বাংলা জাতীয় ভাষা, বিষয় কোডঃ ১৩১০০১ , ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার ২০২২

 বাংলা জাতীয় ভাষা,  বিষয় কোডঃ ১৩১০০১ , ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার ২০২২

 ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার ২০২২

বাংলা জাতীয় ভাষা,  বিষয় কোডঃ ১৩১০০১ 

 

ক বিভাগ


১.'বার বার ফিরে আসে' কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

উত্তর: 'বার বার ফিরে আসে' কবিতাটি শামসুর রাহমানের 'দুঃসময়ের মুখোমুখি' কাব্যগ্রন্থের অন্তর্গত।

২. "নিষাদ কি কোনোদিন পক্ষিণীর গোত্র ভুল করে?" -এটি কোন কবিতার চরণ?

উত্তর: "নিষাদ কি কোনোদিন পক্ষিণীর গোত্র ভুল করে?"-এটি আল মাহমুদের 'সোনালী কাবিন' কবিতার চরণ।

৩. টেকচাঁদী বাঙ্গালা কী?

উত্তর: টেকচাঁদী বাঙ্গালা হলো প্যারীচাঁদ মিত্র রচিত 'আলালের ঘরের দুলাল' এর বাঙ্গালা।

৪. বাংলার নবজাগরণের প্রভাত নক্ষত্র কে?

উত্তর: বাংলার নবজাগরণের প্রভাত নক্ষত্র রাজা রামমোহন রায়।

৫. 'রাজবন্দীর জবানবন্দী' প্রবন্ধে লেখককে কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে?

উত্তর: 'রাজবন্দীর জবানবন্দী' প্রবন্ধে লেখককে রাজদ্রোহীর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

৬. 'একরাত্রি' গল্পের নায়ক কী হতে চেয়েছিল?

উত্তর: 'একরাত্রি' গল্পের নায়ক নাজির-সেরেস্তাদার হতে চেয়েছিলে।

৭. ক্ষেন্তি কী রোগে মৃত্যুবরণ করে?

উত্তর: ক্ষেন্তি বসন্ত রোগে মৃত্যুবরণ করে।

৮. কলিমন কে?

উত্তর: রজবের স্ত্রী কলিমন।

৯. 'গুরুচণ্ডালী দোষ' কী?

উত্তর: সাধু ও চলিত রীতির মিশ্রণকে গুরুচন্ডালী দোষ বলে।

১০. 'ক্ষণপ্রভা' শব্দের অর্থ কী?

উত্তর: 'ক্ষণপ্রভা' শব্দের অর্থ বিদ্যুৎ বা বিজলি।

১১. 'বনলতা সেন' কবিতার কবি কত বছর ধরে পথ হাঁটছেন?

উত্তর: 'বনলতা সেন' কবিতার কবি হাজার বছর ধরে পথ হাঁটছেন।

১২. ডাহুকের সুরে কীসের ইঙ্গিত থাকে?

উত্তর: ডাহুকের সুরে শৃঙ্খল মুক্তির ইঙ্গিত থাকে।

১৩. জন ব্রাইট কে?

উত্তর: জন ব্রাইট একজন ইংরেজ রাজনীতিবিদ।

১৪. 'রাজবন্দীর জবানবন্দী' কবি কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেন?

উত্তর: 'রাজবন্দীর জবানবন্দী' কবি কাজী নজরুল ইসলাম কারাগারে বসে রচনা করেন।

১৫. প্রকৃত যৌবন বলতে লেখক কী বুঝিয়েছেন?

উত্তর: প্রকৃত যৌবন বলতে লেখক মনের যৌবনকে বুঝিয়েছেন।

১৬. সুরবালার স্বামীর নাম কী?

উত্তর: সুরবালার স্বামীর নাম রামলোচন।

১৭. 'আত্মজা' শব্দের অর্থ কী?

উত্তর: 'আত্মজা' শব্দের অর্থ কন্যা।

১৮.আত্ম-বিলাপ' কবিতায় মধুসূদন দত্ত কীসের ছলনায় ভুলেছেন? - *

 উত্তর: আজা-বিলাপ' কবিতায় কবি আশার ছলনায় ভুলেছেন।

১৯. 'চৈতী হাওয়া' কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন?।

 উত্তর: 'চৈতী হাওয়া' কবিতায় কবি প্রিয়ার স্মৃতিচারণ করেছেন।

২০.'ঐকতান' শব্দের অর্থ কী?

উত্তব: 'ঐকতান' শব্দের অর্থ সম্মিলিত সুর।

২১. আঙ্গিক বিচারে 'সোনালী কাবিন- ৫' কোন ধরনের কবিতা?

উত্তর: আঙ্গিক বিচারে 'সোনালী কাবিন- ৫' একটি সনেট বা চতুর্দশপদী কবিতা।

২২."বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হয়া উচিত।" উক্তিটি কার?

