ইসলামের অর্থনৈতিক ইতিহাস_২৪১৬১১_ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ_জাতীয় বিশ্ববিদ্যালয় বিএ অনার্স ৪র্থ বর্ষ_পরীক্ষা-২০২৪

 

ইসলামের অর্থনৈতিক ইতিহাস


জাতীয় বিশ্ববিদ্যালয় বিএ অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২২

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

বিষয়: ইসলামের অর্থনৈতিক ইতিহাস

বিষয় কোড: ২৪১৬১১, অনুষ্ঠিত- ০৫/০৬ /২০২৪

গ-বিভাগ

১। সম্পদের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি কী?

২। আব্বাসীয় আমলের আয়ের উৎ ও ব্যয়ের খাতগুলোর বিবরণ দাও।

৩। হযরত ওমর (রা.) এর শাসনামলের ভূমিনীতি পর্যালোচনা কর।

৪। যাকাত কী? যাকাতের সামাজিক তাৎপর্য ব্যাখ্যা কর।

৫। ইসলামের দৃষ্টিতে ব্যাবসা-বাণিজ্যে কী কী মৌলিক শর্ত পূরণ ৫করতে হয়? ব্যাখ্যা কর।

৬। মুসলিম স্পেনে কৃষিক্ষেত্রে অগ্রগতির একটি বিবরণ দাও।

৭। মুদারাবা বলতে কী বুঝ? মুদারাবার শর্তাবলি উল্লেখপূর্বক ব্যবসার ক্ষেত্রে এর গুরুত্ব নিরূপণ কর।

৮। নগরায়ণ বলতে কী বুঝ? নগরায়ণে মুসলিম শাসকদের অবদান আলোচনা কর।

৯। ইসলামে উত্তরাধিকারী আইনের ধারণা দাও। সামাজিক ও অর্থনৈতিক সাফল্যের তাৎপর্য তুলে ধর।

১৩। খোলাফায়ে রাশেদুনের আমলে ভূমিনীতি পর্যালোচনা কর।

১৪। শ্রম কী? ইসলামে শ্রমের ন্যায্যতা ও শ্রমিকের মর্যাদা সম্পর্কে বিবরণ দাও

১৭। মুশারাকা কী? মুশারাকার শর্তাবলি উল্লেখপূর্বক ব্যবসা ক্ষেত্রে এর গুরুত্ব নিরূপণ কর।

 

খ- বিভাগ

১।সাদাকাতুল ফিতর বলতে কী বুঝ?

২।যাকাত ও আয়করের মধ্যে পার্থক্য কী?

৩। প্রাচ্যের খলিফাদের অধীনে শিল্পের অগ্রগতির সংক্ষিপ্ত বর্ণনা দাও।

৪। সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য আলোচনা কর।

৫। আরব খিলাফতের বাণিজ্যপথের সংক্ষিপ্ত বর্ণনা দাও।

৬। ইসলামি ব্যাংক কোন পদ্ধতিতে আমানত গ্রহণ করে?

৭।কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে টীকা লিখ।

৮।ইসলামের - পূর্ব আরবের রাজস্ব ব্যাবস্থা  কেমন ছিলো?

৯।আল-গানিমাহ সম্পর্কে আলোচনা কর।

 ১০।ইসলামে সম্পদ আহরণ ও বণ্টনের মূলনীতি

 ১১।উমাইয়া যুগের মুদ্রা ব্যবস্থার বিবরণ দাও।

১২। আব্বাসীয় শাসনামলে কৃষির অগ্রগতির বিবরণ দাও।

১৩।ইসলামি বিমা সম্পর্কে ধারণা দাও।

১৪।ইসলামি অর্থনীতির যাকাতের ভূমিকা নিরূপন কর।

১৫। ইসলামী  অর্থনীতি বলতে কি বুঝ?

১৬। হযরত ওমর (রা.) এর খিলাফতকালীন ভূমি নীতি লিখ।

১৭।ইতিহাসের  উৎ হিসেবে মুদ্রার গুরুত্ব  নিরূপন কর।

ক-বিভাগ

১। ইসলামি অর্থনীতির মূল ভিত্তি কী?

