অনার্স তৃতীয় বর্ষ
পরীক্ষা-২০২২
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
বিভাগ
বিষয়ঃ ইসলামে ধর্মীয়
নীতি, প্রতিষ্ঠান, সাহিত্য ও বিজ্ঞানের
ক্রমোন্নতি
বিষয় কোডঃ ২৩১৬১৫
পরীক্ষার তারিখঃ ১৬/০৫/২০২৪
খ্রি.
ক-বিভাগ
১.পবিত্র কুরআনের প্রথম নাজিলকৃত সুরা
কোনটি?
উত্তর: আলাক
২.হাদিস বর্ণনাকারীকে কী বলা হয়?
উত্তর: রাবি
৩.আসমানি কিতাব কয়টি?
উত্তর: ১০৪টি
৪.রোজা'কে আরবিত কী বলা হয়?
উত্তর: সাওম
৫.'মুরজিয়া' শব্দের অর্থ
কী?
উত্তর: স্থগিতকরণ বা মুলতুবি রাখা
৬.কে মুতাজিলা মতবাদের প্রবর্তন করেন?
উত্তর: ওয়াসিম বিন আতা
৭.কোন সময়কে আরবি সাহিত্যের 'স্বর্ণযুগ' বলা
হয়?
উত্তর: আব্বাসি শাসন আমলের সময়কে
৮.শায়ের-ই-রাসুল কার উপাধি?
উত্তর: খালিদ বিন সাবিদের
৯.'শাহনামা' কার রচিত
মহাকাব্য?
উত্তর: ফেরদৌসি
১০.ইজমা কী?
উত্তর: একমত হওয়া, ঐকমত্য পোষণ
১১.'সিহাহ সিত্তাহ' অর্থ
কী?
উত্তর: ৬ খানা বিশুদ্ধ হাদিস
১২.'সাব'আ মুয়াল্লাকাহ' কী?
উত্তর: 'সাব'আ মুয়াল্লাকাহ' হলো সাতটি ঝুলন্ত কবিতা।
১৩.পবিত্র আল কুরআন কত বছর ধরে নাজিল
হয়?
উত্তর : পবিত্র আল কুরআন ২৩ বছর ধরে
নাজিল হয় ।
১৪.হাদিস বর্ণনাকারীকে কী বলা হয়?
উত্তর : রাবি বলা হয় ।
AD
১৫.রিসালাত শব্দের অর্থ কী?
উত্তর : রিসালাত শব্দের অর্থ হচ্ছে
বার্তা, সংবাদ প্রেরণ বা চিঠি পৌছান ইত্যাদি।
১৬.কিয়াস কী?
উত্তর : কিয়াস হচ্ছে তুলনা করা ।
১৭.খাতামুন নাবিয়্যিন অর্থ কী?
উত্তর : খাতামুন নাবিয়্যিন অর্থ নবিদের
শেষ বা শেষ নবি ।
১৮.সাবআ মুয়াল্লাকাত কী?
উত্তর : সাবআ মুয়াল্লাকাত অর্থ সাতটি
ঝুলন্ত কবিতা ।
১৯.মাকামা সাহিত্য কী?
উত্তর : মাকামা সাহিত্য বলতে রম্যরচনামূলক
সাহিত্যকে বুঝায় ।
২০.‘মসনবি' গ্রন্থের
রচয়িতা কে?
উত্তর : জালালুদ্দিন রুমি ।
২১.ফেরদৌসি কোন দেশের কবি ছিলেন?
উত্তর : ফেরদৌসি পারস্যের কবি ছিলেন।
২২.রসায়নশাস্ত্রের জনক কাকে বলা হয়?
উত্তর : জাবির ইবনে হাইয়ানকে ।
২৩.পৃথিবীর প্রথম গোলাকার মানচিত্র কে তৈরি করেন?
উত্তর : পৃথিবীর প্রথম গোলাকার মানচিত্র তৈরি করেন আল ইদ্রিসি
।
২৪.'কানুন ফিত তিব্ব' গ্রন্থ কে রচনা করেন?
উত্তর : ‘কানুন ফিত তিব্ব' গ্রন্থ রচনা করেন ইবনে সিনা ।
২৫.ওহি শব্দের অর্থ কী?
উত্তর : ওহি শব্দের অর্থ ইঙ্গিত করা, গোপনে জানানো, প্রেরণ করা প্রভৃতি ।
২৬. ইমান কী?
উত্তর : ইসলামের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল
করাই হলো ইমান ।
২৭.আসমানি কিতাব কয়টি?
উত্তর : আসমানি কিতাব ১০৪টি ।
২৮.কাসিদা কী?
