জাতীয় বিশ্ববিদ্যালয়
ইসলামের
ইতিহাস ও সংস্কৃতি
বিষয় কোড : ৩১১৬০৯
ক-বিভাগ
(ক) মিশর কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর : মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত।
(খ) নেপোলিয়ন বোনাপার্টকে কোন দ্বীপে নির্বাসন দেয়া হয়?
উত্তর : সেন্ট হেলেনা দ্বীপে ।
(গ) ব্রিটিশরা কখন মিশর দখল করে?
উত্তর : ১৮৮২ খ্রিস্টাব্দে।
(ঘ) ওরাবী পাশা কে ছিলেন?
উত্তর : ওরাবী পাশা মিশরের জাতীয়তাবাদী আন্দোলনের নেতা
ছিলেন ।
(ঙ)ক্যাম্প ডেভিড কোথায় অবস্থিত?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রে।
(চ) 'গ্রীন বুক' কে রচনা করেন?
উত্তর : মুয়াম্মার গাদ্দাফি ।
(ছ) কে লিবিয়ার সানুসী আন্দোলনের নেতৃত্ব দেন?
উত্তর : সাঈদ ইদ্রিস আল সানুসী।
(জ)মোহাম্মদ বা আজিজি কে ছিলেন?
উত্তর : তিউনিসিয়ার এক নায়ক শাসন ব্যবস্থার প্রতিবাদী
নায়ক।
(ঝ) 'FLN' পূর্ণ নাম লিখ ।
উত্তর : FLN-এর পূর্ণরূপ হলো- National Liberation
Front.
(ঞ) মরক্কোর বর্তমান বাদশাহ কে?
উত্তর : ষষ্ঠ মোহাম্মদ ।
(ট) সুয়েজ খাল কোম্পানি কখন জাতীয়করণ করা হয়?
উত্তর : ১৯৫৬ সালে।
(ঠ) লর্ড ক্রোমার কে ছিলেন?
উত্তর : লর্ড ক্রোমার ব্রিটিশ কূটনীতিবিদ ছিলেন।
2016
(ক) সুয়েজ খাল কখন উদ্বোধন করা হয়?
উত্তর : ১৮৬৯ সালে।
(খ) মিশরের সর্বশেষ বাদশাহ কে ছিলেন?
উত্তর : আহমেদ ফুয়াদ।
(গ) সিনাই উপদ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর : মিশরে।
(ঘ) পোর্ট আবু সাঈদ কোথায়?
উত্তর : মিশরে।
(ঙ) সুদানের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর : ওমর হাসান আহমেদ আল বশীর।
(চ) দক্ষিণ সুদানের রাজধানী কোথায়?
উত্তর : জুবায়।
(ছ) লিবিয়া কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে?
উত্তর : ইতালি।
(জ) 'গ্রেটম্যান মেড' কী?
উত্তর : 'গ্রেটম্যান মেড' হলো লিবিয়ার একটি নদীর নাম।
(ঝ) কখন লিবিয়ায় রাজতন্ত্রের অবসান হয়?
উত্তর : ১৯৬৯ সালে।
ঞ) 'নিউ দস্তুর' কোন দেশের রাজনৈতিক দল?
উত্তর : তিউনিসিয়ার ।
(ট) ১৯৬২ সালের ইন্ডিয়ান চুক্তির প্রধান বিষয়বস্তু কী?
উত্তর : আলজেরিয়ার স্বাধীনতা ।
(ঠ) SADAR-এর পূর্ণনাম লিখ ।
উত্তর : SADAR-এর পূর্ণনাম হলো-Selected Area Development Administrative Region.
2017
(ক) কোন যুদ্ধের মাধ্যমে নেপোলিয়ন মিশর জয় করেন?
উত্তর : পিরামিডের যুদ্ধের মাধ্যমে ।
(খ) মিশরে প্রথম পাশ্চাত্য শিক্ষার প্রচলন করেন কে?
উত্তর : মুহাম্মদ আলী পাশা ।
(গ) সুয়েজ খাল কোন দু'টি সাগরকে সংযুক্ত করেছে?
উত্তর : ভূমধ্যসাগর ও লোহিতসাগরকে।
(ঘ) ওয়াদ পার্টি কে গঠন করেন?
উত্তর : ‘ওয়াফদ পার্টি'
জগলুল পাশা গঠন করেন।
(ঙ) কোন দুটি দেশের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত
হয়েছিল।
উত্তর : মিশর ও ইসরাইলের মধ্যে।
(চ) কোন রাষ্ট্রগুলোকে 'মাগরিব স্টেটস' বলা হয়?