উত্তর : ইসলামি অর্থনীতি মূল ভিত্তি হলো কুরআন ও হাদিস ।

২। আল খুম্‌স কী?

উত্তর : গণিমতের মালের এক-পঞ্চমাংশকে আল খুমস বলে।

 ৩।উশর কী?

উত্তর : উশর হলো মুসলমানদের ভূমি রাজস্ব।

৪। তিজারত শব্দের অর্থ কী?

উত্তর : তিজারাত শব্দের অর্থ ব্যবসা বা বাণিজ্য।

৫। “রিবার’ ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর: রিবার ইংরেজি প্রতিশব্দ হলো Interest.

৬। OIC এর পূর্ণরূপ লিখ।

উত্তর : Organization of Islamic Co-Operation.

৭। মুনাফা কিসের উপর ভিত্তি করে নির্ধারিত হয়?

উত্তর : মুনাফা ক্রয়-বিক্রয়ের এর উপর ভিত্তি করে নির্ধারিত হয় ।

৮। হুন্ডি কী?

উত্তর : হুন্ডি বলতে বুঝায় দূরবর্তী কোন ব্যক্তির নিকট নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নির্দেশলিপি ।

৯। হিমা কী?

উত্তর : হযরত ওমর (রা.) এর প্রশাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় পশুচরণ ক্ষেত্রকে আল হিমা বলা হয়।

১০।কোন খলিফা টাকশাল প্রতিষ্ঠা করেন?

উত্তর : খলিফা মুয়াবিয়া টাকশাল প্রতিষ্ঠা করেন।

১১। ইসলামে মুদ্রানীতির ধারণা দাও ।

উত্তর : সরকার সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য ইসলামি শরীয়াহ আইনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক যে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করে তাকে ইসলামি মুদ্রানীতি বলে।

১২।'আদল' অর্থ কী?

উত্তর : আদল শব্দের অর্থ ন্যায়বিচার।

১৩।ব্যবসার আরবি প্রতিশব্দ কী?

 উত্তর : ব্যবসায়ের আরবি প্রতিশব্দ হলো তিজারত।

১৪। যাকাত ব্যয়ের খাত কয়টি?

উত্তর : যাকাত ব্যয়ের খাত ৮টি।

১৫। মুশারাকা কী?

উত্তর : দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান শরিয়তসম্মত অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসায় বা লেনদেন পরিচালনা করে তাকে মুশারাকা বলে।

১৬। 'আরদে মাওয়াত' কী?

উত্তর : ইসলামের অনাবাদি ভূমিকে ‘আরদে মাওয়াত' বলা হয়

১৭। রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পত্তিকে কী বলা হয়?

উত্তর : রাষ্ট্রীয় বা সরকারি সম্পত্তি।

১৮।পৃথিবীর প্রধান কাচশিল্প কোথায় অবস্থিত?

 উত্তর : পৃথিবীর প্রধান কাচশিল্প মিশরে অবস্থিত।

১৯।মসলার জন্য বিখ্যাত শহর কোনটি?

উত্তর : মসলার জন্য বিখ্যাত শহর হলো বুখারা

২০।খলিফা আব্দুল মালিক প্রবর্তিত মুদ্রার নাম কী?

উত্তর : খলিফা আব্দুল মালিক প্রবর্তিত মুদ্রার নাম ফালস।

২১।আলেকজান্দ্রিয়া কী?

উত্তর : আলেকজান্দ্রিয়া মিশরের একটি বন্দর।

২২।IDB এর পূর্ণরূপ কী?

উত্তর : IDB-এর পূর্ণরূপ হলো- Islamic Development Bank.

২৩।ইসলামি বিমা কয় প্রকার?

উত্তর : ইসলামি বিমা দুই

২৪। বায়তুল মাল কাকে বলে?

উত্তর : ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে বায়তুল মাল বলা হয় ।

২৫। ওয়াকফ সম্পত্তি কি?

