জাতীয় বিশ্ববিদ্যালয় বিএ অনার্স
৪র্থ বর্ষ পরীক্ষা-২০২২
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
বিভাগ
বিষয়: মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের
ক্রমোন্নতি
বিষয় কোড: ২৪১৬০৭, অনুষ্ঠিত-
৩০ /০৫/২০২৪
গ-বিভাগ
১। প্রত্নতত্ত্ব বলতে কী বুঝ? প্রত্নতত্ত্বের উৎসসমূহ বিশ্লেষণ
কর।
২। মদিনা মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্য বর্ণনা কর। পরবর্তীতে
মসজিদ স্থাপত্যে এর প্রভাব উল্লেখ কর।
৩। যিয়াদ-ইবনে-আবিহীর পুনঃনির্মাণের বিশেষ উল্লেখপূর্বক কুফা
৩ মসজিদের স্থাপত্যিক কাঠামো বর্ণনা কর ।
৪। কায়রোয়ান মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্যসমূহের বিবরণ দাও
8.
৫। কর্ডোভা জামি মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্য বর্ণনা কর।
৬। ইস্পাহান মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্য বর্ণনা কর।
৭।দিল্লির কুয়াতুল ইসলাম মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্য ও এর
নান্দনিক সৌন্দর্য উল্লেখ কর।
৮। লালবাগ দুর্গের পরিবিবির সমাধির বিশেষ বৈশিষ্ট্যগুলো আলোচনা
কর।
৯।ইবনে তুলুন জামে মাসজিরে স্থাপত্য বৈশিষ্ট্য বর্ণনা কর।
খ বিভাগ
১।খিলন সম্পর্কে একটি টীকা লিখ।
২। মসজিদ স্থাপত্যের মিম্বর এর গুরুত্ব লিখ।
৩। কুব্বাত আস সাখরা' নির্মাণের উদ্দেশ্য লিখ।
৪।দামেস্ক জামি মসজিদকে প্রথম পূর্ণাঙ্গ
মসজিদ বলা হয় কেন?
৫। 'কুসায়ের আমরা সম্পর্কে ধারণা দাও ।
৬। উমাইয়া স্থাপত্যের পাঁচটি বৈশিষ্ট্য লিখ।
৭। তাজমহলের উপর একটি টীকা লিখ ।
৮।ষাট গম্বুজ মসজিদকে কেন 'বিশ্ব ঐতিহ্য' ঘোষণা করা
হয়েছে?
৯।মসজিদ স্থাপত্যে জুল্লাহ ও সাহনের স্থান নির্দেশ কর।
১০। কুফা মসজিদের বৈশিষ্ট্য আলোচনা কর ।
১১। ‘মানারা জ্বাল মালবীয়া' মিনারের বর্ণনা দাও ।
১২।প্রত্নতত্ত্বের সংজ্ঞা দেও।
ক বিভাগ
১।ইসলামের প্রথম কিবলা কোনটি?
উত্তর : ইসলামের প্রথম কিবলা হলো- বায়তুল মোকাদ্দাস।
২। ভারতীয় প্রত্মতত্ত্বের জনক কাকে বলা হয়?
উত্তর : ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় জেনারেল কানিংহামকে
।
৩।স্থাপত্য অর্থ কি?
উত্তর : বাসস্থান নিৰ্মাণ কৌশল প্রক্রিয়া ।
৪। মুসলিম স্থাপত্য কত প্রকার ও কি কি?
উত্তর : মুসলিম স্থাপত্য
দুই প্রকার। যথা- ১. লৌকিক স্থাপত্য ও ২. ধর্মীয় স্থাপত্য।
৫। মিহরাব কী?
উত্তর : মিহরাব হলো মসজিদের কিবলার দিকের বর্ধিতাংশ।
৬। উমাইয়া স্থাপত্যে কোন অঞ্চলের প্রভাব বেশি?
উত্তর : বাইজান্টাইন অঞ্চলের।
৭। দামেস্ক মসজিদ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : দামেস্ক মসজিদ খলিফা প্রথম আল ওয়ালিদ নির্মাণ করেন।
৮। কর্ডোভা মসজিদের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : কর্ডোভা জামে মসজিদের প্রতিষ্ঠাতা প্রথম আব্দুর রহমান
আদ দাখিল ।
৯।কুতুব মিনার কে নির্মাণ করেন?
উত্তর : কুতুবউদ্দিন আইবেক ।
১০।কুসায়ের আমরা প্রাসাদ কিসের জন্য বিখ্যাত?
উত্তর : কুসায়ের আমরা প্রাসাদ স্নানাগারের জন্য বিখ্যাত ।
১১। বাগেরহাটের ‘ষাট গম্বুজ মসজিদে গম্বুজ কয়টি?
উত্তর : ৮১টি গম্বুজ।
১২। আরকিওলিজি শব্দের অর্থ কী?
উত্তর: প্রত্নতত্ত্ব।
১৩। মসজিদ স্থাপত্যে কে মাসুরা প্রবর্তন করেন?
উত্তর : মুয়াবিয়া।
১৪। দামেস্ক মসজিদ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : দামেস্ক মসজিদ খলিফা প্রথম আল ওয়ালিদ নির্মাণ করেন।
১৫। উমাইয়া স্থাপত্যে কোন অঞ্চলের প্রভাব বেশি?
উত্তর : বাইজান্টাইন অঞ্চলের।
১৬। মানারা আল-মালাবিয়া অর্থ কী?
উত্তর : প্যাচানো মিনার।
১৭। কর্ডোভা মসজিদের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : কর্ডোভা জামে মসজিদ প্রথম আব্দুর রহমান আদ দাখিল নির্মাণ
করেন ।
১৮।দিল্লির কুওয়াতুল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন?
