ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা ২০২২
ইতিহাস ৪র্থ পত্র, বিষয় কোডঃ ১২১৫০৩,
ক বিভাগ
1. বাংলায় প্রথম মুসলিম শাসক কে ছিলেন?
উত্তর: বাংলায় প্রথম মুসলিম শাসক ছিলেন
বখতিয়ার খলজি।
2. 'রিয়াজ উস সালাতিন' গ্রন্থের রচয়িতা
কে?
উত্তর: 'রিয়াজ উস সালাতিন' গ্রন্থের রচয়িতা
গোলাম হোসেন সলিম।
3. 'শাহ ই বাঙালা' কার উপাধি ছিল?
উত্তর: শাহ ই বাঙালা' শামসুদ্দিন ইলিয়াস
শাহের উপাধি ছিল।
4. হোসেনশাহি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: হোসেনশাহি বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন
হোসেন শাহ।
5. সুফিবাদের উৎস কী?
উত্তর: সুফিবাদের উৎস কুরআন ও হাদিস।
6. পান্ডুয়ার আদিনা সোনা মসজিদ কে নির্মাণ
করেন?
উত্তর: পান্ডুয়ার আদিনা সোনা মসজিদ সুলতান
সিকান্দার শাহ নির্মাণ করেন।
7. ঈশা খান কে ছিলেন?
উত্তর: ঈশা খান ছিলেন বারোভূঁইয়াদের শক্তিশালী নেতা।
8. পরীবিবি কে ছিলেন?
উত্তর: পরীবিবি ছিলেন সুবাদার শায়েস্তা খানের কন্যা।
9. 'মালজামিনি' ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উত্তর: 'মালজামিনি' ব্যবস্থা নবাব মুর্শিদকুলী
খান প্রবর্তন করেন।
10. পলাশি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: পলাশি ভাগীরথী নদীর তীরে অবস্থিত।
11. জব চার্নক কোন গ্রামের জমিদারি লাভ
করেছিলেন?
উত্তর: জব চার্নক সুতানটি, গোবিন্দপুর
ও কলকাতা গ্রামের জমিদারি লাভ করেছিলেন।
12. বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: বক্সারের যুদ্ধ ১৭৬৪ সালে সংঘটিত
হয়।
13. দেওয়ানি' শব্দের অর্থ কি?
উত্তর: দেওয়ানি শব্দের অর্থ রাজস্ব আদায়।
14. দ্বৈতশাসন কে প্রবর্তন করেন?
উত্তর: দ্বৈতশাসন রবার্ট ক্লাইভ প্রবর্তন
করেন।
15. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস
প্রবর্তন করেন।
16. লর্ড ওয়েলেসলি কে ছিলেন?
উত্তর: লর্ড ওয়েলেসলি ছিলেন ব্রিটিশ ভারতের
গভর্নর জেনারেল।
17. কখন সতীদাহ প্রথা রহিত করা হয়?
উত্তর: ১৮২৯ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা
রহিত করা হয়।
18. আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন?
উত্তর: আলিগড় আন্দোলন স্যার সৈয়দ আহমদ
খান শুরু করেছিলেন। ।
19.ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি
কে ছিলেন?
উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি
ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
20. বঙ্গভঙ্গ কখন হয়?
উত্তর : বঙ্গভঙ্গ ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর হয়।
21. মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: মুসলিম লীগ ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর
প্রতিষ্ঠিত হয়
22. খিলাফত আন্দোলনের একজন নেতার নাম উল্লেখ
কর।
উত্তর: খিলাফত আন্দোলনের একজন নেতার নাম
মাওলানা মুহম্মদ আলী।
23. অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর: অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা
গান্ধী।
24. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তর: লাহোর প্রস্তাব এ. কে. ফজলুল হক
উত্থাপন করেন।
25. কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 'দেওয়ানি'
লাভ করে?
উত্তর: ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি
'দেওয়ানি' লাভ করে।
26. 'ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজি কত সালে
সংঘটিত হয়?
