আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) _( ২৩১৬০৭)_ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ_জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ|


 

জাতীয় বিশ্ববিদ্যালয় বিএ (অনার্স) তৃতীয় বর্ষ

ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ

আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে)

বিষয় কোড: ২৩১৬০৭

অনুষ্ঠিত-/০৫/২০২৪

-বিভাগ

  1. টেইলি কী?
    উত্তর: টেইলি হলো ভূমিকর, যা কৃষকরা রাজাকে দিত।
  2. রোবসপিয়র কে ছিলেন?
    উত্তর: রোবসপিয়র ছিলেন ফরাসি আইনজীবী ও রাজনীতিবিদ।
  3. ওয়াটারলু যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
    উত্তর: ওয়াটারলু যুদ্ধ ১৮১৫ সালে সংঘটিত হয়।
  4. 'রাইন প্রজাতন্ত্র' কী?
    উত্তর: 'রাইন প্রজাতন্ত্র' হলো জার্মানির ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের একত্রিত সংঘ।
  5. বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
    উত্তর: বার্লিন চুক্তি ১৮৭৮ সালের ১৬ জুন স্বাক্ষরিত হয়।
  6. কোন সময়কালকে বিসমার্কের যুগ বলা হয়?
    উত্তর: ১৮৭১-৯০ সাল পর্যন্ত সময়কালকে বিসমার্কের যুগ বলা হয়।
  7. ফিলকে হেটারিয়া কী?
    উত্তর: ফিলকে হেটারিয়া হলো গ্রিসের একটি গুপ্ত সমিতি।
  8. কাকে রাশিয়ার 'উদারনৈতিক জার' বলা হয়?
    উত্তর: আলেকজান্ডারকে রাশিয়ার উদারনৈতিক জার' বলা হয়।
  9. আলোকবর্তিকা হাতে মহিলা কে ছিলেন?
    উত্তর: আলোকবর্তিকা হাতে মহিলা ছিলেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল।
  10. চেম্বারলেন কে ছিলেন?
    উত্তর: চেম্বারলেন ছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী।
  11. রাশিয়ার 'বলশেভিক পার্টি' কখন গঠিত হয়?
    উত্তর: ১৯০৩ সালে।
  12. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়?
    উত্তর: ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর।
  13. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
    উত্তর: ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
  14. 'The Spirit of Laws' গ্রন্থের লেখক কে?
    উত্তর: 'The Spirit of Laws' গ্রন্থের লেখক ফরাসি দার্শনিক মন্টে।
  15. ট্রাফালগারের যুদ্ধ কখন সংঘটিত হয়?
    উত্তর: ট্রাফালগারের যুদ্ধ ১৮০৫ সালে সংঘটিত হয়।
  16. 'নেপোলিয়ন কোড' কী?
    উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট ১৮০০ সালে আইনব্যবস্থার আমূল পরিবর্তন এবং সংস্কার সাধনকল্পে একটি আইন কমিশন নিয়োগ করেন, যাকে 'নেপোলিয়ন কোড' বলা হয়
  17. কোন সময়কালকে 'মেটারনিক যুগ' বলা হয়?
    উত্তর: অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিকের ১৮১৫-'৪৮ সাল পর্যন্ত ইউরোপীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করার সময়কালকে 'মেটারনিক যুগ' বলে।
  18. জোলভেরেইন কী?
    উত্তর: জোলভেরেইন হলো জার্মানিতে গঠিত একটি শুল্ক সংস্থা।
  19. জুলাই বিপ্লব কখন সংঘটিত হয়?
    উত্তর: জুলাই বিপ্লব ১৮৩০ সালে সংঘটিত হয়।
  20. মুসোলিনি-কে ছিলেন?
    উত্তর: মুসোলিনি ছিলেন ইতালির ফ্যাসিস্ট দলের নেতা।
  21. ভিয়েনা চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
    উত্তর: ভিয়েনা চুক্তি ১৮১৫ সালে স্বাক্ষরিত হয়।
  22. 'ইউরোপের রুগ্ন ব্যক্তি' কাকে বলা হয়?
    উত্তর: 'ইউরোপের রুগ্ন ব্যক্তি' বলা হয় তুরস্ককে।
  23. কাইজার কী?
    উত্তর: কাইজার হলো জার্মান সম্রাটের উপাধি।
  24. 'Veto' শব্দের অর্থ কী?
    উত্তর: 'Veto' শব্দের অর্থ আমি মানি না।
  25. ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী ছিল?
    উত্তর: ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
  26. মাদাম রোলা কে ছিলেন?
    উত্তর: মাদাম রোলা ছিলেন জিরোন্ডিস্ট দলের নেতা।
  27. 'টেইলি' কী?
    উত্তর: 'টেইলি' হলো ভূমিকর, যা কৃষকরা রাজাকে দিত।
  28. ফিলকে হেটারিয়া কী?
