নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন প্রিজাইডিং অফিসারের গুরুত্বপূর্ণ কার্যক্রম

 

নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন প্রিজাইডিং অফিসারের গুরুত্বপূর্ণ কার্যক্রম

নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন প্রিজাইডিং অফিসারের গুরুত্বপূর্ণ কার্যক্রম:


ভোট গ্রহণের আগের দিন (মালামাল গ্রহণের দিন)

 

১. নিয়োগপত্রে উল্লেখিত সকল ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মোবাইলে কথা বলা, সকল ভোট গ্রহণ কর্মকর্তাসহ ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে যাবতিয় প্রস্তুতি গ্রহণ করা এবং কমপক্ষে APO দের সাথে নিয়ে নির্বাচনী মালামাল গ্রহণ করা:

২. মালামাল গ্রহণের পূর্বে নির্বাচন অফিসের নোটিশ বোর্ড থেকে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার ফোন নম্বর সংগ্রহ করে, তাঁকে সাথে নিয়ে মালামাল গ্রহণ করতে হবে:

৩. ব্যালট পেপার, ভোটার তালিকা, মার্কিং সীল, অমোচনীয় কালীর কলম, ব্যালট বাক্স ইত্যাদি গুনে গুনে বুঝিয়ে নিতে হবে;

৪.  ভোট গ্রহণের চৌহদ্দি ও বুথ প্রস্তুত করতে হবে;

 

ভোট গ্রহণের দিনের কার্যক্রমঃ-


> ভোট গ্রহণ কর্মকর্তাদের পরিচয়পত্র প্রদান, কক্ষভিত্তিক ভাগ করে ভোটার তালিকা, ব্যালট পেপার APO ভিত্তিক ইস্যু করা;

> পোলিং এজেন্টদের নিয়োগ পত্র গ্রহণ, পরিচয় পত্র ইস্যু;

> ব্যালট বাক্সের শুন্যতা বা বিশুদ্ধতা প্রদর্শন করা;

> পোলিং অফিসার কর্তৃক ভোটার তালিকার ছবির সাথে মিলিয়ে ভোটার সনাক্ত করা এবং APO কর্তৃক ব্যালট পেপার ইস্যু করার পূর্বে ব্যালটের অপর পাতায় APO স্বাক্ষর ও সীল নিশ্চিত করা (অনুচ্ছেদ-৩১);

> কোন দুবিত্ত কর্তৃক অস্ত্র প্রদর্শন বা শারীরিক বল প্রয়োগ করে ব্যালট পেপার, ব্যালট বাক্স ছিনতাই করে বা জোরপূর্বক ব্যালটে সীল মারে তাহা হইলে অনতিবিলম্বে ভোট গ্রহণ স্থগিত করে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যেদের অবহিত করে সহযোগিতা চাইতে হবে ভোট কেন্দ্রের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পূর্বাবস্থায় ফিরাইয়া আনিতে ব্যর্থ হলে প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ বন্ধ করিয়া দেবেন এবং তাহার সহকর্মীসহ ভোট কেন্দ্র ত্যাগ করে রিটার্নিং অফিসারের নিকট রিপোর্ট করবেন (অনুচ্ছেদ-২৫);

> কোন ভোটার আঙ্গুলে অমোচনীয় কালি লাগাতে অস্বীকার করলে ব্যালট পেপার ইস্যু করা যাবে না {৩১ (৩)};

৯> দৃষ্টি প্রতিবন্ধী/শারীরিকভাবে অক্ষম ভোটার (ভোট গ্রহণ কর্মকর্তা/পোলিং এজেন্ট ব্যতিত) অন্যূন ২১ বছর বয়স্ক একজন সহায়তাকারীর সাহায্য গ্রহণ করতে পারবেন (অনুচ্ছেদ-৩১ (৭) ও বিধি- ১৮};

 

ভোট কেন্দ্রে কারা প্রবেশ করতে পারবে- (অনুচ্ছেদ-২৯)

 

(ক) সংশ্লিষ্ট এলাকার ভোটার;

(খ) নির্বাচনী দায়িত্ব পালনরত কোন ব্যক্তি;

(গ) প্রতিদ্বন্দ্বী প্রার্থী/নির্বাচনী এজেন্ট/পোলিং এজেন্ট;

(ঘ) নির্বাচনী পর্যবেক্ষক;

(ঙ) রিটার্নিং অফিসারের বিশেষ অনুমতিপ্রাপ্ত কোন ব্যক্তি;