উত্তর: 'ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজি ১৭৭০
সালে সংঘটিত হয়।
27. ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল
কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল
ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস।
28. টিপু সুলতান কে ছিলেন?
উত্তর: টিপু সুলতান ছিলেন দক্ষিণ ভারতের
মহীশূর রাজ্যের শাসক
29. সিপাহি বিদ্রোহের সময় দিল্লির সম্রাট
কে ছিলেন?
উত্তর: সিপাহি বিদ্রোহের সময় দিল্লির সম্রাট
ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।
30. কখন কোম্পানি শাসনের অবসান হয়?
উত্তর: ১৮৫৮ সালের ১ নভেম্বর কোম্পানি
শাসনের অবসান হয়।
32. 'সেফটি বাল্ব তত্ত্ব' কে প্রবর্তন
করেন?
উত্তর: 'সেফটি বাল্ব তত্ত্ব' প্রবর্তন
করেন অ্যালান অক্টাভিয়ান হিউম।
32. অসহযোগ আন্দোলন কে শুরু করেছিলেন?
উত্তর: অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা
গান্ধী।
ঝ. লক্ষ্ণৌ প্যাক্ট কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: লক্ষ্ণৌ প্যাক্ট ১৯১৬ সালের ১৬
ডিসেম্বর স্বাক্ষরিত হয়।
33.রেই দ্বৈতশাসনের অবসান ঘটে কখন?
উত্তর: দ্বৈতশাসনের অবসান ঘটে ১৭৭২ সালে।
34. কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?
উত্তর: লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত
প্রবর্তন করেন।
35. লর্ড ক্লাইভ কে ছিলেন?
উত্তর: লর্ড ক্লাইভ ছিলেন ইস্ট ইন্ডিয়া
কোম্পানির সেনাধ্যক্ষ।
36 . রেগুলেটিং অ্যাক্ট কবে প্রণীত হয়?
উত্তর: রেগুলেটিং অ্যাক্ট প্রণীত হয় ১৭৭৩
সালে।
37. দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় সমাহিত
করা হয়েছিল?
উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে
সমাহিত করা হয়েছিল।
38. হাজি শরিয়তউল্লাহ কে ছিলেন?
উত্তর: হাজি শরিয়তউল্লাহ ফরায়েজি আন্দোলনের
নেতা ছিলেন।
39. তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত
ছিল?
উত্তর : তিতুমীরের বাঁশের কেল্লা নারিকেলবাড়িয়ায়
অবস্থিত।
40. কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু
হয়?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায়
বিধবা বিবাহ আইন চালু হয়।
41. 'মোহামেডান লিটারেরি সোসাইটি' কে প্রতিষ্ঠা
করেন?
উত্তর: 'মোহামেডান লিটারেরি সোসাইটি' প্রতিষ্ঠা
করেন নওয়াব আব্দুল লতিফ।
42. 'দেওয়ানি' শব্দের অর্থ কী?
উত্তর: 'দেওয়ানি' শব্দের অর্থ রাজস্ব আদায়।
43. ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজি কত সালে
সংঘটিত হয়?
উত্তর: ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজি ১৭৭০
সালে সংঘটিত হয়।
45. ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল
কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল
ছিলেন ওয়ারেন হেস্টিংস
46. ফকির মজনু শাহ কে ছিলেন?
উত্তর: ফকির মজনু শাহ ছিলেন ফকির-সন্ন্যাসী
বিদ্রোহের নেতা।
47. বঙ্গভঙ্গ কখন রদ করা হয়?
উত্তর: বঙ্গভঙ্গ ১৯১১ সালের ১২ ডিসেম্বর
রদ করা হয়।
48. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
উত্তর: স্বত্ববিলোপ নীতি লর্ড ডালহৌসি
প্রবর্তন করেন।
49. ব্রিটিশ ভারতের প্রথম মহাবিদ্রোহ কত
সালে সংঘটিত হয়?
উত্তর: ব্রিটিশ ভারতের প্রথম মহাবিদ্রোহ
১৮৫৭ সালে সংঘটিত হয়।
50. অসহযোগ আন্দোলন কে শুরু করেছিলেন?