উত্তর : ওয়াকফ সম্পত্তি বলতে মুসলমানদের দানকৃত সম্পত্তিকে বুঝায় ।

২৬। দিওয়ান আল জিমাম কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : হযরত উমর (রা.)।

২৭। নিসাব কি?

উত্তর : নিজ প্রয়োজনের অতিরিক্ত যে পরিমাণ সম্পদ অথবা অর্থের অধিকারী হলে যাকাত ফরজ হয় যা থেকে কম হলে যাকাত ফরজ হয় না। ঐ পরিমাণ সম্পর্কে ইসলামি পরিভাষায় নিসাব বলা হয় ৷

২৮। কিতাবুল খারাজ নামক গ্রন্থের লেখক কে?

উত্তর : কিতাবুল খারাজ-এর লেখক হলেন ইমাম আবু ইউসুফ।

২৯। রিবা আল ফদল কি?

উত্তর : রিবা আল ফদল হচ্ছে সাদৃশ্যপূর্ণ দুটি জিনিসের হাতে হাতে তাৎক্ষণিক বিনিময়ে বাড়তি নেয়া। যেমন- ঋণের বিনিময়ে বেশি ঋণ গ্রহণ ।

৩০।হুন্ডি কাকে বলে?

উত্তর : হুন্ডি বলতে বুঝায় দূরবর্তী কোন ব্যক্তির নিকট নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নির্দেশলিপি।

৩১। নগরায়ণ কি?

উত্তর : গ্রামীণ জীবন ব্যবস্থা হতে শহর জীবন ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াই নগরায়ণ ।

৩২। কোন খলিফা টাকশাল প্রতিষ্ঠা করেন?

উত্তর : খলিফা মুয়াবিয়া ।

৩৩। 'OIC' এর পূর্ণরূপ লিখ ৷

উত্তর : Organization of Islamic Co-Operation.

৩৪। বায়তুল মালের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : হযরত ওমর (রা.)।

৩৫।কোন খলিফা বাণিজ্যিক কর প্রবর্তন করেন?

উত্তর : হযরত ওমর।

৩৬। তিজ্ঞারত' শব্দের অর্থ কি?

উত্তর: তিজারাত শব্দের অর্থ ব্যবসা বা বাণিজ্য।

৩৭। ইসলামি শরিয়াহ অনুসারে ফকির কারা?

উত্তর : যারা একেবারে নিঃস্ব নয় ।

৩৮।মুশারাকা কি?

উত্তর : দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান পরি অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসায় বা লেনদেন পরিচালনা করে তাকে মুশারাকা বলে।

৩৯।'রিবা'র ইংরেজি প্রতিশব্দ কি?

উত্তর : রিবার ইংরেজি প্রতিশব্দ হলো Interest.

৪০। মুনাফা কীসের উপর ভিত্তি করে নির্ধারিত হয়?

উত্তর : মুনাফা ক্রয়-বিক্রয়ের এর উপর ভিত্তি করে নির্ধারিত হয়।

৪১। IDB এর পূর্ণরূপ লিখ।

উত্তর : IDB-এর পূর্ণরূপ হলো- Islamic Development Bank

৪২। হিমা' কি?

উত্তর : হযরত ওমর (রা.) এর প্রশাসন ব্যবস্থায় রাজার পতাক ক্ষেত্রকে আল হিমা বলা হয় ।

৪৩।'IAIB' এর পূর্ণরূপ লিখ।

উত্তর : 'LAIB' এর পূর্ণরূপ হলো- International Association of Islamic Banks.

৪৪। আল-গানিমাহ কি?

উত্তর : যুদ্ধলব্ধ সম্পদ।

৪৫। ওয়াকফ সম্পত্তি কি?

উত্তর: ওয়াক্ফ সম্পত্তি বলতে মুসলমানদের দানকৃত সম্পত্তিকে বুঝায়।

৪৬। উপর কি?

উত্তর । উশর হলো মুসলমানদের ভূমি রাজস্ব।

৪৭। ইসলামে বিমা কত প্রকার?

