তুরস্ক, ইরান ও আফগানিস্তানের ইতিহাস ,বিষয় কোড : ৩১১৬০৭ ,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি মাস্টার্স সাজেসন্স ২০২১

 

|তুরস্ক, ইরান ও আফগানিস্তানের ইতিহাস ,বিষয় কোড : ৩১১৬০৭ | ইসলামের ইতিহাস ও সংস্কৃতি মাস্টার্স  সাজেসন্স  ২০২১  |

 জাতীয় বিশ্ববিদ্যালয়
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
বিষয় : তুরস্ক, ইরান ও আফগানিস্তানের ইতিহাস
বিষয় কোড : ৩১১৬০৭


ক-বিভাগ


(ক) প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর : ১৯১৪ সালে।

(খ) ভার্সাই চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর : ১৯১৯ সালের ২৮ জুন।

(গ) কাকে ইউরোপের রুগ্নব্যক্তি বলা হয়?

উত্তর : তুরস্ককে।

(ঘ) আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : মুস্তফা কামাল পাশা।

(ঙ) অটোমান সাম্রাজ্যের শেষ সুলতান কে ছিলেন?

উত্তর : ৬ষ্ঠ মুহম্মদ ।

(চ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়?

উত্তর : ১৯৪৫ সালে।

(ছ) ইরানের পূর্বনাম কি ছিল? '

উত্তর : পারস্য ।

(জ) ইরানের পাহলভী বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : প্রথম রেজা শাহ পাহলভী ।

(ঝ) বন্দর আব্বা স কোথায় অবস্থিত?

উত্তর : ইরানে ।

(ঞ) আফসারী বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : নাদির শাহ।

(ট) আমির আব্দুর রহমান কে ছিলেন?

উত্তর : আফগানিস্তানের আমির এবং দোস্ত মুহাম্মদের পৌত্র ছিলেন

(ঠ)আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি?

উত্তর : লয়াজিরগা।

২০১৬

(ক)রুশ বিপ্লব সংঘটিত হয় কত সালে?

উত্তর : ১৯১৭ সালে।

(খ) প্যান-ইসলামীবাদের জনক কে?

উত্তর : সৈয়দ জামাল উদ্দিন আফগানি ।

(গ) কাপিকুলি ও তোপ্রাকুলি কি?

উত্তর : তুরস্কের বেতনভোগী সৈন্যদের কাপিকলি ও অবৈতনিক সৈন্যদের তোপ্রাকুলি বলা হয়।

(ঘ) কুচুক কাইনারর্জি সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর : ১৭৭৪ সালে।

(ঙ) ক্রিমিয়া কোথায় ?

উত্তর : রাশিয়ায়।

(চ) দ্বিতীয় বলকান যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর : ১৯১৩ সালে।

(ছ) কাজার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : আগা মোহাম্মদ খান ।

(জ)কাকে আতাতুর্ক' বলা হয়?

উত্তর : মুস্তফা কামাল পাশাকে।

(ঝ) 'গ্রিসের রাজধানী কোথায়?

উত্তর : এথেন্স ।

(ঞ) কার নেতৃত্বে ইউ.এ.আর গঠিত হয়?

উত্তর : প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরের নেতৃত্বে।

(ট) 'হাবিবুল্লাহ গাজী' কার উপাধি ছিল?

উত্তর : বাচ্চা-ই সাকার উপাধি ছিল।

(ঠ) দি গ্রেট রোড' কে তৈরি করেন?

উত্তর : বাদশাহ নাদির শাহ ।

২০১৭

(ক)তুরস্কের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?

উত্তর : রিসেপ তায়েপ এরদোগান ।

(খ) আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : মুস্তফা কামাল পাশা ।

(গ) 'পাশা' শব্দের অর্থ কী?

উত্তর : পাশা' শব্দের অর্থ গভর্ণর।

(ঘ) কাকে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয়?

উত্তর : তুরস্ককে।

(ঙ) ইরাদ-ই-জাদিদ' কী?

উত্তর : সুলতান তৃতীয় সেলিম কর্তৃক প্রতিষ্ঠিত কেন্দ্রীয় কোষাগার।

(চ) কত খ্রিস্টাব্দে খিলাফত রহিত করা হয়?

উত্তর : ১৯২৪ সালে

(ছ) ইরানের প্রাচীন নাম কী?

উত্তর : পারস্য।

(জ) ইরানের পাহলভী বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : প্রথম রেজা শাহ পাহলভী ।

(ঝ) শাত-ইল-আরব' কী?