উত্তর: অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী
শুরু করেছিলেন।
51. লক্ষ্ণৌ প্যাক্ট কখন স্বাক্ষরিত হয়?
উত্তর: লক্ষ্ণৌ প্যাক্ট ১৯১৬ সালের ১৬
ডিসেম্বর স্বাক্ষরিত হয়। ১০৫
52. নেহেরু রিপোর্ট কে পেশ করেন?
উত্তর: নেহেরু রিপোর্ট মতিলাল নেহেরু পেশ
করেন।
53. কখন দ্বৈতশাসনের অবসান ঘটে?
উত্তর: ১৭৭২ সালে দ্বৈত শাসনের অবসান ঘটে।
কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?
উত্তর: লর্ড কর্ণওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত
প্রবর্তন করেন।
54। অধীনতামূলক মিত্রতানীতি কে প্রবর্তন
করেন?
উত্তর: অধীনতামূলক মিত্রতানীতি প্রবর্তন
করেন লর্ড ওয়েলেসলি।
55. সতীদাহ প্রথা রহিত করেন কোন গভর্নর
জেনারেল?
উত্তর: সতীদাহ প্রথা রহিত করেন গভর্নর
জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
56. ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা
রামমোহন রায়।
57. লর্ড ডালহৌসি কোন নীতি প্রবর্তন করেন?
উত্তর: লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি
প্রবর্তন করেন।
58. আলীগড় আন্দোলন কে শুরু করেন?
উত্তর: আলীগড় আন্দোলন স্যার সৈয়দ আহমদ
শুরু করেন।
59. মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: মুসলিম লীগ ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর
প্রতিষ্ঠিত হয়।
60. খিলাফত আন্দোলনের দুইজন নেতার নাম
কী?
উত্তর: খিলাফত আন্দোলনের দুইজন নেতার নাম
মাওলানা মুহম্মদ আলী ও মাওলানা শওকত আলী।
61. লাহোর প্রস্তাব কত সালে উত্থাপন করা
হয়?
উত্তর: লাহোর প্রস্তাব ১৯৪০ সালের ২৩ মার্চ
তারিখে উত্থাপন করা হয়।
খ বিভাগ
1. দ্বৈত শাসন বলতে কী বুঝ?
2. কর্নওয়ালিস কে ছিলেন?
3. লর্ড উইলিয়াম বেন্টিষ্কের সামাজিক সংস্কার
আলোচনা কর।
4. ১৮৫৭ সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ
কী ছিল?
5. বঙ্গভঙ্গের গুরুত্ব লেখ।
6. আলীগড় আন্দোলনের উপর একটি টীকা লেখ।
7. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের দুটি বৈশিষ্ট্য
উল্লেখ কর।
8. মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থ হয় কেন?
9. সিমলা ডেপুটেশন সম্পর্কে কি জান?
10. অধীনতামূলক মিত্রতা নীতি কী?
11. তিতুমীরের পরিচয় দাওয়ার বিকে
12. স্বত্ববিলোপ নীতি ব্যাখ্যা কর।
13. লক্ষ্মৌচুক্তি সম্পর্কে কি জান?
14. খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণ আলোচনা
কর।
15. ক্রীপস মিশন পরিকল্পনা কী?
গ বিভাগ
1. বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক
দেওয়ানি লাভের পটভূমি আলোচনা কর।
2. চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল
আলোচনা কর।
3.বঙ্গভঙ্গের কারণগুলো আলোচনা কর।
4. মুসলিম লীগ গঠনের পটভূমি বিশ্লেষণ কর।
5. লক্ষ্ণৌ চুক্তির ধারাগুলো লেখ।
6. ১৯১৯ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ
আলোচনা কর।
7. ১৯৪২ সালের ক্রিপস মিশন পরিকল্পনার
প্রস্তাবসমূহ পর্যালোচনা কর।
8. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের ধারাসমূহ
বিশ্লেষণ কর।
9. লর্ড ওয়েলসলির অধীনতামুলক মিত্রতা নীতি
আলোচনা কর।