ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস (সুলতানি ও মুঘল আমল)_২৪১৬০৯_ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ_জাতীয় বিশ্ববিদ্যালয় বিএ অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২৪


 

জাতীয় বিশ্ববিদ্যালয় বিএ অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২২

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

বিষয়: ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস (সুলতানি ও মুঘল আমল)

বিষয় কোড: ২৪১৬০৯, অনুষ্ঠিত- ০২/০৬/২০২৪


গ-বিভাগ

১। সুলতানের ক্ষমতা ও কার্যাবলির বিশেষ উল্লেখপূর্বক দিল্লির সুলতানি আমলের কেন্দ্রীয় সরকার কাঠামো পর্যালোচনা কর।

২ দিল্লি সালতানাতের রাষ্ট্রীয় আয়ের উৎসসমূহ উল্লেখ কর।

৩। সুলতান ফিরোজ শাহ তুঘলকের প্রশাসনিক সংস্কারসমূহ মূল্যায়ন কর।

৪। সুলতান শেরশাহের রাজস্ব ব্যবস্থা আলোচনা কর। এটি মুঘল রাজস্ব ব্যবস্থাকে কতটুকু প্রভাবিত করেছিল?

৫ সম্রাট আকবরের ভূমি সংস্কার বর্ণনা কর।

৬। মুঘল প্রশাসন ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর । মুঘল সম্রাটগণ কি সার্বভৌম ছিলেন?

৭। মুঘল আমলের বিচার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।সম্রাট কি আইনের ঊর্ধ্বে ছিলেন?

৮। মুহতাসিবের ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা কর ।

৯। শেরশাহের শাসন সংস্কার বিশ্লেষন কর ।

১০। মুঘলদের কেন্দ্রীয় শাসনব্যবস্থা আলোচনা কর ।


খ-বিভাগ


১।সালতানাত কী?

২। দিল্লির সুলতানদের সাথে আব্বাসীয় খলিফাদের সম্পর্ক মূল্যায়ন কর।

৩। জায়গীর প্রথা কী?

৪। ‘দিওয়ান-ই-ইনশা’ এর পরিচয় দাও।

৫।‘পরগণা’ ও ‘সরকার' এর পরিচয় দাও।

৬। ‘দিওয়ান-উল-বারিদ' বলতে কী বুঝায়?

৭। তারিখ-ই-ফিরোজশাহী সম্পর্কে লিখ।

৮।টোডরমল সম্বন্ধে টীকা লিখ ।

৯। নায়েব আল-মূলকের কার্যবলি আলোচনা কর ।

১০।ইবনে বতুতার পরিচয় দাও।

১১।ঝরোকা দর্শন সম্বন্ধে  সংক্ষেপে আলোচনা কর ।

১২। দাগ ও হুলিয়া বলতে কী বুঝায়?

১৩।আইন-ই-আকবরী সম্বন্ধে টীকা লিখ ।

১৪। সুলতানী আমলের দিওয়ান-ই-ওয়াজিরাত সম্পর্কে ধারণা দাও ।

১৫।শেরশাহের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে ধারণা দাও।


ক বিভাগ

১। 'চাচনামা' গ্রন্থের লেখক কে?

উত্তর : আলী বিন হামিদ ।

২। প্রশাসন কী?

উত্তর : প্রাতিষ্ঠানিক সমস্যাবলি নিয়ন্ত্রণই হলো প্রশাসন।

৩।দিওয়ান অর্থ কী?

উত্তর : দিওয়ান অর্থ হলো দপ্তর।

৪। ‘ওয়াকিল-ই-দার' কাকে বলা হতো?

উত্তর : সুলতানী আমলে রাজকীয় পারিবারিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন ওয়াকিল-ই-দার।

৫। আরবি শব্দ ওশরের অর্থ কী?

উত্তর : এক দশমাংশ ।

৬। ইবনে বতুতা কে ছিলেন?

উত্তর : ইবনে বতুতা একজন বিখ্যাত পর্যটক ছিলেন।

৭। 'বখশি' অর্থ কী?

উত্তর : বকসি অর্থ হলো বেতন দাতা ।

৮। মুঘল আমলে গ্রাম্য পরিষদকে কী বলা হতো?

উত্তর : গ্রাম্য পঞ্চায়েত বলা হতো ।

৯। ‘কাজী-উল-কুজ্জাত' কী?

উত্তর : কাজী উল কুজ্জাত হলো মুঘল আমলের প্রধান বিচারপতি।

১০। ‘সুবা' অর্থ কী?

উত্তর : সুবা অর্থ হলো প্রদেশ ।

১১। 'আমীল' কে ছিলেন?

উত্তর : আমীল দিওয়ানের প্রধান সাহায্যকারী।

১২।গাণীমাত কী?

উত্তর : সুলতানি আমলে যুদ্ধলব্ধ বা যুদ্ধ লুণ্ঠিত দ্রব্যকে গানীমাত বলা হতো।

১৩। 'কিতাবুল হিন্দ' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : আল বিরুনী।

১৪। ‘তাকাতে নাসেরী’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : মিনহাজ উস সিরাজ ।

১৫।মনসব শব্দের অর্থ কী?