উত্তর: "বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হয়া উচিত।" -উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।

২৩. হরপ্রসাদ শাস্ত্রীর 'তৈল' প্রবন্ধ অনুসারে কার মহিমা অতি অপরূপ?

উত্তর: হরপ্রসাদ শাস্ত্রীর 'তৈল' প্রবন্ধ অনুসারে তৈলের মহিমা অতি অপরূপ।

২৪. 'সভ্যতার সংকট' প্রবন্ধে রবীন্দ্রনাথ ভারতবর্ষের দুর্গতির জন্য কাদের দায়ী করেছেন?

উত্তর: 'সভ্যতার সংকট' প্রবন্ধে রবীন্দ্রনাথ ভারতবর্ষের দুর্গতির জন্য ভারতীয় সমাজকে দায়ী করেছেন।

২৫. 'বাংলার জাগরণ' প্রবন্ধে কাকে মানবপ্রেমিক ও স্বদেশপ্রেমিক বলা হয়েছে?

উত্তর : 'বাংলার জাগরণ' প্রবন্ধে স্বামী বিবেকানন্দকে মানবপ্রেমিক ও স্বদেশপ্রেমিক বলা হয়েছে।

২৬. 'একরাত্রি' গল্পের নায়িকার নাম কী?

উত্তর: 'একরাত্রি' গল্পের নায়িকার নাম সুরবালা।

২৭. 'পত্র' শব্দটির আভিধানিক অর্থ কী?

উত্তর: 'পত্র' শব্দটির আভিধানিক অর্থ স্মারক বা চিহ্ন।

২৮. হুজুর কেবলার প্রধান খলিফা কে?

উত্তর : হুজুর কেবলার প্রধান খলিফা হলো সুফী বদরুদ্দিন।

২৯. 'নয়নচারা' গল্পে উল্লিখিত নদীটির নাম কী?

উত্তর: 'নয়নচারা' গল্পে উল্লিখিত নদীটির নাম ময়ূরাক্ষী।

৩০. হাওয়া' কবিতায় কবি কার খোঁপায় ফুল গুঁজে দিতেন?

উত্তর: 'চৈতী হাওয়া' কবিতায় কবি প্রিয়ার খোঁপায় ফুল গুঁজে দিতেন।

৩১. 'বনলতা সেন' কবিতায় শ্রাবন্তীর পরিচয় কী?

উত্তর: 'বনলতা সেন' কবিতায় শ্রাবন্তী প্রাচীন ভারতের সমৃদ্ধিশালী নগরী বিশেষ যার সৌন্দর্যের সাথে বনলতা সেনের মূখের সৌন্দর্যকে উপমিত করা হয়েছে।

৩২. 'ডাহুক' কবিতায় ডাহুকের ডাককে কবি কীসের সাথে তুলনা করেছেন?

 উত্তর: 'ডাহুক' কবিতায় ডাহুকের ডাককে কবি আত্মমুক্তির প্রেরণার সাথে তুলনা করেছেন।

৩৩. 'বার বার ফিরে আসে' কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

উত্তর: 'বার বার ফিরে আসে' কবিতাটি শামসুর রাহমানের 'দুঃসময়ের মুখোমুখি' কাব্যগ্রন্থের অন্তর্গত।

৩৪. 'সভ্যতার সংকট' প্রবন্ধে রবীন্দ্রনাথ প্রশংসার বিষয় নয় বলে কোন বিষয়কে বুঝিয়েছেন?

উত্তর: 'সভ্যতার সংকট' প্রবন্ধে রবীন্দ্রনাথ পরনির্ভরতাকে।প্রশংসার বিষয় নয় বলে বুঝিয়েছেন।

৩৫ 'যৌবনে দাও রাজটিকা' প্রবন্ধ অবলম্বনে কোন জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে?

 উত্তর: 'যৌবনে দাও রাজটিকা' প্রবন্ধ অবলম্বনে সমগ্র সমাজ জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে।

৩৬. 'বাংলার জাগরণ' প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কীসের সাথে তুলনা করা হয়েছে?

উত্তর: 'বাংলার জাগরণ' প্রবন্ধে রাজা রামমোহন রায়কে প্রভাত নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে।

৩৭. 'সংস্কৃতি-কথা' প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে? উত্তর: 'সংস্কৃতি-কথা' প্রবন্ধে বৈরাগীরা নারী ও সংস্কৃতিকে পর ভাবে।

৩৮. 'পুঁই মাচা' ছোটগল্পে ক্ষেন্তির মায়ের নাম কী?