উত্তর : শাত-ইল-আবর ইরাক ও ইরানের মধ্যবর্তী একটি জলপথ ।

(ঞ) 'তালিবান' শব্দের অর্থ কী?

উত্তর : ছাত্র বা জ্ঞান অন্বেষণকারী।

(ট) কার শাসনামলে 'ডুরান্ড লাইন' তৈরি হয়?

উত্তর : আমির আব্দুর রহমানের আমলে ।

(ঠ) আফগানিস্তানের সর্বশেষ বাদশাহ কে ছিলেন?

উত্তর : জহির শাহ ।

২০১৮

(ক) নিজাম-ই-জাদিদ কি?

উত্তর : সুলতান তৃতীয় সেলিম কর্তৃক গঠিত সেনাবাহিনী

(খ) তানজিমাত শব্দের অর্থ কি?

উত্তর : তানজিমাত শব্দের অর্থ সংস্কার, পুনর্গঠন, নীতিমালা ।

(গ) প্রথম বিশ্বযুদ্ধের দুই বৃহৎ শক্তি কী নামে অভিহিত?

উত্তর : ত্রিশক্তি ও ত্রিশক্তি আঁতাত ।

(ঘ) কোন সন্ধির মাধ্যমে ক্রিমিয়া যুদ্ধের অবসান হয়?

উত্তর : প্যারিস সন্ধির মাধ্যমে ।

(ঙ) ইরান-ইরাক যুদ্ধের প্রধান কারণ কী?

উত্তর : সীমান্ত সমস্যা।

(চ) কাজার বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : আগা মোহাম্মদ খান ।

(ছ)প্যান-ইসলামিবাদের জনক কে?

উত্তর : সৈয়দ জামাল উদ্দিন আফগানি ।

(জ)কখন ইরানে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

(ঝ) বাচ্চা-ই-সাকা কে ছিলেন?

উত্তর : একজন ভিস্তির ছেলে, দুধর্ষ ডাকাত নেতা ও আফগানিস্তানের ক্ষণস্থায়ী বাদশা ।

(ঞ) কখন ইঙ্গ-আফগান চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তর : ১৯১৯ সালে ইঙ্গ-আফগান চুক্তি স্বাক্ষরিত হয়।

(ট) কখন আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন ঘটে?

উত্তর : ১৯৭৯ সালে ।

(ঠ) কত সালে রুশ বিপ্লব সংঘটিত হয়?

উত্তর : ১৯১৭ সালে।

২০১৯

(ক) ইরাদ-ই-জাদিদ কী?

উত্তর : সুলতান তৃতীয় সেলিম কর্তৃক প্রতিষ্ঠিত কেন্দ্রীয় কোষাগার।

(খ)কাকে ইউরোপের রুগ্নব্যক্তি বলা হয়?

উত্তর : তুরস্ককে।

(গ) আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : মুস্তফা কামাল পাশা ।

(ঘ) অটোমান সাম্রাজ্যের শেষ সুলতান কে ছিলেন?

উত্তর : ৬ষ্ঠ মুহম্মদ ।

(ঙ)ক্রিমিয়া কোথায়?

উত্তর : রাশিয়ায়।

(চ)প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর : ১৯১৪ সালে।

(ছ) ইরানের পূর্বনাম কী ছিল?

উত্তর : পারস্য।

(জ)কে ইরানের তৈল কোম্পানি জাতীয়করণ করেন?

উত্তর : ইরানের তেল সম্পদ মন্ত্রী ড. মোসাদ্দেক।

(ঝ) বন্দর আব্বাস' কোথায় অবস্থিত?

উত্তর : ইরানে ।

(ঞ) তালিবান' শব্দের অর্থ কী?

উত্তর : ছাত্র বা জ্ঞান অন্বেষণকারী।

(ট) কার শাসনামলে 'ডুরাল্ড লাইন' তৈরি হয়?

উত্তর : আমির আব্দুর রহমানের আমলে।

(ঠ) আফগানিস্তানের পার্লামেন্টের নাম কী?

উত্তর : লয়াজিরগা।

২০২০

(ক) নিজাম-ই-জাদিদ কে গঠন করেন?

উত্তর : অটোমান সুলতান তৃতীয় সেলিম।

(খ) 'বঙ্কান' শব্দের অর্থ কী?

উত্তর : বলকান শব্দের অর্থ পর্বত ।

(গ) কোন সন্ধির মাধ্যমে ক্রিমিয়া যুদ্ধের অবসান হয়?

