ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (৭৫০-১২৫৮),বিষয় কোডঃ ১১১৬০৩

 

ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (৭৫০-১২৫৮),বিষয় কোডঃ ১১১৬০৩

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র
ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (৭৫০-১২৫৮)
বিষয় কোডঃ ১১১৬০৩


খ-বিভাগ

১। আব্বাসীয় কারা?

২। 'রাওয়াদিয়া সম্প্রদায় কারা?

৩। আবু মুসলিম খোরাসানীর পরিচয় দাও।

৪। বাগদাদ নগরী সম্পর্কে টীকা লিখ।

৫। নাসিবিনের যুদ্ধ সম্পর্কে কি জান?

৬। হুনায়েন-ইবনে-ইসহাক কে ছিলেন? টি।

৭। মাওয়ালী কারা?

৮। মুতাজিলাদের পরিচয় দাও।

৯। নিজামিয়া মাদ্রাসা সম্পর্কে যা জান লিখ।

১০।গুপ্তঘাতক সম্প্রদায়ের কার্যাবলী উল্লেখ কর।

১১। আশারিয়া কারা?

১২। খলিফা আবুল আব্বাস কে ছিলেন?

১৩। শিয়া সম্প্রদায় সম্পর্কে কি জান?

১৪। আবু মুসলিম খোরাসানী কিভাবে নিহত হয়ে ছিলেন? 


গ-বিভাগ

 

১। খলিফা আবু জাফর আল মনসুরকে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন ?

২। খলিফা হারুন-অর-রশীদ ইতিহাসে বিখ্যাত কেন?

৩। জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে খলিফা আল-মামুনের কৃতিত্ব বর্ণনা কর।

৪। আশারিয়া চিন্তাবিদদের প্রধান মতবাদসমূহ আলোচনা কর ।

৫। হালাকু খান কর্তৃক বাগদাদ ধ্বংসের কারণ ব্যাখ্যা কর।

৬। সেলজুক শাসকদের মধ্যে তুমি কাকে শ্রেষ্ঠ বলে মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৭। আগলাবী বংশের প্রতিষ্ঠাতা হিসেবে ইব্রাহিম বিন আগলাবের কৃতিত্ব মূল্যায়ন কর।

৮। বার্মেকী বংশের উত্থান ও পতন বর্ণনা কর।  

৯। বুয়াইদদের উৎপত্তি ও বিস্তার সম্পর্কে আলোচনা কর।

১০। "আজদুদ্দোলাহ কেবল সর্বশ্রেষ্ঠ বুয়াইদই ছিলেনা,তার সময়ের  সবচেয়ে উজ্জ্বল শাসকও ছিলেন।" উক্তিটি ব্যাখ্যা করুন।

১১। সেলজুক সুলতান মালিক শাহের  কৃতিত্ব মূল্যায়ন কর।

Post a Comment

Previous Post Next Post