উত্তর : কাসিদা হলো আরবের প্রেমবিষয়ক গীতিকবিতা ।
২৯.ইজমা কী?
উত্তর : কোনো যুগের স্বীকৃত মুজতাহিদগণের ঐকমত্যই ইজমা ।
৩০.হাফিজ কোন দেশের কবি?
উত্তর : হাফিজ পারস্যের কবি ।
৩১.ফারায়েজ কী?
উত্তর : মুসলিম আইনে উত্তরাধিকারীদের শরিয়াভিত্তিক বণ্টননামাকে
ফারায়েজ বলে ।
৩২.‘রুবাইয়াত'
এর রচয়িতা কে?
উত্তর : ‘রুবাইয়াত'
এর রচয়িতা ওমর খৈয়াম ।
৩৩.মাজহাব বলতে কী বুঝ?
উত্তর : মাজহাব অর্থ দল । ইসলামি শরিয়ার বিধান অনুসারে কোনো প্রাজ্ঞ ব্যক্তির মতাদর্শই
মাজহাব ।
৩৪.আল খাওয়ারিজমি কে ছিলেন?
উত্তর : আল খাওয়ারিজমি মুসলিম বীজগণিতশাস্ত্রের উদ্ভাবক ছিলেন।
৩৫.আসমানি কিতাব কয়টি?
উত্তর : আসমানি কিতাব ১০৪টি ।
৩৬.হাদিস বর্ণনাকারীকে কী বলা হয়?
উত্তর : রাবি বলা হয় ।
৩৭.ইজমা অর্থ কী?
উত্তর : ইজমা অর্থ একমত হওয়া, ঐকমত্য পোষণ করা, ঐক্যবদ্ধ হওয়া, সংকল্প করা প্রভৃতি ।
৩৮.সিহাহ সিত্তাহ কী?
উত্তর : ছয়টি বিশুদ্ধ সংকলিত হাদিস গ্রন্থকে একত্রে সিহাহ সিত্তাহ
বলা হয় ।
৩৯.'মুসলিম' অর্থ কী?
উত্তর : 'মুসলিম' অর্থ আত্মসমর্পণকারী ।
৪০.কে মুতাজিলা মতবাদের প্রবর্তন করেন?
উত্তর : ওয়াসিল বিন আতা মুতাজিলা মতবাদের প্রবর্তন করেন ।
৪২.পারস্যের কোন কবিকে প্রাচ্যের হোমার বলা হয়?
উত্তর : পারস্যের কবি ফেরদৌসিকে প্রাচ্যের হোমার বলা হয় ।
৪৩.হাফিজ কোন দেশের কবি?
উত্তর : হাফিজ পারস্যের কবি।
৪৪.মুরজিয়া শব্দের অর্থ কী?
উত্তর : স্থগিতকরণ বা মুলতবি রাখা ।
৪৫.শেখ সাদির প্রকৃত নাম কী?
উত্তর : মুসলেহ উদ্দিন।
৪৬.মাজহাব কয় প্রকার?
উত্তর : মাজহাব ৪ প্রকার ।
৪৭.কোন সময়কে আরবি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়?
উত্তর : আব্বাসি শাসকদের সময়কে আরবি সাহিত্যের স্বর্ণযুগ বলা
হয় ।
৪৮.'মসনবি' এর রচয়িতা কে?
উত্তর : 'মসনবি' এর রচয়িতা জালালুদ্দিন রুমি।
৪৯.পবিত্র কুরআনের সুরাসমূহ কয়ভাগে বিভক্ত?
উত্তর : পবিত্র কুরআনের সুরাসমূহ দুই ভাগে বিভক্ত ।
৫০.হাদিসের কয়টি অংশ?
উত্তর : হাদিসের দুটি অংশ।
৫১.রিসালাত শব্দের অর্থ কী?
উত্তর : রিসালাত শব্দের অর্থ সংবাদ প্রেরণ, খবর পৌছানো ইত্যাদি।
৫২.কিয়াস কী?
উত্তর : কিয়াস হচ্ছে তুলনা করা।
৫৩.রোজাকে আরবিতে কী বলা হয়?
উত্তর : রোজাকে আরবিতে সাওম বলা হয়।
৫৪.মুরজিয়া শব্দের অর্থ কী?
উত্তর : স্থগিতকরণ বা মুলতবি রাখা ।
৫৫.সাবআ মুয়াল্লাকাত কী?
উত্তর : সাবআ মুয়াল্লাকাত হলো সাতটি ঝুলন্ত কবিতা ।
৫৬.'শাহনামা' এর রচয়িতা কে?