উত্তর : কুতুব উদ্দিন আইবেক নির্মাণ করেন।
১৯। পরিবিবির সমাধি কোথায় অবস্থিত?
উত্তর। পরী বিবির সমাধি লালবাগ কেল্লার ভিতরে অবস্থিত।
২০। তাজমহল কোথায় অবস্থিত?
উত্তর আগ্রা যমুনা নদীর তীরে।
২১। ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর : বাগেরহাটে।
২২। জুল্লাহ কি?
উত্তর : মসজিদের অভ্যন্তরে কেবলার দিকে নির্দেশিত ছাদ বিশিষ্ট
নামাজ গৃহকে জুল্লাহ বলে।
২৩। 'Arch' অর্থ কি?
উত্তর : খিলান।
২৪। কুফা মসজিদের নির্মাতা কে?
উত্তর : সাদ ইবনে আবি ওয়াক্কাস।
২৫। কে আৰু দুলাফ মসজিদ নির্মাণ করেন?
উত্তর : আল মুতাওয়াকিল।
২৬। কুওয়াতুল ইসলাম মসজিদ সংলগ্ন মিনারের নাম কি?
উত্তর : কুতুব মিনার ।
২৭।তাজমহলে কয়টি গম্বুজ?
উত্তর : তাজমহল এক গম্বুজ বিশিষ্ট একটি ইমারত।
২৮। জেনারেল কানিংহাম কে ছিলেন?
উত্তর : ভারতীয় প্রত্নতত্ত্বের জনক।
২৯। দিল্লীর জামি মসজিদ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : সম্রাট শাহজাহান ।
৩০। টেরাকোটা কী?
উত্তর : পোড়ামাটির ফলক।
৩১। পৃথিবীর সর্ববৃহৎ জামি মসজিদ কোনটি?
উত্তর : সামাররা জামে মসজিদ।
৩২। আবু দুলাফের মসজিদ কোন শহরে নির্মিত হয়?
উত্তর : আবু দুলাফের মসজিদ আল জাফারিয়া শহরে অবস্থিত।
৩৩। কুফা নগরী কে নির্মাণ করেন?
উত্তর : সা'দ ইবনে আবী ওয়াককাস কুফা নগরী নির্মাণ
গোড়াপত্তন করেন।
৩৪। কোন গম্বুজকে দ্বি-গম্বুজ বলা হয়?
উত্তর : কুব্বাতুস সাখরার গম্বুজকে ‘দ্বি-গম্বুজ' (Double Dome) বলা হয়।
৩৫। ‘আড়াই-দিনকা- ঝোপড়া' মসজিদের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : “আড়াই-দিনকা- ঝোপড়া' মসজিদটি কুতুবউদ্দিন
আইবেক প্রতিষ্ঠা করেন ।
৩৬। মদিনা মসজিদের স্থপতি কে?
উত্তর : মদিনা মসজিদের স্থপতি হযরত মুহাম্মদ (সা.)।
৩৭। মদিনা মসজিদে কয়টি দরজা?
উত্তর : ৩টি দরজা।
৩৮। ‘কুব্বাত আস সাখরা' কে নির্মাণ করেন?
উত্তর : কুব্বাত আস-সাখরা খলিফা আব্দুল মালিক নির্মাণ করেন।
৩৯। 'মিম্বার' কি?
উত্তর : মিম্বার হলো বক্তৃতা মঞ্চ। ইমাম যার উপর দাঁড়িয়ে খুত্বা
পাঠ করেন, তাকে ‘মিম্বার'
বলে।
৪০। বসরা জামি মসজিদ কে নির্মাণ করেন?
উত্তর : বসরা মসজিদ উৎবা ইবনে গাযওয়ান নির্মাণ করেন।
৪১। কোন মসজিদকে প্রথম পূর্ণাঙ্গ মসজিদ বলা হয়?
উত্তর : দামেস্ক মসজিদকে প্রথম পূর্ণাঙ্গ মসজিদ বলা হয়।
৪২। আব্বাসিয়া স্থাপত্যে কোন অঞ্চলের প্রভাব বেশি?
উত্তর : আব্বাসীয় স্থাপত্যে মেসোপটেমীয় অঞ্চলের প্রভাব বেশি।
৪৩। 'দারুল ইমারা' কোন মসজিদে ছিল?
উত্তর : বসরা ও কুফা মসজিদে ছিল
৪৪। তাজমহল কে নির্মাণ করেন?
উত্তর : সম্রাট শাহজাহান “তাজমহল” নির্মাণ করেন।
৪৫। 'Archaeology' শব্দের অর্থ কি?
উত্তর : প্রত্নতত্ত্ব ।
৪৬। খিলান কি?
উত্তর : দুটি স্বম্ভের উপর প্রলম্বিত অংশ দ্বারা যে নকশা তৈরি
করা হয় তাকে খিলান বলে।
৪৭। কোন মসজিদকে আদর্শ মসজিদ বলা হয়?
উত্তর : দামেস্ক মসজিদকে আদর্শ মসজিদ বলা হয়।
৪৮। কুসাইর আমরা প্রাসাদ কি জন্য বিখ্যাত?
উত্তর : কুসায়ের আমরা প্রাসাদ স্নানাগারের জন্য বিখ্যাত।
৪৯। মিহরাব কি?
উত্তর : মিহরাব হলো মসজিদের কিবলার দিকের বর্ধিতাংশ।
৫০। সামরার নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : খলিফা আল-মু'তাসিম ৷
৫১। লালবাগের কেল্লা কে নির্মাণ করেন?
উত্তর : শায়েস্তা খান ।