উত্তর : পশ্চিম সাহারা বেষ্টিত ৫টি রাষ্ট্রকে 'মাগরিব স্টেটস'
বলা হয় (লিবিয়া, তিউনিশিয়া, আলজেরিয়া, মরক্কো, ও মৌরিতানিয়া)।
(ছ) কোন স্থানে হাবিব বুরগুইবাকে নির্বাসিত করা হয়েছিল?
উত্তর : গ্যালিট দ্বীপে।
(জ) 'সুদান' শব্দটির অর্থ কী?
উত্তর : 'সুদান' শব্দটির অর্থ কৃষ্ণাঙ্গদের ভূমি ।
(ঝ)লিবিয়ার সানুসী আন্দোলনের নেতৃত্ব দেন কে?
উত্তর : সাঈদ ইদ্রিস আল সানুসী।
(ঞ) 'OIC' এর পূর্ণরূপ লেখ ।
উত্তর : OIC এর পূর্ণরূপ হলো- Organization of Islamic
Co-operation.
(ট) মরক্কো কোন দেশের নিকট হতে স্বাধীনতা অর্জন করে?
উত্তর : ফ্রান্সের নিকট থেকে।
(ঠ) বিজার্তা কী?
উত্তর : তিউনিশিয়ার নৌঘাঁটি।
2018
(ক) মিশর কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত।
(খ) মিশরকে কবে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়?
উত্তর : ১৮ জুন ১৯৫৩ সালে মিশরকে প্রজাতন্ত্র ঘোষণা করা
হয়।
(গ) কে আলেকজান্দ্রিয়া নগরী স্থাপন করেন?
উত্তর : মহান সম্রাট আলেকজান্ডার আলেকজান্দ্রিয়া নগরী স্থাপন
করেন।
(ঘ) ইতালীয়রা কখন লিবিয়া দখল করে?
উত্তর : ১৯১১ সালে।
(ঙ) লিবিয়ার প্রথম বাদশাহ কে?
উত্তর : আমির মোহাম্মদ ইদ্রিস।
(চ) আধুনিক সুদানের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ইসমাইল আল আজাহারি।
(ছ) দারফুর সংকটের প্রধান কারণ কী?
উত্তর : আফ্রিকার বংশোদ্ভূত মুসলিম ও আরব হতে আগত মুসলিমদের
মধ্যে জাতিগত সংঘাত।
(জ)‘মাগরিব' শব্দের অর্থ কী?
উত্তর : ‘মাগরিব' শব্দের
অর্থ পশ্চিম।
(ঝ) ফরাসিরা কবে তিউনিশিয়ায় উপনিবেশ স্থাপন করে?
উত্তর : ফরাসিরা ১৮৮১ সালে তিউনিশিয়ায় উপনিবেশ স্থাপন
করে ।
(ঞ) নিউ দস্তর পার্টির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : হাবিব বুরগুইবা।
(ট) নেপোলিয়ন বোনাপার্টকে কোন দ্বীপে নির্বাসন দেয়া হয়েছিল?
উত্তর : সেন্ট হেলেনা দ্বীপে।
(ঠ) 'নিউ দস্তর' কোন দেশের রাজনৈতিক দল?
উত্তর : তিউনিসিয়ার।
2019
(ক) সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
উত্তর : ভূমধ্যসাগর ও লোহিতসাগরকে ।
(খ) সিনাই উপদ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর : মিশরে ।
(গ) আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মুহাম্মদ আলী পাশা ।
(ঘ) ‘খেদিভ’ শব্দের অর্থ
কী?
উত্তর : ‘খেদিভ' শব্দের
অর্থ স্বাধীন সুলতান।
(ঙ) লিবিয়ার রাজধানীর নাম কী?
উত্তর : লিবিয়ার রাজধানীর নাম ত্রিপোলি ।
(চ) লিবিয়া কোন সালে স্বাধীনতা লাভ করে ?
উত্তর : ১৯৫১ সালের ২৪ ডিসেম্বর।
(ছ) ‘সুদান' শব্দটির অর্থ কী?
উত্তর : ‘সুদান' শব্দটির
অর্থ কৃষ্ণাঙ্গদের ভূমি।
(জ)F.L.N-এর পূর্ণনাম লেখ।
উত্তর : FLN-এর পূর্ণরূপ হলো- National Liberation
Front.
(ঝ) কাকে আধুনিক তিউনিসিয়ার জনক বলা হয়?
উত্তর : হাবিব বুরগুইবাকে ।
(ঞ) বিজ্ঞার্তা কী?
উত্তর : তিউনিশিয়ার নৌঘাঁটি।
(ট) আলজেরিয়া কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : : আলজেরিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত।
(ঠ) মরক্কো কোন দেশের নিকট হতে স্বাধীনতা অর্জন করে?
উত্তর : ফ্রান্সের নিকট থেকে ।
2020
(ক) মিশর কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত ।
(খ) মিশরকে কবে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়?
