জাতীয় বিশ্ববিদ্যালয় বিএ অনার্স ৪র্থ
বর্ষ পরীক্ষা-২০২২
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
বিষয় : মুসলিম শিল্প ও চিত্রকলার ক্রমোন্নতি
বিষয় কোড : ২৪১৬০৫
অনুষ্ঠিত- ২৬/০৫/২০২৪
গ-বিভাগ
১। মুসলিম চিত্রকলার উৎসসমূহ আলোচনা কর ।
২। সাফাভী চিত্রকলার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর ।
৩। চিত্র শিল্পী হিসেবে রেজা-ই-আব্বাসীর কৃতিত্ব মূল্যায়ন কর
।
৪। মোঙ্গলীয় চিত্রকলার বর্ণনা দাও।
৫। মুঘল চিত্রকলার উন্নয়নে সম্রাট জাহাঙ্গীরের অবদান পর্যালোচনা
কর ।
৬। তৈমুরীয় চিত্রকলার হিরাত ও সিরাজ স্কুলের পার্থক্য বর্ণনা
কর ।
৭। লিপিকলায় ইবনে মাকলা এর অবদান মূল্যায়ন কর।
৮। আরবি লিপিকলার উপর একটি নিবন্ধ লিখ ৷
৯। ফ্রেসকো কী? 'কুসায়ের আমরা'র ফ্রেসকো চিত্রাবলির
বিবরণ দাও ।
১০। চিত্রায়িত পাণ্ডুলিপির উল্লেখপূর্বক ইলখানি চিত্রকলার বৈশিষ্ট্যসমূহ
আলোচনা কর।
১১। ইসলামি লিপিকলার বিভিন্ন রীতি সংক্ষেপে বর্ণনা কর ।
খ-বিভাগ
১।মুসলিম চিত্রকলার বিষয়বস্তু সংক্ষেপে লিখ ।
২।ইলখানি চিত্রকলার পরিচয় দাও ।
৩।ডায়াস্করাইডসের মেটারিয়া মেডিকার উপর টীকা লিখ।
৪। মুসলিম চিত্রকলায় বাইজান্টাইন প্রভাব ব্যাখ্যা কর ।
৫।গুজরাট চিত্রকলা সম্পর্কে ধারণা দাও ।
৬।মুঘল চিত্রকলার উৎসসমূহ লিখ ।
৭। লিপিকলা বলতে কি বুঝ?
৮।নাসখ লিখন পদ্ধতির পরিচয় দাও ।
৯।কুফিক লিখন পদ্ধতির পরিচয় দাও।
১০।মাহমুদ আল ওয়াসিতির ‘মাকামাতে’র বৈশিষ্ট্য উল্লেখ কর ।
১১।খাজা আবদুস সামাদ কে ছিলেন?
১২। কালিলা ওয়া দিমনা'র উপর টীকা লিখ ।
১৩।জালায়েরী চিত্রকর্মের বৈশিষ্ট্যসমূহ লিখ ।
১৪।চিত্রকর হিসেবে সুলতান মুহাম্মদের কৃতিত্ব লিখ ।
ক-বিভাগ
১। মুসলিম চিত্রকলার উৎস কয়টি?
উত্তর : মুসলিম চিত্রকলার মূল উৎস ছয়টি। যথা-
(ক) বাইজ্যান্টাইন(খ) ম্যানিকিয়ান(গ) সামানীয়(ঘ) চীন(ঙ) কপটিক
ও(চ) রাজপুত।
২।‘কাপিলা-ওয়া-দিমনা' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: 'কালিলা-ওয়া-পিমনা' পাণ্ডুলিপিটি লিখেছেন ভারতের কবি বিদপাই ।
৩। কোন মুসলিম চিত্রকরকে 'প্রাচ্যের র্যাফেল' বলা হয়?
