দক্ষিণ এশিয়ার মুসলমানদের ইতিহাস (১৭৬৫-১৯৭১),বিষয় কোড : ৩১১৬১৩,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

 

দক্ষিণ এশিয়ার মুসলমানদের ইতিহাস (১৭৬৫-১৯৭১),বিষয় কোড : ৩১১৬১৩,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

জাতীয় বিশ্ববিদ্যালয়
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
বিষয় : দক্ষিণ এশিয়ার মুসলমানদের ইতিহাস (১৭৬৫-১৯৭১)
বিষয় কোড : ৩১১৬১৩

 

ক-বিভাগ


ক। মীর কাসিম কে ছিলেন?

 উত্তর : মীর কাসিম ছিলেন মীর জাফরের জামাতা ।

(খ) ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯২১ সালে।

(গ) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করে?

উত্তর : ১৭৬৫ সালে ।

(ঘ) চিরস্থায়ী বন্দোবস্ত কে করেন?

উত্তর : লর্ড কর্নওয়ালিস ।

(ঙ) খেলাফত আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছেন?

উত্তর : মওলানা মোহাম্মদ আলী, মওলানা শওকত আলী ও মওলানা আব্দুল কালাম আজাদ।

(চ) অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন?

উত্তর : মহাত্মা গান্ধী ।

(ছ) লক্ষ্ণৌ চুক্তি কত খ্রিস্টাব্দে হয়?

উত্তর : ১৯১৬ খ্রিস্টাব্দে ।

(জ) মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি?

উত্তর : বীরশ্রেষ্ঠ

(ঝ) মালদ্বীপের রাজধানীর নাম কি?

উত্তর : মালে।

(ঞ) ছয়দফা উত্থাপন করেন কে?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

(ট) শ্রীলংকার মুসলমানদের কি বলা হয়?

উত্তর : শ্রীলংকার মুসলমানদের মুর বলা হয়।

(ঠ) ভুটানের রাজধানীর নাম কি?

উত্তর : থিম্পু।

 

2016

 

(ক) কলিকাতা আলিয়া মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : ওয়ারেন হেস্টিংস।

(খ) কত খ্রিস্টাব্দে 'ছিয়াত্তরের মন্বন্তর' দেখা দেয়?

উত্তর : ১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বাংলা) ।

(গ) জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উত্তর : ১৯১৯ সালে।

(ঘ) সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : সৈয়দ আমীর আলী।

(ঙ) সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় গঠিত হয়?

উত্তর : ঢাকায় ।

(চ) কত খ্রিস্টাব্দে রাজধানী কলিকাতা হতে দিল্লিতে স্থানান্তরিত হয়?

উত্তর : ১৯১১ সালে।

(ছ) কে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন?

উত্তর : রাজা পঞ্চম জর্জ।

(জ) কখন বাংলায় জমিদারী প্রথা বিলোপ হয়?

উত্তর : ১৯৫০ সালে।

(ঝ) আওয়ামী-মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন?

উত্তর : মওলানা আবদুল হামিদ খান ভাসানী।

(ঞ) ইব্রাহিম নাসির কে ছিলেন?

উত্তর : ইব্রাহিম নাসির মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন।

(ট) "The New National Muslim Struggle Alliance' কোন দেশের সংগঠন?

উত্তর: নেপালের।

(ঠ) LTTE-এর পূর্ণরূপ কী?

উত্তর : LTTE-এর পূর্ণরূপ - Liberation Tigers of Tamil Eelam.

 

2017

 

(ক) বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উত্তর : নবাব সিরাজউদ্দৌলা।

(খ) দেওয়ানী শব্দের অর্থ কি?

উত্তর : রাজস্ব শাসন ।

(গ) চিরস্থায়ী বন্দোবস্ত কে করেন?

উত্তর : লর্ড কর্নওয়ালিস ।

(ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯২১ সালে ।

(ঙ) সন্ন্যাসী আন্দোলনের নেতা কে ছিলেন?

উত্তর : ভবানী পাঠক

(চ) দুদু মিয়ার প্রকৃত নাম কি?

উত্তর : মুহাম্মদ মুহসীন উদ্দিন।

(ছ) লক্ষৌ চুক্তি কত খ্রিস্টাব্দে হয়?

উত্তর : ১৯১৬ খ্রিস্টাব্দে।

(জ) ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

উত্তর : শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

(ঝ) ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল?

উত্তর : অপারেশন সার্চলাইট।

(ঞ) কত সালে শ্রীলঙ্কা স্বাধীন হয়?

উত্তর : ১৯৪৮ সালে।

(ট) কারগিল যুদ্ধ কখন হয়?

উত্তর : ১৯৯৯ সালে।

(ঠ)মালদ্বীপের নবযুগ স্রষ্টা কে?

উত্তর : মামুন আব্দুল গাইয়ুম ।

 

2018

 

(ক) ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানী হস্ত স্তির করেন কে?

উত্তর : মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানী হস্তান্তর করেন।

(খ) কত খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মন্বন্তর' দেখা দেয়?

উত্তর : ১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বাংলা)।

(গ) ভারতের সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন?

উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ ।

(ঘ) সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : সৈয়দ আমীর আলী ।

(ঙ) সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়?

উত্তর : ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর।

(চ) কখন বাংলায় জমিদারি প্রথা বিলোপ হয়?

উত্তর : ১৯৫০ সালে ।

(ছ )'দ্যা স্পিরিট অব ইসলাম' এর গ্রন্থকার কে?

উত্তর : সৈয়দ আমীর আলী ।

(জ) কে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন?