উত্তর: 'পুঁই মাচা' ছোটগল্পে ক্ষেন্তির মায়ের নাম অন্নপূর্ণা।

৩৯. 'প্রাগৈতিহাসিক' গল্পের নায়ক কে?  উত্তর: প্রাগৈতিহাসিক' গল্পের নায়ক ভিখু।

৪০.পথ জানা নাই' ছোটগল্পে বর্ণিত গ্রামের নাম কী?

উত্তর: 'পথ জানা নাই' ছোটগল্পে বর্ণিত গ্রামের নাম মাউলতলা।

৪১.'আত্মজা ও একটি করবী গাছ' গল্পের গল্পকারের নাম কী?

উত্তর: 'আত্মজা ও একটি করবী গাছ' গল্পের গল্পকারের নাম হাসান আজিজুল হক।

৪২. 'ভাযুক' কবিতায় তারার বন্দর ছেড়ে চাঁদ কোথায় চলে?

উত্তর: 'ভাবুক' কবিতায় তারার বন্দর ছেড়ে চাঁদ চলে বাত্রির সাগরে।

৪৩. 'বনলতা সেন' কবিতায় কবি হাজার বছর ধরে কোথায় পথ হাঁটছেন?

উত্তর: 'বনলতা সেন' কবিতায় কবি হাজার বছর ধরে পৃথিবীর পথে হাঁটছে।

৪৪. 'সোনালী কাবিন' কবিতায় 'মহুয়ার মাটির বোতল' কথাটি কী অর্থে ব্যবহার করেছেন?

উত্তর: 'সোনালী কাবিন' কবিতায় 'মহুয়ার মাটির বোতল' কথাটি মানব-মানবীর উন্নত যৌবন রস অর্থে ব্যবহার করেছেন।

৪৫. 'যৌবনে দাও রাজটিকা' প্রবন্ধে কোন যুবরাজকে ভোগের অবতার বলা হয়েছে?

উত্তর: 'যৌবনে দাও রাজটিকা' প্রবন্ধে কৌশাম্বি রাজ্যের যুবরাজকে ভোগের অবতার বলা হয়েছে।

৪৬. 'বাংলার জাগরণ' প্রবন্ধে কাকে আধুনিককালের এক পরম শক্তিমান মানুষ বলা হয়েছে?

উত্তর: 'বাংলার জাগরণ' প্রবন্ধে রাজা রামমোহন রায়কে আধুনিককালের এক পরম শক্তিমান মানুষ বলা হয়েছে।

৪৭. 'আজ আমার আশি বৎসর পূর্ণ হল' কার আশি বৎসর পূর্ণ হলো?

উত্তর: 'আজ আমার আশি বৎসর পূর্ণ হল আশি বৎসর পূর্ণ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের।

৪৮. 'পুঁই মাচা' গল্পে মুখুয্যে বাড়ির ছোট খুকীর নাম কী? উত্তর: 'পুঁই মাচা' গল্পে মুখুয্যে বাড়ির ছোট খুকীর নাম দুর্গা।

৪৯. "সুরবালা আমার কী না হইতে পারিত।"-একবা কে বলেছিল?

উত্তর: "সুরবালা আমার কী না হইতে পারিত।" -এ কথা 'একরাত্রি' গল্পের কথক তথা নায়ক বলেছিল।

৫০. 'আত্মজা' শব্দের অর্থ কী? উত্তর: 'আত্মজা' শব্দের অর্থ কন্যা, দুহিতা বা মেয়ে।

৫১.কাকে বাংলা সাধু গদ্যরীতির জনক মনে করা হয়?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাধু গদ্যরীতির জনক মনে করা হয়।

৫২. ষ-ত্ব বিধি কাকে বলে?

উত্তর: বাংলা বানানে 'ষ' ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধি বলে।

৫৩. যে ভাষারীতিতে আমরা সবসময় কথাবার্তা বলি তাকে কী ভাষা বলে?

উত্তর: যে ভাষারীতিতে আমরা সবসময় কথাবার্তা বলি তাকে চলিত ভাষা বলে।

 

খ বিভাগ

 

১। 'ঐকতান' কবিতায় প্রকাশিত বেদনাবোধের কারণ সংক্ষেপে লেখ।

২. 'আমাকেই হত্যা করে, ওরা হত্যা করে বারবার'-কারা, কাকে এবং কেন বারবার হত্যা করে?

৩. 'বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত' বলতে লেখক কী বুঝিয়েছেন?

৪. হরপ্রসাদ শাস্ত্রীর মতে কে সর্বশক্তিমান এবং কেন?