উত্তর : মনসব শব্দের অর্থ পদ মর্যাদা বা সম্মান।

১৬।‘জিন্দাপীর' কার উপাধী ছিল?

উত্তর : সম্রাট আওরঙ্গজেবের।

১৭। গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন ?

উত্তর : শেরশাহ।

১৮। দিল্লীর সালতানাতের সুবার প্রধানকে কী বলা হত?

উত্তর : দিল্লীর সালতানাতের সুবার প্রধানকে সুবেদার বলা হতো ।

১৯। 'খালসা' শব্দের অর্থ কী?

উত্তর : 'খালসা' শব্দের অর্থ হলো- সরকারি ভূ-সম্পত্তি।

২০। প্রশাসনের উপর লিখিত ‘তাজ-উল- মা ‘আছির' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : হাসান নিজামি ।

২১। দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আব্বাসীয় খলিফার স্বীকৃতি লাভ করেন?

উত্তর : দিল্লির সুলতানদের মধ্যে শামসুদ্দিন ইলতুৎমিশ সর্বপ্রথম খলিফার স্বীকৃত লাভ করেন।

২২। জিজিয়া কি?

উত্তর : জিজিয়া অমুসলমানদের উপর ধার্যকৃত নিরাপত্তামূলক সামরিক কর ।

২৩।ওয়াকিল-ই-দার কাকে বলা হতো?

উত্তর : ‘আমীর হাজিবের' সম পর্যায়ের পদকে ওয়াকিল-ই-দার বলা হতো।

২৪। দিল্লি সালতানাতের শাসনামলে পুলিশ প্রধানকে কী বলা হতো?

উত্তর : পুলিশ বাহিনীর প্রধানকে কোতোয়াল বলা হতো ।

২৫। আরবি শব্দ ‘ওশরের' অর্থ কি?

উত্তর : উশর শব্দের অর্থ এক দশমাংশ।

২৬। ইকলিম কাকে বলা হতো?

উত্তর : সুলতানি আমলে প্রদেশকে ইকলিম বলা হতো ৷

২৭। সম্রাট আকবরের সময় প্রদেশের সংখ্যা ছিল কয়টি?

উত্তর : আকবরের সময়কালে প্রদেশের সংখ্যা ১৫টি ছিল।

২৮। আহাদী বাহিনী কার অধীনে ছিল?

উত্তর : স্বয়ং সম্রাটের অধীনে।

২৯। মুঘল আমলে প্রাদেশিক শাসকগণকে কী বলা হতো?

উত্তর : সুবাদার।

৩০। 'জাহান কুশা'র শাব্দিক অর্থ কি?

উত্তর : জাহান কুশা অর্থ হলো- বিশ্ববিজয়ী।

৩১। ইকলিম কাকে বলা হতো?

উত্তর : সুলতানি আমলে প্রদেশকে ইকলিম বলা হতো।

৩২। 'তবকাত-ই-নাসিরী' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : মিনহাজ উস সিরাজ।

৩৩। জিজিয়া কী?

উত্তর : জিজিয়া অমুসলমানদের উপর ধার্যকৃত নিরাপত্তামূলক সামরিক কর ।

৩৪। দিল্লি সালতানাতের সুবার প্রধানকে কী বলা হতো?

উত্তর : গভর্নর ।

৩৫। ‘মনসব’ শব্দের অর্থ কী?

উত্তর : মনসব শব্দের অর্থ পদ মর্যাদা বা সম্মান ।

৩৬। ‘কুবুলিয়ত’ ও ‘পাট্টা’ কে প্রবর্তন করেন?

উত্তর : ‘কুবুলিয়ত’ ও ‘পাট্টা' শেরশাহ প্রবর্তন করেন ৷

৩৭।‘জাত’ কী?

উত্তর : মনসবদারদের ব্যক্তিগত সৈন্য বাহিনীকে 'জাত' বলা হতো।

৩৯। 'খালসা' শব্দের অর্থ কী?

উত্তর : ‘খালসা' শব্দের অর্থ হলো- সরকারি ভূ-সম্পত্তি।

৪০। “জিন্দাপীর' কার উপাধী ছিল?

উত্তর : সম্রাট আওরঙ্গজেবের।

৪১। ‘আরজ-ই-মামালিক' কার উপাধী?

উত্তর : আরজ-ই-মামালিক সামরিক বাহিনীর প্রধানের উপাধি ।

৪২।ইকতা' শব্দের অর্থ কী?

উত্তর : ইকতা শব্দের অর্থ প্রদেশ।

৪৩।“কিতাবুল হিন্দ” গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : আল বিরুনী

৪৪। ‘ওয়াকিল-ই-দার' কাকে বলা হতো ?