উত্তর : রাজা পঞ্চম জর্জ।

(ঝ) LTTE-এর পূর্ণরূপ কী?

উত্তর : LTTE-এর পূর্ণরূপ Liberation Tigers of Tamil Eelam

(ঞ) আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? .

উত্তর : মওলানা আবদুল হামিদ খান ভাসানী ।

(ট) মালদ্বীপ কত সালে স্বাধীন হয়?

উত্তর : ১৯৬৫ সালে ।

(ঠ) ভুটানের রাজধানীর নাম কী?

উত্তর : থিম্পু। 


2019

 

(ক) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানী লাভ করেন?

উত্তর : ১৭৬৫ সালে।

(খ) খেলাফত আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন?

উত্তর : মওলানা মোহাম্মদ আলী, মওলানা শওকত আলী ও মওলানা আব্দুল কালাম আজাদ।

(গ) কলিকাতা আলিয়া মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : ওয়ারেন হেস্টিংস।

(ঘ) জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উত্তর : ১৯১৯ খ্রিস্টাব্দে।

(ঙ) সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় গঠিত হয়?

উত্তর : ঢাকায়।

(চ) মোহামেডান লিটারেরী সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

উত্তর : নওয়াব আব্দুল লতিফ।

(ছ) ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম কী ছিল?

উত্তর : অপারেশন সার্চলাইট ।

(জ) লক্ষ্ণৌ চুক্তি কত খ্রিস্টাব্দে হয়?

উত্তর : ১৯১৬ খ্রিস্টাব্দে ।

(ঝ) অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তর : শেরে বাংলা এ.কে. ফজলুল হক।

(ঞ) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর : লর্ড মাউন্ট ব্যাটেন ।

(ট) মালদ্বীপ কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে?

উত্তর : ব্রিটেনের কাছ থেকে ৷

(ঠ) সিংহলের নাম কত সালে শ্রীলংকা রাখা হয়?

উত্তর : ১৯৭২ সালে ।

2020

 

(ক) ভারতের সর্বশেষ মুঘল বাদশাহ কে ছিলেন?

উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ ।

(খ) কত সালে দ্বৈত শাসনব্যবস্থা চালু হয়?

উত্তর : ১৭৬৫ সালে দ্বৈত শাসনব্যবস্থা চালু হয়।

(গ) কত খ্রিস্টাব্দে 'ছিয়াত্তরের মন্বন্তর' দেখা দেয়?

উত্তর : ১৭৭০ সালে (১১৭৬ বাংলা)।

(ঘ) ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতির নাম কী?

উত্তর : ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ।

(ঙ) রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়?

উত্তর : ১৭৭৩ সালে ।

(চ)সন্ন্যাসী আন্দোলনের নেতার নাম লিখ ৷

উত্তর : ভবানী পাঠক।

(ছ) কে বঙ্গভঙ্গ রদ করেন?

উত্তর : লর্ড হার্ডিঞ্জ।

(জ)কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯০৬ সালে ।

(ঝ) কখন বাংলায় জমিদারী প্রথা বিলোপ হয়?

উত্তর : ১৯৫০ সালে।

(ঞ) ১৯৭১ সালে বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

(ট) মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী?

উত্তর : বীরশ্রেষ্ঠ'।

(ঠ) কারগিল যুদ্ধ কখন হয়?

উত্তর : ১৯৯৯ সালে।

 

দক্ষিণ এশিয়ার মুসলমানদের ইতিহাস (১৭৬৫-১৯৭১)

খ বিভাগ 

১। সূর্যাস্ত আইন সম্পর্কে সংক্ষেপে লেখ ।

২। ফকির মজনু শাহের পরিচয় দাও।

৩। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল কেন?

৪। ছয় দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়?

৬। ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি লেখ ।

৭। কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা করো

৮। শ্রীলংকায় ইসলাম বিস্তারের ইতিহাস সংক্ষেপে লেখ।

৯। দক্ষিণ এশিয়ার দেশগুলির নাম লিখ ।

১০। বক্সারের যুদ্ধ সম্পর্কে টীকা লিখ ।

১১। ওহাবীদের পরিচয় দাও ।

১২।পাঁচসালা বন্দোবস্ত বলতে কী বুঝায়?

১৩। বাঙালি জাতীয়তাবাদ কি?

গ বিভাগ 


১। পলাশী নহে,বরং বক্সারের যুদ্ধই নিঃসন্দেহে ইংরেজ কোম্পানির সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।-ব্যাখ্যা কর ।

২। হাজী শরীয়তুল্লাহর ফরায়েজী আন্দোলনের প্রকৃতি ও শিক্ষাসমূহ ব্যাখ্যা কর।

৩। বাংলার জমিদার ও নীলকরদের বিরুদ্ধে ফকির সন্নাসীদের বিদ্রোহের বিবরণ দাও।

৪। কোন অবস্থায় ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? এর উদ্দেশ্যাবলি কী ছিল?

৫। বাংলার মুসলমানদের রাজনীতি পুনর্জাগরণে সৈয়দ আমীর আলীর অবদান মূল্যায়ন কর।

৬। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ধারাসমূহ ব্যাখ্যা কর ।

৭। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি আলোচনা কর।

৮। মালদ্বীপের স্বাধীনতা লাভের ইতিহাস আলোচনা কর।

৯। ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভের প্রেক্ষাপট বর্ণনা কর।

১০। অসহযোগ আন্দোলন কি? অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? বর্ণনা কর ।

১১। ১৯০৫ সালের বঙ্গবঙ্গের পটভূমি আলোচনা কর। ইহা রদ হয়েছিল কেন?


Post a Comment

Previous Post Next Post