জাতীয় বিশ্ববিদ্যালয়/বিএ (অনার্স)
তৃতীয় বর্ষ,
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
বিষয় : বিশ্ব সভ্যতার ইতিহাস
বিষয় কোড : ২৩১৬১৩
পরীক্ষা–২০২২ (অনুষ্ঠিত- ১৪/০৫/২০২৪)
ক বিভাগ
1. সংস্কৃতি কী?
উত্তর: মানুষের ধ্যানধারণা, মূল্যবোধ ও পার্থিব উপকরণের সামগ্রিক রূপই হলো সংস্কৃতি।
2. মিসরীয় রাজবংশের
প্রথম প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
উত্তর: মেনেস।
3. ক্যালডীয়দের
সবচেয়ে প্রসিদ্ধ রাজা কে ছিলেন?
উত্তর: নেবুচাঁদনেজার।
4. মেসোপটেমিয়ার
বর্তমান নাম কী?
উত্তর: ইরাক।
5. বৌদ্ধধর্মের
প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গৌতম বুদ্ধ।
6. পারসিয়ানদের
ধর্মের নাম কী ছিল?
উত্তর: জরথুস্ত্রবাদ।
7. পৃথিবীতে সর্বপ্রথম
কোথায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর: প্রাচীন গ্রিসে।
8. হোমারিক যুগ কী?
উত্তর: গ্রিক কবি হোমারের সময়কালকে।
9. হেরোডোটাস কে ছিলেন?
উত্তর: গ্রিসের বিখ্যাত ঐতিহাসিক ও দার্শনিক।
10. কোন নদীর তীরে
রোমান সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর: ইতালির টাইবার নদীর তীরে।
11. ক্রসেড আহ্বান করেন
কে?
উত্তর: পোপ দ্বিতীয় আরবান।
12. নদীভিত্তিক তিনটি
সভ্যতার নাম লেখ।
উত্তর: রোমান সভ্যতা, মিসরীয় সভ্যতা ও সিন্ধু সভ্যতা।
13. Civitas শব্দের অর্থ কী?
উত্তর: নগর বা নাগরিক।
14. প্রতিকূলতা ও
মোকাবিলা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: আরনল্ড যোসেফ টয়েনবি।
15. প্রাচীন মিসরীয়
শাসকদের কী বলা হতো?
উত্তর: ফারাও বলা হতো।
16. History of Rome কে রচনা করেন?
উত্তর: লিভি রচনা করেন।
17. হাম্মুরাবি কে
ছিলেন?
উত্তর: ব্যাবিলনের সর্বশ্রেষ্ঠ রাজা। তিনি ছিলেন একাধারে
দুর্ধর্ষ যোদ্ধা, সংগঠক, প্রশাসক ও আইন সংকলক ।
18. সিন্ধু সভ্যতা
আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর: ১৯২১ সালে।
19. কুবলাই খান কে
ছিলেন?
উত্তর: মঙ্গু খানের ভাই।
20. জাপানের অভিজাত
পরিবারের নাম কী ছিল?
উত্তর: মিনামাতো।
21. খ্রিস্টানদের
ধর্মীয় প্রধানদের উপাধি কী?
উত্তর: পোপ।
22. সামন্ততন্ত্রের
উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: ল্যাটিন শব্দ Feudum থেকে।
23. আল আকসা মসজিদ
কোথায় অবস্থিত?
উত্তর: জেরুজালেমে অবস্থিত।
24. পিরামিড কী?
উত্তর: প্রাচীনকালের মিসরীয়দের এক আশ্চর্য কীর্তি।
25. মেসোপটেমিয়া
শব্দের অর্থ কী?
উত্তর: দুই নদীর মধ্যবর্তী স্থান।
26. ব্যাবিলনের শূন্য
উদ্যান কে নির্মাণ করেন?
উত্তর: ক্যালডীয় রাজা নেবুচাদনেজার।
27. হাম্মুরাবি আইনের
মোট ধারা কয়টি?
উত্তর: ২৮২টি।
28. ডুঙ্গি কে ছিলেন?
উত্তর: আক্কাদীয় ও নব্য সুমেরীয় রাজা।
29. স্ফিংস কী?
উত্তর: প্রাচীন রাজবংশের যুগে পিরামিডের সামান্য দূরে
ইসম্পূর্ণ একটা পাহাড় কেটে তৈরি হয়েছিল একটি ভাস্কর।
30. কোন নদীকে 'চীনের দুঃখ' বলা হয়?
উত্তর: হোয়াংহো
নদীকে।
31. জাপানিদের প্রথম
রাজধানীর নাম কী ছিল?
উত্তর: জাপানিদের প্রথম রাজধানীর নাম ছিল নারা।
32. রোমানজ. ক্রসেড
অর্থ কী?
