পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রসমূহের ইতিহাস ,বিষয় কোড : ৩১১৬১১,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি


পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রসমূহের ইতিহাস ,বিষয় কোড : ৩১১৬১১,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

জাতীয় বিশ্ববিদ্যালয়
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
বিষয় : পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রসমূহের ইতিহাস
বিষয় কোড : ৩১১৬১১

 

ক-বিভাগ

 

(ক) ইবনে সউদ কে ছিলেন?

উত্তর : ইবনে সউদ আধুনিক সৌদি আরবের জনক ছিলেন ।

(খ)সৌদি আরবের রাষ্ট্রীয় নাম কি?

উত্তর : Kingdom of Saudi Arabia.

(গ) উর্বর অর্ধচন্দ্র এলাকা কোনটি?

উত্তর : ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী বিস্তৃত এলাকা উর্বর অর্ধচন্দ্র নামে পরিচিত।

(ঘ)কোন সালে জর্ডান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৪৬ সালে।

(ঙ) আল-ফাতাহ কি?

উত্তর : ফিলিস্তিনের রাজনৈতিক দল।

(চ) পিএলও-এর সদর দপ্তর কোথায়?

উত্তর : ফিলিস্তিনের 'রামাল্লায়।

(ছ)টিএ লরেন্স কে ছিলেন?

উত্তর : টিএ লরেন্স একজন ব্রিটিশ প্রত্নতত্ত্ব বিশারদ, সামরিক বাহিনীর কর্মকর্তা এবং লেখক ছিলেন।

(জ)আলিয়া কি?

উত্তর : প্যালেস্টাইনে ইহুদিদের সংঘবদ্ধ আগমনকে আলিয়া বলা হয়।

(ঝ) ইসমাইল হানিয়া কে?

উত্তর : ফিলিস্থিনের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন।

(ঞ) 'The Jewish State' গ্রন্থের লেখক কে?

উত্তর : থিওডর হার্জেল।

(ট) লেবাননের রাজধানীর নাম কি?

উত্তর : বৈরুত।

(ঠ) ক্যাম্প ডেভিড চুক্তি কত সালে সম্পাদিত হয়?

উত্তর : ১৯৭৮ সালে ।

 

2016

 

(ক) সৌদি আরবের বর্তমান বাদশাহ কে?

উত্তর : সালমান বিন আব্দুল আজিজ ।

(খ) ইরাকে হাশেমী রাজবংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : শরীফ হোসেন ।

(গ) 'আরী দ্য জুভে কে ছিলেন?

উত্তর : 'আরী দ্য জুভে' একজন সিনেটর, সাংবাদিক এবং দামেস্ক ও আলেপ্পোর ফরাসি হাইকমিশনার ছিলেন।

(ঘ) ব্যালফোর ঘোষণা কত সালে হয়?

উত্তর : ১৯১৭ সালে।

(ঙ)সিরীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : অ্যান্টন সাদী।

(চ) 'Wailing Wall' কোথায় অবস্থিত?

উত্তর : জেরুজালেমে অবস্থিত।

(ছ)PFLP-এর পূর্ণরূপ লিখ।

উত্তর : PFLP-এর পূর্ণরূপ হলো- Popular Front for the Liberation of Palestine.

(জ)লেবানন কোন মহাদেশে অবস্থিত?

উত্তর : এশিয়া ।

(ঝ) দ্রুজ কারা?

উত্তর : লেবাননে বসবাসকারী একটি মুসলিম সম্প্রদায়।

(ঞ) লিভান্ট কি?

উত্তর : পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত সিরিয়ার অন্তর্ভুক্ত অঞ্চলসমূহ লিভান্ট নামে পরিচিত ছিল।

(ট) কাতারের রাজধানীর নাম কি?

উত্তর : দোহা ।

(ঠ) জর্ডানের সেনাবাহিনীর নাম কি?

উত্তর : আরব আর্মি।

 

2017

 

(ক)ইবনে সউদ কে ছিলেন?

উত্তর : ইবনে সউদ আধুনিক সৌদি আরবের জনক ছিলেন।

(খ) সৌদি আরব কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৩২ সালে।

(গ) উর্বর অর্ধচন্দ্র এলাকা কোনটি?

উত্তর : ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী বিস্তৃত এলাকা উর্বর অর্ধচন্দ্র নামে পরিচিত।

(ঘ)'হামাস' শব্দের অর্থ কী?

উত্তর : সজীবতা ও উদ্দীপনা।

(ঙ) পিএলও এর সদর দপ্তর কোথায়?

