লেজার কি, লেজার কিভাবে কাজ করে

 

লেজার কি, লেজার কিভাবে কাজ করে

লেজার কি,  লেজার কিভাবে কাজ করে

লেজার কি :

LASER এর পূর্ণরূপ হল Light Amplification by Stimulation Emission of Radiation. কোন বিশেষ পরমাণুকে ফোটন কণিকা দ্বারা উত্তেজিত করে লেজার রশ্মি তৈরি করা হয়। এ রশ্মি অত্যধিক লক্ষ্যভেদী, সুসঙ্গত, একক রঙের এবং তীব্র শক্তিসম্পন্ন একগুচ্ছ আলো। 

অনেক দূরত্ব অতিক্রম করার পরও লেজার রশ্মির দিক বিচ্যুতি ঘটে না। লেজার যন্ত্রের মাধ্যমে আলোক তরঙ্গকে কোন স্ফটিকের মধ্য দিয়ে চালনা করা হলে উদ্দীপিত নিঃসরণ ঘটে এবং অতি শক্তিশালী সংসক্ত সুসংগত আলোক রশ্মি নিঃসরিত হয় । এই রশ্মির নাম লেজার রশ্মি ।

 

লেজার কিভাবে কাজ করে :

লেজার কি,  লেজার কিভাবে কাজ করে

১. পরীক্ষাগারে লেজার রশ্মির সাহায্যে আলোর বিভিন্ন বৈশিষ্ট্য প্রমাণ করা যায় ।

২. যোগাযোগ ব্যবস্থায় লেজার রশ্মি ব্যবহৃত হয় ।

৩. কঠিন বস্তুতে গর্ত করা, পোড়া বা ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়।

৪. চিকিৎসা ক্ষেত্রে সূক্ষ্ম অস্ত্রপাচারে লেজার রশ্মি ব্যবহৃত হয়, চক্ষু, দন্ত, চর্ম রোগ ও টিউমার ক্যান্সার চিকিৎসায় লেজার রশ্মি ব্যবহৃত হয় ।

৫. লেজারের সাহায্যে দূরত্ব সঠিকভাবে মাপা যায় ।

৬. ত্রিমাত্রিক ছবি তৈরির ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহৃত হয়। এ ছবি তৈরির প্রক্রিয়াকে হলোগ্রাফি বলে ।

 ৭. পানি দ্বারা শোষিত হয় না বলে পানির নিচে যোগাযোগ ব্যবস্থায় এ রশ্মি ব্যবহৃত হতে পারে।

৮. শিল্প কারখানায় ভিডিও ডিস্ক তৈরি, কমপিউটার নিয়ন্ত্রণ, ড্রিলিং ওয়েল্ডিং তৈরি, আলোক সজ্জা, লাইব্রেরীর বইয়ে বার কোর্ড পাঠ প্রভৃতি লেজার ব্যবহৃত হয় ।

 

লেজারের বৈশিষ্ট্য :

লেজার কি,  লেজার কিভাবে কাজ করে

১. এ রশ্মির তীব্রতা খুব বেশি এবং দিকাভিমুখী ।

২. এ রশ্মি প্রায় নিখুঁতভাবে সমান্তরাল । ৩. এ রশ্মি একবর্ণী হয় ।

৪. এ রশ্মি পানি দ্বারা শোষিত হয় না ।

৫. লেজারের আলো সুসংহত, অত্যন্ত উজ্জ্বল ও তীক্ষ্ণ।

 

 

 


Post a Comment

Previous Post Next Post