অসিলেটর কি? অসিলেটর এর কাজ কি? এর বৈশিষ্ট্য লিখুন। অসিলেটর এবং অ্যামপ্লিফায়ার এর মধ্যে পার্থক্য কি?

অসিলেটর কি? অসিলেটর এর কাজ কি? এর বৈশিষ্ট্য লিখুন। অসিলেটর এবং অ্যামপ্লিফায়ার এর মধ্যে পার্থক্য কি?

অসিলেটর কি? 

অসিলেটার(Oscillator)কথাটা এসেছে 'অসিলেশান' শব্দ থেকে। অসিলেশান কথার অর্থ হল 'দোলনা'। অসিলেটর এমন একটি ডিভাইস যা ডিসি এনার্জিকে এসি এনার্জিতে রূপান্তরিত করতে পারে। এর সাহায্যে বিভিন্ন ফ্রিকোয়েন্সির এবং বিভিন্ন আকৃতির (সাইন, স্কয়ার, স-টুথ ইত্যাদি) ভোল্টেজ ওয়েভ উৎপন্ন করা যায়। অসিলেটর সাধারণত কয়েক হার্টজ হতে বহু মেগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জের সাইনুসোইডাল এবং নন-সাইনুসোইডাল উভয় ধরনের ওয়েত উৎপন্ন করতে সক্ষম।  অসিলেটর প্রকৃতপক্ষে একটি পজেটিভ ফিডব্যাক সম্পন্ন আনস্ট্যাবল  অ্যামপ্লিফায়ার।

Table of Contents

অসিলেটরের (Oscillator) বৈশিষ্ট্য: অসিলেটরের (Oscillator) বৈশিষ্ট্য সমূহ নিম্নে আলোচনা করা হলোঃ 

ü  পজেটিভ ফিডব্যাক কাজ করে।

ü  একটি নন-রোটেটিং ইলেকট্রনিক ডিভাইস।

ü  ডিসি এনার্জিকে এসি এনার্জিতে রূপান্তরিত করে।

ü  কম ফ্রিকোরেন্সি সিগনালকে ( ২০ হার্টজ ) বেশি ফ্রিকোয়েন্সি ( ১০০ মেগা হার্টজ ) সিগনাল পরিণত করে।

অসিলেটরের(Oscillator) শ্রেণীবিভাগ লিখুন 


অসিলেটর কি? অসিলেটর এর কাজ কি? এর বৈশিষ্ট্য লিখুন। অসিলেটর এবং অ্যামপ্লিফায়ার এর মধ্যে পার্থক্য কি?

উৎপন্ন এসি সিগনালের প্রকারভেদ অনুযায়ী অসিলেটরকে দুভাগে ভাগ করা যায় । যথা-

ü সাইনুসোইডাল বা হারমোনিক অসিলেটর

ü নন-সাইনুসোইডাল বা রিলাক্সেশন অসিলেটর

সাইনুসোইডাল অসিলেটরকে আবার সার্কিটের গঠন অনুযায়ী পাঁচ ভাগে ভাগ করা যায় ।  যথা—

ক. টিউন্ড সার্কিট অসিলেটর

খ. আরসি কাপলড অসিলেটর

গ. ক্রিস্টাল অসিলেটর

ঘ. নেগেটিভ রেজিস্ট্যান্স অসিলেটর

ঙ. হেটেরোডাইন বা বিট ফ্রিকোয়েন্সির অসিলেটর।

একইভাবে নন-সাইনুসোইডাল অসিলেটরকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় । যেমন –

ক. মাল্টি ভাইব্রেটর

খ. ব্লকিং অসিলেটর

গ. স-টুথ বা সুইপ জেনারেটর

ঘ. ভেন্ডার পোল অসিলেটর

অসিলেটরের (Oscillator) প্রয়োজনীয় উপাদানগুলো কি কি?

অসিলেটর কি? অসিলেটর এর কাজ কি? এর বৈশিষ্ট্য লিখুন। অসিলেটর এবং অ্যামপ্লিফায়ার এর মধ্যে পার্থক্য কি?

অসিলেটরের (Oscillator) উপাদান তিনটি। যথা-

ü  ইন্টারনাল অ্যামপ্লিফায়ার

ü  ফিডব্যাক সার্কিট

ü  ট্যাংক সার্কিট ।

একটি অসিলেটরের (Oscillator)  জন্য কি কি অংশ দরকার?