উত্তর : 'শাহনামা' এর রচয়িতা কবি ফেরদৌসি ।
৫৭.“কানুন ফিত তিব্ব'
কে রচনা করেন?
উত্তর : 'কানুন ফিত তিব্ব' রচনা করেন ইবনে সিনা ।
৫৮.শায়ের ই রাসুল'
কার উপাধি?
উত্তর : হাসান বিন সাবিতের উপাধি ।
৫৯.মদের প্রশংসায় রচিত কবিতাগুলোকে কী বলা হয়?
উত্তর : মদের প্রশংসায় রচিত কবিতাগুলোকে বলা হয় খামরিয়াত।
৬০.জাবির ইবনে হাইয়ান কে ছিলেন?
উত্তর : জাবির ইবনে হাইয়ান ছিলেন রসায়নশাস্ত্রের জনক ।
৬১.হাদিস কী?
উত্তর : হাদিস হলো মহানবি (সা.) এর কথা, কাজ ও মৌন সম্মতি ।
৬২.সিহাহ সিত্তাহ কী?
উত্তর : সিহাহ সিত্তাহ হলো বিশুদ্ধ ৬টি হাদিস গ্রন্থ ।
৬৩.ইজমা কী?
উত্তর : কোনো যুগের স্বীকৃত মুজতাহিদগণের ঐকমত্যকে ইজমা বলে
।
৬৪.সাওম শব্দের অর্থ কী?
উত্তর : সাওম শব্দের অর্থ রোজা ।
৬৫.তকদির শব্দের অর্থ কী?
উত্তর : তকদির শব্দের অর্থ ভাগ্য ।
৬৬.পারস্যের কোন কবিকে প্রাচ্যের হোমার বলা হয়?
উত্তর : পারস্যের কবি ফেরদৌসিকে প্রাচ্যের হোমার বলা হয় ।
৬৭.কে মুতাজিলা মতবাদের প্রবর্তন করেন?
উত্তর : ওয়াসিল বিন আতা মুতাজিলা মতবাদের প্রবর্তন করেন ।
৬৮.‘রুবাইয়াত'
এর রচয়িতা কে?
উত্তর : ‘রুবাইয়াত'
এর রচয়িতা ওমর খৈয়াম।
৬৯.আল তাবারি কে ছিলেন?
উত্তর : আল তাবারি ছিলেন একজন মুহাদ্দিস ও ঐতিহাসিক ।
৭০.‘গুলিস্তা'
ও 'বুস্তা' কার রচিত?
উত্তর : শেখ সাদি রচিত।
৭১.ইজতিহাদ কী?
উত্তর : শরিয়তের কোনো নির্দেশ সম্পর্কে সুষ্ঠু জ্ঞান লাভের
উদ্দেশ্যে সর্বাঙ্গীণ চেষ্টা ও সাধনা করাই ইজতিহাদ ।
৭২.ওহি' শব্দের অর্থ কী?
উত্তর : ওহি শব্দের অর্থ গোপনে জানিয়ে দেওয়া, ইঙ্গিত করা, প্রেরণ করা, গোপন কথা অন্যকে অবগত করানো ইত্যাদি।
৭৩.হাদিসের মূল অংশকে কী বলে?
উত্তর : মতন বলে ।
৭৪.ইসলামি আইনের প্রধান দুটি উৎসের নাম লেখ।
উত্তর : ১. আল কুরআন ও ২. আল হাদিস।
৭৫.‘রিসালাত'
শব্দের অর্থ কী?
উত্তর : রিসালাত শব্দের অর্থ চিঠি প্রেরণ করা, সংবাদ পাঠানো, খবর পৌঁছানো ইত্যাদি ।
৭৬.‘শব-ই-কদর'
অর্থ কী?
উত্তর : শব-ই-কদর'
অর্থ মহিমান্বিত রজনী ।
৭৭.আল ইদ্রিসী কে ছিলেন?
উত্তর : আল ইদ্রিসী ছিলেন মধ্যযুগের বিশিষ্ট ভৌগোলিক ও মানচিত্রকর।
৭৮.‘কাসিদা'
কী?
উত্তর : কাসিদা হলো আরবের প্রেমবিষয়ক গীতি কবিতা ।
৭৯.পৃথিবীর প্রথম গোলাকার মানচিত্র কে তৈরি করেন?
উত্তর : আল ইদ্রিসি তৈরি করেন।
৮০.ইবনে সিনা কে ছিলেন?
উত্তর : ইবনে সিনা চিকিৎসাবিজ্ঞানের সর্বাধিনায়ক ছিলেন।
৮১.ইবনে সিনা কে ছিলেন?