[বি:দ্র:- উল্লেখিত সবাইকে নির্বাচন কমিশন/রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত পরিচয়পত্র অবশ্যই প্রদর্শন করতে হবে। অননুমোদিত যেকোন ব্যক্তিকে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বিনা পরওয়ানায় গ্রেপ্তার করতে পারবেন]

 

ফলাফল প্রস্তুতঃ-

 

কমপক্ষে দুইজন দক্ষ APO কে ভোট গণনার বিবরণী (ফরম-১৬) ও ব্যালট পেপারের হিসাব (ফরম-১৭) প্রস্তুত করার দায়িত্ব দিতে হবে এবং নিবিড় তত্ত্বাবধান করতে হবে।

ভোট গণনার বিবরনী (ফরম-১৬) তে ব্যালট বাক্স ও আপত্তিকৃত ব্যালট পেপারের খাম থেকে প্রাপ্ত বৈধ ভোট লিখতে হবে। ফরমের ৫নং কলামে যোগফল অবশ্যই অংকে ও কথায় লিখতে হবে;

উপস্থিত পোলিং এজেন্ট এই ভোট গণনার বিবরনীতে স্বাক্ষর করলে ভাল, না করলেও কোন সমস্যা নেই।

 

ব্যালট পেপারের হিসাব (ফরম-১৭) প্রস্তুতঃ

 

ব্যালট পেপারের হিসাব (ফরম-১৭) প্রস্তুত করতে যে তথ্যগুলি প্রয়োজন {অনুচ্ছেদ-৩৪(১০)}:-

(ক) কেন্দ্রের জন্য প্রাপ্ত ব্যালট পেপারের সংখ্যা (মালামালের সাথে প্রদত্ত চালানে এই সংখ্যা থাকবে; ব্যালটের ক্রমিক নম্বর না লিখে শুধু সংখ্যা লিখলেও চলবে)

(খ) সকল ব্যালট বাক্স হতে প্রাপ্ত (বৈধ+অবৈধ) ব্যালট সংখ্যা;

(গ) টেন্ডার্ড ব্যালট পেপার সংখ্যা

(ঘ) আপত্তিকৃত ব্যালট পেপার সংখ্যা

(ঙ) অব্যবহৃত ব্যালট পেপার (মুড়ি গুনে) সংখ্যা

(চ) বিনষ্ট/বাতিল (ভোটার কর্তৃক) ব্যালট পেপার সংখ্যা


কত কপি ভোট গণনার বিবরণী (ফরম-১৬) এবং ব্যালট পেপারের হিসাব (ফরম-১৭) প্রস্তুত করেত হবেঃ-

 

* যত প্রার্থী তত + অতিরিক্ত ০৬ (২) সেট (প্রত্যেক প্রার্থী/পোলিং/ নির্বাচনী এজেন্ট এক সেট (ফরম-১৬+ফরম-১৭) পাবেন)

* ভোট কেন্দ্রের নোটিশ বোর্ডে ০১ (এক) সেট

* রিটার্নিং অফিসার ০২ (দুই সেট) ফরম-১৬ ও ফরম-১৭ (ঘষামাজা ছাড়া) অবশ্যই অংকে ও কথায় লেখা থাকবে,

* বড় গানি ব্যাগে ০১ (এক) সেট

* সবুজ খামে ০১ (এক) সেট ভরিয়ে পোষ্ট অফিসের মাধ্যমে নির্বাচন কমিশনে প্রেরণ করতে হবে (কোন টিকিট লাগবে না);

* নিজের কাছে ০১ (এক) সেট রাখতে হবে।

> ভোট গ্রহণ কর্মকর্তাদের সম্মানী অবশ্যই ভোট কেন্দ্রে পরিশোধ করতে হবে।

> গাণি ব্যাগ গীল গালা করে পিতলের ব্যাশ সীল নিজের হাতে সংরক্ষণ করতে হবে, ফলাফলের সাথে রিটার্নিং অফিসারকে উক্ত ব্রাশ সীল জমা দিতে হবে।

 

টেন্ডার্ড ব্যালট পেপার কিঃ


কোন ভোটারের ভোট ইতিমধ্যেই অন্য কেউ দিয়ো ফেললে, প্রকৃত ভোটারকেও একটি ব্যালট পেপার ইস্যু করতে হবে। এই ভোট ব্যালট বাক্সে না ফেলে বিশেষ খামে (টেন্ডার্ড ব্যালট এর খাম) সংরক্ষণ করতে হবে এবং এই ভোট গণনা করা যাবে (অনুচ্ছেদ- ৩২)

 

আপত্তিকৃত ব্যালট পেপার কিঃ

 

