বিষয়: বাংলার ইতিহাস (১৭৫৭-১৯৪৭ সাল) (২৩১৬০৫)_জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ_পরীক্ষা- ২০২২ _ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

জাতীয় বিশ্ববিদ্যালয় বিএ (অনার্স) তৃতীয় বর্ষ; পরীক্ষা- ২০২২
ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ
বিষয়: বাংলার ইতিহাস (১৭৫৭-১৯৪৭ সাল)
বিষয় কোড: ২৩১৬০৫
(অনুষ্ঠিত-০২/০৫/২০২৪
)

 

বিভাগ

১.কর্নওয়ালিস কোড কী?

উত্তর : কোম্পানির কর্মচারীদের কার্যনীতি নির্ধারণসহ ব্রিটিশ শাসনতন্ত্র সংশোধনের জন্য কর্নওয়ালিস যে পদ্ধতি গ্রহণ করেন তাই কর্নওয়ালিস কোড।

২.নীল বিদ্রোহ কী?

উত্তর : বাংলায় সাধারণ কৃষকগণ ১৮৫৯ থেকে ১৮৬১ সালে ইউরোপীয় নীলকরদের বিরুদ্ধে যে বিরাট আন্দোলন গড়ে তোলেন তাই নীল বিদ্রোহ ।

৩.দ্বিতীয় বাহাদুর শাহ কোথায় মৃত্যুবরণ করেন?

উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ ইয়াঙ্গুনে মৃত্যুবরণ করেন ।

৪.ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আমির আলি ।

৫.ঢাকা বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়।

৬.কে সতীদাহ প্রথা বিলোপসাধন করেন?

উত্তর : রাজা রামমোহন রায় সতীদাহ প্রথাবিলোপসাধন করেন ।

৭.মুন্সী মুহম্মদ মেহেরুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর : মুন্সী মুহম্মদ মেহেরুল্লাহ যশোর জেলার কালীগঞ্জ উপজেলার ঘোপ গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন ।

৮.লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

উত্তর : লাহোর প্রস্তাব শেরে বাংলা এ. কে. ফজলুল হক উত্থাপন করেন ।

৯.অবিভক্ত ভারতের শেষ গভর্নর জেনারেলের নাম কী?

উত্তর : অবিভক্ত ভারতের শেষ গভর্নর জেনারেলের নাম লর্ড মাউন্টব্যাটেন।

১০.'India Wins Freedom' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : 'India Wins Freedom' গ্রন্থটির রচয়িতা মাওলানা আবুল কালাম আজাদ।

১১.সিরাজউদ্দৌলার আসল নাম কী?

উত্তর : নবাব সিরাজউদ্দৌলার আসল নাম মির্জা মুহম্মদ।

১২.কাকে 'মাদার অব দ্যা কোম্পানিবলা হতো?

উত্তর : রবার্ট ক্লাইভকে 'মাদার অব দ্যা কোম্পানিবলা হতো ।

১৩.অন্ধকূপ হত্যা ট্রাজেডিকী?

উত্তর : হলওয়েল কর্তৃক প্রচারিত নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক ১২৩ জন ইংরেজ সৈন্যকে অন্ধকার ক্ষুদ্র কক্ষে হত্যা করার কল্পকাহিনিই 'অন্ধকূপ হত্যা ট্রাজেডি

১৪.ফরায়েজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?

উত্তর : ফরায়েজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি শরীয়তুল্লাহ ।

১৫.ভারতীয় বিচার ব্যবস্থায় উকিল প্রথার প্রবর্তন করেন কে?

উত্তর : ভারতীয় বিচার ব্যবস্থায় উকিল প্রথার প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস ।

১৬.ভবানী পাঠক কে?

উত্তর : ভবানী পাঠক ফকির-সন্ন্যাসী বিদ্রোহের নেতা।

১৭.ভারতে ওহাবি আন্দোলনের সূচনা করেন কে?

উত্তর : ভারতে ওহাবি আন্দোলনের সূচনা করেন সৈয়দ আহমদ বেরলভি ।

১৮.এনফিল্ড রাইফেল উদ্ভাবন করেন কে?

উত্তর : উইলিয়াম এলিম ১১. কর্নওয়ালিস মেটফোল্ড ।

১৯.কবে নিখিল ভারত মুসলিম লীগ গঠিত হয়?

উত্তর : ১৯০৬ সালে ।

২০.কবে লর্ড কার্জন বঙ্গভঙ্গ পরিকল্পনা প্রকাশ করেন?

উত্তর : ১৯০৫ সালের ১০ জুলাই।

২১.লর্ড মিন্টো কে ছিলেন?

উত্তর : লর্ড মিন্টো ছিলেন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল।

২২.স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর : স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মুহম্মদ আলি জিন্নাহ।

২৩.অন্ধকূপ নামক কাল্পনিক কাহিনীর স্রষ্টা কে?

উত্তর : হেমেন্দ্রকুমার রায়

২৪.দ্বৈতশাসন ব্যবস্থা কী ছিল?

উত্তর : কোম্পানি ও বাংলার নবাবের মধ্যে বিভক্ত ক্ষমতার ভিত্তিতে পরিচালিত শাসনই দ্বৈতশাসন ব্যবস্থা নামে পরিচিতি

২৫.ইউরোপ থেকে কারা প্রথম ভারতবর্ষে আগমন করেন?

উত্তর : ইউরোপ থেকে পর্তুগিজরা প্রথম ভারতবর্ষে আগমন করেন।

২৬.বর্গি কাদেরকে বলা হতো?

উত্তর : মারাঠাদেরকে বর্গি বলা হতো।

২৭.চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

উত্তর : চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন।

২৮.ফরায়েজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?

