জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ৪র্থ বর্ষ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
বিষয় : ইসলামে দর্শন ও ধর্মীয় সম্প্রদায়ের
বিকাশ
বিষয় কোড : ২৪১৬০৩
পরীক্ষা–২০ ২২ (অনুষ্ঠিত- ২৩/০৫/২০২৪)
ক বিভাগ
১।শেকওয়া”গ্রন্থের প্রণেতা কে?
উত্তর : মুহাম্মদ ইকবাল।
২। শিয়াদের ১২তম ইমাম কে?
উত্তর : ইমাম মুহাম্মদ ইবনে হাসান আল মাহদী ।
৩। জাবারিয়াদের মতে মানুষের কর্মের স্রষ্টা কে?
উত্তর : আল্লাহ ।
৪। মুরজিয়া শব্দের অর্থ কী?
উত্তর : মুরজিয়া শব্দের অর্থ হলো- বিলম্বিত করা, অবকাশ দেওয়া।
৫। মুতাজিলা মতবাদের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:ওয়াসিল বিন আতা।
৬।দর্শনের দ্বিতীয় শিক্ষক কে ছিলেন?
উত্তর : আল ফারাবী।
৭।কাকে আরবদের দার্শনিক বলা হয়?
উত্তর : আল-কিন্দিকে 'আরবদের দার্শনিক' বলা হয়।
৮। কানুন ফিতত্ত্বীব গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ইবনে সিনা ।
৯। ইবনে সিনা কোথায জন্মগ্রহণ করেন?
উত্তর : উজবেকিস্তানের আফসানা নামক গ্রামে।
১০। ইজমা কি?
উত্তর : ইজমা হচ্ছে কোনো বিষয়ে মতৈক্য উপনীত হওয়া।
১১। জবর বলতে কি বুঝ ?
উত্তর : জবর বলতে অদৃষ্টবাদ, তাকদির, বাধ্যবাদকতা বা নিয়তিকে বুঝায় ।
১২। ইখওয়ান আল সাফা কি?
উত্তর : ইখওয়ান আল-সাফা হলো মুসলিম দার্শনিকদের একটি গুপ্ত
সংগঠন।
১৩। খারেজি কারা?
উত্তর : খারেজি হলো ইসলামের একটি ধর্মীয় রাজনৈতিক সম্প্রদায়।
১৪। জালালউদ্দিন রুমী কে ছিলেন?
উত্তর : মাওলানা জালালউদ্দিন রুমি একজন সুফি দার্শনিক ছিলেন।
১৫। কারমাতিয়ান কারা ?
উত্তর : কারমাতিয়ান হলো একটি মুসলিম ধর্মতাত্ত্বিক সম্প্রদায়।
১৬। সুফিবাদের জনক কে ছিলেন?
উত্তর : ইমাম হাসান আল বসরী (রহ.)।
১৭। আশারিয়া মতবাদের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : আবুল হাসান আল-আশারি।
১৮। ইজতিহাদ অর্থ কী? (
উত্তর : ব্যক্তির নিজ সত্তাকে কাজে লাগানো অর্থাৎ কোনো বিশেষ
পরিস্থিতিতে কুরআন ও হাদিসের শিক্ষার যথার্থ প্রয়োগ আবিষ্কার করা।
১৯।আরবদের দার্শনিক বলা হয় কাকে?
উত্তর : আল-কিন্দিকে 'আরবদের দার্শনিক' বলা হয়।
২০। কোন দার্শনিক রাষ্ট্রকে মানবদেহের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর : এরিস্টটল।
২১। দর্শন সংক্রান্ত ইবনে সিনা রচিত একটি গ্রন্থের নাম উল্লেখ
কর।
উত্তর : কিতাবুশ শিফা।
২২। ইবনে রুশদের জন্মস্থান কোথায়?
উত্তর : ইবনে রুশদ স্পেনের কর্ডোভা নগরে জন্মগ্রহণ করেন।
২৩। ভারতীয় উপমহাদেশে চিশতি তরিকার প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ভারতীয় উপমহাদেশে চিশতি তরিকার প্রতিষ্ঠাতা হলেন
২৪।খাজা মঈন উদ্দিন চিশতি।
২৫।হাসান আল বসরীর মতে জ্ঞানী ব্যক্তির অলঙ্কার
উত্তর : চুপ থাকা।
২৬। মাওলানা জালালউদ্দিন রুমি রচিত শ্রেষ্ঠ গ্রন্থের নাম কী?
উত্তর: মসনবি ।
২৭।"The Reconstruction of Religious Thought in
Islam" গ্রন্থের লেখক কে?
