ডিগ্রি (প্রাইভেট) কোর্সের সার্কুলার প্রকাশ
২০২৩
ডিগ্রি (প্রাইভেট) কোর্সের সার্কুলার প্রকাশ
২০২৩:
২০২৩ সালের ডিগ্রি(পাস) প্রাইভেট/সার্টিফিকেট
কোর্সে ভর্তির অনলাইনে রেজিষ্ট্রেশন শুরু হবে আজ ২০/১২/২০২৩ইং তারিখ বিকাল ৪টা থেকে।
চলবে ০৯/০১/২০২৪ইং তারিখ রাত ১২টা পর্যন্ত।
◾ আবেদন যোগ্যতাঃ
যেকোনো শিক্ষাবোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে ২০২১ সাল বা তার পূর্বে যেকোনো সালে
HSC ও SSC পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.০ প্রাপ্ত
সকল শিক্ষার্থী ডিগ্রি প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারবে।
◾ অনলাইনে আবেদন
করে কলেজে ফিসহ কাগজপত্র জমা দিলে ভর্তি সম্পন্ন হবে!
Tags
Admission