উত্তর : ফরায়েজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি শরীয়তুল্লাহ।

২৯.তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?

উত্তর : তিতুমীর বারাসাতের অন্তর্ভুক্ত নারিকেল বাড়িয়ায়বাঁশের কেল্লা নির্মাণ করেন।

৩০.শেষ মুঘল সম্রাটের নাম কি ছিল?

উত্তর : শেষ মুঘল সম্রাটের নাম ছিল দ্বিতীয় বাহাদুর শাহ ।

৩১.১৯৪০ সালে বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তর : ১৯৪০ সালে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলাএ. কে ফজলুল হক

৩২.দ্বিজাতি তত্ত্বের স্রষ্টা কে?

উত্তর : দ্বিজাতি তত্ত্বের স্রষ্টা মুহম্মদ আলি জিন্নাহ ।

৩৩.মুসলমান কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কী?

উত্তর : মুসলমানগণ কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সংগঠনের নাম মুসলিম লীগ

৩৪.ভারত বিভক্ত হয় কত সালে?

উত্তর : ভারত বিভক্ত হয় ১৯৪৭ সালের ১৪ আগস্ট।

৩৫.বাংলা শেষ নবাব কে ছিলেন?

উত্তর : বাংলার শেষ নবাব ছিলেন নাজিমজউদ্দৌলা ।

৩৬.পলাশির যুদ্ধে নবাবের পক্ষে অংশ নেওয়া ফরাসি সেনাপতির নাম লেখ।

উত্তর : পলাশির যুদ্ধে নবাবের পক্ষে অংশ নেওয়া ফরাসি সেনাপতির নাম সিনফ্রে ।

৩৭.ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন দেওয়ানি লাভ করেছিল?

উত্তর : ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি লাভ করেন ।

৩৮.কলকাতা আলিয়া মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : কলকাতা মাদ্রাসা ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করেন ।

৩৯.ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার ফরমান কে জারি করেছিলেন?

উত্তর : ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার ফরমান সম্রাট ফররুখশিয়ার জারি করেছিলেন।

৪০.কত খ্রিস্টাব্দে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?

উত্তর : ১৯১২ খ্রিস্টাব্দে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।

৪১.'Life and Teaching of the Prophet' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : 'Life and Teaching of the Prophet' গ্রন্থটির রচয়িতা ফরিদা খানম।

৪২.নিখিল ভারত মুসলিম লীগ কোথায় গঠিত হয়েছিল?

উত্তর : নিখিল ভারত মুসলিম লীগ ঢাকায় গঠিত হয়েছিল।

৪৩.ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন পি. জে. হার্টজ।

৪৪.কোন আইনে ভারত বর্ষের মুসলমানদের জন্য সর্ব প্রথম পৃথক নির্বাচন ব্যবস্থার কথা বলা হয়েছে?

উত্তর : ১৯০৯ সালের ভারত শাসন আইনে ভারত বর্ষের মুসলমানদের জন্য সর্বপ্রথম পৃথক নির্বাচন ব্যবস্থার কথা বলা হয়েছে।

৪৫.অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন?

উত্তর : অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী ।

৪৬.অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী

৪৭.বাংলার শেষ নবাব কে ছিলেন?

উত্তর : বাংলার শেষ নবাব ছিলেন নাজিমউদ্দৌলাহ ।

 

বিভাগ

মির কাসিমের পরিচয় দাও।

ঔপনিবেশিক শাসন বলতে কী বুঝ?

সংক্ষেপে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষানীতি আলোচনা কর।

মুন্সি মেহেরুল্লাহর পরিচয় দাও।

লক্ষ্ণৌ চুক্তির ধারাসমূহ লেখ।

ক্যাবিনেট মিশন কী ছিল?

ফজলুল হকের কৃষক-প্রজা পার্টির একটি ধারণা দাও।

মুসলীম লীগ কেন গঠিত হয়েছিল?

. ''পাঁচসনা বন্দোবস্ত কী?

১০. 'রাজস্ব বিক্রয় আইন১৭৯৩সম্বন্ধে ধারণা দাও।

১১. 'বিদ্রোহ 'বিপ্লবএর মধ্যকার পার্থক্য নির্ণয় কর।

১২বাংলার মুসলমানদেুর শিক্ষার উন্নয়নে নবাব আব্দুল লতিফের ভূমিকা উল্লেখ কর।

১৩নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে লেখ।

১৪চিরস্খায়ী বন্দোবস্ত কী ।

১৫রাজা রামমোহন রায় কে ছিলেন ।

 

বিভাগ

বক্সারের যুদ্ধের পটভূমি বিশ্লেষণ কর। এই যুদ্ধের ফলাফল কী হয়েছিল?

ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ সম্পর্কে যা জান লেখ।

সংস্কারক হিসাবে ওয়ারেন হেস্টিংসের মূল্যায়ন কর।

বাংলায় তিতুমীরের আন্দোলনের স্বরূপ বিচার কর।

বাংলার মুসলমানদের সামাজিক ও রাজনৈতিক পুনর্জাগরণে সৈয়দ আমীর আলীর ভূমিকা আলোচনা কর।

১৯২৩ সালের বেঙ্গল প্যাক্টের ধারাসমূহ আলোচনা কর।

১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ধারাসমূহ ব্যাখ্যা কর।

 কর্নওয়ালিস কোর্ড কীএ কোডের প্রধান ধারা ও বৈশিষ্ট্যগুলো তুলে ধর।

১০রাজনৈতিক দল বলতে কী বুঝএকটি রাজনৈতিক দল হিসেবে ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বিবৃত কর।

 


Post a Comment

Previous Post Next Post