উত্তর: ক্রসেড অর্থ ধর্মযুদ্ধ ।
33. মধ্যযুগে পৃথিবীতে
সর্বপ্রথম কোথায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর: পৃথিবীতে সর্বপ্রথম গ্রিসে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
34. হেরোডোটাস কে ছিলেন?
উত্তর: হেরোডোটাস ছিলেন গ্রিসের বিখ্যাত ঐতিহাসিক ও
দার্শনিক।
35. নদীভিত্তিক তিনটি
সভ্যতার নাম লেখ।
উত্তর: নদীভিত্তিক তিনটি সভ্যতার নাম যথাক্রমে রোমান সভ্যতা, মিসরীয় সভ্যতা ও সিন্ধু সভ্যতা।
36. প্রাচীন মিসরীয়দের
বর্ণমালার নাম কী ছিল?
উত্তর: হায়ারোগ্লিফিক।
37. হোমার কে ছিলেন?
উত্তর: হোমার ছিলেন বিখ্যাত গ্রিক কবি।
38. গ্লেবিয়ান কারা?
উত্তর: ক্ষুদ্র কৃষক, কারিগর ও বণিকদের সমন্বয়ে গঠিত প্লেবিয়ান।
39. রোমান আইন সংকলন
করেন কে?
উত্তর: সম্রাট জাস্টিনিয়ান।
40. 'History of Rome' কে রচনা করেন?
উত্তর: ঐতিহাসিক লিভি।
41. হিউয়েন সাং কে
ছিলেন?
উত্তর: হিউয়েন সাং ছিলেন একজন চীনা পরিব্রাজক।
42. জাপানের অভিজাত
পরিবারে নাম কী ছিল?
উত্তর: মিনামাতো।
43. স্পার্টা শব্দের
অর্থ কী?
উত্তর: কর্ষিত বা বোনা জমি।
44. সামন্ততন্ত্রের
উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: ল্যাটিন শব্দ Feudum থেকে।
45. জেরিকো শহর কোথায়
অবস্থিত?
উত্তর: প্যালেস্টাইনে।
46. পিরামিড কী?
উত্তর: প্রাচীনকালে মিসরীয়দের এক আশ্চর্য স্থাপত্যকীর্তি।
47. হাম্মুরাবি আইনের
মোট ধারা কয়টি?
উত্তর: ২৮২টি।
48. প্রাচীন মিসরীয়
শাসকদের কী বলা হতো?
উত্তর: ফারাও।
49. কোন সভ্যতার সময়ে 'গিলগামেস' মহাকাব্য রচিত হয়?
উত্তর: সুমেরীয় সভ্যতার সময়ে।
50. ব্যাবিলনের শূন্য
উদ্যান কে নির্মাণ করেন?
উত্তর: রাজা নেবুচাদ্নেজার।
51. এসেরীয়
সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
উত্তর: প্রথম আসুরকে।
52. ক্যালডীয়দের
সবচেয়ে প্রসিদ্ধ রাজা কে ছিলেন?
উত্তর: নেবুচাদনেজার।
53. জরথুস্ত্রবাদের
পবিত্র ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর: জেন্দাবেস্তা।
54. হোমারের দুটি
বিখ্যাত মহাকাব্যের নাম লেখ।
উত্তর: ইলিয়ড ও ওডেসি।
55. পৃথিবীতে সর্বপ্রথম
কোথায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর: গ্রিসে।
56. জ্যামিতির জনক কাকে
বলা হয়?
উত্তর: ইউক্লিডকে।
57. চীনের মহাপ্রাচীর
নির্মাণের পরিকল্পনা করেছিলেন কে?
উত্তর: সম্রাট শিহুয়াংতি।
58. প্রাচীন বাংলার
সার্বভৌম রাজা কে?
উত্তর: শশাঙ্ক।
59. ইতিহাসের জনক কে?
উত্তর: হেরোডোটাস।
60. ক্লিওপেট্রা কোন
দেশের সম্রাজ্ঞী ছিলেন?
উত্তর: ক্লিওপেট্রা মিসরের সম্রাজ্ঞী ছিলেন।
61. কিউনিফর্ম কী?
উত্তর: সুমেরীয় সভ্যতায় উদ্ভাবিত লিখনপদ্ধতি।
62. রিপাবলিক গ্রন্থটি
কার রচিত?
উত্তর: প্লেটোর রচিত।
63. জুলিয়াস সিজার কে
ছিলেন?
উত্তর: জুলিয়াস সিজার রোমান সম্রাট ছিলেন।
64. হায়ারোগ্লিফিক কী?
উত্তর: প্রাচীন মিসরীয় চিত্রভিত্তিক লিখনপদ্ধতি।
65. ত্রিকোণমিতির জনক
বলা হয় কাকে?
উত্তর: হিপার্কাসকে।
66. মমি কী?
উত্তর: মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা।
67. পারস্যের বর্তমান
নাম কী?
উত্তর: ইরান।
68. জিগুরাত কী?
উত্তর: সুমেরীয় ধর্মমন্দির।
69. গ্লেবিয়ান কারা?