    উত্তর: ফিলকে হেটারিয়া হলো গ্রিসের একটি গুপ্ত সমিতি।
  29. 'রাইন প্রজাতন্ত্র' কী?
    উত্তর: 'রাইন প্রজাতন্ত্র' হলো জার্মানির ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের একত্রিত সংঘ।
  30. বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
    উত্তর: বার্লিন চুক্তি ১৮৭৮ খ্রিস্টাব্দের ১৬ জুন স্বাক্ষরিত হয়।
  31. রাশিয়ার উদারনৈতিক জার কে ছিলেন?
    উত্তর: রাশিয়ার উদারনৈতিক জার ছিলেন প্রথম আলেকজান্ডার।
  32. কোন সময়কালকে বিসমার্কের যুগ বলা হয়?
    উত্তর: ১৮৭১-'৯০ সাল পর্যন্ত সময়কালকে বিসমার্কের যুগ বলা হয়।
  33. ওয়াটারলু যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
    উত্তর: ওয়াটারলু যুদ্ধ ১৮১৫ সালে সংঘটিত হয়।
  34. এডলফ হিটলারের দলের নাম কী ছিল?
    উত্তর: এডলফ হিটলারের দলের নাম ছিল নাৎসি।
  35. গিলোটিন কী?
    উত্তর: ফ্রান্সে গিলোটিন নামে এক ব্যক্তি পাইকারি হারে মানুষের শিরশ্ছেদের জন্য একটি যন্ত্র উদ্ভাবন করেন, যার নামানুসারে যন্ত্রটি গিলোটিন হিসেবে পরিচিতি লাভ করে।
  36. Blood and Iron Policy প্রবর্তন করেন কে?
    উত্তর: Blood and Iron Policy প্রবর্তন করেন অটো ভন বিসমার্ক।
  37. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
    উত্তর: ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
  38. 'The Spirit of Laws' গ্রন্থের লেখক কে?
    উত্তর: 'The Spirit of Laws' গ্রন্থের লেখক ফরাসি দার্শনিক মন্টেছু।
  39. আলোকবর্তিকা হাতে মহিলা কে ছিলেন?
    উত্তর: আলোকবর্তিকা হাতে মহিলা ছিলেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল।
  40. ট্রাফালগারের যুদ্ধ কখন সংঘটিত হয়?
    উত্তর: ট্রাফালগারের যুদ্ধ ১৮০৫ সালে সংঘটিত হয়।
  41. ফেব্রুয়ারি বিপ্লব কখন সংঘটিত হয়?
    উত্তর: ফেব্রুয়ারি বিপ্লব ১৮৪৮ সালে সংঘটিত হয়।
  42. 'নেপোলিয়ন কোড' কী?
    উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট ১৮০০ সালে আইনব্যবস্থার আমূল পরিবর্তন এবং সংস্কার সাধনকল্পে একটি আইন কমিশন নিয়োগ করেন, যাকে 'নেপোলিয়ন কোড' বলা হয়।
  43. রাশিয়ার বলশেভিক পার্টি কখন গঠিত হয়?
    উত্তর: রাশিয়ার বলশেভিক পার্টি ১৯০৩ সালে গঠিত হয়।
  44. 'ভেটো' শব্দের অর্থ কী?
    উত্তর: 'ভেটো' শব্দের অর্থ আমি মানি না।
  45. কোন সময়কালকে মেটারনিক যুগ বলা হয়?
    উত্তর: অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিকের ১৮১৫-'৪৮ সাল পর্যন্ত ইউরোপীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করার সময়কালকে 'মেটারনিক যুগ' বলে।
  46. কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়?
    উত্তর: Seizures of Peter Alexeevich বা Peter The Great কে আধুনিক রাশিয়ার জনক বলা হয়।
  47. ইয়ং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
    উত্তর: যোসেফ ম্যাজিনি।
  48. পবিত্র চুক্তি কী?
    উত্তর: ইউরোপীয় সংঘকে কার্যকরি করার জন্য রাশিয়া, অস্ট্রিয়া ও প্রুশিয়ার মধ্যে ১৮১৫ সালের ২৬ সেপ্টেম্বর যে চুক্তি স্বাক্ষরিত হয় তাই পবিত্র চুক্তি।
  49. ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়?
    উত্তর: ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
  50. 'Social Contract' গ্রন্থের লেখক কে ছিলেন?
    উত্তর: 'Social Contract' গ্রন্থের লেখক ছিলেন জ্যা জ্যাক রুশো।
  51. ফিলকে হেটারিয়া কী?
    উত্তর: ফিলকে হেটারিয়া হলো গ্রিসের একটি গুপ্ত সমিতি।
  52. ওয়াটারলু যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
    উত্তর: ওয়াটারলু যুদ্ধ ১৮১৫ সালের ১৮ জুন সংঘটিত হয়।
  53. জোলভারিন কী?
    উত্তর: জোলভারিন হলো জার্মানিতে গঠিত একটি শুল্ক সংস্থা।
  54. কাকে রাশিয়ার উদারনৈতিক জার বলা হয়?
    উত্তর: প্রথম আলেকজান্ডারকে রাশিয়ার উদারনৈতিক জার বলা হয়।
  55. বিসমার্ক কখন জন্মগ্রহণ করেন?