প্রার্থী/নির্বাচনী এজেন্ট/পোলিং এজেন্ট কর্তৃক কোন ভোটারের বিরুদ্ধে "জাল ভোটার" হিসেবে অভিযোগ করে প্রিজাইডিং অফিসারের নিকট ১০০ (একশত) টাকা ফি জমা দিয়ে লিখিত আবেদন করেন, তখন উক্ত ভোটারকে পরিলাম অবহিত করে। ব্যালট পেপার ইস্যু করতে হবে। এরূপ ব্যালট পেপার ব্যালট বাক্সে না ফেলে নিদৃষ্ট (আপত্তিকৃত ভোটের খাম) খামে সংরক্ষণ করতে হবে এবং ভোট গণনার সময় উক্ত ব্যালট অবশ্যই গণনা করতে হবে (অনুচ্ছেদ-৩৩);

 

ভোটার কর্তৃক অসাবধানতাবশতঃ 


কোন ব্যালট নষ্ট হলে অথবা ব্যালট বাক্স ব্যাতিত বিক্ষিপ্তভাবে পড়িয়া থাকলে তা "বিনষ্ট ব্যালট পেপার" লিখে বাতিল করে নির্দিষ্ট (বিনষ্ট ব্যালট পেপার) খামে সংরক্ষণ করতে হবে এবং ব্যালট পেপারের হিসাব (ফরম-১৭) তে লিপিবদ্ধ করতে হবে (অনুচ্ছেদ-৩৪ ও বিধি- ২২);

> সকাল ০৮ টা হতে বিকাল ০৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ০৪ টার মধ্যে বেষ্ঠনীর মধ্যে উপস্থিত ব্যক্তিকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। (অনুচ্ছেদ-৩৫);

> প্রতি ঘণ্টার প্রদত্ত ভোটের হিসাব সংরক্ষণ ও প্রেরণ করতে হবে;

 

ভোট গণনাঃ-

 

সর্বশেষ ভোটারের ভোট প্রদান শেষে অপেক্ষাকৃত বড় কক্ষে ভোট গণনার ব্যবস্থা করতে হবে;

প্রার্থী/নির্বাচনী এজেন্ট/পোলিং এজেন্ট এবং নির্বাচনী পর্যবেক্ষক ভোট গণনার কক্ষে উপস্থিত থাকতে পারবেন (অনুচ্ছেদ-৩৬(৩)}

ব্যালট বাক্স ও আপত্তিকৃত ব্যালট পেপার" লেবেলযুক্ত খাম হতে প্রাপ্ত ব্যালট পেপার হতে যে সকল ব্যালট পেপার বাতিল করতে হবে (অনুচ্ছেদ-৩৬(৪)):-

(ক) ব্যালটের পৃষ্ঠায় অফিসিয়াল সীল ও APO এর স্বাক্ষর না থাকলে;

(খ) ফাঁকা (মার্কিং সীল নেই) ব্যালট পেপার, কোন বিশেষ চিহ্ন/স্বাক্ষর/কোন কিছু লেখা/কাগজ দ্বারা বিকৃত ব্যালট পেপার;

(গ) উভয় প্রতীকে সমান সমান মাপে মার্কিং সীল থাকলে;

(ঘ) একাধিক/অনেক প্রতীকে মার্কিং সীল থাকলে;

রাবারের গার্ডার দ্বারা- ১০০টি করে ব্যালটের বান্ডিল করতে হবে এবং গণনা হতে বাদ দেওয়া ব্যালট আলাদাভাবে প্রতীক অনুযায়ী বাণ্ডিল করতে হবে।

ভোট পুনঃগণনাঃ- ( অনুচ্ছেদ- ৩৬ (৫))

(ক) প্রয়োজন বিবেচনায় স্বীয় উদ্দ্যোগে; বা

(খ) প্রার্থী/নির্বাচনী এজেন্ট/পোলিং এজেন্টের লিখিত অনুরোধের প্রেক্ষিতে, যদি এরূপ আবেদন প্রিজাইডিং অফিসারের নিকট যুক্তিযুক্ত বলিয়া মনে হয়;

 

সহকারি রিটার্নিং অফিসরের নিকট যা যা জমা দিতে হবেঃ-

 

(ক) ভোট গণনার বিবরণী (ফরম-১৬) + ব্যালট পেপারের হিসাব বিবরণী(ফরম-১৭) ০২ (দুই) সেট

(ঘষামাজা ছাড়া, প্রাপ্ত ভোটের সংখ্যা অংকে ও কথায় লিখা থাকতে হবে);

(খ) পিতলের ব্রাশ সীল ;

(গ) বড় গানি ব্যাগের মধ্যে ছোট গানি ব্যাগ ভরিয়ে সীল গালা অবস্থায়;

 

Post a Comment

Previous Post Next Post