উত্তর: রোমান সভ্যতার ক্ষুদ্র কৃষক, কারিগর, বণিক প্রভৃতি
শ্রেণি।
70. কালিদাস কে ছিলেন?
উত্তর: গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক।
71. প্রাচীন মিশরীয়
শাসকদের কী বলা হত?
উত্তর: ফারাও বলা হতো।
72. 'মেসোপটেমিয়া' শব্দের অর্থ কী?
উত্তর: দুই নদীর মধ্যবর্তী ভূমি বা স্থান।
73. ডুঙ্গি কে ছিলেন?
উত্তর: সুমেরীয় রাজা।
74. 'ব্যাবিলনের শূন্য
উদ্যান'
কে নির্মাণ করেন?
উত্তর: নেবুচাঁদনেজার।
75. ক্যালডিয়দের
সবচেয়ে প্রসিদ্ধ রাজা কে ছিলেন?
উত্তর: নেবুচাদনেজার।
76. হোমার কে ছিলেন?
উত্তর: প্রাচীন গ্রিসের বিখ্যাত কবি।
77. 'রোমান আইন' সংকলন করেন কে?
উত্তর: সম্রাট জাস্টিনিয়ান।
78. প্রাচীন বাংলার
প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন?
উত্তর: রাজা শশাঙ্ক।
79. চীনের 'মহাপ্রাচীর' নির্মাণের পরিকল্পনা করেছিলেন কে?
উত্তর: সম্রাট শিহুয়াংতি।
80. জাপানিদের প্রথম
রাজধানীর নাম কী ছিল?
উত্তর: নারা।
81. 'ক্রসেড' অর্থ কী?
উত্তর: ধর্মযুদ্ধ।
82. 'A Study of History' গ্রন্থটি কার রচিত?
উত্তর: আরনল্ড যোসেফ টয়েনবি।
83. পুরনো প্রস্তর
যুগের প্রধান আবিষ্কার কোনটি?
উত্তর: আগুন।
84. কে মিসরকে 'নীলনদের দান' বলেছেন?
উত্তর: হেরোডোটাস।
85. প্রাচীন মিসরের সর্বশেষ
রাণি কে ছিলেন?
উত্তর: ক্লিওপেট্রা।
86. জিগুরাত কী?
উত্তর: সুমেরীয় ধর্মমন্দির।
87. কোন সভ্যতার সময়ে 'গিলগামেশ' মহাকাব্য রচিত হয়?
উত্তর: সুমেরীয় সভ্যতার সময়ে।
88. এসেরীয়
সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
উত্তর: প্রথম আসুর উবলিত।
89. পৃথিবীতে সর্বপ্রথম
কোথায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর: গ্রিসে।
খ-বিভাগ
1.পুরোপলীয় যুগ বলতে কী বুঝ?
2.মিসরীয়দের লিখন পদ্ধতি সমন্ধে ধারণা দাও।
3.হাম্মুরাবির আইন সংহিতা সম্বন্ধে সম্পর্কে লেখ।
4.কনফুসিয়াস কে ছিলেন?
5.সফিস্ট কারা?
6.'মধ্যযুগ' বলতে কী বুঝ?
7.মোঙ্গলদের পরিচয় দাও।
8.রেনেসাঁ সম্বন্ধে একটি টীকা লিখ।
9.মেসোপটেমিয়ার ভৌগোলিক অবস্থান বর্ণনা কর।
10.গৌড়রাজ্যের পরিচয় দাও।
11.সামন্ততন্ত্র পতনের কারণ ব্যাখ্যা কর।
12.সেমেটিকদের পরিচয় দাও।
13. জরথুস্ত্রবাদ বলতে কী বুঝ?
14. কনফুসিরাম কে ছিলেন?
15.সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ন বলা হয় কেন?
গ-বিভাগ
1.সভ্যতার সংজ্ঞা দাও। নদী তীরবর্তী সভ্যতাগুলোর
বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
2.আক্কাদীয়দের উত্থান ও পতন আলোচনা কর।
3.'উর্বর ক্ষীণচন্দ্রের' দেশ বলতে কী বুঝ? একে সভ্যতার
লীলাভূমি বলা হয় কেন?
4.'সিন্ধু সভ্যতা'র নগর
পরিকল্পনার বিবরণ দাও।
5.রোমান সাম্রাজ্যের পতনের কারণসমূহ বর্ণনা কর।
6.ক্রুসেড কী? সভ্যতার ইতিহাসে এর প্রভাব বিশ্লেষণ কর।
7.মধ্যযুগে ইউরোপে বিশ্ববিদ্যালয়ের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
8.পোপতন্ত্রের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
9.হিব্রু জাতির উৎপত্তি ও ধর্মের বিকাশ ব্যাখ্যা কর।
10.মধ্যযুগ বলতে কী বুঝায়? এর প্রধান বৈশিষ্ট্যসমূহ লেখ।