সমকালীন বিশ্বে সংখ্যালঘু মুসলমান_(২৩১৬০৯), জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ_ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

সমকালীন বিশ্বে সংখ্যালঘু মুসলমান_(২৩১৬০৯), জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ_ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ



 

জাতীয় বিশ্ববিদ্যালয়/বিএ (অনার্স) তৃতীয় বর্ষ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
বিষয় : সমকালীন বিশ্বে সংখ্যালঘু মুসলমান
বিষয় কোড : ২৩১৬০৯
(অনুষ্ঠিত- ০৮/০৫/২০২৪)

বিভাগ

১. হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেন কে?

উত্তর: হযরত মুহম্মদ (সা.)।

২. আলবেনিয়ায় কত শতাংশ জনগণ মুসলমান?

উত্তর: ৭০ শতাংশ।

৩. শ্রীলঙ্কার রাজধানীর নাম কী?

উত্তর: শ্রী জয়াবর্ধনেপুরা কোটে।

৪. কনস্টান্টিনোপল প্রথম কত খ্রিস্টাব্দে মুসলমানগণ বিজয় করে?

উত্তর: ১৪৫৩ খ্রিস্টাব্দে।

৫. সুইডেনের একটি মুসলিম কমিউনিটির নাম লেখ।

উত্তর: Muslim Faith Community

৬. MCB এর পূর্ণনাম কী?

উত্তর: Muslim Council of Britain

৭. এডওয়ার্ড উইলমেট ব্লাইডেন কোন দেশের নাগরিক?

উত্তর: আমেরিকার নাগরিক।

৮. চীনের কোন প্রদেশে উইঘুররা সংখ্যাগরিষ্ঠ?

উত্তর: জিনজিয়াং প্রদেশে।

৯. নরমিখলার মুসলিম নাম কী ছিল?

উত্তর: মুহম্মদ সোলায়মান শাহ। হাজি ইলিয়াস শাহ কত খ্রিস্টাব্দে নেপাল ১০. আক্রমণ করেন?

উত্তর: ১৩৫০ খ্রিস্টাব্দে।

১২. মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এমএনএলএফ) এর প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তর: নুর মিসৌরি।

১৩. ICNA কী?

উত্তর: আমেরিকার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক একটি প্রতিষ্ঠান।

১৪. ইসলাম শব্দের অর্থ কী?

উত্তর: ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, কিন্তু প্রচলিত অর্থে শান্তি।

১৫.এথনিক কোন ভাষার শব্দ?

উত্তর: এথনিক গ্রিক ভাষার শব্দ।

১৬.এশিয়া মাইনরের পূর্বনাম কী ছিল?

উত্তর: এশিয়া মাইনরের পূর্বনাম ছিল আনাতোলিয়া।

১৭.ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কী?

উত্তর: ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম ইউরো।

১৮.সুইডেন কোন অঞ্চলের দেশ?

উত্তর: সুইডেন স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলের দেশ।

১৯.বার্মার বর্তমান নাম কী?

উত্তর: বার্মার বর্তমান নাম মিয়ানমার।

২০.শেখ আব্দুল্লাহ ইউসুফ কে?

উত্তর: শেখ আব্দুল্লাহ ইউসুফ হলেন দক্ষিণ আফ্রিকায় প্রথম ইসলাম ধর্ম প্রচারক।

২১.আলবেনিয়ার রাজধানীর নাম কী?

উত্তর: আলবেনিয়ার রাজধানীর নাম তিরানা।

২২.রাখাইন শব্দের অর্থ কী?

উত্তর: রাখাইন শব্দের অর্থ দৈত্য বা রাক্ষস।

২৩.যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ধর্ম কোনটি?

উত্তর: যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম।

২৪.কোবে মসজিদ কোথায় অবস্থিত?

উত্তর: কোবে মসজিদ জাপানে অবস্থিত।

২৫.এথনিসিটি কী?

উত্তর: এথনিসিটি হলো নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী।

২৬.ব্রিটেনের প্রধান তিনটি রাজনৈতিক দলের নাম লেখ।

উত্তর: ব্রিটেনের প্রধান তিনটি রাজনৈতিক দলের নাম হলো ১. Conservative Party, 2. Labour Party 3. Liberal Democrative Party.