উত্তর : ফিলিস্তিনের রামাল্লায়।

(চ) বৃহত্তর লেবানন রাজ্যের পূর্ব নাম কী?

উত্তর : মাউন্ট লুবানন ।

(ছ)সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে?

উত্তর : সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

(জ) ইহুদি সমাজকে কি বলে?

উত্তর : কিব্বুজ।

(ঝ)'The Jewish State' গ্রন্থের লেখক কে?

উত্তর : থিওডর হার্জেল।

(ঞ) জর্দানের সেনাবাহিনীর নাম কী?

উত্তর : আরব আর্মি ।

(ট)ক্যাম্প ডেভিড চুক্তি কত সালে সম্পাদিত হয়?

উত্তর : ১৯৭৮ সালে।

(ঠ) ইসরাইল এর রাজধানীর নাম কী?

উত্তর : জেরুজালেম ।

2018

 

(ক) সৌদি আরবের বর্তমান বাদশাহ কে?

উত্তর : সালমান বিন আবদুল আজিজ।

(খ) সৌদি আরবের রাষ্ট্রীয় নাম কি?

উত্তর : Kingdom of Saudi Arabia.

(গ) ইরাকের হাশেমী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : শরীফ হোসেন।

(ঘ) 'রিপাবলিকান গার্ড' কোন দেশের সুসজ্জিত বাহিনী?

উত্তর : 'রিপাবলিকান গার্ড' ইরাকের সুসজ্জিত বাহিনী।

(ঙ) কোন সালে জর্ডান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৪৬ সালে জর্ডান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

(চ) PLO-এর পূর্ণরূপ কি?

উত্তর : PLO-এর পূর্ণরূপ হলো- Palestine Liberation Organization.

(ছ)ভৌগোলিক সিরিয়া বলতে কি বুঝ?

উত্তর : ভৌগোলিক সিরিয়া বলতে সিরিয়ার অবস্থানকে বুঝায়। সিরিয়া দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত। আরব উপদ্বীপের উত্তরে ও ভূমধ্যসাগরের পূর্ব সীমানায় দেশটির অবস্থান।

(জ)সিরিয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : অ্যান্টন সাদী।

(ঝ) লেবাননের রাজধানীর নাম কি?

উত্তর : লেবাননের রাজধানীর নাম বৈরুত।

(ঞ) ইয়েমেনের আইন সভার সদস্য সংখ্যা কত?

উত্তর : ইয়েমেনের আইন সভার সদস্য সংখ্যা ৩০১ জন।

(ট) কুয়েত পূর্বে কার উপনিবেশ ছিল?

উত্তর : ব্রিটেনের উপনিবেশ ছিল।

(ঠ)সংযুক্ত আরব আমিরাতের পার্লামেন্টের নাম কি?

উত্তর : সংযুক্ত আরব আমিরাতের পার্লামেন্টের নাম ফেডারেল ন্যাশনাল কাউন্সিল ।

 

2019

 

(ক)সৌদি আরব কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৩২ সালে।

(খ) উর্বর অর্ধচন্দ্র এলাকা কোনটি?

উত্তর : ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী বিস্তৃত এলাকা উর্বর অর্ধচন্দ্র নামে পরিচিত ।

(গ) আল-ফাতাহ কী?

উত্তর : ফিলিস্তিনের রাজনৈতিক দল ।

(ঘ) ব্যালফোর ঘোষণা কত সালে হয়?

উত্তর : ১৯১৭ সালে।

(ঙ) Wailing wall কোথায় অবস্থিত?

উত্তর : জেরুজালেমে অবস্থিত।

(চ) ইরাক কখন কুয়েত দখল করে?

উত্তর : ১৯৯০ সালে।

(ছ) হামাস শব্দের অর্থ কী?

উত্তর : সজীবতা ও উদ্দীপনা।

(জ)'The Jewish State' গ্রন্থের লেখক কে?

উত্তর : থিওডর হার্জেল ।

(ঝ) দ্রুজ কারা?

উত্তর : লেবাননে বসবাসকারী একটি মুসলিম সম্প্রদায় ।

(ঞ) লিভান্ট কী?

উত্তর : পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত সিরিয়ার অন্তর্ভুক্ত অঞ্চলসমূহ লিভান্ট নামে পরিচিত ছিল ।

(ট) জর্ডানের সেনাবাহিনীর নাম কী?

উত্তর : আরব আর্মি ।

(ঠ) ক্যাম্প ডেভিড চুক্তি কত সালে সম্পাদিত হয়?

