বিষয়: অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত),বিষয় কোড: ২৩১৬০৩_জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা- ২০২২, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা- ২০২২, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, বিষয়: অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত),বিষয় কোড: ২৩১৬০৩

 

জাতীয় বিশ্ববিদ্যালয় বিএ (অনার্স) তৃতীয় বর্ষ; পরীক্ষা- ২০২২

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
বিষয়: অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত)
বিষয় কোড: ২৩১৬০৩
(অনুষ্ঠিত- ২৮/০৪/২০২৪)


বিভাগ

১. অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: অটোমান।

২. অটোমান তুর্কিদের পূর্বপুরুষ কারা?

উত্তর: অটোমান তুর্কিদের পূর্বপুরুষ এশিয়া ও পারস্যের সেলজুক জাতি।

৩. সুলতান প্রথম বায়েজিদের উপাধি কী?

উত্তর: সুলতান প্রথম বায়েজিদের উপাধি ইলদ্রিম।

৪. কনস্টান্টিনোপল শহর কে নির্মাণ করেন?

উত্তর: কনস্টান্টিনোপল শহর রোমান সম্রাট কনস্টান্টাইন

৫. কিজিলবাস’ কারা?

উত্তর: আঙ্গোরার যুদ্ধে আটককৃত ৭ টি গোত্র কিজিলবাস নামে পরিচিত।

৬. বপ্রদীপবাহী মহিলা কাকে বলা হয়?

উত্তর: প্রদীপবাহী মহিলা ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে বলা হয়।

৭. তিমুর তাস কে ছিলেন?

উত্তর: তিমুর তাস ছিলেন বিখ্যাত অটোমান সেনাপতি।

৮. ‘কিজিলবাস’ কারা?

উত্তর: আঙ্গোরার যুদ্ধে আটককৃত ৭টি গোত্র যারা ইতিহাসে কিজিলবাস নামে পরিচিত।

৯. প্রদীপবাহী মহিলা কাকে বলা হয়?

উত্তর: প্রদীপবাহী মহিলা ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে বলা হয়।

১০. তিমুর তাস কে ছিলেন?

উত্তর: তিমুর তাস ছিলেন বিখ্যাত অটোমান সেনাপতি।

১১. মহামতি সোলায়মান ভিয়েনা অবরোধ করেন?

উত্তর: ১৫২৯ খ্রিস্টাব্দে মহামতি সোলায়মান ভিয়েনা অবরোধ করেন।

১২. ‘হাত্তি শরিফ’ কী?

উত্তর: ১৮৩৯ সালে সুলতান আব্দুল মজিদ শায়খুল ইসলাম ও মুফতিগণ যে ফরমান জারি করেন তুরস্কের ইতিহাসে তা হাত্তি শরিফ নামে পরিচিত।

১৩. লুজান চুক্তি কোথায়, স্বাক্ষরিত হয়?

উত্তর: লুজান চুক্তি লুজানে স্বাক্ষরিত হয়।

১৪. ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় কত সালে?

উত্তর: ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় ১৮৫৪ সালে।

১৫. খিলাফত কত সালে বিলুপ্ত হয়েছিল?

উত্তর: খিলাফত ১৯২৪ সালে বিলুপ্ত হয়েছিল।

১৬. একটি নিয়মিত অটোমান সেনাবাহিনীর সংগঠক কে?

উত্তর : ওরখান ।

১৭. সুলতান ওরখানের রাজধানী কোথায় ছিল?

উত্তর : রুসা ।

১৮. জেনিসারি কারা?

উত্তর : সুলতান ওরখান কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্বতন্ত্র সেনাবাহিনী ।

১৯. 'ভার্নার যুদ্ধ' কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উত্তর : ১৪৪৪ খ্রিস্টাব্দে ।

২০. নিজাম ই জাদিদ কী?

উত্তর : সুলতান ওরখান কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্বতন্ত্র সেনাবাহিনী ।

২১. কাইনার্জি চুক্তি কী?

উত্তর : কাইনার্জি চুক্তি রাশিয়া ও অটোমান সাম্রাজ্যের মধ্যে সংঘটিত একটি চুক্তি ।

২২. গোল্ডেন হোর্ড কী?

উত্তর : মোঙ্গলদের সময় প্রতিষ্ঠিত সুবর্ণ রঙের তাবু , যা যুদ্ধের সময় ব্যবহার করা হয় ।

২৩. মারজ ই দাবিকদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উত্তর : ১৫১৬ খ্রিস্টাব্দের ২৪ আগস্ট ।

২৪. অটোমান সাম্রাজ্যের প্রধান প্রতিষ্ঠাতা কে?

উত্তর : ওসমান ।

২৫. সুলতান বিস্তৃতির সময় কী ছিল?