উত্তর : কামাল উদ্দীন বিহানকে।
৪। মুঘল চিত্রকলার একজন বিখ্যাত চিত্রকরের নাম লিখ।
উত্তর : খাজা আব্দুস সামাদ।
৫। 'দাস্তানে আমীর হামজা' কোন ধরনের পাণ্ডুলিপি?
উত্তর : বীরত্বমূলক পাণ্ডুলিপি ।
৬। 'বুস্তা' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর । বুস্তা কাব্য গ্রন্থটির রচয়িতা হলেন শেখ সাদী।
৭। কোন চিত্রশালার জন্য মীর সৈয়দ আলী একজন বিখ্যাত চিত্রকর
ছিলেন?
উত্তর : মীর সৈয়দ আলী সাফাভী চিত্রশালার একজনে বিখ্যাত চিত্র
কর ছিলেন।
৮। মাকামাত-ই-হারিরির চিত্রকরের নাম লিখ।
উত্তর : ইয়াহিয়া বিন মাহমুদ আল ওয়াসিত।
৯। রশীদ উদ্দিন কে ছিলেন?
উত্তর : ইলখানী সুলতান
গাজান খান মাহামুদের প্রধানমন্ত্রী ছিলেন।
১০। খাজা আব্দুস সামাদ কে ছিলেন?
উত্তর : খাজা আব্দুস সামাদ পারস্য চিত্রকলার একজন শ্রেষ্ঠ চিত্রকর
ছিলেন ।
১১। ‘মুসাব্বির' অর্থ কি?
উত্তর : মুসাব্বির শব্দের অর্থ গঠনকারী, রূপদাতা, আকার চিত্রকর প্রভৃতি।
১২। টেমপেরা কি?
উত্তর : দেওয়াল শুকানো অবস্থায় তার উপর ছবি আঁকলে রং করলে
তাকে টেমপেরা বলে।
১৩। কুসাইর আমরা কোথায় অবস্থিত?
উত্তর : জর্ডানের রাজধানী আম্মানের ৫০ মাইল পূর্বে জর্ডান মরুভূমিতে
ওয়াদি বাতুম নামক স্থানে অবস্থিত।
১৪। ত্রি-মাত্রিক পদ্ধতি কি?
উত্তর। তিন কোণাকৃতির অঙ্কিত চিত্র।
১৫। মিনিয়েচার কি?
উত্তর : মিনিয়েচার হলো চিত্রলিপিভিত্তিক ছোট পাণ্ডুলিপি।
১৬। ‘কাসাসুল আম্বিয়া' কোন ধরনের পাণ্ডুলিপি ?
উত্তর : কাসাসুল আম্বিয়া কুরআন ও হাদীসের আলোকে হযরত মুহাম্মদ
(সা.) -এর জীবন চরিত্র গল্পগ্রন্থ।
১৭। 'শাহনামা'-র রচয়িতা কে?
উত্তর : ‘শাহানামার’ রচয়িতা ফেরদৌসী
১৮। রেজা-ই-আব্বাসী কে ছিলেন?
উত্তর : পারস্যে সাফাভী আমলের একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন
রিজা-ই-আব্বাসী।
১৯।ইলখানি চিত্রকলার প্রধান কেন্দ্র কোথায় ছিল?
উত্তর : ইলখানী চিত্রকলার প্রধান কেন্দ্র তাব্রিজে অবস্থিত ছিল।
২০। মুঘল চিত্রকলার ইতিহাসে কার যুগকে স্বর্ণযুগ বলা হয়?
উত্তর : সম্রাট জাহাঙ্গীরের।
২১। নাসতালিক লিখন পদ্ধতির আবিষ্কারক কে?
উত্তর : নাস্তালিক রীতির উদ্ভাবক ছিলেন মীর আলী সুলতান
২২। কুফি রীতি কি?
উত্তর : হরফের প্রসিদ্ধ নগরী কুফা থেকে যে রীতির আবিষ্কার হয়
তাই কুফি রীতি।
২৩।মেসোপটেমীয় চিত্রকলা কি?