৫. "আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি।"-উক্তিটির তাৎপর্য তুলে ধর।

৬. 'হুযুর কেবলা' গল্পে পীর সাহেবের মুখোশ উন্মোচনে এমদাদের ভূমিকা মূল্যায়ন কর।

৭. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে বিদেশি শব্দ বানানের যে কোনো চারটি নিয়ম উদাহরণসহ লেখ।

৮. প্রাগৈতিহাসিক' গল্প অবলম্বনে পাঁচী চরিত্র আলোচনা কর।

৯. কানো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঐকতান' কবিতার মূলভাব লেখ।

১০. শামসুর রাহমানের 'বার বার ফিরে আসে' কবিতাটির প্রেক্ষাপট

১১. 'যৌবনে দাও রাজটিকা' প্রবন্ধে প্রমথ চৌধুরী প্রকৃত যৌকন বলতে কী বুঝিয়েছেন?

১২. "আমি সামান্য সৈনিক, যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তাঁর আদেশ পালন করেছি।"- ব্যাখ্যা কর।

১৩. "তোমরা নিতান্ত মূর্খ, এই ভণ্ডের চালাকি বুঝিতে পারতেছ না?"- বিষয়টি বিশ্লেষণ কর।

১৪. "পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না।" উত্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।

১৫.রবীন্দ্রনাথ ঠাকুর 'ঐকতান' কবিতায় তরুণ কবিদের প্রতি যে ২২৬ দায়িত্বভার অর্পণ করেছেন সংক্ষেপে তা আলোচনা কর।

১৫. 'বার বার ফিরে আসে' কবিতায় রস্তাদ্ভূত শার্ট কোথায় কোথায় ফিরে আসে? সংক্ষেপে লেখ।

১৬. 'বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত 6 হওয়া উচিত' বলতে লেখক কী বুঝিয়েছেন সংক্ষেপে লেখ।

১৭. ধার্মিক আর কালচার্ড মানুষের মাঝে পার্থক্য সংক্ষেপে আলোচনা কর

১৮. এমদাদের সংক্ষিপ্ত পরিচয় দাও।

১৯. বাংলা বানানে 'ই' কার ব্যাবহারে নিয়ম লিখ।


গ বিভাগ


১. 'চৈতী হাওয়া' অবলম্বনে কবি কাজী নজরুল ইসলামের প্রেম ও ১ প্রকৃতি চেতনার স্বরূপ পর্যালোচনা কর।

 ২. 'বনলতা সেন' কবিতার নামকরণের সার্থকতা নিরূপণ কর।

৩. 'সংস্কৃতি-কথা' প্রবন্ধ অবলম্বনে সংস্কৃতির বৈশিষ্ট্য নির্ণয় প্রসঙ্গে সংস্কৃতির সাথে ধর্ম, প্রগতি ও সভ্যতার সম্পর্ক স্থাপন কর।

৪. "ইংরেজ জাতি ও তার ঔদার্যের প্রতি জীবনের প্রান্তিকে এসে রবীন্দ্রনাথ বিশ্বাসহীন হয়ে পড়েছিলেন।" 'সভ্যতার সংকট' প্রবন্ধ অবলম্বনে তোমার মতামত দাও।

৫. 'প্রাগৈতিহাসিক' গল্পে 'ভিখু' চরিত্রের মৌল বৈশিষ্ট্য কোনটি- অস্তিত্ব রক্ষা না কি প্রবৃত্তি তাড়না? প্রসঙ্গ দুটি বিশ্লেষণ করে নিজস্ব অভিমত ব্যক্ত কর।

৬. 'পথ জানা নাই' গল্প অবলম্বন করে নগরজীবনের চিত্র বিশ্লেষণ কর।

৭. 'উদাহরণসহ' 'ই-কার' এবং 'ঈ-কার' ব্যবহারের পাঁচটি করে নিয়ম লেখ।

৮ . সনেট কী? সনেট হিসেবে 'সোনালী কাবিন' কবিতার  সার্থকতা মূল্যায়ন কর।

৯. কাজী আবদুল ওদুদের 'বাংলার জাগরণ' প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ কর।

১০. 'তৈল' প্রবন্ধ অনুসারে এর অসামান্য মহিমা বর্ণনা কর।

১১. 'পথ জানা নাই' ছোটগল্পে শামসুদ্দীন আবুল কালাম নগর সভ্যতার যে নগ্ন চিত্র তুলে ধরেছেন- তা বর্ণনা কর।

১২. 'আত্মজা ও একটি করবী গাছ' গল্পটি এক বৃদ্ধের জীবনের মর্মান্তিক  পরিণতি আলোচনা কর।

১৩. চলিত ভাষার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

১৪. তোমার বোনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখ।

১৫. 'ডাহুক' কবিতার মূল বিষয়বস্তু আলোচনা কর।

১৬. 'রাজবন্দীর জবানবন্দী' প্রবন্ধে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বদেশপ্রেমের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা কর।

১৭. বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর।

১৮. রবীন্দ্রনাথের 'একরাত্রি' গল্পের' নামকরণের সার্থকতা আলোচনা কর।

 

 

 

 

 

 


Post a Comment

Previous Post Next Post