    উত্তর: বিসমার্ক ১৮১৫ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করেন।
  56. ভিয়েনা চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
    উত্তর: ভিয়েনা চুক্তি ১৮১৫ সালে স্বাক্ষরিত হয়।
  57. মুসোলিনি কে ছিলেন?
    উত্তর: মুসোলিনি ছিলেন ইতালির ফ্যাসিবাদী একনায়ক।
  58. গিলোটিন কী?
    উত্তর: ফ্রান্সে গিলোটিন নামে এক ব্যক্তি পাইকারি হারে মানুষের শিরশ্ছেদের জন্য একটি যন্ত্র উদ্ভাবন করেন, যার নামানুসারে যন্ত্রটি গিলোটিন হিসেবে পরিচিতি লাভ করে।
  59. হিটলার কে ছিলেন?
    উত্তর: হিটলার ছিলেন জার্মানির একনায়ক স্বৈরশাসক।
  60. ইউরোপের রুগ্নব্যক্তি কাকে বলা হয়?
    উত্তর: ইউরোপের রুগ্নব্যক্তি তুরস্ককে বলা হয়।
  61. মেটারনিক কে ছিলেন?
    উত্তর: মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী।
  62. রোবসপিয়ের কে ছিলেন?
    উত্তর: রোবসপিয়র ছিলেন ফরাসি আইনজীবী ও রাজনীতিবিদ।
  63. 'রাইন প্রজাতন্ত্র' কী?
    উত্তর: জার্মানির ৩৯টি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাষ্ট্রসংঘ হলো কনফেডারেশন অব দি রাইন।
  64. বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
    উত্তর: ১৮৭৮ সালের ১৩ জুলাই।
  65. 'বিসমার্কের যুগ' কোনটি?
    উত্তর: ১৮৭১ থেকে ১৮৯০ পর্যন্ত সময়কালকে 'বিসমর্কের যুগ' বলা হয়।
  66. 'আলোকবর্তিকা হাতে মহিলা' কে ছিলেন?
    উত্তর: 'আলোকবর্তিকা হাতে মহিলা' ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
  67. 'প্রথম বলকান যুদ্ধ' কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
    উত্তর: প্রথম বলকান যুদ্ধ ১৯১২ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
  68. চেম্বারলেন কে ছিলেন?
    উত্তর: চেম্বারলেন ছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী।
  69. রাশিয়ার 'বলশেভিক পার্টি' কখন গঠিত হয়?
    উত্তর: ১৯০৩ সালে।
  70. প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়?
    উত্তর: প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালে সংঘটিত হয়।
  71. 'Mein Kampf' গ্রন্থটি কে রচনা করেন?
    উত্তর: 'Mein Kamp' গ্রন্থটি হিটলার রচনা করেন।
  72. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়?
    উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৩৯ সালে শুরু হয়।
  73. ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী ছিল?
    উত্তর: ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধ।
  74. 'Social Contract' গ্রন্থের লেখক কে?
    উত্তর: 'Social Contract' গ্রন্থের লেখক জ্যাঁ জ্যাক রুশো।
  75. ট্রাফালগারের যুদ্ধ কখন সংঘটিত হয়?
    উত্তর: ট্রাফালগারের যুদ্ধ ১৮০৫ সালে সংঘটিত হয়।
  76. ন্যায্য-অধিকার নীতির উদ্ভাবক কে?
    উত্তর: ন্যায্য-অধিকার নীতির উদ্ভাবক মেটারনিক।
  77. জোলভারিন বলতে কী বুঝ?
    উত্তর: জার্মানিতে একটি শুল্ক সংস্থা।
  78. কাকে রাশিয়ার 'উদারনৈতিক জার' বলা হয়?
    উত্তর: প্রথম আলেকজান্ডারকে রাশিয়ার 'উদারনৈতিক জার' বলা হয়।
  79. ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
    উত্তর: ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা যোসেফ ম্যাজিনি।
  80. গিলোটিন কী?
    উত্তর: পাইকারি হারে মানুষের শিরশ্ছেদের একটি যন্ত্র।
  81. 'Blood and Iron Policy' কে প্রবর্তন করেন?
    উত্তর: Blood and Iron Policy অটোভন বিসমার্ক প্রবর্তন করেন।
  82. প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তিভুক্ত একটি দেশের নাম লেখ।
    উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তিভুক্ত একটি দেশের নাম তুরস্ক।
  83. বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
    উত্তর: বার্লিন চুক্তি ১৮৭৮ সালে স্বাক্ষরিত হয়।
  84. ১৯১৭ খ্রিস্টাব্দ কেন বিখ্যাত?
    উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দ রাশিয়ার বিপ্লবের জন্য বিখ্যাত ।