উত্তর। ইসলামি বিমা দুই প্রকার।

৪৮।বায়তুল মাল শব্দটির অর্থ কি?

উত্তর : বায়তুল মাল শব্দটির অর্থ হলো কোষাগার।

৪৯। মুশারাকা কি?

উত্তর : দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান শরিয়তসম্মত অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসায় বা লেনদেন পরিচালনা করে তাকে মুশারাকা বলে।

৫০। কিতাবুল খারাজ নামক গ্রন্থের লেখক কে?

উত্তর কিতাবুল খারাজা এর লেখক হলেন ইমাম আবু ইউসুফ

৫১। আলফাই কি?

উত্তর : ‘আল ফাই' বলতে বিনা যুদ্ধে প্রাপ্ত ভূমি বা সম্পদকে বুঝায়।

৫২। OIC কি?

উত্তর : ইসলামি সহযোগিতা সংস্থা বা OIC হলো মুসলিম রাষ্ট্রসমূহের একটি আন্তর্জাতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন বা সংস্থাকে বুঝায়।

৫৩।রিবা আল ফসল কি?

উত্তর : রিবা আল ফদল হচ্ছে সাদৃশ্যপূর্ণ দুটি জিনিসের হাতে হাতে তাৎক্ষণিক বিনিময়ে বাড়তি নেয়া। যেমন- ঋণের বিনিময়ে বেশি ঋণ গ্রহণ।

৫৪। খারাজ কী?

উত্তর : খারাজ হচ্ছে- অমুসলমানদের নিকট থেকে আদায়কৃত ভূমি কর ।

৫৫।জিজিয়া কী?

উত্তর : মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমদের নিরাপত্তাজনিত সামরিক কর।

৫৬।আল খুম্‌স কী?

উত্তর : গনিমতের মালের এক পঞ্চমাংশকে আল খুম্‌স বলে।

৫৭। উশুর কী?

উত্তর : উশূর হলো বাণিজ্য কর।

উত্তর : তিজারাত শব্দের অর্থ ব্যবসা বা বাণিজ্য ।

৫৮।'আল ফাই' কি?

উত্তর : 'আল ফাই' বলতে বিনা যুদ্ধে প্রাপ্ত ভূমি বা সম্পদকে বুঝায় ।

৫৯। দিওয়ান আল জিমাম কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : হযরত উমর (রা.)।

৬০।মুনাফা কয় প্রকার?

উত্তর : ২ প্রকার । যথা- ১. মোট মুনাফা ও ২. নিট মুনাফা।

৬১। মুদারাবা কি?

উত্তর : মুদারাবা এক ধরনের ব্যবসায়িক চুক্তি।

৬২। পাট্টা কি?.

উত্তর : অন্যকে জমি বর্গা চাষ করতে দেয়াকে পাট্টা বলে ৷

৬৩। শাব্দিকভাবে রাজস্ব কী?

উত্তর : রাষ্ট্রীয় ব্যয় নির্বাহের জন্য সরকার কর্তৃক জনগণের উপর অর্পিত করকে রাজস্ব বলে ।

৬৪। যাকাত এর সংজ্ঞা দাও ।

উত্তর : যা সম্পদের বৃদ্ধি ঘটায়, পবিত্রতা আনয়ন করে তাকে যাকাত বলে। অর্থাৎ মুসলমান ধনীদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূতিতে আল্লাহর নির্ধারিত খাতসমূহ প্রদান করাকে যাকাত বলে ।

৬৫। ইসলামি ব্যাংকিং-এর প্রধান বৈশিষ্ট্য কি?

উত্তর : ইসলামি ব্যাংকিং-এর প্রধান বৈশিষ্ট্য সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা ।

৬৬। মুনাফা শব্দের অর্থ কী?

উত্তর : মুনাফা শব্দের অর্থ লাভ ।

৬৭।'রিবা' শব্দের অর্থ কী?

উত্তর : ‘রিবা' অর্থ হলো বৃদ্ধি ।

Post a Comment

Previous Post Next Post