উত্তর : প্যারিস সন্ধির মাধ্যমে।

(ঘ) কাকে আতাতুর্ক' বলা হয়?

উত্তর : মুস্তফা কামাল পাশাকে।

(ঙ) পাহলভি বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : প্রথম রেজা শাহ পাহলভী ।

(চ) কখন ইরানে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৭৯ সালের ১ এপ্রিল।

(ছ )'শাত-ইল-আরব' কী?

উত্তর : শাত-ইল আরব ইরাক ও ইরানের মধ্যবর্তী একটি জলপথ।

(জ)ইরানের পার্লামেন্টের নাম কী?

উত্তর : মজলিস ।

(ঝ) ইঙ্গ-আফগান চুক্তি স্বাক্ষরিত হয় কখন?

উত্তর : ১৯১৯ সালে ইঙ্গ-আফগান চুক্তি স্বাক্ষরিত হয়।

(ঞ) 'দ্য গ্রেট নর্থ রোড কে তৈরি করেন?

উত্তর : বাদশাহ নাদির শাহ।

(ট) আফগানিস্তানের সর্বশেষ বাদশাহ কে ছিলেন?

উত্তর : জহির শাহ।

(ঠ) 'হাবিবুল্লাহ গাজী' কার উপাধি ছিল?

উত্তর : বাচ্চা-ই সাকার উপাধি ছিল।


তুরস্ক, ইরান ও আফগানিস্তানের ইতিহাস ,বিষয় কোড : ৩১১৬০৭ ,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি মাস্টার্স  সাজেসন্স  ২০২১

খ বিভাগ

 

১। তানজিমাত আন্দোলনের বিবরণ দাও।

২। ক্রিমিয়া যুদ্ধের কারণসমূহ আলোচনা কর।

৩। কামালবাদ সম্পর্কে লেখ।

৪। শ্বেত বিপ্লব কী?

৫। ইরানের সাংবিধানিক আন্দোলনের বিবরণ দাও।

৬। দোস্ত মোহাম্মদের পরিচয় দাও ৷

৭। আমানউল্লাহর সংস্কার সম্পর্কে টিকা লিখ ।

৮। পাকতুনিস্তান সমস্যা বলতে কী বুঝ?

৯। গ্রিক স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লিখ ।

১০। প্রথম মহাযুদ্ধের ফলাফল লিখ।

১১। সেভার্স চুক্তি' সংক্ষেপে আলোচনা কর ।

১২৮। আমীর হাবিবুলাহ খানের পরিচয় দাও ।

 

গ বিভাগ

 

১। সুলতান দ্বিতীয় মাহমুদের সংস্কারাবলি আলোচনা কর ।

২। ক্রিমিয়া যুদ্ধের কারণসমূহ আলোচনা কর। উসমানীয় সাম্রাজ্যের উপর এ যুদ্ধের ফলাফল কী হয়েছিল?

৩। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির পক্ষে যোগ দিয়েছিল কেন? তুরস্কের উপর এর কী ফলাফল হয়েছিল?

৪। কামালবাদ কী? মোস্তফা কামাল পাশার সংস্কারসমূহ আলোচনা কর।

৫।। ইরানের তৈল সম্পদ জাতীয়করণে ড. মোসাদ্দেকের ভূমিকা মূল্যায়ন কর এবং এর ব্যর্থতার কারণ নির্ণয় কর।

৬। ইরানের আধুনিকীকরণে প্রথম রেজা শাহের কৃতিত্ব মূল্যায়ন কর। তিনি কি সফল হয়েছিলেন?

৭। আফগানিস্তানের আধুনিকীকরণে বাদশা আমানউল্লাহর ভূমিকা পর্যালোচনা কর।

৮। জহির শাহের রাজত্বকালে আফগানিস্তানের গণতন্ত্র চর্চার একটি বিবরণ দাও।

৯। 'প্রাচ্য সমস্যা' বলতে কি বুঝ? এতে বৃহৎ শক্তিবর্গের কি ভূমিকা ছিল?

১০। নিজাম-ই-জাদিদ শব্দটি ব্যাখ্যা কর। তুর্কি সাম্রাজ্য আধুনিকীকরণে সুলতান ৩য় সেলিমের প্রচেষ্টা আলোচনা কর।

১১। ইরান-ইরাক যুদ্ধের প্রধান প্রধান কারণসমূহ আলোচনা কর ।

Post a Comment

Previous Post Next Post