উত্তর : আল্লামা ইকবাল।
২৮। শিয়ারা কোন খলিফাকে বৈধ বলে স্বীকৃতি দেয়?
উত্তর : শিয়ারা হযরত আলী (রা)-কে বৈধ খলিফা স্বীকৃতি দেয়।
২৯। মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ওয়াসিল বিন আতা
।
৩০। ইখওয়ানুস সাফা প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ইরাকের বসরায়।
৩১। মুসলিম দর্শনের উৎস কয়টি?
উত্তর : ২টি।
৩২। অদৃষ্ট কি?
উত্তর : অদৃষ্ট হলো মানবের জন্য মহান আল্লাহ নির্ধারিত অপরিবর্তনীয়
অবস্থা।
৩৩। কাকে 'আল মুয়াল্লিম আল-সানি' বলা হয়?
উত্তর : আল ফারাবিকে।
৩৪। ইবন সিনার বিখ্যাত চিকিৎসা গ্রন্থের নাম লিখ।
উত্তর : কানুন ফিত তিব্ব।
৩৫।ল্যাটিন ভাষায় ইবন রুশদ কি নামে পরিচিত? উত্তর : আভেররোজ।
৩৬। নিজামিয়া মাদ্রাসা কোথায় অবস্থিত?
উত্তর : নিশাপুরে অবস্থিত।
৩৭। খারেজী শব্দের অর্থ কি?
উত্তর : 'খারিজি শব্দের অর্থ
হলো দলত্যাগ।
৩৮।শিয়াদের দ্বাদশতম ইমাম কে?
উত্তর : ইমাম মুহাম্মদ ইবনে হাসান আল মাহদী।
৩৯। মুতাজিলা মতবাদের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ওয়াসিল বিন আতা।
৪০।মুরজিয়া শব্দের অর্থ কী?
উত্তর : মুরজিয়া শব্দের অর্থ হলো- বিলম্বিত করা, অবকাশ দেওয়া।
৪১। আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : আবুল হাসান আল-আশারি।
৪২।পর্বতের বৃদ্ধ লোক কাকে বলে?
উত্তর : হাসান বিন সাবাহকে ।
৪৩।দর্শনের আরবি প্রতিশব্দ কী?
উত্তর : ফালসাফা।
৪৫। দর্শনে প্রথম শিক্ষক কে ছিলেন?
উত্তর : এরিস্টটল
৪৬। 'সুন্নী' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: 'সুন্নি' শব্দটি 'সুন্নাহ' শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে।
৪৭। খারেজী কারা?
উত্তর : খারেজি হলো ইসলামের একটি ধর্মীয় রাজনৈতিক সম্প্রদায়।
৪৮। শিয়ারা কাকে বৈধ খলিফা বলে মনে করে?
উত্তর : শিয়ারা হযরত
আলী (রা)-কে বৈধ খলিফা মনে করে।
৪৯। মুরজিয়া শব্দের অর্থ কী?
উত্তর : মুরজিয়া শব্দের
অর্থ হলো- বিলম্বিত করা, অবকাশ দেওয়া।
৫০।আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : আবুল হাসান
আল-আশারি।
৫১। দর্শনের আরবি প্রতিশব্দ কী?
উত্তর : ফালসাফা।
৫২। প্রথম মুসলিম দার্শনিক কে?
উত্তর : আল-কিন্দি।
৫৩। কানুন ফিত-তিব্ব কে রচনা করেন?
উত্তর : ইবনে সিনা
৫৪। ইজমা কী?
উত্তর : ইজমা হচ্ছে কোনো বিষয়ে মতৈক্য উপনীত হওয়া।
৫৬। ইবনে সিনা কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : উজবেকিস্তানের আফসানা নামক গ্রামে।
৫৭। নিজামিয়া মাদ্রাসা কোথায় অবস্থিত?
উত্তর : নিশাপুরে অবস্থিত।
৫৮। ইবনে তোফায়েলের একটি গ্রন্থের নাম লিখ ।
উত্তর : হাই ইবনে ইয়াকজান ।
৫৯। শিয়ারা কাকে বৈধ খলিফা মনে করে?
উত্তর : শিয়ারা হযরত আলী (রা)-কে বৈধ খলিফা মনে করে।
৬০। মুতাজিলা কারা?
উত্তর : মুতাজিলা সম্প্রদায় হলো- ইসলামের একটি ধর্মতাত্ত্বিক।
সম্প্রদায়।
৬১। কারমাতিয়ান কারা?
উত্তর : কারমিয়ান হলো একটি মুসলিম ধর্মতাত্ত্বিক সম্প্রদায়।
৬২। দর্শনে প্রথম শিক্ষক কে ছিলেন?