একটি অসিলেটরের জন্য নিম্নলিখিত অংশ দরকার হয় :

ü  ইন্টারনাল অ্যামপ্লিফায়ার

ü  ফিডব্যাক নেটওয়ার্ক অথবা নেগেটিভ রেজিস্ট্যান্স

ü  অ্যামপ্লিচুড লিমিটিং ডিভাইস

সাইনুসোইডাল অসিলেটর(Oscillator) বলতে কি বুঝায়?

যে ইলেকট্রনিক ডিভাইস কাঙ্ক্ষিত ফ্রিকোয়েন্সি এর সাইনুসোইডাল অসিলেশন তৈরি করে তাকে সাইনুসোইডাল অসিলেটর বলে। এটা ডিসি এনার্জি গ্রহণ করে কাঙ্ক্ষিত ফ্রিকোয়েন্সির এসি এনার্জি তৈরি করে।

সাইনুসোইডাল অসিলেটর (Oscillator)  তৈরি করতে কি কি ডিভাইসের প্রয়োজন হয়?


ডিভাইস সমূহ :

ü  ১টি ক্যাপাসিটর

ü  ১টি ইন্ডাক্টর।

ü  ১টি অ্যামপ্লিফায়ার ।

ü  ট্রানজিস্টর

কেন অসিলেটর (Oscillator)সার্কিট এ ফিডব্যাক করানো হয় ?

ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর যৌথভাবে যে কোন ফ্রিকোয়েন্সি এর সাইনুসোইডাল অসিলেটিং কারেন্ট তৈরি করে যা অ্যাম্পলিফায়ার এর সাহায্যে অ্যামপ্লিফাই হয় । কিন্তু এই বর্ধিত সিগনাল বেশি সময় স্থায়ী হয় না। অর্থাৎ ড্যাম্প হয়ে যায়। তাই আনড্যাম্পও অসিলেশন পাওয়ার জন্য বর্ধিত সিগনালকে পুনরায় সার্কিটে ফিডব্যাক করানো হয়।

ব্লকিং অসিলেটর (Oscillator)বলতে কি বুঝ ?

যে অসিলেটর কর্মরত অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পরপর বন্ধ থেকে অসিলেশনকে ব্লক করে। তাকে ব্লকিং অসিলেটর বলে।  ইহা একটি নন সাইনুসয়ডাল অসিলেটর।  এর সাহায্যে স-টুথ ওয়েভ, স্কোয়ার ওয়েভ, পালস ওয়েভ ইত্যাদি ধরনের ফ্রিকোয়েন্সি অসিলেশন করা যায়। 

অসিলেটর এবং অ্যামপ্লিফায়ার এর মধ্যে পার্থক্য কি?

অসিলেটর এবং অ্যামপ্লিফায়ার এর মধ্যে পার্থক্য নিম্নরূপ :

Ø অসিলেটরে কোন ইনপুট সিগনাল এর প্রয়োজন হয় না, অ্যামপ্লিফায়ার-এ ইনপুট সিগনাল এর প্রয়োজন হয় 

Ø অসিলেটর নিজে নিজেই আউটপুট সিগনাল উৎপন্ন করে, অ্যামপ্লিফায়ারে আউটপুট সিগনাল ইনপুট সিগনালের উপর নির্ভরশীল ।

Ø অসিলেটরের ইনপুট-এ ডিসি দিলে আউটপুট-এ এসি পাওয়া যায়, অ্যামপ্লিফায়ারে ইনপুট সিগনাল আউটপুটে বর্ধিত আকারে পাওয়া যায় ।

Ø অসিলেটর পজিটিভ ফিডব্যাক ব্যবহার হয়, অ্যামপ্লিফায়ার নেগেটিভ ফিডব্যাক ব্যবহার হয়.

Ø অসিলেটরে টিউনড সার্কিট থাকে, অ্যামপ্লিফায়ারে টিউনড সার্কিট থাকে না।

Ø  অসিলেটরের ফিডব্যাক গেইন A ইনফিনিটি হয়, অ্যামপ্লিফায়ারের ফিডব্যাক গেইন Af ইনফিনিটি হয় না 

অসিলেটর কি? অসিলেটর এর কাজ কি? এর বৈশিষ্ট্য লিখুন। অসিলেটর এবং অ্যামপ্লিফায়ার এর মধ্যে পার্থক্য কি?

অসিলেটর (Oscillator) এর সুবিধা কি কি?

v অসিলেটর একটি ননরোটেটিং ডিভাইস হওয়ায় এটা দীর্ঘস্থায়ী।

v মুভিং পার্টস এর অনুপস্থিতির জন্য একটি অসিলেটর এর কাজ সম্পূর্ণ নিরবে হয়।

v একটি অসিলেটর লো (২০ হার্টজ) হতে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি (>১০০ MHz)তৈরি করতে পারে

v কাঙ্ক্ষিত ফ্রিকোয়েন্সি পাওয়ার জন্য অসিলেশন ফ্রিকোয়েন্সি সহজেই পরিবর্তন করা যায় । সময়ের সাথে এর ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকে।

v এর দক্ষতা খুবই ভাল।

v এটা তৈরি করতে খরচ কম পড়ে।

v একে সহজে বহন করা যায়। 


ক্রিস্টাল অসিলেটরের সুবিধা এবং অসুবিধা উল্লেখ করুন ।


    ক্রিস্টাল অসিলেটরের সুবিধা নিম্নরূপ :

  1. ক্রিস্টাল এর ফ্রিকোয়েন্সি তাপমাত্রার উপর নির্ভার করে না।
  2. ডিসি এর উপর এসি কোন প্রভাব বিস্তার করে না ।
  3. ক্রিস্টাল অসিলেটর এর ফ্রিকোয়েন্সি স্ট্যাবিলিটি উচ্চমানের।

1

    ক্রিস্টাল অসিলেটরের অসুবিধা নিম্নরূপ :

  1. এর প্যারালাল রিজোনেন্স ফ্রিকোয়েন্সিতে সবচেয়ে বেশি ফিডব্যাক হয়।
  2. এর ফ্রিকোয়েন্সি সহজে পরিবর্তন করা যায় না ।
  3. ক্রিস্টাল অসিলেটর দুর্বল বলে একমাত্র লো পাওয়ার সার্কিটে ব্যবহৃত হয।

ফেজ শিফট অসিলেটরের সুবিধা এবং অসুবিধা উল্লেখ করুন। 

অসিলেটর কি? অসিলেটর এর কাজ কি? এর বৈশিষ্ট্য লিখুন। অসিলেটর এবং অ্যামপ্লিফায়ার এর মধ্যে পার্থক্য কি?

ফেজ শিফট অসিলেটরের সুবিধা নিম্নরূপ :

  1. এতে কোন ট্রান্সফরমার বা ইন্ডাক্টরের দরকার হয় না।
  2. খুব কম ফ্রিকোয়েন্সি উৎপন্ন করা যায়।
  3. ফ্রিকোয়েন্সি স্ট্যাবিলিটি খুব ভাল।
  4. প্রকৃত সাইন ওয়েভ সৃষ্টি করতে পারে। 

ফেজ শিফট অসিলেটরের অসুবিধা নিম্নরূপ :

  1.  পরিবর্তনশীল ফ্রিকোয়েন্সির জন্য উপযুক্ত নয়।
  2.   খুব কম মানের আউটপুট পাওয়া যায়।
  3. ফিডব্যাক ফ্যাক্টর খুব কম থাকে বলে অসিলেশন শুরু করতে দেরি হয়। 

কলপিটস অসিলেটর এর সুবিধা ও অসুবিধা লিখুন ।


কলপিটস অসিলেটর এর সুবিধা :

  1.  এর ফ্রিকোয়েন্সি স্ট্যাবিলিটি সবচেয়ে বেশি।
  2. ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি অপারেশন এর জন্য এটা খুবই ভাল ।
  3. হর্টলি অসিলেটর হতে অপারেশন এর দিক দিয়ে এর খরচ কম পড়ে।

কলপিটস অসিলেটর এর অসুবিধা :

  1. একে ট্যাংক সার্কিট এর দুই ক্যাপাসিটর এর মাঝ হতে টেপিং করতে হয়।
  2. এর ফ্রিকোয়েন্সি রিজোনেন্ট ফ্রিকোয়েন্সি এর সমান হয়।

হার্টলি অসিলেটর এর সুবিধা ও অসুবিধা লিখুন।


হার্টলি অসিলেটর এর সুবিধা :

  1. হার্টলি অসিলেটর-এ মাত্র একটি কয়েল ব্যবহৃত হয়।
  2. এর ট্যাংক সার্কিট-এ এনার্জি কারেক্ট ফেজ এ সরবরাহ হয়।
  3. আরমাস্ট্রং অসিলেটর হতে এর ফ্রিকোয়েন্সি স্ট্যাবিলিটি খুব ভাল। 

হার্টলি অসিলেটর এর অসুবিধা :

  1. এতে জেপেড কয়েল বা অটো ট্রান্সফর্মার এর প্রয়োজন হয়।
  2. সিরিজ হার্টলি অসিলেটর-এ এসি এবং ডিসি এর জন্য কোন ভিন্ন পথ নেই বলে ডিসি এর উপর এসি ইফেক্ট পরিলক্ষিত হয়।




Post a Comment

Previous Post Next Post