২৭.গ্রিক ভৌগোলিকদের কাছে শ্রীলঙ্কা কী নামে পরিচিত ছিল?

উত্তর: Taprobne নামে পরিচিত ছিল।

২৮.এলিজা মুহম্মদ কে?

উত্তর: এলিজা মুহম্মদ হলেন আমেরিকার ব্ল্যাক কমিউনিটির নেতা এবং The Nations of Islam-এর সভাপতি।

২৯.মোরো শব্দের অর্থ কী?

উত্তর: মোরো শব্দের অর্থ অপভ্রংশ।

৩০.চেচেনের রাজধানীর নাম কী?

উত্তর: চেচেনের রাজধানীর নাম গ্রোজনি।

৩১.ডায়াসপোরা কী?

উত্তর: প্রবাসে থাকা নির্দিষ্ট ভূখন্ডে বসবাসরত নির্দিষ্ট সম্প্রদায় হলো ডায়াসপোরা।

৩২.কোবে মসজিদ কোন দেশে অবস্থিত?

উত্তর: কোবে মসজিদ জাপানে অবস্থিত।

৩৩.আন্দালুসিয়ার মুসলিম সংগঠনের নাম লেখ।

উত্তর: আন্দালুসিয়ার মুসলিম সংগঠনের নাম 'Comunidad Islamicá en Al-Andalus'.

৩৪.MNLF এর পূর্ণরূপ কী?

উত্তর: MNLF এর পূর্ণরূপ Moro National Liberation Front.

৩৫.নাটাল মুসলিম কাউন্সিল কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৪৩ সালে।

৩৬.কিং ড্রাগন অপারেশন কী?

উত্তর: ১৯৭৮ সালে রোহিঙ্গাদের দমন করার উদ্দেশ্যে মিনগঙের নেতৃত্বে মিয়ানমার সরকার কর্তৃক পরিচালিত অভিযানকে কিং ড্রাগন অপারেশন বলে।

৩৭.Migration শব্দটির অর্থ কী?

উত্তর: Migration শব্দটির অর্থ অভিবাসন।

৩৮.আমব্রলা কোন দেশের মুসলিম সংগঠনের নাম?

উত্তর: আমব্রলা যুক্তরাজ্যের মুসলিম সংগঠনের নাম।

৩৯.মুসলমানদের ইউরোপ বিজয়ের সূচনা হয় কার নেতৃত্বে?

উত্তর: মুসলমানদের ইউরোপ বিজয়ের সূচনা হয় তারিক বিন জিয়াদের নেতৃত্বে।

৪০.ওয়ালেস ফার্দ মুহম্মদ কে ছিলেন?

উত্তর: শ্বেতাঙ্গ বিদ্বেষী একজন মুসলিম নেতা।

৪১.ত্রিনিদাদ এন্ড টোবাগো কোন অঞ্চলের দেশ?

উত্তর: ত্রিনিদাদ এন্ড টোবাগো ক্যারিবীয় অঞ্চলের দেশ।

৪২.কোন রাজবংশের সময়কালকে চীনে মুসলমানদের স্বর্ণযুগ বলা হয়?

উত্তর: চীনে মিঙ রাজবংশের শাসনামলকে মুসলমানদের স্বর্ণযুগ বলা হয়।

৪৩.হুই মুসলমানরা কোন দেশের অধিবাসী?

উত্তর: হুই মুসলমানরা চীন দেশের অধিবাসী।

৪৪.আসলান মাসখাদভ কে?

উত্তর: আসলান মাসখাদভ ছিলেন একজন চেচেন নেতা।

৪৫.নাসাকা কী?

উত্তর: নাসাকা হলো মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।

৪৬.আরাকানের বর্তমান নাম কী?

উত্তর: আরাকানের বর্তমান নাম রাখাইন।

৪৭.আদম পিক কোথায় অবস্থিত?

উত্তর: আদম পিক শ্রীলঙ্কায় অবস্থিত।

৪৮.ডারবান শহরটি কোন দেশে?

উত্তর: ডারবান শহরটি দক্ষিণ আফ্রিকায়।

৪৯.Migration শব্দটির অর্থ কী?