উত্তর : এরিস্টটল।
৬৩। আল ফারাবী কার দর্শন দ্বারা বেশি প্রভাবিত হন?
উত্তর : এরিস্টটলের
৬৪। আল রাজীর 'চিকিৎসা বিষয়ক বিশ্বকোষের নাম কী?
উত্তর: আল রাজীর চিকিৎসা বিষয়ক বিশ্বকোষের নাম আল হাবী
৬৫। ইবনে বাজা'র মতে সত্ত্বা কত প্রকার?
উত্তর : ইবনে বাজার মতে সত্তা তিন প্রকার ।
৬৭। সুফিবাদের সর্বশেষ ধাপ কোনটি?
উত্তর: সুফিবালের সর্বশেষ ধাপ- হাকিকত।
৬৮। “তাহাফাতুল ফালাসাফা” গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘তাহাফুতুল ফালাসিফা' গ্রন্থের লেখক ইমাম গাজ্জালি (র)।
৬৯। কোন গ্রন্থকে “দ্বিতীয় কোরআন” বলা হয়?
উত্তর : ইয়াহিয়া উলুম আল দ্বীন।
৭০।সুফিবাদের জনক কে ছিলেন।
উত্তর : ইমাম হাসান আল বসরী (রহ.)।
৭১। কোন গ্রন্থকে "দ্বিতীয় কোরআন" বলা হয়।
উত্তর : ইয়াহিয়া
উলুম আল দ্বীন।
৭২। শিয়ারা কাকে বৈধ খলিফা মনে করে?
উত্তর : শিয়ারা হযরত
আলী (রা)-কে বৈধ খলিফা মনে করে।
৭৩। জালাল উদ্দিন রুমি কে ছিলেন?
উত্তর : জালালউদ্দিন রুমি একজন সুফি দার্শনিক ছিলেন।
৭৪। আরবদের দার্শনিক কাকে বলা হয়?
উত্তর : আল-কিন্দিকে 'আরবদের দার্শনিক' বলা হয়।
৭৫। ইখওয়ান আল-সাফা কী?
উত্তর : ইখওয়ান আল-সাফা হলো হলো মুসলিম দার্শনিকদের একটি গুপ্ত
সংগঠন।
৭৬। সুফিবাদের সর্বশেষ ধাপ কোনটি?
উত্তর : সুফিবাদের সর্বশেষ ধাপ- হাকিকত।
৭৭। জবর বলতে কী বুঝ?
উত্তর : তাকদির বা নিয়তিকে বুঝায় ।
৭৮। ইমামত কী?
উত্তর : ইসলামী রাষ্ট্রের নেতৃত্বদানের প্রক্রিয়াকে ইমামত বলে
।
৭৯। "On The Five Essences" গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘On The Five
Essences' গ্রন্থের রচয়িতা হলেন- আল কিন্দি
।
৮০। জগৎ কী?
উত্তর : জগৎ মহান আল্লাহর এক অনুপম শিল্পকর্ম।
৮১।যুক্তিবিদ্যার জনক কে?
উত্তর : যুক্তিবিদ্যার
জনক এরিস্টটল।
৮২। ফানা শব্দটির অর্থ কী?
উত্তর : ফানা শব্দটির অর্থ হলো- আত্মবিনাশ ।
৮৩।আত্মা কী?
উত্তর : আত্মা স্বর্গীয় জগতের সর্বশেষ স্বতন্ত্র বুদ্ধির অন্তর্নিহিত
শক্তি ।
৮৪।জালাল উদ্দীন রুমী কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : জালাল উদ্দিন রুমি খোরাসানের অন্তর্গত বলখ নগরে জন্মগ্রহণ
করেন।
৮৫। দ্বিতীয় শিক্ষক কে ছিলেন?
উত্তর : আল ফারাবী।
৮৬। আরবদের দার্শনিক কাকে বলা হয়?
উত্তর : আল-কিন্দিকে।
৮৭।ইসলামে সুফিবাদ কি?
উত্তর : পার্থিব সমস্ত চিন্তা-ভাবনাকে দূরে রেখে একমাত্র আল্লাহর
নৈকট্য লাভের আশায় সর্বদা চিন্তা-ধ্যানে মশগুল থাকাই ইসলামে সুফিবাদ হিসেবে পরিচিত।
৮৮। মাওলানা জালাল উদ্দিন রুমি কে ছিলেন?
উত্তর : মাওলানা জালাল উদ্দিন রুমি একজন সুফি দার্শনিক ছিলেন।
৮৯। ইমামত কি?
উত্তর : ইসলামী রাষ্ট্রের নেতৃত্বদানের প্রক্রিয়াকে ইমামত বলে
৷
৯০। জবর বলতে কি বুঝ?