উত্তর : ইবনে সিনা চিকিৎসাবিজ্ঞানের সর্বাধিনায়ক ছিলেন।
৮২.‘রুবাইয়্যাত' এর রচয়িতা কে?
উত্তর : ‘রুবাইয়াত'
এর রচয়িতা ওমর খৈয়াম।
৮৩.আরবদের ‘শেক্সপিয়র'
বলা হয় কাকে?
উত্তর : আরবদের ‘শেক্সপিয়র' বলা হয় ইমরুল কায়েসকে।
৮৪.পবিত্র কুরআনের প্রথম নাজিলকৃত সুরা কোনটি?
উত্তর : পবিত্র কুরআনের প্রথম নাজিলকৃত সুরা আলাক ।
৮৫.হাদিসের মূল অংশকে কী বলে?
উত্তর : মতন বলে ।
৮৬.রিসালাত শব্দের অর্থ কী?
উত্তর : রিসালাত শব্দের অর্থ সংবাদ প্রেরণ, খবর ইত্যাদি।
৮৭.ফিকহ কী?
উত্তর : কোনো বিষয়ে জানা, বুঝা ,দক্ষতা ও পারদর্শিতা অর্জন করাই ফিকহ।
৮৮.নিসাব কী?
উত্তর : জাকাত ফরজ হওয়ার জন্য সর্বনিম্ন নির্দিষ্ট পরিমাণ সম্পদ
থাকাই নিসাব ।
৮৯.জারির ও ফারাজদাক কোন আমলের কবি?
উত্তর : জারির ও ফারাজদাক উমাইয়া আমলের কবি।
৯০.ওমর খৈয়াম কোন দেশের কবি?
উত্তর : ওমর খৈয়াম পারস্যের কবি।
৯১.তকদির শব্দের অর্থ কী?
উত্তর : তকদির শব্দের অর্থ ভাগ্য।
৯২.পারস্যের কোন কবিকে প্রাচ্যের হোমার বলা হয়?
উত্তর : পারস্যের কবি ফেরদৌসিকে প্রাচ্যের হোমার বলা হয় ।
৯৩.আরবদের শেক্সপিয়র বলা হয় কাকে?
উত্তর : আরবদের শেক্সপিয়র বলা হয় কবি ইমরুল কায়েসকে ।
খ-বিভাগ
১.
ঈমানের গুরুত্ব ব্যাখ্যা কর।
২.
হাদিসের বিশুদ্ধতা কীভাবে পরীক্ষা করা হয়?
৩.
বৈধ
কিয়াসের শর্তগুলো উল্লেখ কর।
৪.
হানাফি মাযহাব সম্পর্কে ধারণা দাও।
৫.
ব্যঙ্গ কবি হিসেবে আল আখতালের মূল্যায়ন কর।
৬.
জালালউদ্দিন রুমির মসনবি সম্পর্কে বর্ণনা দাও।
৭.
কবি
হাফিজের পরিচয় দাও।
৮.
ভূগোলবিদ হিসেবে আল মাসুদির
মূল্যায়ন কর।
৯.
ওহি
নাজিলের পদ্ধতিগুলো লেখ।
১০.
ইসলামি আইনের উৎসসমূহ আলোচনা কর।
১১.
ইসলামে ইজতিহাদের গুরুত্ব বিশ্লেষণ কর।
১২.
বৈধ
মুসলিম বিবাহের অপরিহার্য শর্তগুলো কী?
১৩.
মাকামা সাহিত্যের উৎপত্তি সম্পর্কে ধারণা দাও।
গ-বিভাগ
১. আল-কুরআন সংগ্রহ ও সংকলনের ইতিহাস আলোচনা কর।
২. সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব ব্যাখ্যা কর।
৩. ইজতিহাদ বলতে কী বুঝ? ইসলামে এর গুরুত্ব বিশ্লেষণ কর। তুমি - কি মনে কর যে, ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে?
৪. যাকাত কী? দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা আলোচনা কর।
৫. "কবিতা আরবদের ঘটনাপঞ্জি"- ব্যাখ্যা কর।
৬. মাকামা সাহিত্যের উৎপত্তি ও বিকাশ বিবৃত কর।
৭. 'মহাকবি ফেরদৌসি'র জীবন ও রচনাবলি সম্পর্কে ধারণা দাও।
৮. রসায়ন/ ইতিহাস/ চিকিৎসাশাস্ত্রে মুসলমানদের অবদান মূল্যায়ন কর।
৯. কবিতা আরবদের ঘটনাপঞ্জি"-ব্যাখ্যা কর।
১০. আব্বাসি আমলের আরবি কবিতার বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখ।