২৫৮ খ্রি.),বিষয় কোডঃ ২১১৬০৫
সিরিয়া,মিশর ও উত্তর আফ্রিকার মুসলিম শাসনের ইতিহাস, বিষয় কোডঃ ২১১৬০৭