উত্তর : Migration শব্দটির অর্থ অভিবাসন ।

৫০.আমব্রলা কোন দেশের মুসলিম সংগঠনের নাম?

উত্তর : আমব্রলা যুক্তরাজ্যের মুসলিম সংগঠনের নাম।

৫১.মুসলমানদের ইউরোপ বিজয়ের সূচনা হয় কার নেতৃত্বে?

উত্তর : মুসলমানদের ইউরোপ বিজয়ের সূচনা হয় তারিক বিন জিয়াদের নেতৃত্বে।

৫২.ওয়ালেস ফার্দ মুহম্মদ কে ছিলেন?

উত্তর : শ্বেতাঙ্গ বিদ্বেষী একজন মুসলিম নেতা ।

৫৩.ত্রিনিদাদ এন্ড টোবাগো কোন অঞ্চলের দেশ?

উত্তর : ত্রিনিদাদ এন্ড টোবাগো ক্যারিবীয় অঞ্চলের দেশ।

৫৪.কোন রাজবংশের সময়কালকে চীনে মুসলমানদের স্বর্ণযুগ বলা হয়?

উত্তর : চীনে মিঙ রাজবংশের শাসনামলকে মুসলমানদের স্বর্ণযুগ বলা হয় ।

৫৫.হুই মুসলমানরা কোন দেশের অধিবাসী?

উত্তর : হুই মুসলমানরা চীন দেশের অধিবাসী ।

৫৬.আসলান মাসখাদভ কে?

উত্তর : চেচেন নেতা।

৫৭.নাসাকা কী?

উত্তর : মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ।

৫৮.আরাকানের বর্তমান নাম কী?

উত্তর : আরাকানের বর্তমান নাম রাখাইন ।

৫৯.আদম পিক কোথায় অবস্থিত?

উত্তর : আদম পিক শ্রীলঙ্কায় অবস্থিত।

৬০.ডারবান শহরটি কোন দেশে?

উত্তর : ডারবান শহরটি দক্ষিণ আফ্রিকায়।

৬১.কখন শ্রীলঙ্কায় মুসলিম কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৮০ সালে শ্রীলঙ্কায় মুসলিম কংগ্রেস প্রতিষ্ঠিত।

৬২.এলিজা মুহম্মদ কে?

উত্তর : এলিজা মুহম্মদ NOI-এর President ও ব্ল্যাক কমিউনিটির নেতা ।

৬৩.ISNA কী?

উত্তর : ISNA হলো উত্তর আমেরিকার একটি মুসলিম সংগঠন, যার পূর্ণরূপ— Islamic Society of North America.

৬৪.বার্মার বর্তমান নাম কী?

উত্তর : বার্মার বর্তমান নাম মায়ানমার ।

৬৫.নরমিখলা কে?

উত্তর : নরমিখলার মুসলিম নাম মুহম্মদ সোলায়মান শাহ, তিনি জালালউদ্দিন মুহম্মদ শাহের করদরাজ ছিলেন।

৬৬.‘টুইন টাওয়ার' কখন ধ্বংসপ্রাপ্ত হয়?

উত্তর : 'টুইন টাওয়ার' ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ধ্বংসপ্রাপ্ত হয় ।

৬৭.আন্দালুসিয়ার মুসলিম সংগঠনের নাম লেখ।

উত্তর : আন্দালুসিয়ায় মুসলিম সংগঠনের নাম 'Comunidad Islamica en Al Andalus'.

৬৮.MNLF এর পূর্ণরূপ কী?

উত্তর : MNLF এর পূর্ণরূপ Moro National Liberation Front.

৬৯.শেখ আব্দুল্লাহ ইউসুফ কে?

উত্তর : শেখ আব্দুল্লাহ ইউসুফ দক্ষিণ আফ্রিকায় ইসলাম ধর্মের প্রথম প্রচারক।

৭০.অভিবাসন কত প্রকার?

উত্তর : অভিবাসন ২ প্রকার ।

৭১.EU-এর সদস্য সংখ্যা কত?