উত্তর : সুলতান বিস্তৃতির সময় অটোমান সাম্রাজ্যের সম্প্রসারণের সময় ।

২৬. মার্টিন লুথার কে ছিলেন?

উত্তর :জার্মান ধর্মসংস্কার আন্দোলনের নেতা ।

২৭. ইউরোপের মারাত্মক অঞ্চল' বলা হয় কোন অঞ্চলকে?

উত্তর : ইউরোপের মারাত্মক অঞ্চল' বলা হয় বলকান উপদ্বীপকে ।

২৮. ‘তানজিমাত' শব্দের অর্থ কী?

উত্তর : ‘তানজিমাত' শব্দের অর্থ সংস্কার আন্দোলন।

২৯. কুপ্রিলি পরিবার থেকে প্রথম উজির কে ছিলেন?

উত্তর : কুপ্রিলি পরিবার থেকে প্রথম উজির ছিলেন মুহম্মদ কুপ্রিলি ।

৩০. আতাতুর্ক শব্দের অর্থ কী?

উত্তর : আতাতুর্ক শব্দের অর্থ তুর্কি জাতির পিতা।

৩১. অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান।

৩২. কনস্টান্টিনোপল শহর কে নির্মাণ করেন?

উত্তর : কনস্টান্টিনোপল শহর রোমান সম্রাট কনস্টান্টাইন নির্মাণ করেন।

৩৩. খায়রুদ্দিন বারবারোসা কে ছিলেন?

উত্তর : খায়রুদ্দিন বারবারোসা ছিলেন মহামতি সোলায়মানের নৌসেনাপতি।

৩৪. 'প্রদীপবাহী মহিলা' কাকে বলা হয়?

উত্তর : 'প্রদীপবাহী মহিলা' ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে বলা হয়।

৩৫. ১৭৭৪ খ্রিস্টাব্দে তুরস্ক ও রাশিয়ার মধ্যকার যে চুক্তি সম্পাদিত হয়েছিল তার নাম কি?

উত্তর : ১৭৭৪ খ্রিস্টাব্দে তুরস্ক ও রাশিয়ার মধ্যে সম্পাদিত চুক্তির নাম হলো কুচুক কাইনারজি চুক্তি।

৩৬. বসফরাস ও দার্দানেলিস কী?

উত্তর : বসফরাস হলো কৃষ্ণ ও মর্মর সাগরের মধ্যে সংযোগকারী প্রণালি এবং দার্দানেলিস হলো মর্মর ও ইজিয়ান সাগরের মধ্যে সংযোগকারী প্রণালি।

৩৭. মিল্লাত' শব্দের অর্থ কী?

উত্তর : মিল্লাত' শব্দের অর্থ জাতি বা সম্প্রদায়।

৩৮. জেনিসারি বাহিনী কে ধ্বংস করেন?

উত্তর : জেনিসারি বাহিনী সুলতান দ্বিতীয় মাহমুদ ধ্বংস করেন।

৩৯. ইউরোপের রুগ্নব্যক্তি' কাকে বলে?

উত্তর : ইউরোপের রুগ্নব্যক্তি' তুরস্ককে বলা হয়।

৪০. প্যান ইসলামবাদের অগ্রনায়ক কে ছিলেন?

উত্তর : প্যান ইসলামবাদের অগ্রনায়ক ছিলেন জামালউদ্দিন আফগানি।

৪১. কত সালে লুজান চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তর : ১৯২০ সালের ২৪ জুলাই লুজান চুক্তি স্বাক্ষরিত হয়।

৪২. খিলাফত কত সালে বিলুপ্ত করা হয়েছিল?

উত্তর : খিলাফত ১৯২৪ সালে বিলুপ্ত করা হয়েছিল।

৪৩. অটোমান তুর্কিরা কোন গোত্রের লোক ছিল?

উত্তর : অটোমান তুর্কিরা কায়ী গোত্রের লোক ছিল।

৪৪. অটোমান সুলতান ওরখানের পিতার নাম কী?

উত্তর : অটোমান সুলতান ওরখানের পিতার নাম ওসমান।

৪৫. সুলতান প্রথম বায়েজিদের উপাধি কী ছিল?

উত্তর : সুলতান প্রথম বায়েজিদের উপাধি ছিল ইলদ্রিম।

৪৬. ভার্নার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উত্তর : ভার্নার যুদ্ধ ১৪৪৪ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

৪৭. মহামতি কার উপাধি?

উত্তর : মহামতি সুলতান সোলায়মানের উপাধি।

৪৮. 'কিজিলবাস' কারা?

উত্তর : আঙ্গোরার যুদ্ধে আটককৃত সাতটি গোত্র কিজিলবাস' নামে পরিচিত।

৪৯. ইউরোপের মারাত্মক অঞ্চল' বলা হয় কোন অঞ্চলকে?