উত্তর : সুলতানী আমলে রাজকীয় পারিবারিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন ওয়াকিল-ই-দার।

৪৫।দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আব্বাসীয় খলিফার স্বীকৃতি লাভ করেছিলেন?

উত্তর : দিল্লির সুলতানদের মধ্যে শামসুদ্দিন ইলতুৎমিশ সর্বপ্রথম খলিফার স্বীকৃত লাভ করেন।

৪৬। ‘মীর সামান' কাকে বলা হতো?

উত্তর : মীর সামান মুঘল প্রশাসন ব্যবস্থার সরবরাহ মন্ত্রনালয়ের প্রধান কর্মকর্তা ছিলেন।

৪৭। 'জিম্মিদের' প্রদেয় করের নাম কী?

উত্তর : জিজিয়া কর ।

৪৮। 'আমীল' কে ছিলেন?

উত্তর : আমীল দিওয়ানের প্রধান সাহায্যকারী।

৪৯। ‘তারিখ-ই-মুবারক শাহী' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : ইয়াহিয়া ইবনে আহমদ আস-সরহিন্দ

৫০। রাওয়াদ অর্থ কি?

উত্তর : হিন্দু অশ্বারোহী বাহিনী

৫১। ‘কবুলিয়ত ও পাট্টা' কে প্রবর্তন করেন?

উত্তর : শেরশাহ প্রবর্তন করেন।

৫২। মুঘল আমলে প্রধান কোষাধ্যক্ষের উপাধি কি ছিল ?

উত্তর : দিওয়ান-ই আলা ।

৫৩। ‘দাগ ও হুলিয়া' প্রথা চালু করেন কে?

উত্তর : সুলতান আলাউদ্দিন খলজী ।

৫৪। কোন সম্রাট সর্বপ্রথম যুদ্ধে কামান ব্যবহার করেন?

উত্তর : সম্রাট বাবর।

৫৬। 'জাহান কুশা' অর্থ কি?

উত্তর : জাহান কুশা অর্থ হলো- বিশ্ববিজয়ী।

৫৭। মুঘল আমলে বিচার বিভাগের প্রধানকে কি বলা হতো?

উত্তর : কাজী উল কুজ্জাত বলা হতো।

৫৮। 'যাত' কি?

উত্তর : মনসবদারদের ব্যক্তিগত সৈন্য বাহিনীকে যাত বলা হতো।

৫৯। দিওয়ান-ই-আমির কোহি কি?

উত্তর : কৃষি বিভাগ।

৬০। মনসব শব্দের অর্থ কি?

উত্তর: মনসব শব্দের অর্থ পদ মর্যাদা বা সान।

৬১। খালসা শব্দের অর্থ কি?

উত্তর: 'খালসা' শব্দের অর্থ হলো- সরকারি ভূ-সম্পত্তি।

৬২।এ্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?

উত্তর: শেরশাহ।

৬৩। বাবরের উজিরের নাম কি ছিল?

উত্তর: বাবরের উজিরের নাম ছিল নিজামউদ্দিন খলিফা।

৬৪।আহাদী বাহিনী কার অধীনে ছিল?

উত্তর: স্বয়ং সম্রাটের অধীনে।

৬৫। মীর সামান কে?

উত্তর : মীর সামান মুঘল প্রশাসন ব্যবস্থার সরবরাহ মন্ত্র প্রধান কর্মকর্তা ছিলেন।

৬৬।মুঘল আমলে প্রাদেশিক শাসকগণকে কি বলা হতো?

 উত্তর : মুঘল শাসনামলে প্রাদেশিক শাসনকর্তার নাম ছিল সুবাদার।

৬৭।ইকতা শব্দের অর্থ কি?

উত্তর : প্রদেশ।

৬৮।ডিজিও এবং ডিফেক্টো এর মধ্যে পার্থক্য কি?

উত্তর : শাসক নিজে শাসন করলে তাকে ডিজিও বলে এবং প্রকৃত শাসকের কার্যাবলি অন্য কেহ করলে তাকে ডিফেক্টো বলে।

৬৯।উজির শব্দের অর্থ কি?

উত্তর : প্রধানমন্ত্রী ।

৭০।আরিজ-ই-মামালিক কার উপাধি?

উত্তর : আরিজ-ই-মামালিক সামরিক বাহিনীর প্রধানের উপাধি।

৭১। মুহতাসিব শব্দের অর্থ কি?

উত্তর : মুহতাসিব শব্দের অর্থ হলো- তত্ত্বাবধায়ক ।

৭২।বাবুরের উজিরের নাম কি ছিল ?

উত্তর : বাবরের উষিরের নাম ছিল নিযাম উদ্দিন খলিফা ।

৭৩। 'খালসা' শব্দের অর্থ কি?

উত্তর : ‘খালসা' শব্দের অর্থ হলো- সরকারি ভূ-সম্পত্তি।

৭৪। মনসব শব্দের অর্থ কি?

উত্তর : মনসব শব্দের অর্থ পদ মর্যাদা বা সম্মান ৷

Post a Comment

Previous Post Next Post