উত্তর : ত্রয়োদশ শতাব্দীতে আব্বাসীয় খলিফাদের সমা বাগদাদকে
কেন্দ্র করে যে চিত্রকলা বিকাশ লাভ করে তাদে মেসোপটেমিয় চিত্রকলা বলে ।
২৪। 'মেটিরিয়া মেডিকা' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : মেটিরিয়া মেডিকা'র লেখক গ্রিক চিকিৎসাবিদ ডায়স্করাইটস।
২৫। ইলখানি আমলে চিত্রিত সর্বশ্রেষ্ঠ পাণ্ডুলিপির নাম কি?
উত্তর : ইলখানী আমলের
সর্বশ্রেষ্ঠ চিত্রিত পাণ্ডুলিপির নাম হলো জমি-আত-তাওয়ারিখ ।
১৬।জালাইরী স্কুলের প্রথম শাখা কোনটি?
উত্তর : তাব্রিজ
১৭। ‘মাকামাত-ই-হারিরির' চিত্রকরের নাম লিখ।
উত্তর : ইয়াহিয়া বিন মাহমুদ আল ওয়াসিত।
১৮। জালাইরী বংশ ধ্বংস করেন কে?
উত্তর : জলাইরী বংশ ধ্বংস করেন কারা ইউসুফ।
১৯। সুলতান মুহাম্মদ কে ছিলেন?।
উত্তর : পারস্যের সাফাভী চিত্রশালার একজন অন্যতম প্রতিভাবান
শিল্পী হলেন সুলতান মুহাম্মদ ।
২০। সাফাভী যুগের একজন বিখ্যাত চিত্রকরের নাম লিখ ।
উত্তর : শেখ জাদা।
২১। ‘আসার-আল-বাকীয়া' কে রচনা করেন?
উত্তর : আসর-আল-বাকীয়া রচনা করেন আল বেরুনী।
২২। ‘মুনজীর দিওয়ান-এ কোন চিত্ররীতির প্রভাব দেখা যায়?
২৩। তৈমুরীয় চিত্রকলার দুটি স্কুলের নাম লিখ।
উত্তর : তৈমুরীয় চিত্রকলায় দুটি স্কুলের নাম হলো - (ক) হিরাত
ও (খ) সিরাজ।
২৪। লিখন শিল্প কী?
উত্তর : হস্তাক্ষরের এক বিশেষ শৈল্পিক রূপ হলো লিখন শিল্প।
২৫। ফ্রেসকো কী?
উত্তর : ফ্রেসকো চিত্র কলার একটি ধরন। কোনো দালানের ভিতরে পানি
মিশানো রঙের সাহায্যে কাঁচা প্লাস্টারের উপর দীর্ঘ
ব্রাশের সাহায্যে বৃহদাকার যে চিত্র অঙ্কন সৌন্দর্য সৃষ্টির
জন্য করা হয়ে থাকে তাকে ফ্রেসকো বলে।
২৬। টেরাকোটা কী?
২৭।হ্যালো কী?
২৮। ইলখানি চিত্রকলার প্রধান কেন্দ্র কোথায় ছিল?
উত্তর : ইলখানী চিত্রকলার প্রধান কেন্দ্র তাব্রিজে অবস্থিত ছিল।
২৯। রেজা-ই-আব্বাসী কে ছিলেন?
উত্তর : পারস্যে সাফাভী আমলের একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন
রিজা-ই-আব্বাসী।
৩০। কোন মুসলিম চিত্রকরকে 'প্রাচ্যের র্যাফেল' বলা হয়?
উত্তর : কামাল উদ্দীন বিহাম্মদকে।
৩১। মুঘল চিত্রকলার একজন বিখ্যাত চিত্রকরের নাম লিখ।
উত্তর : খাজা আব্দুস সামাদ
৩২। খামসা গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : 'খামসা' গ্রন্থটি রচনা করেন নিযামী।
৩৩।'তালিক' শব্দের অর্থ কী?