উত্তর : জবর বলতে অদৃষ্টবাদ, তাকদির, বাধ্যবাধকতা বা নিয়তিকে বুঝায় ।
৯১। মুরজিয়া শব্দের অর্থ কি?
উত্তর : মুরজিয়া শব্দের অর্থ হলো- বিলম্বিত করা, অবকাশ দেওয়া।
৯২। ইসলামে মুক্ত চিন্তা বলতে কি বুঝায়?
উত্তর : ইসলামে মুক্তচিন্তা বলতে এমন এক চিন্তাকে বুঝায় যা
কোরআন হাদীসের বাহিরে না হয়ে বরং এর আলোকেই যেকোনো বিষয়ের বিস্তারিত ও সঠিক আলোচনা
।
৯৩। ইসলামে যুক্তিবাদ কি?
উত্তর: যে বিদ্যা মানুষের চিন্তাকে ইন্দ্রিয়গ্রাহ্য স্তর থেকে
বিশুদ্ধ স্তরে উন্নীত করে তাই ইসলামি যুক্তিবাদ।
৯৪।ইখওয়ান আল-সাফা কি?
উত্তর : ইখওয়ান আল-সাফা হলো মুসলিম দার্শনিকদের একটি গুপ্ত
সংগঠন।
খ বিভাগ
১ । আল ফারাবীকে "দ্বিতীয় শিক্ষক"
বলা হয় কেন?
২। আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ইবনে
মিসকাওয়াহর অভিমত উল্লেখ কর।
৩। 'ফানা' ও 'বাকা' সম্পর্কীয় সুফি মতবাদ
পর্যালোচনা কর
৪। সুফিবাদে হাসান আল বসরীর অবদান
আলোচনা কর।
৫। আশারিয়া সম্প্রদায় কারা?
৬। খারিজি ও সুন্নী মুসলমানদের মধ্যে
মতবাদের পার্থক্যগুলো উল্লেখ কর।
৭। ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে জাবারিয়া
ও কাদারিয়া সম্প্রদায়ের মতবাদ মূল্যায়ন কর।
৮। ওয়াসিল বিন আতার পরিচয় দাও।
৯। মুসলিম দর্শন বলতে
কী বুঝ?
১০ । মুরজিয়াদের পরিচয় দাও।
১১। সুফিবাদ কী?
১২। দার্শনিক হিসেবে ইবনে বাজার পরিচয়
দাও।
১৩। ফালাসিফাদের পরিচয় দাও।
১৪। আত্মা সম্বন্ধে ধারণা দাও।
১৫। গুপ্তঘাতক সম্পদায় সম্বন্ধে টীকা
লিখ।
গ বিভাগ
১। মুসলিম দর্শনে আল
কিন্দির অবদান মূল্যায়ন কর।
২। "হাই ইবনে ইয়াকজান" গ্রন্থ
অবলম্বনে ইবনে তোফাইলের দার্শনিক মতবাদ ব্যাখ্যা কর।
৩। সুফি তরিকা কী? প্রধান প্রধান সুফি তরিকার পরিচয় দাও।
৪। মুসলিম দর্শনে ইমাম আল গাজ্জালীর
অবদান মূল্যমান কর। তাঁকে "হুজ্জাতুল ইসলাম" বলা হয় কেন?
৫। মাওলানা জালাল উদ্দিন রুমির পরিচয়
দাও। মুসলিম দর্শন ও সাহিত্যে তাঁর অবদান আলোচনা কর।
৬। মুসলিম দর্শনে বিভিন্ন সম্প্রদায়ের
উদ্ভবের কারণ পর্যালোচনা কর।
৭। খারিজি কারা? তাঁদের ধর্মীয় ও রাজনৈতিক মতবাদসমূহ বিশ্লেষণ কর।
৮। শিয়া কারা? ইসনা আসারিয়া সম্প্রদায়ের পরিচয় দাও ও তাঁদের মৌলিক মতবাদগুলো
বর্ণনা কর।
৯। মুসলিম দর্শনে ইবনে সিনার কৃতিত্ব
মূল্যায়ন কর।
১০। আশারিয়া চিন্তাবিদদের প্রধান মতবাদসমূহ
আলোচনা কর।
১১। স্রষ্টা ও আত্মা সম্পর্কে আল রাজীর মতবাদ আলোচনা কর ।
১২। মুসলিম দর্শনে আলামা ইকবালের অবদান
মূল্যায়ন কর।
১৩। শিয়া সম্প্রদায়ের উৎপত্তি ও তাদের মতবাদসমূহ আলোচনা কর।