উত্তর : ইউরোপের মারাত্মক অঞ্চল' বলা হয় বলকান উপদ্বীপ অঞ্চলকে।

৫০. 'তিমুর তাস' কে ছিলেন?

উত্তর : ‘তিমুর তাস' ছিলেন বিখ্যাত অটোমান সেনাপতি।

৫১. হাত্তি শরিফ কী?

উত্তর : ১৮৩৯ সালে সুলতান আব্দুল মজিদ শায়খুল ইসলাম ও মুফতিগণ যে ফরমান জারি করেন তুরস্কের ইতিহাসে তা হাত্তি শরিফ নামে পরিচিত।

৫২. ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় কত সালে?

উত্তর : ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় ১৮৫৪ সালে।

৫৩. 'মাতাল সেলিম' কাকে বলা হয়?

উত্তর : 'মাতাল সেলিম' সুলতান দ্বিতীয় সেলিমকে বলা হয়।

৫৪. 'আতাতুর্ক' শব্দের অর্থ কী?

উত্তর : তুর্কি জাতির পিতা।

৫৫. সুলতান ওরখানের রাজধানী কোথায় ছিল?

উত্তর : সুলতান ওরখানের রাজধানী ছিল ব্রুসা।

৫৬. ইউরোপীয় সম্রাটগণ কর্তৃক সুলতান প্রথম মুহম্মদ কী উপাধিতে ভূষিত হন?

উত্তর : গ্রেট জেন্টলম্যান 'Great Gentleman' উপাধিতে ভূষিত হন।

৫৭. কনস্টান্টিনোপল শহর কে নির্মাণ করেন?

উত্তর : কনস্টান্টিনোপল শহর রোমান সম্রাট কনস্টান্টাইন নির্মাণ করেন।

৫৮. কত খ্রিস্টাব্দে কার্লোউইজের সন্ধি স্বাক্ষরিত হয়?

উত্তর : ১৬৯৯ খ্রিস্টাব্দে ।

৫৯. তানজিমাত অর্থ কী?

উত্তর : তানজিমাত অর্থ সংস্কার বা পুনর্গঠন।

৬০.ইরাদ ই জাদিদ কী?

উত্তর :সুলতান তৃতীয় সেলিম কর্তৃক প্রতিষ্ঠিত কেন্দ্রীয় কোষাগার।

৬১. কত সালে বলকান লীগ গঠিত হয়?

উত্তর : ১৯১২ সালে বলকান লীগ গঠিত হয়।

৬২. মার্টিন লুথার কে ছিলেন?

উত্তর : জার্মানির ধর্মীয় সংস্কার আন্দোলনের নেতা ছিলেন।

৬৩. প্যান ইসলামবাদের অগ্রনায়ক কে ছিলেন?

উত্তর : প্যান ইসলামবাদের অগ্রনায়ক ছিলেন জামালউদ্দিন আফগানি।

৬৪. প্রথম বিশ্বযুদ্ধকালে তুরস্কের সুলতান কে ছিলেন?

উত্তর : প্রথম বিশ্বযুদ্ধকালে তুরস্কের সুলতান ছিলেন পঞ্চম মুহম্মদ।

৬৫. খিলাফত কত সালে রহিত করা হয়?

উত্তর : খিলাফত ১৯২৪ সালে রহিত করা হয়।

৬৬. কোন অটোমান শাসক 'সুলতান' উপাধি গ্রহণ করেন?

উত্তর : অটোমান শাসক ওরখান ।

৬৭. কনস্টান্টিনোপল কোথায়?

উত্তর : কনস্টান্টিনোপল তুরস্কের ইস্তাম্বুলে।

৬৮. সুলতান প্রথম বায়েজিদের উপাধি কী ছিল?

উত্তর : সুলতান প্রথম বায়েজিদের উপাধি ছিল ইলদ্রিম।

৬৯. ইস্কান্দার বেগ কে ছিলেন?

উত্তর : আলবেনিয়ার জাতীয় নেতা।

৭০. জেনিসারি বাহিনী কে ধ্বংস করেন?

উত্তর : জেনিসারি সুলতান দ্বিতীয় মাহমুদ বাহিনী ধ্বংস করেন।

৭১. মুহাম্মদ সুকোল্লি কে ছিলেন?

উত্তর : মুহাম্মদ সুকোল্লি ছিলেন সুলতান দ্বিতীয় সেলিমের উজির।

৭২. ইউরোপের মারাত্মক অঞ্চল বলা হয় কোন অঞ্চলকে?

উত্তর : ইউরোপের বলকান উপদ্বীপ অঞ্চলকে।

৭৩. ‘তিমুর তাস' কে ছিলেন?

উত্তর : তিমুর তাস ছিলেন বিখ্যাত অটোমান সেনাপতি।

৭৪. ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় কত সালে?