উত্তর : ১৯৭৮ সালে।

 

2020

 

(ক)মুহম্মদ ইবনে সউদ কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর : ১৮৮০ সালে ।

(খ) ইরাক কত সালে লীগ অব নেশন্‌স-এর সদস্যপদ লাভ করে?

উত্তর : ১৯৩০ সালে।

(গ) সিরিয়া ও মিশর একত্র হয়ে কত সালে সংযুক্ত প্রজাতন্ত্র' গঠন করে?

উত্তর : ১৯৫৮ সালে।

(ঘ) ১৯৫৪ সালের কৃষি শুমারি অনুসারে জর্ডানের আবাদযোগ্য জমির পরিমাণ কত?

উত্তর : ২.৬৮ শতাংশ আবাদযোগ্য জমি।

(ঙ) ফিলিস্তিন মুক্তি সংস্থা (পি.এল.ও) কত সালে গঠিত হয়?

উত্তর : ১৯৬৪ সালের ২৮ মে।

(চ) সাইকস-পিকো চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর : ১৯১৩ সালে।

(ছ) লেবানন-এর বর্তমান প্রেসিডেন্টের নাম কী?

উত্তর : মাইকেল সুলাইমান ।

(জ)ইয়েমেনে ইমামের শাসন অবসান হয় কবে?

উত্তর : ১৯৬২ সালের ২৭ সেপ্টেম্বর ।

(ঝ) কুয়েতের মুদ্রার নাম কী?

উত্তর : কুয়েতি দিনার।

(ঞ) কাতার কত সালে স্বাধীনতা লাভ করে?

উত্তর : ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর ।

(ট)GCC-এর পূর্ণরূপ কী?

উত্তর : GCC-এর পূর্ণরূপ হলো Gulf Co-operation Council.

(ঠ) রাব আল-খালি' কী?

উত্তর : ওমানের একটি মরুভূমি ।

 

পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রসমূহের ইতিহাস ,বিষয় কোড : ৩১১৬১১,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

খ বিভাগ

 

১।ওয়াহাবীদের পরিচয় দাও ।

২।আরব জাতীয়তাবাদের উপর একটি টীকা লেখ ।

৩। ১৯৬১ সালে সংযুক্ত আরব প্রজাতন্ত্র বিলুপ্ত হলো কেন?

৪। দামেস্কে ফয়সল সরকারের অভ্যন্তরীণ সমস্যাবলি লেখ।

৫। ১৯৩৬ সালে ফ্রাঙ্কো-সিরিয়া খসড়া চুক্তির শর্তাবলি বর্ণনা কর ।

৬।ম্যান্ডেট ব্যবস্থা বলতে কী বুঝ?

৭।ফিলিস্তিন সমস্যার বিবরণ দাও ।

৮। কুর্দী সমস্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।

৯।সৌদি আরবের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর।

১০। জর্দানে বাদশা হোসেনের অভ্যন্তরীণ নীতি ব্যাখ্যা কর।

১২।ব্যালফোর ঘোষণা কী?

১৩।হিযবুল্লাহ' সম্পর্কে টীকা লিখ ।

 

গ বিভাগ


১। রাষ্ট্র হিসেবে সৌদি আরবের উত্থানের একটি ধারাবাহিক বিবরণ দাও।

২। ইরান-ইরাক যুদ্ধের কারণসমূহ আলোচনা কর ।

৩। প্যালেস্টাইন রাষ্ট্র গঠনে ইয়াসির আরাফাতের ভূমিকা মূল্যায়ন

৪। সিরিয়া ও লেবাননের উপর ফরাসি ম্যান্ডেটরী শাসনের প্রধান  বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।

৫। মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের কারণ আলোচনা কর। তোমার দৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের বৈধতা কতটুকু? বিশ্লেষণ কর ।

৬। ট্রান্স জর্দান আমিরাতের উৎপত্তি আলোচনা কর ।

৭। আরব বাআস সমাজতান্ত্রিক দলের উদ্ভব আলোচনা কর ।

৮। ১৯৪৮ সালের আরব-ইহুদি যুদ্ধে আরবদের পরাজয়ের কারণগুলো কী?

৯। কোন অবস্থায় প্রথম বিশ্বযুদ্ধ শেষে দামেস্কে ফয়সল সরকারের উত্থান ঘটে?

১০। বৃহত্তর লেবানন রাজ্য কীভাবে গঠিত হয়?

১১। সংযুক্ত আরব প্রজাতন্ত্রের অবসানের একটি কারণ বিশ্লেষণ কর ।

 

 

Post a Comment

Previous Post Next Post