উত্তর : ১৮ জুন ১৯৫৩ সালে মিশরকে প্রজাতন্ত্র ঘোষণা করা
হয় ।
(গ) নেপোলিয়ন কত খৃষ্টাব্দে মিশর জয় করেন?
উত্তর : ১৭৯৮ সালে।
(ঘ) সেন্ট হেলেনা দ্বীপে কাকে নির্বাসন দেয়া হয়?
উত্তর : নেপোলিয়ন বোনাপার্টকে।
(ঙ) সুয়েজ খাল কখন জাতীয়করণ করা হয়?
উত্তর : ১৯৫৬ সালে।
(চ) পোর্ট আবু সাঈদ কোথায়?
উত্তর : মিশরে।
(ছ) 'গ্রীন বুক' কে রচনা করেন?
উত্তর : মুয়াম্মার গাদ্দাফি।
(জ)লিবিয়ার সানুসী আন্দোলনের নেতৃত্ব দেন কে?
উত্তর : সাঈদ ইদ্রিস আল সানুসী।
(ঝ) আধুনিক সুদানের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ইসমাইল আল আজাহারি ।
(ঞ) হাবিব বুরগুইবাকে কোথায় নির্বাসন দেয়া হয়েছিল?
উত্তর : গ্যালিট দ্বীপে ।
(ট)১৯৬২ সালে ইন্ডিয়ান চুক্তির প্রধান বিষয়বস্তু কী?
উত্তর : আলজেরিয়ার স্বাধীনতা।
(ঠ) কে মরক্কোতে আরব বসন্ত উদ্ভূত পরিস্থিতি নিরসন করেন?
উত্তর : মরক্কোর বাদশাহ ষষ্ঠ মুহাম্মদ আরব বসন্তের উদ্ভূত
পরিস্থিতি নিরসন করেন।
খ বিভাগ
১। খেদিভ ইসমাইল কে ছিলেন?
২। মিশরের লর্ড ক্রোমারের গৃহীত সামাজিক সংস্কারসমূহ লেখ
।
৩। সুয়েজ খালের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।
৪। লিবিয়ার ভৌগোলিক অবস্থা বর্ণনা কর।
৫। গাদ্দাফির সবুজ বিপ্লবের উপর টিকা সংযোজন কর ।
৬। তিউনিসিয়ার 'নিউ দস্তর পার্টি' সম্পর্কে আলোচনা কর।
৭। মরক্কোর বার্বার বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর
।
৮।OIC সম্পর্কে ধারণা দাও ।
৯। মিশরের ওরাবী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।
১০। ১৯৩৬ সালের ‘ইঙ্গ-মিশরীয়
চুক্তি'র বিবরণ দাও ।
১১। দারফুর সংকটের কারণসমূহ বর্ণনা কর ।
১২। আরব লীগ সম্বন্ধে একটি টীকা লেখ ।
ঘ বিভাগ
১।
যে অবস্থার পরিপ্রেক্ষিতে ১৮৮২ সালে ব্রিটিশদের দ্বারা মিশর অধিকৃত হয় তা বিশ্লেষণ
কর।
২।
মিশরের সাংবিধানিক আন্দোলন সাদ জগলুল পাশার ওয়াদ পার্টির ভূমিকা পর্যালোচনা কর ৷
৩।
১৯৫৬ সালে প্রেসিডেন্ট নাসের কর্তৃক সুয়েজ খাল জাতীয়করণের কারণসমূহ আলোচনা কর ।
৪।
লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফীর সংস্কারসমূহ আলোচনা
৫।
স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সুদানের অভ্যুদয়ের ইতিহাস
৬।
তিউনিসিয়ার প্রেসিডেন্ট হাবিব বুরগুইবার অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি পর্যালোচনা কর
।
৭।আলজেরিয়ার
গৃহযুদ্ধের কারণসমূহ বর্ণনা কর। কীভাবে এর ম অবসান হয়?
৮।মরক্কোর
বাদশাহ দ্বিতীয় হাসানের কৃতিত্বসমূহ পর্যালোচনা কর ।
৯।
১৯৫২ সালের মিশরের সামরিক অভ্যুত্থানের পটভূমি আলোচনা কর।
১০।
১৯৫৮ সালে সংযুক্ত আরব প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা কর । সিরিয়া কেন এই
প্রজাতন্ত্র ত্যাগ করেছিল?
১১।
মিশরের প্রেসিডেন্ট হোসনী মোবারকের পতনের কারণসমূহ বিশ্লেষণ কর ।
১২।
সুদানের 'মাহদী আন্দোলন' সম্পর্কে আলোচনা কর এবং এর তাৎপর্য ব্যাখ্যা কর ।