উত্তর :১৮৫৩ সালে।

৭৫. মাতাল সেলিম কাকে বলা হয়?

উত্তর : মাতাল সেলিম দ্বিতীয় সেলিমকে বলা হয়।

৭৬. মিল্লাত শব্দের অর্থ কী?

উত্তর : মিল্লাত শব্দের অর্থ ধর্মীয় সম্প্রদায়।

৭৭. গোল্ডেন হর্ন কি?

উত্তর : বসফরাস প্রণালির প্রবেশ পথ (গোল্ডেন হর্ন নামে পরিচিত)।

৭৮. অটোমান তুর্কিরা কোন গোত্রের লোক?

উত্তর : অটোমান তুর্কিরা মধ্য এশিয়ার ওঘুজ গোত্রের লোক ছিল।

৭৯. কনস্টান্টিনোপল শহর কে নির্মাণ করেন?

উত্তর : কনস্টান্টিনোপল শহর রোম সম্রাট কনস্টান্টাইন নির্মাণ করেন।

৮০.ভার্নার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উত্তর : ভার্নার যুদ্ধ ১৪৪৪ খ্রিস্টাব্দের সংঘটিত হয়।

৮১. সুলতান বায়েজিদের ইউরোপিয়ান স্ত্রীর নাম কী?

উত্তর : সুলতান প্রথম বায়েজিদের ইউরোপিয়ান স্ত্রীর নাম ওলিভিয়া ডেসপিনা।

৮২. প্রদীপবাহী মহিলা কাকে বলা হয়?

উত্তর : প্রদীপবাহী মহিলা ফ্লোরেন্স নাইটেঙ্গলকে বলা হয়।

৮৩. ১৭৭৪ খ্রিস্টাব্দে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যে চুক্তি হয়েছিল তার নাম কি?

উত্তর : কুচুক কাইনারজির চুক্তি।

৮৪. গোল্ডেন হোর্ড কী?

উত্তর : গোল্ডেন হোর্ড হলো মোঙ্গলদের সময় প্রতিষ্ঠিত সুবর্ণ রঙের তাঁবু যা যুদ্ধের সময় ব্যবহার করা হয়।

৮৫. প্যান ইসলামবাদের অগ্রনায়ক কে ছিলেন?

উত্তর : প্যান ইসলামবাদের অগ্রনায়ক ছিলেন জামালউদ্দিন আফগানি।

৮৬. প্রথম বিশ্বযুদ্ধকালে তুরস্কের সুলতান কে ছিলেন?

উত্তর : প্রথম বিশ্বযুদ্ধকালে তুরস্কের সুলতান ছিলেন পঞ্চম মুহম্মদ।

৮৭. কুপ্রিলি পরিবারের প্রথম উজির কে ছিলেন?

উত্তর : কুপ্রিলি পরিবারের প্রথম উজির ছিলেন মুহম্মদ কুপ্রিলি।

৮৮. খিলাফত কত খ্রিস্টাব্দে রহিত করা হয়?

উত্তর : খিলাফত ১৯২৪ খ্রিস্টাব্দে রহিত করা হয়।

 

বিভাগ


. কনস্টান্টিনোপলের পতনের কারণ কী?
. ক্যাপিচুলেশন বলতে কী বুঝ?
. জেনিসারি বাহিনীর উপর টীকা লেখ
. কুপ্রিলি উজিরদের পরিচয় দাও
. 'বার্লিন চুক্তি' কী?
. মামলুকদের পরিচয় দাও
. বিশ্ব ইসলামাবাদ বলতে কী বুঝ?
আঙ্গোয়ার যুদ্ধ সম্পর্কে লেখ 

৯.এশিয়া মাইনরের পরিচয় দাও।


বিভাগ


১. অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে ওসমানের কৃতিত্ব আলোচনা কর।

২. সুলতান প্রথম সেলিমের রাজত্বকালে ওসমানীয় সাম্রাজ্যের বিস্তৃতির উপর আলোকপাত কর।

৩. কামালবাদের মূলনীতিগুলো ব্যাখ্যা কর।

৪. সুলতান দ্বিতীয় মাহমুদ প্রবর্তিত সংস্কারগুলো বর্ণনা কর।

৫. নব্য তুর্কি সরকারের সাফল্য মূল্যায়ন কর।

৬. বলকান যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।।

৭. ১৭৭৪ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে সম্পাদিত চুক্তি আলোচনা কর।

৮. ওসমানীয়দের পতন রোধে কুপ্রিলি উজিরদের ভূমিকা আলোচনা কর।

৯. ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।

১০. তানজিমাত' বলতে কী বুঝ? এটি ব্যর্থ হয়েছিল কেন?


Post a Comment

Previous Post Next Post