উত্তর : তালিক অর্থ হলো ঝুলন্ত।
৩৪। সাফাভি যুগের একজন বিখ্যাত চিত্রকরের নাম লিখ।
উত্তর : সুলতান মুহাম্মদ ।
৩৫।মাকামাত-ই-হারিরির চিত্রকরের নাম লিখ।
উত্তর : ইয়াইয়া বিন মাহমুদ আল ওয়াসি।
৩৬।'মুসাব্বির' অর্থ কী?
উত্তর : মুসাব্বির শব্দের অর্থ গঠনকারী, রূপদাতা, আকারদানকার চিত্রকর
প্রভৃতি।
৩৭। 'কালিলা-ওয়া-দিমনা
গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘কালিলা-ওয়া-দিমনা' গ্রন্থের রচিয়তা ভারতীয় কবি বিদপাই।
৩৮। ইলখানি আমলে সর্বশ্রেষ্ট চিত্রিত পাণ্ডুলিপির নাম কী?
উত্তর : ইলখানী আমলের সর্বশ্রেষ্ঠ চিত্রিত পাণ্ডুলিপির নাম হলো
: জমি-আত-তাওয়ারিখ ।
৩৯।কুশাইর আমরা কোথায় অবস্থিত?
উত্তর : জর্ডানের রাজধানী আম্মানের ৫০ মাইল পূর্বে জর্ডান মরুভূমিতে
ওয়াদি বাতুম নামক স্থানে অবস্থিত।
৪০। ‘কাসাসুল আম্বিয়া' কোন ধরনের পাণ্ডুলিপি?
উত্তর : কাসাসুল আম্বিয়া কুরআন ও হাদীসের আলোকে হযরত মুহাম্মদ
(সা.)-এর জীবন চরিত্র গল্পগ্রন্থ।
৪১। শাহনামার রচয়িতা কে?
উত্তর : ‘শাহানামার' রচয়িতা ফেরদৌসী ।
৪২। মীর সৈয়দ আলী কোন চিত্রশালার একজন বিখ্যাত চিত্রকর ছিলেন?
উত্তর : মীর সৈয়দ আলী সাফাভি চিত্রশালার একজন বিখ্যাত চিত্রকর
ছিলেন।
৪৩। মুঘল চিত্রকলার ইতিহাসে কার যুগকে স্বর্ণযুগ বলা হয়?
উত্তর : সম্রাট জাহাঙ্গীরের।
৪৪। 'নাদির-উল-আসর' কার উপাধি ছিল?
উত্তর : মনসুরের উপাধি ।
৪৫।নাসতালিক লিখন পদ্ধতির আবিষ্কারক কে?
উত্তর : নাস্তালিক রীতির উদ্ভাবক ছিলেন মীর আলী সুলতান আল-তাব্রীজি
।
৪৬। কুফি রীতি কী?
উত্তর : হরফের প্রসিদ্ধ নগরী কুফা থেকে যে রীতির আবিষ্কার হয়
তাই কুফি রীতি ।
৪৭। ফ্রেসকো কি?
উত্তর : ফ্রেসকো চিত্র কলার একটি ধরন। কোনো দালানের ভিতরে পানি
মিশানো রঙের সাহায্যে কাঁচা প্লাস্টারের উপর দীর্ঘ ব্রাশের সাহায্যে বৃহদাকার যে চিত্র
অঙ্কন সৌন্দর্য সৃষ্টির জন্য করা হয়ে থাকে তাকে ফ্রেসকো বলে।
৪৮। টেমপেরা কি?
উত্তর : দেওয়াল শুকানো অবস্থায় তার উপর ছবি আঁকলে এবং রং করলে
তাকে টেমপেরা বলে।
৪৯। ত্রি-মাত্রিক পদ্ধতি কি?
উত্তর : তিন কোণাকৃতির অঙ্কিত চিত্র।
৫০। মিনিয়েচার কি?
উত্তর : মিনিয়েচার হলো চিত্রলিপিভিত্তিক ছোট পাণ্ডুলিপি ।
৫১। কুশাইর আমরা কোথায় অবস্থিত?
