আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস, বিষয় কোডঃ ২৩১৫১৫, ইতিহাস অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২২

আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস, বিষয় কোডঃ ২৩১৫১৫, ইতিহাস অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২২ 

জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২২
অনুষ্ঠিতব্য ২০২৪
ইতিহাস বিভাগ
আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস, বিষয় কোডঃ ২৩১৫১৫


খ-বিভাগ


১।  চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা সম্পর্কে সংক্ষেপে লিখ। 

২।  ‘নানকিং সন্ধির' শর্তসমূহ লেখ।

৩।  বক্সার বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল? 

৪।  চীনের “উন্মুক্ত দ্বার নীতি” ব্যাখ্যা কর । 

৫।  রেসিডেন্ট ব্যবস্থা কী?

৬। “চিয়াং কাইশেক” কে ছিলেন?

৭।  রুশ-জাপান যুদ্ধের ফলাফল কী ছিল?

৮।  কালচার সিস্টেম বলতে কী বুঝ? 

৯।  টেংকু আব্দুর রহমান কে ছিলেন? 

১০।  রোহিঙ্গা সম্পর্কে আলোচনা কর। 


গ-বিভাগ


১।  আফিম যুদ্ধ কী? এ যুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর ।

২।  বিদেশিদের চীনে আসার কারণগুলো আলোচনা 

৩।  চীনে তাইপিং বিদ্রোহের কারণ পর্যালোচনা কর।

৪ ।  জাপানে মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা কর ।

৫ ।  ইন্দোনেশিয়ায় জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ আলোচনা কর। 

৬।  ১৮৯৪-৯৫ সালে চীন-জাপান যুদ্ধের পটভূমি আলোচনা কর । 

৭।  মায়ানমারে গণতন্ত্রের ব্যর্থতার কারণ পর্যালোচনা কর।

৮।  ওয়াশিংটন সম্মেলন (১৯২১-১৯২২) কী? এর উদ্দেশ্য ও চুক্তিসমূহ পর্যালোচনা কর। 

৯।  চীনের ১০০ দিনের কর্মসূচি সম্পর্কে একটি নিবন্ধ লিখ। 

১০।  চীনের সমাজতন্ত্র বিকাশে মাওসেতুং এর অবদান আলোচনা কর। 

 

 


Post a Comment

Previous Post Next Post