খ বিভাগ

. ফরাসি বিপ্লবের প্রাক্কালে ইউরোপের সামাজিক অবস্থা বর্ণনা কর

. স্টেটস জেনারেল সম্পর্কে টীকা লেখ।

. ভিয়েনা সম্মেলনের 'ন্যায্য অধিকার নীতি' বলতে কী বুঝ?

. তৃতীয় নেপোলিয়নের পতনের কারণ কী ছিল?

.  বার্লিন চুক্তি সম্পর্কে একটি টীকা লেখ।

. ১৯০৫ খ্রিস্টাব্দের 'রক্তাক্ত রবিবারের' ঘটনার বিবরণ দাও।

. জার্মানি একত্রীকরণের সংক্ষিপ্ত ইতিহাস লেখ।

. 'লীগ অব নেশন্স' এর ব্যর্থতার কারণগুলো লেখ

. প্রাচ্য সমস্যা বলতে কী বুঝ?

১০ . সংক্ষেপে ক্রিমিয়ার যুদ্ধের তাৎপর্য আলোচনা কর

১১. প্রথম বলকান যুদ্ধকে প্রথম বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়' কেন?

১২. মহাদেশীয় ব্যবস্থা' বলতে কী বুঝ?

১৩. ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদানের ওপর একটি সংক্ষিপ্ত টীকা সংযোজন কর।

 

গ বিভাগ

. ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর।

. নেপোলিয়নের মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বুঝ? নেপোলিয়নের ২ পতনের জন্য এ ব্যবস্থা কতটুকু দায়ী?

. 'ইউরোপীয় কনসার্ট' বলতে কী বুঝ? এর কার্যাবলি ফলাফল আলোচনা কর

.১৮১৫ সালে ভিয়েনা সম্মেলনে অনুসৃত নীতি পর্যালোচনা কর।

. ফ্রান্সে ১৮৩০ সালের জুলাই বিপ্লবের কারণ ও তাৎপর্য পরীক্ষা কর।

. ফ্রান্সে ১৮৪৮ সালে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও তাৎপর্য আলোচনা কর।

. ইতালিতে 'ফ্যাসিবাদের' উত্থানের ইতিহাস বর্ণনা

. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলো পরীক্ষা কর

. ইতালি একত্রীকরণে কাউন্ট ক্যাভুর যোসেফ গ্যারিবন্ডির অবদান পর্যালোচনা কর

১০. ১৯৩৩ থেকে ১৯৩৯ পর্যন্ত এডলফ হিটলার এর বৈদিশিক নীতি আলোচনা করো

 

 

 

 

Post a Comment

Previous Post Next Post