মুসলমানদের ইতিহাস (৫৭০-৭৫০)
বিষয় কোডঃ ২১১৬০১,
অনার্স প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা ২০২৩, অনুষ্ঠিতব্য ২০২৪
গ বিভাগ
১. মদিনা সনদের প্রধান প্রধান ধারাগুলো উল্লেখ কর। ইসলামী রাষ্ট্র গঠনে এর গুরুত্ব নিরূপণ করো।এই প্রশ্নের উত্তর
২.হুদায়বিয়ার
সন্ধির শর্তাবলি আলোচনা
কর। এটা কি মক্কা বিজয়ের পথ সুগম করেছিল?
৩.
হযরত আবু বক্কর (রা.) কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?
৪.
হযরত ওসমান (রা.) হত্যার কারণ ও ফলাফল আলোচনা কর।
৫.
উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে মুয়াবিয়ার (রা.) কৃতিত্ব আলোচনা কর।
৬.
উমাইয়া শাসন সূদৃঢ়করনে আব্দুল মালিকের অবদান মূল্যায়ন কর।
৭.
খলিফা হিসামের চরিত্র ও কৃতিত্ব আলোচনা কর।
৮. মাওয়ালি
কারা? উমাইয়াদের মাওয়ালী নীতি
পর্যালোচনা কর।
খ বিভাগ
১. উকাজ মেলা সম্পর্কে আলোচনা কর। এই প্রশ্নের উত্তর
২. হিজরতের চারটি কারণ লিখ।
৩. হিযরতের তাৎপর্য লিখ।
৪. বদর যুদ্ধের ফলাফল লিখ।
৫. মজলিশ-উস-শুরা কি?
৬. ভন্ড নবীদের পরিচয় দাও।
৭. খালিদ বিন ওয়ালিদ এর পরিচয় দাও।এই প্রশ্নের উত্তর
৮. কারবালার মর্মান্তিক ঘটনা ব্যাখ্যা কর।
৯. হাজ্জাজ-বিন-ইউসুফ কে ছিলেন?
১০.কুব্বাতুস সাখরা' কি?
১১। উটকে ‘মরুভুমির
জাহাজ’ বলা হয় কেন?
১২। খন্দকের
যুদ্ধ সম্পর্কে টীকা লেখ।
১৩। খিলাফত
বলতে কী বুঝায়?
১৪। বাইতুল মাল কী?