উত্তর : জর্ডানের রাজধানী আম্মানের ́৫০ মাইল পূর্বে জর্ডান
মরুভূমিতে ওয়াদি বাতুম নামক স্থানে অবস্থিত
৫২। 'কালিলা ওয়া দিমনা' কে লিখেছেন?
উত্তর : ‘কালিলা-ওয়া-দিমনা' পাণ্ডুলিপিটি লিখেছেন ভারতের কবি বিদপাই ।
৫৩। ‘মেটারিয়া মেডিকা' কোন বিষয়ের গ্রন্থ?
উত্তর : 'মেটিরিয়া মেডিকা' গ্রন্থটি চিকিৎসাবিজ্ঞান বিষয়ক গ্রন্থ ।
৫৪। . একজন বিখ্যাত চিত্রকরের নাম লিখ ইলখানী যুগের ।
উত্তর : রশিদউদ্দিন।
৫৫। কোন মুসলিম চিত্রকরকে ‘যুগের বিস্ময়' বলে অভিহিত করা হয়েছে?
উত্তর : কামালউদ্দিন বিহাদকে।
৫৬। ‘শাহনামার’ রচয়িতা কে?
উত্তর : ‘শাহানামার' রচয়িতা ফেরদৌসী ।
৫৭। কোন সম্রাটের সময়কে চিত্রকলার স্বর্ণযুগ বলা হয়?
উত্তর : সম্রাট জাহাঙ্গীরের।
'৫৮।তাহরির' অর্থ কি?
উত্তর : তাসবীর শব্দের অর্থ চিত্র।
৫৯। কুসাইর আমরা কোথায় অবস্থিত?
উত্তর : জর্ডানের রাজধানী আম্মানের ৫০ মাইল পূর্বে জর্ডান মরুভূমিতে
ওয়াদি বাতুম নামক স্থানে অবস্থিত।
৬০। 'আনসাব' অর্থ কি?
উত্তর : ‘আনসাব' অর্থ প্রতিমা ।
৬১। ‘খামসা' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘খামসা’ গ্রন্থটি রচনা করেন নিযামী ।
৬২। ‘শাহনামার’ রচয়িতা কে?
উত্তর : ‘শাহনামার’ রচয়িতা ফেরদৌসী।
৬৩। ওস্তাদ মুহাম্মদ
কে?
উত্তর : ষোড়শ শতাব্দীর শেষার্ধে সাফাভী শিল্পকলা একাডেমীর কেন্দ্র
তাব্রিজের সর্বাপেক্ষা বৈশিষ্ট্যপূর্ণ চিত্রকর ছিলেন ওস্তাদ মুহাম্মদ ।
৬৪। 'সাপ্তানে আমীর হামজা' কোন ধরনের পান্ডুলিপি?
উত্তর : বীরত্বমূলক পাণ্ডুলিপি ।
৬৫। ওস্তাদ মুহাম্মদ কে ছিলেন?
উত্তর : ষোড়শ শতাব্দীর শেষার্ধে সাফাভী শিল্পকলা একাডেমীর কেন্দ্র
তাব্রিজের সর্বাপেক্ষা বৈশিষ্ট্যপূর্ণ চিত্রকর ছিলেন ওস্তাদ মুহাম্মদ ।
৬৭। সাফাভী যুগের একজন বিখ্যাত চিত্রকরের নাম লিখ ।
উত্তর : শেখ জাদা ।
৬৮। 'তালিক' শব্দের অর্থ কী?
উত্তর : তালিক অর্থ হলো ঝুলন্ত।
৬৯।'বুস্তা' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : বুস্তা কাব্য গ্রন্থটির রচয়িতা হলেন শেখ সাদী।
৭০। ‘মাকামাত-ই-হারিরির' চিত্রকরের নাম লিখ ?
উত্তর : ইয়াহিয়া বিন
মাহমুদ আল ওয়াসিতি।