রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা ,বিষয় কোডঃ ১১১৯০৩,ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

 

রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা ,বিষয় কোডঃ ১১১৯০৩,ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২
রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র
বিষ্য়- রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা   
বিষয় কোডঃ ১১১৯০৩
পরীক্ষা শুরুঃ ২২/০২/২০২৪খ্রি.

 

খ-বিভাগ


১। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কি বুঝ? 

২। গণতন্ত্রের সংজ্ঞা দাও ।

৩। সাংবিধানিক সরকার বলতে কী বুঝ?

৪। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কী?

৫। যুক্তরাষ্ট্রীয় সরকার কী?

৬। ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ কী?

৭। ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো কী?

৮। মার্কিন যুক্তরাষ্ট্রে 'ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য' নীতি কী?

৯। মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?

১০। নির্বাচক মন্ডলী কি? 

১১।মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলতে কি বুঝ? 

১২।"রাজা কোন অন্যায় করতে পারে না"- ব্যাখ্যা কর।

১৩। বিচার বিভাগীয় পর্যালোচনা কি? 

১৪।সরকারের সংজ্ঞা দাও।

১৫। "রাজা রাজত্ব করেন কিন্তু শাসন করেন না"- ব্যাখ্যা কর। 

 

গ-বিভাগ


১। গণতন্ত্র সফলতার পূর্বশর্তগুলো আলোচনা কর।

২। সংসদীয় সরকার ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা বর্ণনা কর।

৩। বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে রক্ষা করা যায়? আলোচনা কর । 

৪। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলির ভূমিকা আলোচনা কর । 

৫। ব্রিটিশ সংবিধান তৈরি হয়নি, এটা গড়ে উঠেছে ব্যখ্যা কর। 

৬। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

৭। মার্কিন সিনেট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ- আলোচনা কর।

৮। জাতীয় নেতা হিসেবে মার্কিন রাষ্ট্রপতির ভূমিকা আলোচনা কর। 

৯। একটু উত্তম সংবিধানের বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা কর।

১০। আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ আলোচনা কর।

১১। ব্রিটেনে কেন প্রথা মান্য করা হয়- ব্যাখ্যা কর।

১২। ব্রিটিশ কমন্স সভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার মধ্যে তুলনামূলক আলোচনা কর। 

 

Post a Comment

Previous Post Next Post