উত্তর : EU-এর সদস্য সংখ্যা ২৮।

৭২.চেচনিয়ার রাজধানীর নাম লেখ।

উত্তর : চেচনিয়ার রাজধানী নাম গ্রোজনি।

৭৩.দি ইউনিয়ন অব মুসলিম অরগানাইজেশন কোথায় অবস্থিত?

উত্তর : ব্রিটেনে অবস্থিত।

৭৪.কিং ড্রাগন অপারেশন কোথায় সংঘটিত হয়েছিল?

উত্তর : মিয়ানমারের আরাকানে সংঘটিত হয়েছিল।

৭৫.'প্যারাডাইজ ভ্যালি' কী?

উত্তর : 'Nations of Islam' এর কৃষ্ণাঙ্গ মুসলমানরা ১৯৩০ সালে ডেট্রয়েট শহরে 'Paradise Valley in Detroit' নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যা ‘প্যারাডাইজ ভ্যালি' নামে পরিচিত।

৭৬.“ইউরোপের লাইট হাউস” নামে পরিচিত শহর কোনটি?

উত্তর : কর্ডোভা ।

৭৭.এডমন্টস আলবার্টা কী?

উত্তর : কানাডায় মুসলমানদের প্রথম প্রতিষ্ঠান ।

৭৮.মহানবি (স.) এর কোন সাহারি প্রথম চীনে গমন করেন?

উত্তর : মহানবি (স.) এর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস চীনে আগমন করেন ।

৭৯.চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম কোন সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ?

উত্তর : চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম উইঘুর সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ।

৮০.স্পেন দেশটি কোন মহাদেশে অবস্থিত?

উত্তর : স্পেন দেশটি ইউরোপ মহাদেশে অবস্থিত ।

৮১.এথনিসিটি' শব্দের অর্থ কী?

উত্তর : ‘এথনিসিটি' শব্দের অর্থ নৃতাত্ত্বিক ।

৮২.আদম পিক কোথায় অবস্থিত?

উত্তর : আদম পিক শ্রীলঙ্কায় অবস্থিত ।

৮৩.বর্তমান EU এর সদস্য সংখ্যা কত?

উত্তর : EU এর সদস্য সংখ্যা ২৭টি রাষ্ট্র।

৮৫.‘ডায়াসপোরা' কী?

উত্তর : প্রবাসে থাকা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত নির্দিষ্ট সম্প্রদায়কে ডায়াসপোরা বলা হয় ।

৮৬.MNLF এর পূর্ণরূপ কী?

উত্তর : MNLF এর পূর্ণরূপ Moro National Liberation Front.

৮৭.চীনের কোন প্রদেশে উইঘুররা সংখ্যারিষ্ঠ?

উত্তর : চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুররা সংখ্যাগরিষ্ঠ।

৮৮এশিয়া মাইনরের পূর্ব নাম কী?

উত্তর : এশিয়া মাইনরের পূর্বনাম ছিল আনাতোলিয়া ।

৮৯.ISNA এর পূর্ণ নাম কী?

উত্তর : ISNA এর পূর্ণ নাম - Islamic Society of North of America.

৯০.ডায়াসপোরা' কী?

উত্তর : প্রবাসে থাকা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত নির্দিষ্ট সম্প্রদায়কে ডায়াসপোরা বলা হয় ।

৯১.এমএনএলএফ এর পূর্ণরূপ কী?

উত্তর : MNLF এর পূর্ণরূপ Moro National Liberation Front.

৯২.চীনের কোন প্রদেশে উইঘুররা সংখ্যারিষ্ঠ?

উত্তর : চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুররা সংখ্যাগরিষ্ঠ ।

৯৩.এশিয়া মাইনরের পূর্ব নাম কী?

উত্তর : এশিয়া মাইনরের পূর্বনাম ছিল আনাতোলিয়া ।

৯৪.ISNA এর পূর্ণ নাম কী?

উত্তর : ISNA এর পূর্ণ নাম - ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা ।

৯৫.ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো কোন অঞ্চলের দেশ?

উত্তর : ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ক্যারিবীয় অঞ্চলের দেশ ।

৯৬.আন্দালুসিয়ার একটি মুসলিম সংগঠনের নাম উল্লেখ কর।

উত্তর : আন্দালুসিয়ার একটি মুসলিম সংগঠনের নাম 'কমুনিদাদ ইসলামিকা এন আল আন্দালুস'

৯৭.আলবেনিয়ার রাজধানীর নাম কী?

উত্তর : আলবেনিয়ার রাজধানীর নাম তিরানা ।

৯৮.সুইডেন কোন অঞ্চলের দেশ?

উত্তর : সুইডেন স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ।

৯৯.ইউরোপের "লাইট হাউস" নামে পরিচিত কোনটি?

উত্তর : ইউরোপের "লাইট হাউস" নামে পরিচিত কর্ডোভা ।

১০০.এডমন্টস আলবার্টা কী?

উত্তর : এডমন্টস আলবার্টা হলো কানাডায় মুসলমানদের প্রথম প্রতিষ্ঠান ।

১০১.মহানবি (স.) এর কোন সাহাবি প্রথম চীনে গমন করেন?

উত্তর : মহানবি (স.) এর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস চীনে আগমন করেন ।

১০২.চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম কোন সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ?

উত্তর : চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম উইঘুর সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ ।

১০৩.ফিলিপাইনের একটি মুসলিমপ্রধান শহরের নাম লেখ ।

উত্তর : ফিলিপাইনের একটি মুসলিমপ্রধান শহরের নাম মিন্দানাও ।

১০৪.কোবে মসজিদটি কোন দেশে অবস্থিত?

উত্তর : কোবে মসজিদ জাপানে অবস্থিত ।

১০৫.IIFSO-এর পূর্ণরূপ কী?

উত্তর :International Islamic Federation of Student Organization.

-বিভাগ

. এথনিক গোষ্ঠী সম্পর্কে একটি ধারণা দাও।

. মেধা পাচার বলতে কী বুঝ?

. মুসলমানদের ইউরোপে প্রবেশের পথগুলো সংক্ষেপে আলোচনা কর।

. আমেরিকায় 'দি ন্যাশন অব ইসলাম' প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে বর্ণনা কর।

. মাধেসি মুসলমান সম্পর্কে কী জান? সংক্ষেপে লেখ।

. সন্ত্রাসবাদ কী?

. শ্রীলঙ্কার মুর মুসলমানদের পরিচয় দাও।

. ক্যারিবীয় মুসলমানদের অবস্থা আলোচনা কর।

. মোরো কারা? মোরো মুসলমানদের স্বাধিকার আন্দোলনের উদ্ভব বিকাশ আলোচনা কর

১০. আন্তর্জাতিক অভিবাসনের কারণসমূহ বর্ণনা কর

১১. জাতিগত আলবেনীয় মুসলমানদের পরিচয় বর্ণনা কর

১২. যুক্তরাষ্ট্রে মুসলমানদের অভিবাসনের সমস্যাবলি বর্ণনা কর

১৩. আরাকানের রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব বিষয়ক সমস্যাটি  সংক্ষেপে লেখ

১৪. বুলগেরিয়ার মুসলমানদের অবস্থা সংক্ষেপে লেখ

১৫. সুং শাসন সম্পর্কে লেখ

 

বিভাগ

. ডায়াসপোরা বলতে কী বুঝ? ডায়াসপোরার শ্রেণিবিভাগ আলোচনা কর

. ফ্রান্সে মুসলমানদের অবস্থার বিবরণ দাও।

. সুইডেনে মুসলমানদের আগমন ও ক্রমবিকাশ আলোচনা কর।

. সন্ত্রাস দমনে মুসলমানদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি পর্যালোচনা কর।

. চীনে মুসলমানদের আগমন ও বিস্তারের ইতিহাস আলোচনাপূর্বক উইঘুরদের প্রতি চীনা সরকারের দৃষ্টিভঙ্গি কেমন তার বর্ণনা দাও।

. চেচনিয়ায় মুসলমানদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আলোচনা কর।

. নেপালি মুসলমানদের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার বিবরণ দাও।

. ফিলিপাইনে মুসলমানদের স্বাধীনতা আন্দোলনে নূর মিশৌরীর অবদান বিশ্লেষণ কর।

Post a Comment

Previous Post Next Post